নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। কিচ্ছুটি নেই
নেই তো নেই দিক হাতরে কিছু নেই
রোদ নেই প্রয়োজনে আলো নেই
বেঁচে থাকার বাতাস নেই
চারিদিকে প্রাচীর সব গুটিয়ে আসছে
কানে বাজে অসত্যের রূঢ় হাসি।
আমি কার কে আমার ভুলে গেছি
মাঝে মাঝে ঝড় বয়ে যায় হৃদয়ে
মনে হয় কেউ নেই কিচ্ছুটি নেই
অপ্রয়োজনের ঘরে বন্দী হয়ে
শুধু উদ্ধারের পথ খুঁজছি।
২। অবান্তর মশকরা
একটা অপস্রিয়মান অন্ধকার
কুন্ডলী পাঁকিয়ে আছে
বেলকুনি থেকে কয়েক কদম দূরে
ডালিম তলে এই মধ্যদুপুরে।
একটা জ্যামুক্ত তীর মুহূর্তে ছুটে গেল
চৌদিক চৌচির হয়ে একটা অবয়ব
ক্রমশ: অপসৃত হতে হতে
বাস্তুভিটার বর্হিদেশে মূহ্যমান।
আমার প্রতিটি দুপুর
প্রতিটি প্রশ্বাসের উৎগীরিত ধোঁয়ার মাঝে
এরকম একটি করে অবয়ব
নির্নিমিখ তাকিয়ে থাকে।
তুমি কেহে স্থিরচিত্র
অদূর ভবিষ্যতে দাঁড়িয়ে
দিকেদিকে আমার দৈন্যদশার সাথে
অবান্তর মশকরা করছো!
৩। বিপদাপন্ন কবিতা
আমার কবিতা বিপদাপন্ন হয়ে পড়ছে
হারিয়ে যাচ্ছে রাজশ্রী
পালকের উর্বরা শ্যামল ছায়া
দিস্তার পর দিস্তা অনুর্বর জমিন
চিটায় লুপ্ত হচ্ছে শস্যকণা
হারিয়ে যাচ্ছে নবান্নের গান।
জন্মদাতা পিতা হয়েছে গত
জননী উঠোনে বসে বিলাপ করছে
খোদার হাওলা করা শিশুটি
অস্থিচর্মসার হয়ে অপুষ্টিতে ভুগছে
মাঝেমাঝে কাজল রেখা মুছে
দুগ্ধ পোষ্যের মত কাঁদছে।
হে সর্বগ্রাসী নাগিনী
ওকে এখন বুকে টেনে নাও
ওর তৃষ্ণার্ত ঠোঁটে
জল পদ্ম ফোঁটাও।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা অনেক।
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৭
স্বপনবাজ বলেছেন: মনে হয় কেউ নেই কিচ্ছুটি নেই
অপ্রয়োজনের ঘরে বন্দী হয়ে
শুধু উদ্ধারের পথ খুঁজছি।+++
অসাধারণ লিখেছেন !
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ। শুভকামনা রইলো।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন:
আমার কবিতা বিপদাপন্ন হয়ে পড়ছে
হারিয়ে যাচ্ছে রাজশ্রী।
সুন্দর!!!
অনেক ভালো লাগা রইলো।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভকামনা নিরন্তর।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
জুন বলেছেন: রোদ নেই প্রয়োজনে আলো নেই
বেঁচে থাকার বাতাস নেই
চারিদিকে প্রাচীর সব গুটিয়ে আসছে
সত্যি মুন দম বন্ধ হয়ে আসছে , একোন পৃথিবী, কোথায় আছি !!
