নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

অয়োময়

১৪ ই মে, ২০১৩ রাত ৮:৪৬





১। আমার কবি হওয়া হলো না



আমার কবি হওয়া হলো না

তার আগে হারিয়ে গেল সকাল

----------সোনা ঝরা রোদ্দুর।



বৃষ্টি মাথায় নিয়ে মেঘেরা ওড়ে

দিনকানা পাখিটি ঠোঁটে বয় যন্ত্রণার গান

আমার কবিতার আজ ওষ্ঠাগত প্রাণ।



আমার কবি হওয়া হলো না

তার আগে চলে গেল দুপুর

ভাত ঘুমে আসা মৃগলোচনা নুপুর।



গোধূলীর ডাকে দুপুর দৌঁড়ায়

সূর্য যায় অন্ধকার খাঁদে নিশ্চুপ ছাদে

কালাপাহাড় ধলাপাহাড়ের জন্য কাঁদে

আমার কবিতা কাঁদে সকাল দুপুর সাঝে

দশ দিগন্ত ছেদিয়া মহাকালের মাঝে।



২। অয়োময়



খুব সহজ করে জীবনের সুরটা পাল্টে গেল

মৃদঙ্গ বাজলো মৃণালিনীর বুকে

একটা শঙ্খ নেমে গেল অনাদরে

জলে অতলে ঢেউ থেমে গেল।



মাদল হাওয়ায় দুটো কলাগাছ

সবুজ পাতা নাড়িয়ে কথা বলছিল

একটা পলাতক মেঘ আকাশ দাপিয়ে ছুটছিল

একটা নাগকেশর ঝরে পড়লো দিন শেষে

সব কথা থেমে গেল বোবা সন্ধ্যায়

খুব সহজ করে সিঙ্গায় ফুঁ দিয়ে

জীবনের মুখটা হয়ে গেল অয়োময়।



ছবি: নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৪০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ রাত ৯:১৬

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ২য় কবিতাটায় একটু পুরোনো পুরোনো গন্ধ, চাল পুরোনো হয়ে গেলে চাল ধোয়া পানিতে অথবা ভাতের মাড়ে যে গন্ধটা আসে তেমন :)

১৪ ই মে, ২০১৩ রাত ৯:৫৮

সায়েম মুন বলেছেন: যখন যেমনে আসে মাথায় লিখে ফেলি জীবু বাবু। পড়ার জন্য অনেক ধন্যবাদ। আশা রাখি ভাল আছেন। শুভকামনা থাকলো।

২| ১৪ ই মে, ২০১৩ রাত ১০:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাগ দিতে আইলাম! কবে পড়মু জানি না। :|

১৪ ই মে, ২০১৩ রাত ১০:১৬

সায়েম মুন বলেছেন: ধূর মিয়া। দুই লাইনের কোবতে পড়তে আয়া ঘুমায় গেলেন। মুখে কিন্তু পানির ছিটা দিবো। /:)

৩| ১৪ ই মে, ২০১৩ রাত ১০:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
কবি হওয়া হলো না কথাটা কবিতাতেই থাকলো আর কি :)

১৪ ই মে, ২০১৩ রাত ১০:৫৯

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কবি। বাস্তবেও কবি হওয়ার কোন লক্ষণ দেখি না। #:-S

৪| ১৪ ই মে, ২০১৩ রাত ১১:০৪

স্বপনবাজ বলেছেন: চমৎকার! দুইটাই

১৪ ই মে, ২০১৩ রাত ১১:১৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ। শুভকামনা নিয়ত।

৫| ১৪ ই মে, ২০১৩ রাত ১১:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন। ভালো লাগল। :)

১৪ ই মে, ২০১৩ রাত ১১:১৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালবাসা। শুভকামনা রইলো।

৬| ১৪ ই মে, ২০১৩ রাত ১১:২০

হাসান মাহবুব বলেছেন: অয়োময় ভালো লাগলো। ইয়ে ,অয়োময় মানে টা কী?

১৪ ই মে, ২০১৩ রাত ১১:২৫

সায়েম মুন বলেছেন: থ্যাংকু।
লোহার মত। লৌহময়। #:-S

৭| ১৪ ই মে, ২০১৩ রাত ১১:২৬

খেয়া ঘাট বলেছেন: অয়োময় মানে মনে হয় অন্ধকারময়@ হাসান মাহবুব।

কবিতায় +++++

১৪ ই মে, ২০১৩ রাত ১১:৩৪

সায়েম মুন বলেছেন: এই অর্থটাও ভাবার্থে হতে পারে।
তবে আক্ষরিক অর্থে লৌহকঠিন/ লৌহময়। :)

ধন্যবাদ খেয়া ঘাট। শুভকামনা।

৮| ১৪ ই মে, ২০১৩ রাত ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কবি দুটো কবিতাই ভাল লেগেছে। ১মটা বেশি আমার কবি হওয়া হলো না। ৪র্থ টা আমার ।

