নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। বিদ্রূপাত্মক উপসংহার
জীবনের শ্রেষ্ঠ কবিতাটি রচনার জন্য
বসে আছি আনমনে খোলা গগনে
চর্তুদিকে জীবনের খেয়াযান
আসে যায় কেউবা মৃদু চোখে চায়।
একমাত্র তোমার চাহনি তির্যক
সেই চাহনিতে পিষ্ঠ হয়ে
আমার কবিতা খেই হারিয়ে
ধেই ধেই করে পালিয়ে যায়।
কি এক বিনিসুতার মালায়
জড়িয়েছো আমায়
যতই বলছি দূরে থাকো
নির্বিঘ্নে সটকে পড়ো
ততই বিদ্রূপাত্মক উপসংহার।
রাজ দরবারের সিংহাসন দখল করে
হুকুম তামিলের নির্দেশ দিয়ে যাচ্ছো অবিরত
আমি খাতা কলম ফেলে বারবার হই নিরস্ত্র।
২। ঘুমিয়ে থাকো তুমি
আমি গোটা পৃথিবী তন্নতন্ন করে
কতজনারই না ঘুম ভাঙ্গলাম।
ফুলের ঘুম ভাঙ্গলাম ভ্রমর হয়ে
গাছের ঘুম ভাঙ্গলাম
মুষল বৃষ্টি হয়ে
ফসলের ঘুম ভাঙ্গলাম
হেমন্তের অজর সমীরণে
ঘাসের বুকে আলতো কিরণে।
অথচ তোমার কাছে এসে
সকল বিধিবিধান প্রয়োগ শেষে
আমি নিজেই ঘুমিয়ে পড়েছি।
যারা জেগে থেকে ঘুমায়
তাদের ঘুমটা গাঢ়তর হয় বৈকি
সেই বিধি ভুল প্রমাণ করতে
আমি তোমার দ্বারপ্রান্তে
ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে
নিজেই ঘুমিয়ে পড়েছি।
এখন তুমি যদি ঘুম উপন্যাসের
প্রথম অধ্যায় হও
আমি কেন নির্দ্বিধায়
দ্বিতীয় অধ্যায় হতে পারবো না!
৩। প্রথম দেখা
তোমার সাথে প্রথম সেই
দৃষ্টি বিনিময়টা ভিন্নভাবে হয়েছিল
গতানুগতিক প্রথম স্পর্শ অনুভূতি ছিল না
সারিবদ্ধ দর্শকের ভিরে আমি ছিলাম অনাহূত
কেউ কেউ জাকিয়ে বসেছিল
কেউ কেউ হাকিয়ে পদ ভারী করছিল
আমি ছিলাম ভিন্নভাবে
একদম গুটিয়ে চোখের সীমানা সঙ্কুচিত করে
সেই ছোট্ট সীমানা ভেদ করে তুমি এলে
ছোট্ট অভিলাষে দর্শক সারির শেষে।
একটা সাজ সাজ রব পড়ে গেল চতুর্দিকে
এরকম পরিপাটি রমনী জীবনের আনাচে কানাচে
খুব কম মানুষেরই জুটেছে
সেই পরিপাটি গুনে তুমি জাকিয়ে বসলে
তোমার দীঘল পদ্মপুকুর চোখ
আমাকে মুগ্ধ করে রাখলো
মনে মনে বিধাতাকে প্রণাম করলাম
যে আসনটি আজ পাশে সুপ্রসন্ন সে আসনটি
কোন দিন যেন দূরে না যায়।
কি এক অপার বিস্ময়ের টানে
তুমি কাঁধ উঁচু করে কাউকে খুঁজলে
তোমার কাঁধ নিচু হতে হতে
দৃষ্টি সীমা কমতে কমতে চোখের সন্নিকটে
একটা আধো ছায়া দেখতে পেলে
আজ বলতে দ্বিধা নেই
সেই আধো ছায়াটা আমিই ছিলাম
তোমার চোখের আলোয় ক্ষণিকে
আলোকিত হয়েছিলাম।
৪। কাঁটাতারে প্রজাপতি
বিনা অনুমতিতে প্রবেশ করেছি সীমানায়
কাটাতারে প্রজাপতি ওড়ে
আমি পৃথিবী ঘুরে এইখানে এসেছি
দ্বিধার দ্বারে জীবন।
সারাজীবন বিধিবিধান ঘেটে যা জেনেছি
সবটুকু সত্য নিয়ে রূপবতীরা ঘোরে
তাই অপারগতার দ্বার খুলে আসো
নচেৎ দ্বারপ্রান্তে জীবনভর অনশনে রইলাম
যতই গুলি ছোড়না কেন
কাঁটাতারের বাইরে যাচ্ছি না।
৫। তোমার অলৌকিকতা
আমি আজ যে লাশ বহন করছি
সে লাশ মাটি গ্রহণ করেনি
আগুনে জ্বলেনি জলে ডুবেনি।
তাই ভাসিয়ে ভাসিয়ে
তোমার কাছে এনেছি
তোমার ছোঁয়াতে নিমিষেই সে লাশ
জলজ্যান্ত মানুষ হয়ে উঠেছে।
আশ্চর্যজনক হলেও সত্যি
এই অলৌকিকতা
শুধুমাত্র তোমার ক্ষেত্রে প্রযোজ্য
একমাত্র তুমিই জীবিতকে মৃত