জটিলেশ্বরের গানের মত বলতে হয়,
''এ কোন সকাল! রাতের চেয়েও অন্ধকার'।
তোমার কবিতায় সেই করুন সময়।
+
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
সায়েম মুন বলেছেন: ''এ কোন সকাল! রাতের চেয়েও অন্ধকার'।
---সুন্দর একটা লাইন। একটা দু:সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কোন শান্তি নাই। স্বস্তি নাই। যত অশান্তি যেন আজ বাংলায়।
৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর প্রতিটিই।
রেটিং করলে দুই কে এগিয়ে রাখবো।।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয়। ভাল থাকুন। লেখালেখিতে থাকুন।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অপ্রয়োজনের ঘরে বন্দী হয়ে
শুধু উদ্ধারের পথ খুঁজছি।
অদ্ভুত সুন্দর।
একটা জ্যামুক্ত তীর মুহূর্তে ছুটে গেল
চৌদিক চৌচির হয়ে একটা অবয়ব
ক্রমশ: অপসৃত হতে হতে
বাস্তুভিটার বর্হিদেশে মূহ্যমান।
হে সর্বগ্রাসী নাগিনী
ওকে এখন বুকে টেনে নাও
ওর তৃষ্ণার্ত ঠোঁটে
জল পদ্ম ফোঁটাও।
শুভেচ্ছা কবি।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি। শুভকামনা সব সময়।
৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬
শান্তা273 বলেছেন: ভালো লাগলো।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ শান্তা। শুভকামনা রইলো।
৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭
জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার লাগলো।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
সায়েম মুন বলেছেন: কিউট একটা প্রোপিক। ধন্যবাদ জাকারিয়া। শুভকামনা রইলো।
৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮
ফালতু বালক বলেছেন: আমার কবিতা বিপদাপন্ন হয়ে পড়ছে
হারিয়ে যাচ্ছে রাজশ্রী
পালকের উর্বরা শ্যামল ছায়া
দিস্তার পর দিস্তা অনুর্বর জমিন
চিটায় লুপ্ত হচ্ছে শস্যকণা
হারিয়ে যাচ্ছে নবান্নের গান
খুব ভালো, মুন ভাই।
+++++
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২
সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাল বালক। শুভকামনা রইলো।
১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫
ভারসাম্য বলেছেন: ভাল।
'হাতরে' না লিখে 'হাতড়ে' লিখলে মনে হয় বিভ্রান্তি কমত কিন্তু শুদ্ধতাও থাকত।
কবিতা বিপদাপন্ন হয় হোক ( হৈলেই ভাল ) কবি ভাল থাকলেই হল। ভাল থাকুন।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩
সায়েম মুন বলেছেন: সেটাই এত কিছু না হাতড়ায় কবি সুখ হাতড়াইলেই ভাল। কষ্ট করে আপনাদের আর এসব পড়তে হবে না।
আসছেন বলে খূশী হৈলাম। আশা রাখি দিনকাল ভাল যাইতেছে। ভাল থাইকেন। সুখে থাইকেন। মনে রাইখেন।
১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা..ভাললাগলো
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা সব সময়।
১২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
শত রুপা বলেছেন: .... ভেবেছিলাম হারিয়েই গেছি
কিন্তু
....
একটা জ্যামুক্ত তীর মুহূর্তে ছুটে গেল(আমি জন্ম
নিলাম)
চৌদিক চৌচির হয়ে একটা অবয়ব(আমার শৈশব)
ক্রমশ: অপসৃত হতে হতে
বাস্তুভিটার বর্হিদেশে মূহ্যমান(আমার বর্তমান)।
আমার প্রতিটি দুপুর(এই যে আমি)
প্রতিটি প্রশ্বাসের উৎগীরিত ধোঁয়ার মাঝে(সবার চেতনায়)
এরকম একটি করে অবয়ব(স্বপ্ন)
নির্নিমিখ তাকিয়ে থাকে(স্বপ্নের দিকে)
তুমি কেহে স্থিরচিত্র
অদূর ভবিষ্যতে দাঁড়িয়ে
দিকেদিকে আমার দৈন্যদশার সাথে
অবান্তর মশকরা করছো!
১৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
শত রুপা বলেছেন: .... ভেবেছিলাম হারিয়েই গেছি
কিন্তু AmiAmiAmi Ami jonmo nilam......
....
একটা জ্যামুক্ত তীর মুহূর্তে ছুটে গেল(আমি জন্ম
নিলাম)
চৌদিক চৌচির হয়ে একটা অবয়ব(আমার শৈশব)
ক্রমশ: অপসৃত হতে হতে
বাস্তুভিটার বর্হিদেশে মূহ্যমান(আমার বর্তমান)।
আমার প্রতিটি দুপুর(এই যে আমি)
প্রতিটি প্রশ্বাসের উৎগীরিত ধোঁয়ার মাঝে(সবার চেতনায়)
এরকম একটি করে অবয়ব(স্বপ্ন)
নির্নিমিখ তাকিয়ে থাকে(স্বপ্নের দিকে)
তুমি কেহে স্থিরচিত্র
অদূর ভবিষ্যতে দাঁড়িয়ে
দিকেদিকে আমার দৈন্যদশার সাথে
অবান্তর মশকরা করছো!
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ যমুনা কবি শত রুপা। অনেক দিন পর দেখলাম। এসে সুন্দর একটা কমেন্ট দিয়েছেন। শুভকামনা সব সময়।
১৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
++++++++
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভকামনা সব সর্বদা।
১৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪১
মিনাক্ষী বলেছেন: সব দেখি দুঃখ দুঃখ কবিতা। সুখের কবিতা লিখেন। পইড়া সুখ পাই।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
সায়েম মুন বলেছেন: হুম। আগে সুখাচ্ছন্ন হই। তারপর মহসুখের কবিতা লিখবো।
১৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩
হাসান মাহবুব বলেছেন: প্রথম দুইটা কবিতা খুবই সমসাময়িক।
উদ্ধারের পথ খুঁজছি,
কিন্তু
তুমি কেহে স্থিরচিত্র
অদূর ভবিষ্যতে দাঁড়িয়ে
দিকেদিকে আমার দৈন্যদশার সাথে
অবান্তর মশকরা করছো?
