নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। কাল আসোনি তাই বলে
কাল আসোনি তাই বলে কি আজও আসবে না
কাল তোমায় দেখা হয়নি দু'চোখ মেলে
আজও কি দেখা হবে না দুয়ার খুলে
কাল ছিলে এক ঘন ঘোর তমসায়
আজ কি দেখবো না নব সুষমায়
কাল ছিলে তুমি বাহু মেলে
জোছনা কিরণ সৈকতে
আজ কি মিলবো না
রাঙা প্রভাতে
একবৃন্তে!
২। মিশে আছো
তুমি খুব মিশে আছো
একদম মিহি কণা হয়ে
রক্তকণিকায় হৃদপিন্ডে
উষ্ণ রক্তধারায়।
তুমি চলে যাও
দূরত্ব বাড়ে
হৃদয়ের চঞ্চলতা বাড়ে
এক জীবন্ত লাশ হয়ে
পড়ে থাকি শূন্য ঘরে।
২। সাধগুলো
জীবনের সাধগুলো শাদা বোতলে রেখেছি
সব রঙের উৎপত্তি যেখানে--- সেই শাদা।
তাকিয়ে তাকিয়ে জীবন শাদা করতে চেয়ে
কাদায় মাখামাখি হয়ে গেল
সবাই সবার রঙ নিয়ে গেল
আমার জীবনের কোন রঙ নেই
নেই আলো
আমার আকাশের রঙধনু
চির অপসৃত হলো।
৪। এমন তো নয় কিছু
এমন তো নয় কিছু
চলছি তার পিছু
কিংবা সাথে সাথে
সকাল-সন্ধ্যা-রাতে।
হাঁটছি যেন পথে
হাত নেইতো হাতে
শুধুই তল্লাটে
বুকের ভিতর
ঘূর্ণি প্রপাতে।
হাঁটছি তার সাথে
এমন নয়ত কিছু
খাতার ভিতর
মাথার ভিতর
পুষছি এক বিচ্ছু।
বিষের ছোবল
অঙ্গে অঙ্গে
খেলছে সে
সারা অঙ্গে
রঙ্গের ছোবল
ব্যথা প্রবল।
ধরতে না পাই
ছাড়তে না পাই
কি জ্বালায় এক
দিন চলে যায়
উঠতে চলতে পারি না
আমার ভাল লাগেনা
ভাল লাগেনা
একলা থাকা
ভাল লাগে না।
ড্রাফট ১১.০৪.১৩
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫
সায়েম মুন বলেছেন: আজ লেখা উচিত ছিল নববর্ষের গান
শুভ নববর্ষ আমিনুর।
২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধরতে না পাই
ছাড়তে না পাই
কি জ্বালায় এক
দিন চলে যায়
উঠতে চলতে পারি না
আমার ভাল লাগেনা
ভাল লাগেনা
একলা থাকা
ভাল লাগে না।
সুন্দর!!!
সবগুলই চরম হইছে।
অনেক অনেক ভালোলাগা।
শুভ নববর্ষ!!!
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। শুভ নববর্ষ।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩
মাহবুবুল আজাদ বলেছেন: শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭
সায়েম মুন বলেছেন: শুভ নববর্ষ আজাদ। আজ ও আগামী সুন্দর কাটুক।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নববর্ষের শুভেচ্চা নিন কবি ।
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮
সায়েম মুন বলেছেন: আপনাকেও আন্তরিক শুভেচ্ছা জানাই। সুন্দর কাটুক জীবন।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬
নীল কষ্ট বলেছেন: মোটামুটি
শুভ নব বর্ষ।
নব বর্ষের পয়লা কমেন্ট আপনারে উৎসর্গ করলাম
কেমন আছেন?
এখনো ঘুরপাক খাচ্ছেন কেন??
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০
সায়েম মুন বলেছেন: বছরের প্রথম কমেন্ট পেয়ে খুব ভাল লাগলো নীল কষ্ট। আশা রাখি ভাল ছিলেন আছেন। ভাল থাকুন সব সময়।
আমি প্রায়ই ঘরছাড়া হই। তাই ঘুরপাক খেতে থাকি।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭
জাকারিয়া মুবিন বলেছেন:
শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ জাকারিয়া। শুভ নববর্ষ।
৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
কাদায় মাখামাখি হয়ে গেল
সবাই সবার রঙ নিয়ে গেল
আমার জীবনের কোন রঙ নেই
নেই আলো
++++++++++++++++
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভকামনা।
৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩
একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।
শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরমান। শুভ নববর্ষ।
৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬
নীল-দর্পণ বলেছেন: valo laga onek.
