নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

ঝরা পাতার কান্না

১১ ই মে, ২০১৩ বিকাল ৩:২৯

১। দুটো অন্ন



আমি সহজ করে দুটো অন্ন চেয়েছিলাম

সে অন্নের পথ সুপ্রসন্ন হয়নি

তোমরা ছিটালে চিটা বীজ

ক্ষেত জুড়ে ধান নেই

তোমরা খাও পনির চীজ।



আমি হই রোগে শোকে কাতর

তোমরা বাঁধো অষ্টভূজি পাথর

আমার আছে তালিতাপ্পি ঘর

তোমরা সাজো রুপকুমারীর বর।



আমি এখনো ছাউনি ঝরা পানি

তোমাদের কথা শুনি অষ্টজ্ঞানী।



২। সহজ জীবন



ভেবেছিলাম দাঁড়ি কমা সেমিকোলন দিয়ে জীবন চালাবো না

তাই ক্রমাগত বাঁধা ডিঙ্গিয়ে পাড় হয়েছি

এখন বাঁধাগুলো জড়োসড়ো হয়ে পাহাড় হয়েছে

পাহাড় ডিঙ্গোনোর কোন কসরত জানি না

ফুরসত পেলে এখন পাদদেশে বসে পড়ি

চিৎকার করে বলি পাহাড় সরে যাও

পাহাড় সরে না এত অল্পতে হিমালয় টলে না।



তাই ভেবেছি এখন আর বাঁধা ডিঙ্গোবো না

পারলে বাঁধাই আমাকে ডিঙ্গিয়ে যাবে

সহজ জীবন সরল করে চলতে

এর চাইতে উপযুক্ত কোন তরিকা জানা নেই।



৩। যাবার আগে



এমন কোন ঘর বাঁধিনি যা শয়নের জন্য পরিপাটি হবে

এমন কোন খাল কাটিনি যা নদী থেকে জল আনবে

পূর্বপুরুষের মত পরিকল্পনা সব নগরবিদদের হাতে

ওদের ঘরদোর বাহির বারান্দা হাওয়া মহল

সব ধূপধাপ করে গড়ে উঠে।



আমার ঘরদোর নেই একটা ভাঙ্গা পালংকও নেই

চাইলে যেকোন পথে যে কোন ঘাটে থাকতে পারি

সামন্তবাদ আমাকে এই স্বাধীনতাটুকু দিয়েছে।



শুনেছি দেশ থেকে অবিশ্বাসীদের তাড়ানো হচ্ছে

আমাকে বিতাড়িত করার আগে একবার শুধু ইংগিত দিবেন

আমি আপনাদের নিয়মতন্ত্রশালায় কয়েকপ্রস্থ কালো চিকা মেরে যাবো।



৪। বিরামচিহ্ন



আমার বিরামচিহ্ন বসে আছে সন্মুখে। আমি আর এর বাইরে যেতে পারিনা। এর বাইরে আমার বিকাশ নেই। প্রকাশ নেই। কলমের ডগায় জমছে বরফ।

সেই কবে থেকে স্টেশনে বসে আছি। আমার অতিথি নেই। আসার প্রয়োজনও বোধ করেনি। তাই নম্বরবিহীন ট্রেনের কথা বলে টেলিগ্রাম করেছে। আমি বসে আছি অজানা স্টেশনে। এর বাইরে আমার গন্তব্য নিষেধ।

মাঝরাতে স্বপ্নে কে জানি আসে। আমার স্বপ্ন থামিয়ে বলে, অনেক হয়েছে। এবার থামো। এরপর স্বপ্ন দেখা বন্ধ।

আমি বসে আছি অজানা ঘরে বন্ধ্যা কলম আর দৃষ্টিসীমা নিয়ে।



৫। ভয় হয়



কতটা তলিয়ে গেলে ওঠা সম্ভব নয় জানি না

আমি তলিয়ে গেছি হাজার দৃষ্টি সীমার বাইরে

একদিন সৃষ্টিতে ছিলাম সোহাগে ছিলাম

এখন ভরা নদীর মাঝে অথৈই জলে।



পাল টেনে যায় বিষাদ বাতাস

আকাশ দেখায় নীল গিরিখাঁদ

মেঘের বুকে বিজলীর প্রতাপ

তাই ভয় হয় আমার ভয় হয়

আমার তরী যেন আমার নয়।

মন্তব্য ২৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সবগুলোই সুন্দর।
তবে ক্রম হিসেবে ৪ কে এগিয়ে রাখবো আমি।

শুভকামনা কবি।

১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার লেখার হাত দিনকে দিন ছাড়িয়ে যাচ্ছে। লিখতে থাকুন।

২| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৩

রাজসোহান বলেছেন:
যাবার আগে কবিতাটি চিৎকার করে শুনিয়ে যাবেন :)

