নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। জলকন্যা
ডাহুকের ডাকঘরে কান্না জমা দিয়েছি। অতন্দ্র রজনী যাবে কেটে। ভাল থাকা এখন নেহায়েত সহজসাধ্য উপবাস। বাসী খাবার। নোনতা স্বাদ। তুমি এবং তোমরা ভাল থেকো। দুধেভাতে। মসলিন কাপড়ে। জলকন্যা ভাল থেকো মেঘের সাথে। মঙ্গলের সাথে।
২। সব বৃষ্টি কি নদী ভরায়
বৃষ্টি নিয়ে মূখর দিন যাচ্ছে লোকালয়ে। কেউ হেরে গলায় গায়। কেউ চা কফির সুগন্ধে মন ভরায়। অরুন জ্যোতি কৃষ্ণচূড়া তলে যায়। আমার দৃষ্টিতে কোন বৃষ্টি নেই। সব বৃষ্টি আজ বুকের মধ্যে। সব বৃষ্টি কি নদী ভরায়। কিছু থাকে চোখের গভীরে। বুকের ধরায়।
৩। আধখানা চাঁদ
আধখানা চাঁদ শুয়ে আছে আকাশে
রাতের বিছানা শীতল মেঘে মাখা
তারার বাতি ঝিকমিক জ্বলে দূরে
ঘুমাবে না আর হেয়ালী চাঁদ।
আধখানা মন পোড়ে জমিনে
একখানা মন ভেঙ্গে হয়েছে দুখানা
তাই একখানা করে দুখানা মন
পোড়ে দুদিকে।
সাঁওতালী মেঘ যায় দূরে
চাঁদখানাও ধীরে ধীরে পোড়ে
ছাই হয় বুকখানা আকাশ জুড়ে।
ছবি: নিজস্ব এ্যালবাম।
২১ শে মে, ২০১৩ রাত ১১:৫৫
সায়েম মুন বলেছেন: প্রথম কমেন্টের জন্য শুভেচ্ছা রাশি রাশি। ভাল থাকুন প্রিয় ব্লগার।
২| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ কবি ! শিরোনাম শুধু শেষের তা কেন ? আমার কাছে প্রথম টা বেশ লেগেছে ! প্রথম ভালোলাগা !
২১ শে মে, ২০১৩ রাত ১১:৫৭
সায়েম মুন বলেছেন: প্রথমে জলকন্যা দিতে চেয়েছিলাম শিরোনাম। পরে কি মনে করে শেষেরটার নামটা জুড়ে দিলাম। বিশেষ একটা অর্থবহন না করলেও আধখানা চাঁদের কষ্টটা উপলদ্ধির চেষ্ঠায় দিয়েছি। ধন্যবাদ স্বপ্নবাজ অভি। শুভকামনা সব সময়।
৩| ২২ শে মে, ২০১৩ রাত ১২:০০
সায়েম মুন বলেছেন: ইদানীং ছবির ব্যাপারে সামুর কার্পণ্য দেখে অবাক হই। এই ছবিটায় নীল আকাশের বুকে আধখানা চাঁদ শোভা পাচ্ছিল। সেটা আর সামুর বুকে দেখিনা। দু:খ। ভেরী মাছ দু:খ।
৪| ২২ শে মে, ২০১৩ রাত ১২:০১
কালোপরী বলেছেন:
২২ শে মে, ২০১৩ রাত ১২:১২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কালোপরী। শুভরাত্রি।
৫| ২২ শে মে, ২০১৩ রাত ১২:০৯
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: সুন্দর! অনেক ভালো লাগা
২২ শে মে, ২০১৩ রাত ১২:১৩
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ বাউন্ডুলে। শুভরাত্রি।
৬| ২২ শে মে, ২০১৩ রাত ১২:৫০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দুর্দান্ত হয়েছে !!!!!!!!!!!! +++++++++++++++++++++
২২ শে মে, ২০১৩ সকাল ৭:৩৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভসকাল।
৭| ২২ শে মে, ২০১৩ রাত ১:০৭
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার হয়েছে। ভালো লাগা রইল।
২২ শে মে, ২০১৩ সকাল ৭:৩৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আমিনুর। শুভসকাল।
৮| ২২ শে মে, ২০১৩ রাত ১:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
++++++
প্লাসের সাথে রেখে গেলাম ৫ম ভাললাগা।
নিয়ে গেলাম একরাশ মুগ্ধতা!!
