নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

তেত্রিশ বছর বয়স

২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪১





১। নামের মাহাত্ম্য



যখন তুমি আমার নাম ধরে ডাকো

তখন অশান্ত হয়ে উঠে আমার পৃথিবী

ঝড় ওঠে ঈষানে নৈঋতে বাজ পরে

আমি নির্বিকার হয়ে পরি।



আমার নামের মাহাত্ম্য একমাত্র

তোমার এই ছোট্ট ডাকেই বৃদ্ধি পায়

কিতাব তালাশ করে হাজার দামী

অর্থ খুঁজে পেতে ইচ্ছে করে।



বহুদিন এই নামের কোন অর্থ খুঁজে পাইনি

মনে হতো গেয়ো কোন দুষ্টু বালকের নাম

দশজনে তাচ্ছিল্যভরে রেখেছে।



আজ যখন এই নাম ধরে ডাকলে

মনে হলো দিগন্তে নতুন সূর্যোদয় হলো

একটা লাল ঠোঁট পাখি নিমিষেই

সূর্যের অপর পাশের দেশ থেকে উড়ে এলো

আমাকে আদর করে ডাকা শুরু করলো

অবিকল তোমার স্বর নকল করে।





২। তেত্রিশ বছর বয়স



আমার সন্মুখে দুটি পথ

একটি আমার বাড়ির আর একটি তোমার

এই তিন রাস্তার মোড়ে এসে

আমি বড্ড এলোমেলো হয়ে যাই

আমার পা চলে যায় তোমার পথে

আমার বুক কাঁপে নতুন শংকায়

আমার বুক ভেঙ্গে যায় পুরনো ব্যথায়।



এখন আমার কবিতা লেখার সময় নয়

তাও আবার জলজ্যান্ত প্রেমের কবিতা

এই তিন রাস্তার মোড়ে এসে

তোমার মুখটা বারবার মনে পড়ে যায়

আমি নিরুপায় হয়ে লিখি।



এই তেত্রিশ বছর বয়স

হরহামেশা বিষম খাওয়ার বয়স

সংসার সাজাতে সাজাতে অগোছালো হয়ে যায়

এরকম দৈন্যদশায় হুট করে তিন রাস্তার মোড়ে এসে পড়ি

জানি এখন আর এসব ছেলেমানুষী মানায় না

তবু ইচ্ছে করে তিন রাস্তার মোড়ে বসে পড়ি

গলা ছেড়ে চিৎকার করি তোমার নাম ধরে।



তুমি সংসার এলোমেলো করে ছুটে আসছো

তোমার শাড়ীর আঁচল রাস্তার ধূলোয় লুটিয়ে

জানি আসবে না তবু এই দৃশ্যটাই দেখি বারবার

আমার গলা ফাঁটিয়ে চরাচর ভেদ করে

বলতে ইচ্ছে করে, আমি ভাল নেই, আমি ভাল নেই

তেত্রিশ বছর বয়সে কেউ ভাল থাকেনা।





ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৮৪ টি রেটিং +২২/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৩

এম হুসাইন বলেছেন: তেত্রিশ বছর বয়স !!

++++++


ভালো থাকুন।

২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫০

সায়েম মুন বলেছেন: হুম খুব খারাপ বয়স। একদম দুষ্টু পোলাপান :P
আচ্ছা আপনি কি পোস্টের ছবিটা দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না।

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৭

এম হুসাইন বলেছেন: ওহ ভালো কথা, আমিও কিন্তু দেখতে পাচ্ছি না ছবি টা...... :-*

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৮

সায়েম মুন বলেছেন: থ্যাংকস হুসাইন। অনেক চেষ্ঠা করলাম। নতুনটাতে অপশন হারায় গেছে। পুরনো পদ্ধতিতে আপলোড করলাম হলো। ইনসার্টের পর হারায় গেলো। ছবিটা না দিয়ে স্বস্তি পাচ্ছি না। শুভসকাল।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৬

সায়েম মুন বলেছেন: ভেবেছি ঘুমটা যখন ভেঙ্গেছে একটা পোস্ট দিয়ে যাই। তা আর শান্তি মত হলো না। একটা ছবি আপলোডাইতে আধাঘন্টা গেল। কিন্তু কাজের কাজ কিছু হলো না। সামু তোমারে মাইনাস। (কেউ আবার সায়েম মুন ভাববেন না) :P
যাইগা এট্টু ঘুমাই। |-)

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৮

শায়মা বলেছেন: সাবধান!!