১৪ ই মে, ২০১৩ রাত ১১:৩৪

সায়েম মুন বলেছেন: থ্যাংকস কবি। শুভকামনা সব সময়।

৯| ১৫ ই মে, ২০১৩ রাত ১২:০৭

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: সুন্দর :)
দুইটাই ভালো লাগলো। তবে ২য় টা বেশি সুন্দর।
শুভকামনা নিরন্তর।

১৫ ই মে, ২০১৩ সকাল ১১:০৫

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ বাউন্ডুলে। শুভকামনা।

১০| ১৫ ই মে, ২০১৩ রাত ১২:১১

প্রোফেসর শঙ্কু বলেছেন: উত্তম লাগল।

১৫ ই মে, ২০১৩ সকাল ১১:০৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রোফেসর। ভাল থাকুন নিয়ত।

১১| ১৫ ই মে, ২০১৩ রাত ১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:
দুটি কবিতা দুই রকমের সুন্দর।

++++++++++

১৫ ই মে, ২০১৩ সকাল ১১:০৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। অনেক শুভকামনা।

১২| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৫৮

রুপম শাহরিয়ার বলেছেন: সবাই কবিতা চর্চা করলে আমার কি হবে?

১৫ ই মে, ২০১৩ সকাল ১১:০৮

সায়েম মুন বলেছেন: আপনিও চর্চা করুন। কথা হবে কবিতায়।

১৩| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:৫৯

একজন আরমান বলেছেন:
অয়োময় টা বেশি ভালো লেগেছে।

১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরমান। শুভকামনা রইলো।

১৪| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:০২

নস্টালজিক বলেছেন: আমার কবি হওয়া হলো না!

এই লাইনটাই সব!

পাখির কলরব...



শুভেচ্ছা, সায়েম!

১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রানা। শুভকামনা নিয়ত।

১৫| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১:৩২

না পারভীন বলেছেন: অনেক ভাল লাগল সামু । অনেক শুভ কামনা ।

১৫ ই মে, ২০১৩ দুপুর ১:৪৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ না পা। ভাল থাকুন সব সময়।

১৬| ১৬ ই মে, ২০১৩ রাত ৩:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একদিন মরে টরে যাবো, এই কষ্ট মষ্ট আমারে দিয়া পোষাইবো না! :| অয়োময় বেশি ভাল্লাগছে।

১৬ ই মে, ২০১৩ সকাল ১১:২৫

সায়েম মুন বলেছেন: আমারে দিয়াও পোষাইবো না। থ্যাংকু কবি।

১৭| ১৬ ই মে, ২০১৩ সকাল ৯:৫২

আমিভূত বলেছেন: ১নং ভালোলাগলো ,২ নং টা মনটাকে ভারী করে দেয় ।
ভালো থাকবেন কবি ।

১৬ ই মে, ২০১৩ সকাল ১১:২৬

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ আমিভূত। ভাল থাকা হোক নিয়ত।

১৮| ২০ শে মে, ২০১৩ রাত ১২:০৬

ফারিয়া বলেছেন: প্রথমে ভাবিলাম,
কবি,
নিজের কবিত্বের যাচাইয়ে
কি
নামিলো নাকি?
পরে দেখি,
একি,
এতো ঘোর প্রবঞ্চনা,
সে কবিতা লিখিল,
সুর করিল,
তবু আপনারে,
সে
কবি বলে চিনলনা! :P

২০ শে মে, ২০১৩ রাত ১:১২

সায়েম মুন বলেছেন: হাহাহা। ভাল বলেছেন। কিন্তু আমি তো সত্য বলতে চেয়েছি। :P

১৯| ২০ শে মে, ২০১৩ সকাল ৯:৪৫

জুন বলেছেন: ইদানীং অনেক সুন্দর কবিতা লিখছো মুন :)
হায় আমি কেন পারি না :(
+ ১৩ যদিও এই আনলাকি নাম্বারটা দিতে চাইনি :(

২০ শে মে, ২০১৩ বিকাল ৩:০৪

সায়েম মুন বলেছেন: ব্যাপারনা আপু। তিন সংখ্যাটা আমার প্রিয় সংখ্যা।
আর আপনিতো সুন্দর কবিতা লিখতে পারেন। ইদানীং লিখতেছেন না এই যা। শুরু করুন। সুন্দর কবিতা পাবো আমরা।

২০| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:৪০

অদৃশ্য বলেছেন:




সায়েম ভাই

দু'টি কবিতাই সুন্দর ...

আপনার এই কবি না হওয়ার ভাবনাটাই কবিতাকে পূর্নতা দেবে...

কবি

শুভকামনা...

২০ শে মে, ২০১৩ বিকাল ৩:১২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার মন্তব্যটা বেশ লাগলো। যদিও সামু এখনো কবি হয়ে উঠতে পারেনি। তবুও আপনার কমেন্টে কবি সম্বোধন পেয়ে ভাল লাগছে আমার। শুভকামনা নিরন্তর। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.