নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। ভুল ইশারা
এক প্রচ্ছন্ন ইশারায় চলে এসেছি
পথে নেমে দিশেহারা
তুমি নেই।
ডাক দিয়ে যায় রাতের ফেরিওয়ালা
পিছে পিছে ছুটি
তোমাকে পাবো বলে
নেই। কোথাও তুমি নেই।
সন্মুখে ঝাকেঝাকে জোনাক জ্বলে
আলোর ইশারা পেয়ে আবারও
গহন অন্ধকারে ছুটি
বিচ্ছেদের আগে তুমি বলে যাও
নেই। আমি নেই।
আমি জানি তুমি পার্থিবতার কেউ নও
তুমি এখানে নও ওখানে আছো
ঐ গগনের তারা হয়ে
ভুল ইশারার দোসর হয়ে।
তবু ছুটে চলি আমি
নিশানাহীন তারার পিছে।
২। আমার ভাল থাকা হবে না
জেনে রেখো তারা
কালো বেদনায় রাত করে পার
চূঁড়ায় দাঁড়িয়ে চোখে পড়ে না
খাদের সরোবর পিঁপিলিকার চর।
জলের তরে কাদে মরু সরিসৃপ
বুকে টেনে যায় মরুদ্যান
ফুলের ঘ্রাণে উড়ে আসে
জুড়ে বসে মৌমাছি ভ্রমর।
জেনে রেখো আমার ভাল থাকা হবে না
নির্লিপ্ততমা!
মনে রেখো ভাল থাকে না---নিশিফুল!
ক্ষণিকে ফুটে ঝরে যায়
রোদ নেই নিকষ অন্ধকারে
কাটে মলিনতর সময়।
৩। প্রদীপ আলো
আজ আর ঘুম নেই চোখে
চোখে শুধু বিষাদের ধূম
রাত বাড়ছে চাঁদের সাথে পাল্লা দিয়ে
ঘড়ির কাঁটায় ক্রমাগত ঘুরতে ঘুরতে
আমার মন ঘুরছে দিক চিহ্নহীন
দাগ খতিয়ানের রেজিস্ট্রি জুড়ে
ভরছে আর বাড়ছে অনাবাদী জমিন।
আজ রাত কালো পাখির রাত
ডানা জুড়ে শুধুই নিকষ অন্ধকার
ছেড়ে এসেছি প্রদীপ আলো
তাই পথ শুধু বিষন্ন কালো।
ছবি: নিজস্ব এ্যালবাম।
২৬ শে মে, ২০১৩ রাত ৯:৩৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। শুভকামনা সব সময়।
২| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
অপর্ণা মম্ময় বলেছেন: এই অংশটা সুন্দর
জেনে রেখো আমার ভাল থাকা হবে না
নির্লিপ্ততমা!
মনে রেখো ভাল থাকে না---নিশিফুল!
ক্ষণিকে ফুটে ঝরে যায়
রোদ নেই নিকষ অন্ধকারে
কাটে মলিনতর সময়।
===== নিশিফুল খুব সুন্দর একটা শব্দ ! ভালো লাগলো !
২৬ শে মে, ২০১৩ রাত ৯:৩৬
সায়েম মুন বলেছেন: ঐ অংশটুকু ধন্য হলো।
ধন্যবাদ অপর্ণা। শুভকামনা রইলো। লিখতে থাকুন হাত খুলে।
৩| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
মাক্স বলেছেন: সুন্দর!
২৬ শে মে, ২০১৩ রাত ৯:৫০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাক্স। শুভকামনা।
৪| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
না পারভীন বলেছেন: আজ রাত কালো পাখির রাত
ডানা জুড়ে শুধুই নিকষ অন্ধকার
ছেড়ে এসেছি প্রদীপ আলো
তাই পথ শুধু বিষন্ন কালো
বিষন্নতা ছড়িয়ে গেল ।
৩ টি কবিতাই ভাল ।
২৬ শে মে, ২০১৩ রাত ১০:০৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ না পারভিন। শুভকামনা নিরন্তর।
৫| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
২৬ শে মে, ২০১৩ রাত ১০:০৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি।
৬| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
শোশমিতা বলেছেন: কবিতা গুলো অনেক সুন্দর! সাথের ছবিটাও সুন্দর
ভালো লাগলো +
২৬ শে মে, ২০১৩ রাত ১০:১২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোশমিতা। অনেক দিন পর দেখলাম। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।
৭| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
তুন্না বলেছেন: +++ রইলো।
২৬ শে মে, ২০১৩ রাত ১০:১৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ তুন্না। শুভকামনা অনেক।
৮| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:৪৭
আমিভূত বলেছেন: আসলেই আজকে তিনটি কবিতাই সুন্দর অনন্য !