suvo noboborsho mun vaiyaa
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মুক্তাপা। শুভ নববর্ষ।
১০| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২
রাতুল_শাহ বলেছেন: শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
সায়েম মুন বলেছেন: শুভ নববর্ষ রাতুল।
১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩
ফালতু বালক বলেছেন:
খুব ভালো, মুন ভাই।
শুভ নববর্ষ।
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ভাল বালক। শুভ নববর্ষ।
১২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা জানাতে এলাম। কবিতা পরে পড়বো। তখনই কবিতা নিয়ে কমেন্ট করবো।
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২
সায়েম মুন বলেছেন: শুভেচ্ছা কবি। সময় করে মন্তব্য জানাইয়েন। আপনার জন্য অপেক্ষায় রইলাম।
১৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮
জুন বলেছেন: কাল আসোনি তাই বলে কি আজও আসবে না
ঠিকই তো কোন একটা বিবেক বলতে কিছু নেই মুন
অনেক অনেক ভালোলাগলো সবগুলোই তবে প্রথমটা বেশী
+ ৫
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০
সায়েম মুন বলেছেন: তাকে বকা দিনতো আপু
অনেক ধন্যবাদ আপু। ভাল থাকুন সব সময়।
১৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০
shfikul বলেছেন: +++
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা নিরন্তর।
১৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫
লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর। আপনার কবিতা সবসময়ই ভাল লাগে ।
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬
সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা জেনে ভাল লাগলো। ধন্যবাদ লাবনী।
১৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
বরাবরের মতোই চমৎকার হয়েছে লিখাগুলো... ভালোলাগা জানিয়ে গেলাম....
শুভকামনা...
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা নিরন্তর।
১৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো,কবি। শুভ নববর্ষ।
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভকামনা সব সময়। শুভ নববর্ষ।
১৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯
নক্ষত্রচারী বলেছেন: দারুণ ।
নববর্ষের শুভেচ্ছা !
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নক্ষত্রচারী। শুভ নববর্ষ।
১৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২২
মুনসী১৬১২ বলেছেন: শুভ নববর্ষ
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯
সায়েম মুন বলেছেন: শুভ নববর্ষ কবি।
২০| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬
নীল কষ্ট বলেছেন: আমি ছাড়া আর কেউ সত্য কথা বললনা।
আসলেই কিন্তু তেমন হয় নাই
বিলিভ ইট অর নট
ঘর ছাইড়া কই যান??????? ব্যাপকস তো!!!!!!!!!!!
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০২
সায়েম মুন বলেছেন: সেটাই। কেউ সত্য কয় না। মন রাখার দায়ে মিথ্যে বলে যায়। আমি আপনার কথা বিশ্বাস করছি। আসলে এসব কি যে লিখছি। কারো সীকারোক্তিতে পেলাম না ভাল লিখি। তবু লিখে যাচ্ছি। কি করবো বলেন কিছু একটা না লিখলে পেটের ভাত হজম হয় না।
ঘর হইতে দুই পা ফেলিয়া কাজে যাই। দানা পানির উদ্দেশ্যে।
২১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
রেজোওয়ানা বলেছেন: কাল আসোনি তাই বলে' এই কবিতার লাইন গুলা এম্নে সাইজ করলা কেম্নে!!!
ওয়াহ, কি জিনিয়াস ফ্রেন্ডো
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫
সায়েম মুন বলেছেন: লিখার পর দেখি মিলে গেছে। শেষের দিকে একটা লাইন একটু বেশী বেড়ে গিয়েছিল। ওটাকে ঘ্যাচাং করে কেটে দিয়েছি।
২২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন, কবি।।
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকুন।
২৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শুভ নববর্ষ।
বিন্যাস আর আবেগ দুটোই ভালো লেগেছে... ভালো লেগেছে মুন ভাই...
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২
সায়েম মুন বলেছেন: শুভ নববর্ষ কবি। শুভকামনা অনেক।
২৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২
মেহেরুন বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
সায়েম মুন বলেছেন: শুভ নববর্ষ মেহেরুন। ভাল থেকো।
২৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!
শুভেচ্ছা নিন কবি!
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভেচ্ছা রইলো।
২৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভ নববর্ষ।
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হামা। শুভ নববর্ষ।
২৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২
অপর্ণা মম্ময় বলেছেন: টুকরো টুকরো কবিতা ভালো লাগলো !
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অর্পণা। শুভকামনা।
২৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
ফারিয়া বলেছেন: কবিতার ছন্দ ভালো লেগেছে, যদিও মুল বক্তব্য ঠিক বুঝা গেল না!
বাই দ্যা ওয়া, শাদা শব্দের অর্থ কি?
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪
সায়েম মুন বলেছেন: মুল বক্তব্য বুঝা গেলে কবিতার মাহাত্ম্য হারায় যেতে পারে।
অন দ্যা ওয়ে শাদা আর সাদা ভাই বেরাদার।
ধন্যবাদ ফারিয়া। শুভ নববর্ষ।
২৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার হয়েছে। সুন্দর।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালবাসা। শুভকামনা অনেক।
৩০| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩
শান্তা273 বলেছেন: খুব ভালো লাগলো।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শান্তা। শুভকামনা!
৩১| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৯
সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো।
শুভ কামনা।
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৭
সায়েম মুন বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা। ভাল থাকুন সোহাগ।
৩২| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: এমন তো নয় কিছু - বেশ লাগলো
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাসুম। শুভকামনা সব সময়।
৩৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা আগেই পড়েছিলাম।১৫ তম + এর অপেক্ষায় ছিলাম।
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬
আমিনুর রহমান বলেছেন:
সবগুলোই চমৎকার।
জীবনের সাধগুলো শাদা বোতলে রেখেছি
সব রঙের উৎপত্তি যেখানে--- সেই শাদা।
শুভ নববর্ষ।