চিরঘুমন্তকে জাগ্রত করতে পারো।
এই বিশ্বাসটা স্থাপন করতে
যে সময় ও শ্রম দিতে হয়েছে
চাইলে সেটাও তুমি এক ছোঁয়াতেই
গুঁড়িয়ে দিতে পারো।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ খালিদ। শুভকামনা রইলো।
২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
শুধু প্লাস দিয়ে গেলাম।
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী।
৩| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তৃতীয় প্লাস।
প্রতিটিই আলাদাভাবে সুন্দর।
প্রতিটাই সুন্দর।।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা।
৪| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৩
স্বপনবাজ বলেছেন: এখন তুমি যদি ঘুম উপন্যাসের
প্রথম অধ্যায় হও
আমি কেন নির্দ্বিধায়
দ্বিতীয় অধ্যায় হতে পারবো না +++
প্রতিটিই আলাদাভাবে সুন্দর।
প্রতিটাই সুন্দর।।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ স্বপনবাজ। শুভকামনা।
৫| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা।কবি শুভসকাল। আসলেই প্রিয়াস্পদ থেকে দূরে থাকলে অসাধারণ সব কবিতা বের হয়। ভাললাগা দিয়ে গেলাম।তিনি ভাল আছেন তো
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪
সায়েম মুন বলেছেন: ভাল বলেছেন কবি।
৬| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২
রাতুল_শাহ বলেছেন: সায়েম ভাই----
ভাল লাগা রইলো
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রাতুল। শুভকামনা।
৭| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯
কয়েস সামী বলেছেন: আমি খাতা কলম ফেলে বারবার হই নিরস্ত্র! - ভাল লাগল। ভাল থাকুন।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কয়েস। শুভরাত্রি।
৮| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫
জাকারিয়া মুবিন বলেছেন: ৮ নং প্লাসটা আমার। ভাল্লাগছে।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ জাকারিয়া। শুভকামনা।
৯| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
মুনসী১৬১২ বলেছেন: সুন্দর হয়েছে তার মতোই
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭
সায়েম মুন বলেছেন: তার ধারে কাছে এই সব কোবতে যেতে পারে না। সে ধরা ছোঁয়ার বাইরে।
১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
হাসান মাহবুব বলেছেন: তুমিময় পঞ্চকবিতায় ভালো লাগা রইলো।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হামা। শুভরাত্রি।
১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভাল লাগা রেখে যেতে বাধ্য হলাম!
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভরাত্রি।
১২| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯
বোকামন বলেছেন:
বাহ্ কবি ....
ভালো লেখেন আপনি ...
প্রতিটাতেই ভালোলাগা ..
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বোকামন। অনেক শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ব্যাতিক্রমধর্মী!!! শুধু সুন্দর বলা যাবে না! অনেক সুন্দর!!!