২২ শে মে, ২০১৩ সকাল ৭:৩৪
সায়েম মুন বলেছেন: আপনার মুগ্ধতায় ভাললাগা। শুভকামনা রইলো।
৯| ২২ শে মে, ২০১৩ রাত ১:৪৭
নোমান নমি বলেছেন: কোমল টাইপ সুন্দর । বিশেষ করে শেষটা।
২২ শে মে, ২০১৩ সকাল ৭:৩৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নোমান। শুভসকাল।
১০| ২২ শে মে, ২০১৩ রাত ১:৫১
লক্ষ্মীছাড়া বলেছেন: বাহুল্য বর্জিত, বেশ পরিপাটি, শুভ কামনা।
২২ শে মে, ২০১৩ সকাল ৭:৩৫
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।
১১| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:৪২
এরিস বলেছেন: জলকন্যা আর সব বৃষ্টি কি নদী ভরায় বেশী ভালো লেগেছে। গলায় কোমল আদরে যেন কেউ শুভকামনা জানালো, নিজের কথা বলে গেল। অনেক অনেক ভালোলাগা। ( চুরি করেছি। ফেসবুকে পাচার হয়ে গেছে। অবশ্য কার্টেসি দিয়েছি। অভদ্র চুরনী নই আমি। ) বিঃদ্রঃ জি, সামুর মোডারেটরগণ, আপনাদেরকে বলছি, হয় ছবির কোয়ালিটি ইম্প্রুভ করেন, নাহলে ছবি দেয়ার অপশন বন্ধ করেন। এক জ্বালানি অনেক দিন থেকে চলছে কিন্তু। ছবি দেখে শান্তি পাচ্ছিনা। কি সুন্দর ছবিটা দেখা যাচ্ছেনা ঠিকমতো। )
২৩ শে মে, ২০১৩ রাত ১০:২২
সায়েম মুন বলেছেন: পাচারে প্রচার এবং প্রসার যদি অকবির নামটাও থাকে।
ঠিকই বলেছেন। আমাদের দু:খ সামু মামু বুঝলো না।
থ্যাংকু।
১২| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:৫৪
হাসান মাহবুব বলেছেন: তিনটাই সুন্দর লাগলো।
২৩ শে মে, ২০১৩ রাত ১০:২৩
সায়েম মুন বলেছেন: থ্যাংকু হামা। শুভকামনা ম্যালা।
১৩| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
মুনসী১৬১২ বলেছেন: চমৎকার
২৩ শে মে, ২০১৩ রাত ১০:২৩
সায়েম মুন বলেছেন: থ্যাংকু কবি।
১৪| ২২ শে মে, ২০১৩ রাত ১১:১৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: সব বৃষ্টি কি নদী ভরায়। কিছু থাকে চোখের গভীরে। বুকের ধরায়।
সুন্দর
২৩ শে মে, ২০১৩ রাত ১০:২৩
সায়েম মুন বলেছেন: থ্যাংকস মাসুম। শুভকামনা।
১৫| ২৩ শে মে, ২০১৩ রাত ২:৩৭
একজন আরমান বলেছেন:
আধখানা মন পোড়ে জমিনে
একখানা মন ভেঙ্গে হয়েছে দুখানা
তাই একখানা করে দুখানা মন
পোড়ে দুদিকে।
ভালো লেগেছে কথাগুলি।
২৩ শে মে, ২০১৩ রাত ১০:২৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরমান। শুভকামনা নিরন্তর।
১৬| ২৩ শে মে, ২০১৩ ভোর ৪:০৫
ভিয়েনাস বলেছেন: ডাহুকের ডাকঘরে কান্না জমা দিয়েছি ...... জলকন্যা অনেক ভালো লাগলো।
২৩ শে মে, ২০১৩ রাত ১০:২৪
সায়েম মুন বলেছেন: থ্যাংকস ভিয়েনাস। শুভকামনা সব সময়।
১৭| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:৫১
আমিভূত বলেছেন: ২নং সাথে রাখলাম ৩নং এ ভালোলাগা সব বৃষ্টি কি নদী ভরায়। কিছু থাকে চোখের গভীরে। বুকের ধরায়।
শুভ কামনা কবি ।
২৩ শে মে, ২০১৩ রাত ১১:৩১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আমিভূত। শুভরাত্রি।
১৮| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার +++++++++
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৫৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভদুপুর।
১৯| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
ফারিয়া বলেছেন: প্রথমটা জমজমাট লাগলো, শেষেরগুলো কিছুটা শীতল যদিও!
২৪ শে মে, ২০১৩ রাত ৮:২৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ফারিয়া। শুভকামনা অনেক।
২০| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:২৭
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
ইদানিং আপনার কবিতায় অনেকটা টার্ণ দেখতে পাই... যা কিনা আশাগাগানিয়া...
আমি জানি আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর কবিতা আসবে... চমৎকার লিখাগুলো স্পর্শ করলো...
শুভকামনা...
২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:০৬
সায়েম মুন বলেছেন: লেখা একেক সময় একেকভাবে আসে। সব সময় ভাল লিখতে পারিনা অদৃশ্য।
ধন্যবাদ। শুভকামনা অনেক।
২১| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:৩৩
অপর্ণা মম্ময় বলেছেন: সব বৃষ্টি কি নদী ভরায়টা সুন্দর লাগলো বেশী ।
শুভকামনা সায়েম
২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:১১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপর্ণা। আপনার পাঠে মুগ্ধতা। ভাল থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৫০
লেখোয়াড় বলেছেন:
এই সময়ের কাব্যতা, দিলাম তোমায় প্রিয়তা।
অনেক সুন্দর সামু।