ভালো থাকার চেষ্টা করো বেবিভাইয়া নয়তো খবর হয়ে যাবে!!!!


যতই ইচ্ছা করুক চিৎকার করার একদম টু শব্দ করোনা যেন ...........


:P

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩১

সায়েম মুন বলেছেন: যাই বলো না কেন আমি কিন্তু ভাল আছি। এক দু'কলম কোবতে লিখে বেঁচেবর্তে আছি। বলা চলে সুখে শান্তিতে দিনাতিপাত করছি। তুমি তো আর এক সুখী মানুষ। রাজরানী বেশে আছো। তবু খোকা ভাইয়ের জন্য কেন যে... B:-/

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৩

সায়েম মুন বলেছেন: ও হো। শুভসকাল। ভাল থেকো বিউটি আপি। বাচ্চা মানুষ এত রাতজাগা ভাল নয়। ঘুমাতে যাই। /:)

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: উরিব্বাস... ভালো লেগেছে কবি.. ভালো ও প্রাণখুলে হাসুন... :#)

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কবি। এভাবে লজ্জা দিবেন না। অং বং লিখে আজকাল কোবতে বলে চালাই। :P

৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ।প্রক্সি ই উজ করছি।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

সায়েম মুন বলেছেন: প্রক্সি দিবেন ক্যান। এমনিতেই তো চলছে। #:-S

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৮

বোকামন বলেছেন: তেত্রিশ বছর বয়স ... নামের মাহাত্ম ..
চমৎকার কবি !!

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস বোকামন। শুভকামনা।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:
তুমি সংসার এলোমেলো করে ছুটে আসছো
তোমার শাড়ীর আঁচল রাস্তার ধূলোয় লুটিয়ে
জানি আসবে না তবু এই দৃশ্যটাই দেখি বারবার
আমার গলা ফাঁটিয়ে চরাচর ভেদ করে
বলতে ইচ্ছে করে, আমি ভাল নেই, আমি ভাল নেই
তেত্রিশ বছর বয়সে কেউ ভাল থাকেনা।


সত্যি তাই।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভকামনা অনেক।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৪

ফয়সাল হুদা বলেছেন:
+++


৩৩ বছর বয়সে কেউ ভাল থাকেনা !!!
এটা হলেতো কিছু বছর পর দুঃখ অপেক্ষা করছে :) :)

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০

সায়েম মুন বলেছেন: ৩৩ বছর আসলে প্রতিকী অর্থে ব্যবহৃত #:-S
মানুষ কখন ভাল থাকে এটাই বুঝা দায় /:)
ধন্যবাদ কবি। ভাল থাকুন।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮

রেজোওয়ানা বলেছেন: খাইসেরে শুধু নাম ধরে ডাকলেই এই অবস্থা হয়!!

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

সায়েম মুন বলেছেন: করুণ অবস্থা! সামু মানে সায়েম মুন সে ডাকার পরই বুঝতে পারছি। B-))

১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন:

বলতে ইচ্ছে করে, আমি ভাল নেই, আমি ভাল নেই
তেত্রিশ বছর বয়সে কেউ ভাল থাকেনা।


দারুন! সেইরাম লাগলো কবি! চমৎকার লিখেছেন!

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০১

সায়েম মুন বলেছেন: ধইন্যা কবি। ভাল থাকবেন।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: বলতে ইচ্ছে করে, আমি ভাল নেই, আমি ভাল নেই
তেত্রিশ বছর বয়সে কেউ ভাল থাকেনা।


৭ম ভালোলাগা কবি।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। শুভকামনা।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রথমটা দূর্দান্ত।
খুব ভালো পোস্ট।

শুভকামনা কবি।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা রইলো।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার কবিতা, তবে ১ম টা বেশী ভালোলাগলো............

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সোনালী ডানা। শুভকামনা।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০

না পারভীন বলেছেন: অসাধারণ কবি । প্রথম টি খুব সুন্দর ।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ পারভীন। শুভকামনা রইলো।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

স্বপনবাজ বলেছেন: অসাধারণ হয়েছে !

