নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

সুনন্দা

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৮





ব্লগে চার বছর পূর্তি হলো। কিন্তু বরাবরের মত নিরামিষ পোস্ট নিয়ে হাজির হলাম। ইচ্ছে ছিল চার বছর পূর্তি উপলক্ষ্যে একটা আশার গল্প লিখে পোস্ট দিবো। গত কিছুদিন এমন ব্যস্ততা গেল যে গল্পের গ ও লিখতে পারলাম না। আজকে তো আর এক মহা ব্যস্ততর দিন গেলো। সকাল থেকে দুই জেলায় ঘুরে কেবলমাত্র বর্তমান নিবাসে ফিরলাম।



বাস্তবদৃশ্যে ব্লগ খাওয়ায় পড়ায় না। কিন্তু ব্লগ আমার মনের খাবার জোগায়। আবার রুচি মাফিক পড়াশুনা করায়। নিয়মিত অনেক কিছু জানতে ও শিখতে পারছি এখান থেকে। শুরু থেকেই সামুতে আছি। অন্য ব্লগে নিক খুললেও তেমন সচল না। সামুর ঋণ কখনো শোধ করার মত নয়। সুখে দুখে সুদিনে দুর্দিনে সামুর পাশে ছিলাম থাকবো। ভাল থেকো সামু। ভাল থাকবেন সুপ্রিয় ব্লগাররা।





১। সুনন্দা



ভুলে গেছি সুনন্দা ভুলে গেছি শব্দ

শব্দের অন্তরায় শব্দ বাক্যের অন্তরায় বিন্যাস

তাই আমি সন্যাস হয়ে পথে নেমেছি

গত রাত্রির তুমুল বৃষ্টি ঠেলে

কবিতার খাতায় পাতায় পাতায় বৃষ্টি।



সুনন্দা!

খাতার কান্না থামানো গেল না

কলম থেকে কালি ঝরে অনবরত

কান্না রেশ বেশ মোটা দাগে উঠে আসে

কবিতার খাতা ফেলে পাপ মোচনে নেমেছি

মরণের ওপারে বুঝি সবুজ দ্বীপ

অপত্য গাছগাছালি দেবদারুর বন

অদূরে ফুলের বাগান

ঝাউশাখে পাখির গান।



আমি এক প্রকার মরেই আছি সুনন্দা

আমার নাও চলছে কয়েক শত দিন রাত্রির

জমাট কোটর ঠেলে কুয়াশার আড়ালে।



আমার ভাল থাকা গুলো সব তোমার দান

তাই সন্ন্যাস হয়ে পেছনে ফেলে এসেছি

তুলে নিও যত্ন করে শিউলী ভোরে

শিয়রে রেখে দিয়ো হরিদ্রা ঘুম

আমি চলছি দ্বীপ মূলে

কষ্টের বোঝা কাঁধে তুলে।



২। নির্মল



বেঁচেবর্তে আছি। রোদের প্রতাপে আছি। ছায়ায় ছায়ায় আছি। চিন্তা করিস না নির্মল। তুই থাক হিসেবের পাতা ছিন্ন করে। অশরীরি আত্মা হয়ে। স্নিগ্ধ রাতের তারা হয়ে। আমি আছি। আমি আছি হাঁড়ি পাতিলে। আমি আছি ভাঙ্গা কুলোয়। আমি আছি দিন ভিখারীর চুলোয়। নির্মল তুই থাক সুখের আকাশে। যেখানে মেঘেরা ভাসে। কথা বলে খেয়ালে বেখেয়ালে। মেঘের গাঁয়ে হেলান দিয়ে চাঁদ হাসে। নির্মল তুই এক প্রকার সুখেই আছিস। দুখের ঘরে বন্দী ছিলি। সাত কুলে এক মা ছিল তোর আপন। পরাণের পরাণ। তোর মা তোকে একটা বাই সাইকেল কিনে দিয়েছিল। সাইকেল চালিয়ে তুই পথ থেকে পথে ঘুরতি। সবুজের বুকে হারাতি। তোর স্বপ্ন ছিল একদিন বড় হবি। এরোপ্লেন কিনবি। সবুজ ছাড়িয়ে নীল আকাশে উড়বি। আকাশে মেঘ কেটে কেটে তুলোর মত ওড়াবি।



