নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

যৌথ নদী

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:২৮

১। যৌথ নদী



আঙ্গুল শুষে নেয় অতীত তর্জনীর বাঁকখাদে

মৃত মরালীর মত নিস্তব্দ রাত্রিগুলো

হুড়হুড় করে ঢুকে যায় যৌথ নদীর বুকে

আমরা ছিলাম শিল্পের কারিগর নদীর স্রষ্টা

চাইলেই নদীর বুকে প্লাবন চাইলেই নদী তীরে জারুল

আকাশের সব রঙ বুকে নিয়ে পাখিরা ঘুমায়।



আষাঢ়ের জল অনন্ত গন্তব্য ঢেউয়ে ভাসে কচুরীপানা

এসবই নদীর ব্যুৎপত্তিগত উপাখ্যান।



একদিন চাওয়া মাত্রই অস্থির জলমৈথুন

একদিন চাওয়া মাত্রই এ্যামাজান পদ্মপাতা---দুটো ফুল।



একদিন ভালবাসার পাখিরা উড়ে যায়

যৌথ নদীর বিস্তীর্ণ প্রান্তরে মৃত পাখা হাওয়ায় উড়ে

নদীচুক্তির চূড়ান্ত অনুলিপি পড়ে থাকে

ঘুনেধরা নড়বড়ে টেবিল পকেটে।





২। সামলে দাঁড়াও



সামলে দাঁড়াও সংশয়

জীবন তোমাকে কিছু দেয়নি

ভেবো না। পেয়েছো আকাশের উদারতা

জলজ প্রাণীর মত পেয়েছো শ্বাস

দেখো অন্তহীন দৃশ্য মিশে আছে

চোখের সীমায়।



গাতক পাখি গান গায়

পাখিটি জানে না কি সুধা কন্ঠে

মাধূর্য্যের গুণ কি ময়ূর বুঝে

পেয়েছো যা সামলে রেখো

চোখের আলোয় রোদ দেখো।

মন্তব্য ৩০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অসাম। দুইটাই ভাল্লাগছে।

০৭ ই মে, ২০১৩ দুপুর ২:৪৫

সায়েম মুন বলেছেন: থ্যাংকস কবি। শুভদুপুর।

২| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:১১

একজন আরমান বলেছেন:
প্রথম কবিতাটা বুঝতে আমার একটু কষ্ট হয়েছে। আমি কবিতায় নিতান্তই কাঁচা। :(

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

সায়েম মুন বলেছেন: আমিও কবিতায় কাঁচা। কিছুটা অনুভবের চেষ্ঠা করুন। ধরুন যে কবিতাটার কোন অর্থই নেই। :(

৩| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:১২

লাবনী আক্তার বলেছেন: আপনার কবিতা সবসময়ই ভাল লাগে। ৩য় ভালোলাগা রইল।

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগায় অনুপ্রাণিত হই। ভাল থাকুন লাবনী।

৪| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আংগুল শুষে নেয় অতীত তর্জনীর বাঁকখাদে

না হয়ে

আঙ্গুল হবে

চাইলেই নদীর বুকে প্লাবন চাইলেই নদী তীরে জারুল

না হয়ে

চাইলেই নদীর বুকে প্লাবন
চাইলেই নদী তীরে জারুল

এমন হলে মন্দ হত না


কবিতা দুটো দারুন হয়েছে

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১

সায়েম মুন বলেছেন: হুম আরও একভাবে আঙুল হয়। সুন্দর বলেছেন। ধন্যবাদ কান্ডারী। ঠিক করে দিবো।

৫| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দুটোই সুন্দর।
একবার প্রথম - দ্বিতীয়, আরেকবার দ্বিতীয় - প্রথম ক্রমে পড়লাম :)

০৭ ই মে, ২০১৩ রাত ১০:২৭

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস দূর্জয়। এই উৎসাহের কোন তুলনা হয় না। ভাল থাকুন সব সময়।

৬| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:২৮

কালোপরী বলেছেন: :)

০৭ ই মে, ২০১৩ রাত ১০:৩১

সায়েম মুন বলেছেন: থ্যাংকস।

৭| ০৮ ই মে, ২০১৩ ভোর ৪:০৫

একজন আরমান বলেছেন:
কি যে বলেন না ভাই।

আমি দুইটা অর্থ পেয়েছি। তবে কথা হল পাঠক আর লেখক যে একই অর্থ বুঝবে এমন কোন কথা নেই। যে যেটা মিন করে।

শুভকামনা সায়েম ভাই। :)

০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৪

সায়েম মুন বলেছেন: সেটাই। একেক জন একেকভাবে অনুভব করে।

শুভকামনা আরমান।

৮| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:২০

হাসান মাহবুব বলেছেন: দুটাই খুব ভালো লাগলো।

০৮ ই মে, ২০১৩ রাত ৯:৪৯

সায়েম মুন বলেছেন: থেংকু হামা। শুভকামনা অনেক। :)

৯| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর...অনেক দিন পর পড়লাম :)

০৮ ই মে, ২০১৩ রাত ৯:৪৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা। অনেক শুভকামনা।

১০| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: সামলে দাঁড়াও সংশয়
জীবন তোমাকে কিছু দেয়নি
ভেবো না। পেয়েছো আকাশের উদারতা
জলজ প্রাণীর মত পেয়েছো শ্বাস
দেখো অন্তহীন দৃশ্য মিশে আছে
চোখের সীমায়।

সুন্দর। ভাল লাগলো ।

০৮ ই মে, ২০১৩ রাত ১১:২৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সদা লেখায় ব্যস্ত কবি। শুভকামনা।

১১| ০৯ ই মে, ২০১৩ সকাল ১০:৪৯

রহস্যময়ী কন্যা বলেছেন: দুইটা কবিতাই দারুন ভাইয়া :)

০৯ ই মে, ২০১৩ সকাল ১১:১৭

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ রহস্যময়ী। শুভকামনা নিরন্তর।

১২| ১০ ই মে, ২০১৩ সকাল ৭:৫৯

নীল-দর্পণ বলেছেন: ২য়টা বেশী ভাল লেগেছে মুন ভাইয়া :)

১০ ই মে, ২০১৩ রাত ১০:৪১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মুক্তাপা। শুভকামনা।

১৩| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৮

এরিস বলেছেন: সামলে দাঁড়াও সংশয়
জীবন তোমাকে কিছু দেয়নি
ভেবো না। পেয়েছো আকাশের উদারতা
জলজ প্রাণীর মত পেয়েছো শ্বাস
দেখো অন্তহীন দৃশ্য মিশে আছে
চোখের সীমায়। ****
অসম্ভব সুন্দর কিছু কথামালা। দুটোই খুব সুন্দর। তবে, ২য় কবিতাটি প্রচণ্ডরকমের বেশি ভালো লেগেছে।

১১ ই মে, ২০১৩ রাত ১০:২১

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ এরিস। আপনার ভাললাগা জেনে খুব ভাল লাগলো। শুভকামনা নিরন্তর।

১৪| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৫২

অদৃশ্য বলেছেন:




সায়েম ভাই

যৌথ নদী_______দূর্দান্ত

পরেরটাও ভালো লেগেছে...


শুভকামনা...

১৫ ই মে, ২০১৩ সকাল ১১:১৫

সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি। শুভকামনা নিরন্তর।

১৫| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০৬

ভিয়েনাস বলেছেন: সামলে দাঁড়াও ......
দেখো অন্তহীন দৃশ্য মিশে আছে
চোখের সীমায়।

৮ম ভালো লাগা

১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস। বেশ কিছু দিন পর আপনাকে দেখছি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.