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ। শুভকামনা।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুমমম তেত্রিশ বছর বয়সে কেউ ভাল থাকেনা

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাসুম। শুভকামনা নিরন্তর।

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

গগণজয় বলেছেন: জানি এখন আর এসব ছেলেমানুষী মানায় না
তবু ইচ্ছে করে তিন রাস্তার মোড়ে বসে পড়ি
গলা ছেড়ে চিৎকার করি তোমার নাম ধরে।
ভাল লাগলো ।

বলতে ইচ্ছে করে, আমি ভাল নেই, আমি ভাল নেই
তেত্রিশ বছর বয়সে কেউ ভাল থাকেনা।
কথা গুলো শূনিল গঙ্গপাধ্যয়ের ছায়া পেলাম।
ভাল লাগল।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

সায়েম মুন বলেছেন: সুনীল গঙ্গপাধ্যায়ের থাকতে পারে। খুব প্রিয় একজন কবি। ধন্যবাদ গগণজয়। শুভকামনা অনেক।

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

বটবৃক্ষ~ বলেছেন: এই তিন রাস্তার মোড়ে এসে
আমি বড্ড এলোমেলো হয়ে যাই
আমার পা চলে যায় তোমার পথে
আমার বুক কাঁপে নতুন শংকায়
আমার বুক ভেঙ্গে যায় পুরনো ব্যথায়।

এখন আমার কবিতা লেখার সময় নয়
তাও আবার জলজ্যান্ত প্রেমের কবিতা
এই তিন রাস্তার মোড়ে এসে
তোমার মুখটা বারবার মনে পড়ে যায়
আমি নিরুপায় হয়ে লিখি।


বড্ড এলোমেলো করে দেয়ার মতো লাইনগুলো!!++++++++

শুভকামনা কবি!! :)
একরাশ ভালোলাগা রেখে গেলাম......

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

সায়েম মুন বলেছেন: আপনার ভাললগা অনুপ্রাণিত করবে। অনেক ধন্যবাদ বটবৃক্ষ। শুভকামনা।

২০| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

সুপান্থ সুরাহী বলেছেন:
মানে আপনি তেত্রিশে পা রাখলেন?

কবিতা দারূণ!

++++

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২০

সায়েম মুন বলেছেন: প্রতিকী বয়স। বাস্তব বয়স বলা যাবে না। ওস্তাদের নিষেধ আছে :P
থ্যাংকস সুপান্থ।

২১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯

তিথির অনুভূতি বলেছেন: +++

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২১

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ তিথি। শুভকামনা।

২২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

সুপান্থ সুরাহী বলেছেন:
ঠিকাছে বাস্তব বয়স জানতে চাইও না। তবে ওস্তাদের বয়সটা জানতে চাইইচাই...

সবকিছু চলুক নিজের পরিকল্পনামত... এই সুভশীষ নিয়ত...

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

সায়েম মুন বলেছেন:
হুম জানি জানি। ওস্তাদরে প্যাঁচে ফেলতে চান। #:-S
চলছে চলুক। জীবন জীবনের মত। সব কিছু নিয়েই জীবন। আনন্দ হাসি কষ্ট বেদনা। ভাল থাকুন সুপান্থ।

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি আজকাল পড়ি না! কোন পোষ্টে গেলে দাগিয়ে আসি। কোন একদিন পড়বো। আপনিও দেখি মেলা পোষ্ট দিসেন! এতো পড়মু কেমতে? :||

সামুরে মাইনাস, এতো পোষ্ট দেওনের লাইগা B-))

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭

সায়েম মুন বলেছেন: পানি খাইতে খাইতে শরীর ফুলেফেপে ছোটখাট একটা জলহস্তি হয়েছে। মাইনাস দিয়াও লাভ হবে না।
ঝড়ের উপর ছিলাম। ঝড় টেনে নিয়ে যাওয়ার সময় আমার শরীর দ্বারা কিছু আকিবুকি হয়ে গেছে। যারে কোবতে বলে ঠাওড়াচ্ছে লোকজন। কি আর করা আমিও রকেটের গতিতে ছাপাচ্ছি। #:-S

২৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পানিতে না নামলেই পারেন! তাইলেই তো পানি খাইতে হইবো না :D

লিখতে থাকেন। ঠিকই সব পড়ে ফেলবো। :)

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫

সায়েম মুন বলেছেন: লাইফে যে পানি খাইছি তাতেই তো অবস্থা কেরোসিন। নতুন করে খেলে বা না খেলে কি আসে যায়। /:)