নির্মল আমি ছিলাম তোর পথের দোসর। তোর পদরেখার পাশে আমার পদরেখা ছিল। আমরা একদিন সৈকতে বালিয়ারীর বুকে পা রেখে বলেছিলাম দেখ নির্মল আমরা বড় হয়ে যাচ্ছি। আমাদের পা বড় হয়ে যাচ্ছে। আমাদের পা যেদিন হাতির পদরেখা স্পর্শ করবে আমরা একদম বড় হয়ে যাবো। নির্মল আমি বড় হতে পারিনি। তুই হয়েছিস। তুই একদম আকাশের ত্রিসীমানা ছুঁয়ে আছিস। নীলের গায়ে হাত বুলিয়ে যখন মেঘেরা থাকে, আমি শ্বেত ভালুক দেখি। গলা উচানো মেঘটা দেখে জিরাফ'ই মনে হয়। ছুটন্ত রঙীন মেঘগুলো দেখে মনে হয় ভীতু চিত্রা হরিণগুলো ছুটে চলছে। পিছনে ধাবমান নেকড়ে মেঘগুলোকে তখন বকে দিতে ইচ্ছে করে। চিত্রা হরিণের দলটা পালানোর আগেই বুক ফুলিয়ে আর একটা স্তম্ভাকার মেঘ ছুটে আসে। আমার মনে হয় এইতো সৈকতের হাতিটা ফিরে আসলো। তুই পদরেখা ছোঁয়ার বদলে দুরন্ত মাহুতের ন্যায় হাতির পিঠে সওয়ার হয়েছিস। তোর বুকের ছাতি দেখে নেকড়ে মেঘগুলো পালিয়ে বাঁচে।



নির্মল তুই চলে গেছিস তোর মত করে। তোর আশৈশব দোসরটিকে সৈকতে ফেলে। তোর পদরেখা মুছবে বলে সাগর সরে গেছে ক্রমাগত দূরে। আমি পড়ে আছি ভাঙ্গা শঙ্খ বুকে ধরে।





৩। চুরি হয়ে যাচ্ছে



চুরি হয়ে যাচ্ছে বেড়ার আড়াল

কানের বিশ্বাস শ্রান্তির নি:শ্বাস

বালিশে মাথা রেখে কান পাতি ওপাড়ে

সিঁদেল চোর চুরি করবে

সাধের মুকুট টিপয়ের ধন

গৃহস্থ বুঝেনা চোরের মন

চোর চেনেনা মানিক রতন

দ্বৈরথে দুই কুশীলব

শুধু্ই তঞ্চকতার কুহুরব।





৪। বিষণ্নতার কন্দ



আজকের দিনটা যে উপোস গেলো

কেউ দেখলো না হাপুস নয়নে

বদনের হতচ্ছাড়া দশা

কেউ দেখলো না আনমনে।



ঘরের চালে বৃষ্টির জল

আমি খেয়ে আছি জলের শব্দ

শব্দের ছন্দ কপাট বন্ধ

আমি খেয়ে আছি বিষণ্নতার কন্দ।



শব্দের ভিতর ভীষণ একা

আকাশে নেই সূর্যের দেখা

আষাঢ়ের দিন কদম ডালে

পাতায় পাতায় ফুলে ফুলে

দেখার নয়ন রেখেছি দূরে

আসবে কি সে এই দুপুরে।





ছবি: নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৭৯ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: চারবছর পূর্তি তে শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা ।

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:২৪

সায়েম মুন বলেছেন: বুলেটের গতিতে কমেন্ট দিছেন দেখি। #:-S
ধন্যবাদ কবি। ভাল থাকবেন।

২| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:২৫

কালোপরী বলেছেন: শুভেচ্ছা :)

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:২৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কালোপরী। শুভকামনা।

৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:২৯

সোহাগ সকাল বলেছেন: চার বছর পূর্তি উপলক্ষে বিশাল পাট্টি চাই! :) /:)

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

সায়েম মুন বলেছেন: হুম। একটা পাট্টিমুলক কেক্কুক নিয়া পোস্ট দেয়া উচিত ছিল :!> :#>

৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩০

না পারভীন বলেছেন: আমার অত্যন্ত প্রিয় কবি সায়েম মুনের ব্লগে চার বছর পূর্তি তে একরাশ হঠাৎ বৃষ্টির শুভেচ্ছা ।

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৮

সায়েম মুন বলেছেন: আপনার কমেন্ট যথেষ্ট মন ভাল করা। আপনাকেও শুভেচ্ছা রাশি রাশি। ভাল থাকবেন সব সময়।