ভালো লাগা রইল ।
২৭ শে মে, ২০১৩ রাত ১২:২২
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ আমিভূত। শুভকামনা এবং শুভরাত্রি।
৯| ২৬ শে মে, ২০১৩ রাত ৯:৩৩
মুনসী১৬১২ বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৭ শে মে, ২০১৩ রাত ১২:২৯
সায়েম মুন বলেছেন: এতগুলা প্লাস পেলে মন্দ হতো না। প্লাসের বন্যায় গা ছেড়ে দিতাম। কবিতার বন্যা বয়ে যেত।
১০| ২৬ শে মে, ২০১৩ রাত ৯:৪৫
শুকনোপাতা০০৭ বলেছেন: আমার ভালো থাকা হবে না...
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩১
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ শুকনোপাতা। শুভরাত্রি।
১১| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:৪২
মামুন রশিদ বলেছেন: সব গুলো কবিতাই সুন্দর হইছে +++
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩৩
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ মামুন। শুভরাত্রি।
১২| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:০১
মিনাক্ষী বলেছেন: সুন্দর সুন্দর
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩৪
সায়েম মুন বলেছেন: থেংকু মিনাক্ষী। অনেক দিন গপ দ্যান না। এবার একটা...
১৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:১৩
রেজোওয়ানা বলেছেন: পিপড়ার চর!!
কেম্নে, কোথায়, কেমন??
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩৮
সায়েম মুন বলেছেন: হুম তার আর দেখবা ক্যামনে। সব সময় তো বড় দালান কোটা আর বাড়ির দিকে নজর। সুরা মসজিদের নাম শুনছো। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। কালকে গিয়েছিলাম। ষোড়শ শতাব্দীর মসজিদ। এখনো নামাজ পড়ে ঐ মসজিদে। পাশে বিশাল একটা পুকুর আছে। মসজিদটা শাহসুজা মসজিদ নামেও পরিচিত।
১৪| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে প্রতিটি কবিতাই ভিন্নরকমের ভাল লেগেছে,,,,,,,,,,,,
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৪৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ লায়লা। শুভকামনা নিরন্তর। শুভরাত্রি।
১৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১:২৩
একজন আরমান বলেছেন:
দুই নম্বর টা এক নম্বর লেগেছে।
২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:১২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরমান। জেনে ভাল লাগলো। শুভকামনা নিরন্তর।
১৬| ২৭ শে মে, ২০১৩ রাত ২:১১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সব কয়টাই সুন্দর।
২ নং টা একটু বেশি।
২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:১২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা সব সময়।
১৭| ২৭ শে মে, ২০১৩ সকাল ৭:১১
সায়েদা সোহেলী বলেছেন: জেনে রেখো আমার আর ভালো থাকা হবে না
--- নির্লিপ্ততমা !!
ভালো না থাকার কাব্য ভালো লেগেছে
২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:১৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সোহেলী। ভাললাগা জেনে ভাল লাগলো। শুভকামনা।
১৮| ২৭ শে মে, ২০১৩ সকাল ৯:৪৯
আহসান জামান বলেছেন: চমৎকার, কবি। ভালো থাকবেন।
২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:২০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রকৃতির কবি। শুভকামনা রইলো।
১৯| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:০৫
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
লিখাগুলো ভালো লেগেছে আমার... তবে আগের পোষ্টের কবিতাগুলো তুলনামূলক বেশি ভালো লেগেছে... পিঠাপিঠি পড়লাম বলেই তুলনায় আসতে হলো...
এখানে প্রদীপ আলোটা বেশি টানলো...
শুভকামনা...