হুম। দিতে থাকবো কৈলাম। পরে আবার পাবলিক যেন লাঠিসোটা নিয়ে না আসে। :((

২৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১২

ফারিয়া বলেছেন: দুটো কবিতাই অনেক ভালো লেগেছে আমার! 8-|

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ফারিয়া। শুভসকাল। :)

২৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩০

ভিয়েনাস বলেছেন: ৩৩ এর আগেও মানুষ ভালো থাকে না , ৩৩ এর পরেও ভালো থাকেনা।
মানুষ পড়েছে ৩৩ এর চিপায় :D

আর যারে চিৎকার করে ডাকতে চাচ্ছেন ভুলেও তাকে ডাকতে যাবেন না B-)

কোবতে কিন্তু অনেক ভালো হয়েছে।

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

সায়েম মুন বলেছেন: মানুষ যে কখন ভাল থাকে এইটা বুঝা বড় কষ্টের কাজ। এই নিয়া গবেষণা করতে করতে জ্ঞানীগুনীরা সুখনিদ্রায় চলে গেছেন :P
ভাগ্যিস ডেকে দেইনি। তাহলে যে কি কেলেঙ্কারীটা হতো। #:-S
থেংকু।

২৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩১

বৈকুন্ঠ বলেছেন: আমার বয়স তেত্রিশ পার অয়া এখন পেরায় বত্তিরিশ

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৮

সায়েম মুন বলেছেন: তাহলে তো সুখে থাকার কথা। একজন সুখী মানুষ পাওয়া গেল। #:-S

২৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১

নেক্সাস বলেছেন: এখন আমার কবিতা লেখার সময় নয়
তাও আবার জলজ্যান্ত প্রেমের কবিতা
এই তিন রাস্তার মোড়ে এসে
তোমার মুখটা বারবার মনে পড়ে যায়
আমি নিরুপায় হয়ে লিখি


বাহ বাহ বাহ

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৮

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভসকাল।

২৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০

লাবনী আক্তার বলেছেন:

খুব ভাল লাগল কবিতাগুলো।

আমার গলা ফাঁটিয়ে চরাচর ভেদ করে
বলতে ইচ্ছে করে, আমি ভাল নেই, আমি ভাল নেই

এই কথাগুলো পড়ে আমার একটা প্রিয় কবিতা মনে পড়ল।

Click This Link

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ লাবনী। আপনার কবিতাটা দেখলাম। খুব ভাল লাগলো। শুভকামনা রইলো।

৩০| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩০

এসএমফারুক৮৮ বলেছেন: বাহ্,দু'টো কবিতাই চমৎকার।

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৬

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ফারুক। শুভকামনা।

৩১| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

স্পাইসিস্পাই001 বলেছেন: চমৎকার .......+++

ধন্যবাদ ...ভাল থাকবেন

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ স্পাইসিস্পাই। শুভকামনা।

৩২| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

নক্ষত্রচারী বলেছেন: নামের কি মাহাত্ম্য !

সুকান্তের আঠারো আর সায়েম মুনের তেত্রিশ ;)

ভালো লাগা ।।

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১০

সায়েম মুন বলেছেন: আমারো কিন্তু আঠারো চলে। #:-S
মনটা ভাল নেই। চারিদিকে মৃত্যুর করা নেড়ে যাচ্ছে।
থেঙ্কু।

৩৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

মিনাক্ষী বলেছেন: খুব ভালো, খুবই ভালো। :D :D

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মিনাক্ষী। শুভকামনা।
দেশের অবস্থা দেখে কিছুই ভাল লাগে না। কি এক শোচনীয় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি আমরা। :(

৩৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

গ্রামের মানুষ বলেছেন: বাহ! অসাধারণ! বিশেষ কইরা পরেরটা :)

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ গ্রামের মানুষ। আমার ব্লগে স্বাগতম।
শুভকামনা রইলো।

৩৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

হাসান মাহবুব বলেছেন: কেউ ভাল থাকেনা। ভালো থাকার নিয়ম নাই।

০১ লা মে, ২০১৩ সকাল ৯:২৪

সায়েম মুন বলেছেন: সেটাই। আপেক্ষিকতার সমীকরণে সব বাঁধা। :/

৩৬| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রথমটা বেশি ভাল্লাগছে।

আপনে আর আড্ডা দিতে আইলেন না! /:)