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২
সায়েম মুন বলেছেন: এইটা হইলো কোনানড্রাম।
১৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
মুনসী১৬১২ বলেছেন: সুন্দর হয়েছে
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কবি।
১৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমার কবিতা বিপদাপন্ন হয়ে পড়ছে
হারিয়ে যাচ্ছে রাজশ্রী।
ভালোলাগা ।
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। শুভরাত্রি।
১৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভ...সুবহেসাদিক কবি কেমনআছেন?
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৫
সায়েম মুন বলেছেন: শুভসকাল। ভাল আছি কবি। নৈশপ্রহরীর চাকুরী করছি এখন। একটু পর ঘুমাতে যাবো।
২০| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৩
সেলিম আনোয়ার বলেছেন: নিশি জেগে থাকা প্রজাপতি
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
সায়েম মুন বলেছেন: নৈশপাখি বা আগুনমাছি বলতে পারেন।
২১| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৭
একজন আরমান বলেছেন:
হে সর্বগ্রাসী নাগিনী
ওকে এখন বুকে টেনে নাও
ওর তৃষ্ণার্ত ঠোঁটে
জল পদ্ম ফোঁটাও।
দারুন।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরমান। অনেক শুভকামনা।
২২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
চমৎকার হয়েছে লিখাগুলো... খুব ভালোলাগা জানিয়ে গেলাম... ২ আর ৩ টা কিছুটা বেশি ভালো লেগেছে...
শুভকামনা...
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভকামনা।
২৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯
ভিয়েনাস বলেছেন: সবার সাথে একমত..২ বেশি ভালো
ভালোলাগা জানিয়ে গেলাম।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
সায়েম মুন বলেছেন: আপনার মতামত জেনে ভাল লাগলো। শুভকামনা সব সময়।
২৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১
নেক্সাস বলেছেন: রোদ নেই প্রয়োজনে আলো নেই
বেঁচে থাকার বাতাস নেই
চারিদিকে প্রাচীর সব গুটিয়ে আসছে
+++++++++++++
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস। শুভকামনা সব সময়।
২৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কবিতা কঠিন হয়েছে
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাননীয় মন্ত্রী
২৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২
রেজোওয়ানা বলেছেন: আমি বিপদাপন্ন কবিতা পাঠক (মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কবিতা কঠিন হয়েছে) :>
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭
সায়েম মুন বলেছেন: তোমার মত একনিষ্ঠ পাঠক পেয়ে কবিতা আবারো ঝলসে উঠবে। এবার পেলাসটা দিয়া যাও
মন্ত্রীরা আজকাল মাথা ঠিক রাখতে পারতেছে না। তাই সরল কথারে কঠিন মনে হইতেছে।
২৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কানে বাজে অসত্যের রূঢ় হাসি।
কোনটা রেখে রেখে কোনটা ভালো বলব বুজছিনা, কবি... সবগুলোর সব অর্থ শব্দ অসাধারণ হইছে... শুভ কামনা...
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১০
সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা ভাল লাগলো কবি। ভাল থাকুন সব সময়।
২৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮
ফারজানা শিরিন বলেছেন: অনেকসময় শব্দ করতে ভালো লাগেনা ।
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৮
সায়েম মুন বলেছেন: কমেন্টটা ঠিক বোধগম্য হলো না। :/
২৯| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯
ফারজানা শিরিন বলেছেন: +++++++
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ফারজানা। শুভরাত্রি।
৩০| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬
স্বপ্নচূড়ায় আমি বলেছেন: আমি কার কে আমার ভুলে গেছি
মাঝে মাঝে ঝড় বয়ে যায় হৃদয়ে
মনে হয় কেউ নেই কিচ্ছুটি নেই
অপ্রয়োজনের ঘরে বন্দী হয়ে
শুধু উদ্ধারের পথ খুঁজছি।
অসাধারণ........................
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ স্বপ্নচূড়া। বেশ কিছুদিন পর আপনাকে দেখলাম। আশা রাখি ভাল আছেন। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬
সোনালী ডানার চিল বলেছেন:
একটা জ্যামুক্ত তীর মুহূর্তে ছুটে গেল
চৌদিক চৌচির হয়ে একটা অবয়ব
ক্রমশ: অপসৃত হতে হতে
বাস্তুভিটার বর্হিদেশে মূহ্যমান।[/sb
খুব সুন্দর কবিতাগুচ্ছ!!
শুভকামনা কবি........