২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:২৩
সায়েম মুন বলেছেন: আচ্ছা কবি। আমার ধারার কোন ঠিক ঠিকানা নাই। নাই বলাটা ঠিক হবে না। একদম সরল একটা ধারা। এর থেকে মাঝে মাঝে কিছুটা এদিক সেদিক হয় আরকি। আমি অবশ্য এই ধারার বাইরে কিছুটা লিখতে চাই।
শুভকামনা কবি।
২০| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:২১
আরজু পনি বলেছেন:
হতাশা কেন এতো?!
++++++++
২৭ শে মে, ২০১৩ রাত ৯:৩৮
সায়েম মুন বলেছেন: কই আর হতাশা। এইগুলা কোবতে নামের অপলাপ।
২১| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: বিয়ের পরও হতাশা যাই কই? ২য় ভাললাগাটা কিন্তুআমার ।
২৭ শে মে, ২০১৩ রাত ৯:৪০
সায়েম মুন বলেছেন: হে কবি। কেডা বিয়ে করছে। কবি সব সময় ব্যাচেলর থাকে। তা বুঝি জানেন না।
২২| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:০২
সেলিম আনোয়ার বলেছেন: তাহলে আমি কবি হবার পরবো না। ভাবী যদি শুনে আপনার এই কথা । আপনার হালুয়া টাইট।ব্যাচেলর সিনেমাটা দেখছেন বোধহয় !
২৭ শে মে, ২০১৩ রাত ১০:৪২
সায়েম মুন বলেছেন: আরে পারবেন। গাজরের হালুয়া টেস্টি জিনিস। বউরে দিয়া বানায় খাবেন। আর কোবতে লিখবেন।
২৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৪৩
স্বপ্নচূড়ায় আমি বলেছেন: আমার মন ঘুরছে দিক চিহ্নহীন
দাগ খতিয়ানের রেজিস্ট্রি জুড়ে
ভরছে আর বাড়ছে অনাবাদী জমিন।
সবসময়ই সুন্দর, .......
কেমন আছেন সায়েম ভাই?
২৭ শে মে, ২০১৩ রাত ১০:৪৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ স্বপ্নচূড়া। ভাল আছি। আপনাকে অনেক দিন দেখিনা। আশা রাখি দিনকাল ভাল যাচ্ছে। ভাল থাকুন। এই শুভকামনা সব সময়।
২৪| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:২৫
এরিস বলেছেন: এটা কে রে ৩ টা কবিতা একসাথে দেয়?? হুম?? আধখানা চাঁদ সুন্দর ছিল। আমার ভালো থাকা হবেনা আর প্রদীপ আলো বেশি ভালো লেগেছে। সুন্দর আর সুন্দর।
২৯ শে মে, ২০১৩ রাত ১০:৫২
সায়েম মুন বলেছেন: সব সময় তো আর একই রকম লিখতে পারি না। তাই কখনো আধখানা। আবার কখনো সোয়াখানা চাঁদ হয়ে যায়। :/
থ্যাংকস এরিস। শুভকামনা অনেক।
২৫| ২৮ শে মে, ২০১৩ রাত ২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
১০ নং প্লাস ।
২৯ শে মে, ২০১৩ রাত ১০:৫৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী।
২৬| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:২০
সোমহেপি বলেছেন: ++++++++
তরে শব্দটা না দিলেও হত
২৯ শে মে, ২০১৩ রাত ১০:৫৩
সায়েম মুন বলেছেন: আচ্ছা কবি।
২৭| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:২৭
হাসান মাহবুব বলেছেন: আমার ভালো থাকা হবে না ভালো লেগেছে।
২৯ শে মে, ২০১৩ রাত ১০:৫৪
সায়েম মুন বলেছেন: ভাল না থাকলে আবার ভাল লাগে ক্যামনে :/
থেংকু হামা।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: জেনে রেখো আমার ভাল থাকা হবে না
নির্লিপ্ততমা!
মনে রেখো ভাল থাকে না---নিশিফুল!
ক্ষণিকে ফুটে ঝরে যায়
রোদ নেই নিকষ অন্ধকারে
কাটে মলিনতর সময়।
৩ টা কবিতাই সুন্দর হয়েছে ~!