১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৯

সায়েম মুন বলেছেন: তাই যাবো মশাই। #:-S
আশা রাখি ভাল আছো। ভাল থেকো।

৩| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৭

বোকামন বলেছেন:



কবি ! মুগ্ধ পাঠ
ভালোলাগার পরে কোন বিরামচিহ্ন হবেনা
:-)

১১ ই মে, ২০১৩ বিকাল ৪:০৫

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা আমাকে অনুপ্রাণিত করেছে। এই অনুপ্রেরণায় কোন বিরামচিহ্ন রইলো না। ভাল থাকুন বোকামন।

৪| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
৪ বেস্ট। অন্যগুলোও ভালো লাগলো।

১১ ই মে, ২০১৩ বিকাল ৪:০৭

সায়েম মুন বলেছেন: চার নম্বরটা কি এ যুগের প্রথা হয়ে গেল। তাইলে এরকম লেখা শুরু করবো কিন্তু। :P

থেংকু কবি।

৫| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৫১

এরিস বলেছেন: ১,২,৪। না, ২, ১,৪ । এটাও না। ৪ সুন্দর, ২ সুন্দর, ১ সুন্দর। নাহ, ক্রমানুসারে বলা সম্ভব না। তিনটা কবিতাই জীবনের চরম কিছু সত্য বুকে তুলে নিয়েছে। অনেক অনেক ভালোলাগা সায়েম ভাই। আপনার কবিতা খুব সুন্দর।

১১ ই মে, ২০১৩ রাত ১০:১৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ এরিস। আপনার ভাললাগা অনুপ্রাণিত করবে। শুভকামনা অনেক।

৬| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার

১১ ই মে, ২০১৩ রাত ১০:১৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা রইলো।

৭| ১১ ই মে, ২০১৩ রাত ৮:২২

স্বপনবাজ বলেছেন: ভেবেছিলাম দাঁড়ি কমা সেমিকোলন দিয়ে জীবন চালাবো না
তাই ক্রমাগত বাঁধা ডিঙ্গিয়ে পাড় হয়েছি
এখন বাঁধাগুলো জড়োসড়ো হয়ে পাহাড় হয়েছে
পাহাড় ডিঙ্গোনোর কোন কসরত জানি +++

১১ ই মে, ২০১৩ রাত ১০:১৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ। শুভকামনা নিরন্তর।

৮| ১২ ই মে, ২০১৩ রাত ১২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

মুগ্ধ হলাম কবিতা গুলো পড়ে

১২ ই মে, ২০১৩ রাত ১১:১৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। আপনার মুগ্ধতায় অনুপ্রেরণা পাওয়া যাবে। শুভকামনা।

৯| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:২৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। ৩ আর ৪ বেস্ট। ৩ এর শেষ লাইনটা সিরাম বেস্ট!

১২ ই মে, ২০১৩ রাত ১১:২০

সায়েম মুন বলেছেন: কষ্টে আছে আইজউদ্দীন শতাব্দীর সেরা চিকা বোধয়। :/

ধন্যবাদ হামা। সুখে থাকুন।

১০| ১২ ই মে, ২০১৩ রাত ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কবি ভাল লেগেছে।আমার বয় হয় বেশি ভাল লেগেছে। ৭ম ++ ।কবিআমার ১৬০০০টাকা পকেটমার হয়েছে।

১২ ই মে, ২০১৩ রাত ১১:২২

সায়েম মুন বলেছেন: দু:খজনক সংবাদ। আপনি একটা মিলাদ দ্যান। কিছু দিন পরপর যে ফারা যাচ্ছে আপনার।

১১| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৪৯

আমিনুর রহমান বলেছেন:


সবগুলোই অসাধারন। তবে ২ ও ৪ বেশী ভালো।

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আমিনুর। আপনার ভাললাগা অনুপ্রাণিত করবে। শুভকামনা রইলো।

১২| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:০১

অদৃশ্য বলেছেন:




সায়েম ভাই

সত্য বলতে কি... সবগুলো লিখাই আমার খুব ভালো লাগলো... ৩/ ৪/ ৫ টা এর মধ্যে একটু বেশি...


শুভকামনা...

১৫ ই মে, ২০১৩ সকাল ১১:১২

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগাটুকু আমার সম্বল। ভাল থাকুন অদৃশ্য। লেখায় থাকুন।

১৩| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:১৬

shfikul বলেছেন: সবগুলোই সুন্দর।বেশ ভালো লেগেছে।

১৫ ই মে, ২০১৩ সকাল ১১:২৬

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভকামনা।

১৪| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর একঝাক কবিতা।
তবে ৪। বিরামচিহ্ন এর অন্যপ্রকাশক অনুভূতি খুব ছুঁয়ে গেল।

শুভকামনা রইল।

১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:১৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার ভাললাগা অনুপ্রেরণা জোগাবে। শুভকামনা সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.