০২ রা মে, ২০১৩ রাত ১০:৫৮

সায়েম মুন বলেছেন: আপনে ভুলোমনা আছেন। ভাবীরে বেশ বিপদে ফালাইবেন বুঝা যায়। বলছি না আমি অখন দেশে নাই। বৈদেশে আছি। :P

৩৭| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হাসুনী ভাবী, হাসুনী ভাবীর বিপদ সামলাবে, আপনি এতো উতলা হোন কেন! :|

আপনার বৈদেশ ভ্রমন তাড়াতাড়ি শেষ হউক। :)

০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৪১

সায়েম মুন বলেছেন: না মানে আমার ভাবী আপনের গিন্নীর কথা বলেছি। :P

হুম। সেটা তাড়াতাড়ি বোধয় হবে না। ভেরী মাচ ফেডআপ। আর ভাল্লাগে না। আমি আর দিকভ্রান্ত থাকতে চাই না। #:-S

৩৮| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার বউরে তো আমি প্রতিদিন কাঁটাছেঁড়া করমু! একই রকম দ্বিতীয় দিন দেখতে চাই না! ;)

ছুরি কাচি হাতে তৈরী আছি! শুধু সময়ের পালা বদলের অপেক্ষায়। :D :D

০৩ রা মে, ২০১৩ সকাল ১১:০৪

সায়েম মুন বলেছেন: হুম। মুগলের হাতে পড়েননি এখনো। তাই বাধ্যগত অতিথির মত কিভাবে খানা খেতে হয় জানেন না। B-))

৩৯| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার অবধ্যতাই আমার প্রেরণা! পাত্রী খোঁজা শুরু করে দেন! দেখি কে কাকে কেমন কাঁটাছেঁড়া করতে পারে! B-)

০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:০৯

সায়েম মুন বলেছেন: আইচ্ছা। গুগল সার্চ দেয়া শুরু করলাম। দেখি গুগল মামায় কোন সোন্দরীকে নিয়ে আসে আপনের জন্য।

৪০| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৫৪

জুন বলেছেন: মুন এই সব কবিতা কি আমাদের ভাবী পড়ছে নাকি?
নাকি চুপি চুপি লিখছো ??
কেমন রহস্যময় মনে হচ্ছে।
মনে হচ্ছে কোন পুরোনো কারো জন্য কাইন্দা মরতেছো :P

তবে প্রতিষ্ঠিত কবি হিসেবে অচিরেই তোমার নাম ডাক ছড়িয়ে পড়বে গ্যারান্টি দিলাম ..ভবিষ্যতবানী একজন প্রখ্যাত জ্যোতিষীর /:)

০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:১৪

সায়েম মুন বলেছেন: ঐ জ্যোতিষীকে আমার হাত দেখানোর জন্য অস্থির হয়ে গেলাম। B-))
আপনার ভাবীর মুখের দিকে চেয়েও কবিতা লিখেছি। তাই সাত খুন মাফ :!> :#>

৪১| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:১৮

মনিরা সুলতানা বলেছেন: কবিতা অনেক কম বুঝি নাপা মানে না পারভিন বুঝায়েয়া না দিলে, সামু মানে সায়েম মুন এর এই কবিতা পড়া শুধু মসু মানে মনিরা সুলতানা র জন্য কেবল


কাম এন্ড গো মাইঙ্কা সেইজ ব্রাভ হইত :-&

কবিতায় ++++

০৩ রা মে, ২০১৩ দুপুর ১:১০

সায়েম মুন বলেছেন: হাহাহা। একটু মনোযোগ দিয়ে পড়ুন। একদম পানির মত মনে হবে। #:-S

থ্যাংকস মসু। :)

৪২| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

মহামহোপাধ্যায় বলেছেন: ব্লগার না পারভীন আপুর বর্ষপূর্তি পোস্টে কমেন্ট করতে যেয়ে আপনার "নামের মাহাত্ম্য " কবিতা টা পড়লাম। খুব ভালো লাগলো, তাই প্রিয়তে নিয়ে যাচ্ছি।


শুভকামনা রইল :)

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা অনুপ্রাণিত করবে। এতদিন পর এই পোস্টে আপনাকে দেখে খুব ভাল লাগলো। শুভকামনা রইলো। শুভদুপুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.