৫| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮

হাসান মাহবুব বলেছেন: তাই আমি সন্যাস হয়ে পথে নেমেছি

বাক্যটা কি সঠিক? সন্ন্যাসী হয়ে অথবা সন্ন্যাসব্রত নিয়ে হবার কথা।

সবগুলাই সুন্দর, তবে নির্মল পুরাই ক্লাসিক।

এত ব্যস্ততার মাঝে এত এত লেখেন কীভাবে? খুব কম মানুষই সেটা পারে, যারা বুকে সবুজ ধারণ করে।

ব্লগে আপনার পদচারণা এমনই প্রাণবন্ত থাকুক সবসময়।

শুভেচ্ছা মুনাপু 8-|

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:০৩

সায়েম মুন বলেছেন: শব্দটা ঠিক বেঠিক জানি না হামা। লেখার সময় অটো চলে এসেছে। সময় করে ভাবতে হবে। আপাতত মস্তিস্ক হ্যাঙ আছে :!>

নির্মল আসলে এক হারানো বন্ধুর ভাবনায় লেখা। ও কখনো ফিরবে না। :(

মাঝখানে একটা সময় গেছে বেশ কিছু কোবতে লিখেছি। যখন যেমনে ভাবনা এসেছে লিখে গেছি। গত কয়েক দিন একদম বন্ধ্যা সময় গেল।

আপনাকে সব সময় পাশে পাচ্ছি এটা বিরাট একটা পাওনা।
শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ। :D

৬| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫০

দূর্যোধন বলেছেন: ৪ বছর পার করলেন ? গ্রেট , ম্যান ! :)

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:২৫

সায়েম মুন বলেছেন: হয় দূর্যো। জীবনের চারটি বছর এখানে কেটে গেল।
থ্যাংকস।

৭| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:০৪

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কান্না রেশ নাকি "কান্নার রেশ" আর শব্দটা কি শিওর না কি "শিয়র"!! সিদেল চোরে সম্ভবত একটা চন্দ্রবিন্দু আছে "সিঁদেল"। আমি নিশ্চিত না।

চারবছর অনেক সময়, পুরো এক হালি বছর। শুভ কামনা চাঁদ সায়েম :)

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:২৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ জীবু বাবু। ইদানীং আপনাকে নিয়মিত দেখছি। গুড সাইন।
শব্দজট সময় করে ঠিক করবো।

শুভকামনা সব সময়।

৮| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:২৫

শাহেদ খান বলেছেন: চার বছর পূর্তি'র শুভেচ্ছা, সায়েম ভাই ! !:#P

আরও অনেকগুলো চার-বছর পূর্তি আসুক ! শুভকামনা সবসময়ের !

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩২

সায়েম মুন বলেছেন: থ্যাংকস শাহেদ। শুভকামনা নিরন্তর।

৯| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:২৬

মামুন রশিদ বলেছেন: চার বছর পূর্তির শুভেচ্ছা ।
!:#P !:#P !:#P !:#P

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মামুন। দিনগুলো সুখকর হোক।

১০| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: চার বছর তো অনেক লম্বা সময় ! একটা হাউ কাউ পার্টি হোক !!!

লেখার ভুল ভ্রান্তি নিয়ে কিছু বলব না । নির্মলকে নিয়ে লেখাটা অসাধারণ ! একটা ক্ল্যাসিক টোন আছে লেখাটায়।

তবে এক সাথে এত গুলো লেখা পড়লে মুল্যায়নে সমস্যা হয় । একটা কবিতা বা একটা গল্প লিখতেই তো অস্থির হয়ে যাই পুরা ।

আর ছবিটা দারুন সুন্দর ! কবের তোলা এই ছবি ?

ভালো থাকুন । লেখালেখির বন্ধ্যা সময় কেটে যাক ।

০৭ ই জুন, ২০১৩ রাত ২:৫১

সায়েম মুন বলেছেন:
হাউ কাউ পার্টি তো রেজোওয়ানা। :P

আপনি ভুলভ্রান্তি ধরবেন এটাই বাস্তবতা। তা না ধরে। এক সময় আমিও ভুল বানান.... এবং /:)

ঠিক বলেছেন। কিন্তু লেখাগুলো যেন কাঁধের ওপর বসে আছে। /:)

ছবিটা কয়েক দিন আগে তোলা। সঠিক তারিখটা মনে নেই। :(

লেখালেখির একদম বন্ধ্যা সময় যাচ্ছে বলা যাবে না। কিছু তো লিখতেই থাকি। যেমন নির্মল টা কিন্তু বন্ধ্যা সময়েই... । শুভকামনার জন্য অনেক ধন্যবাদ #:-S

লিখতে থাকুন অপর্ণা।

০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪১

সায়েম মুন বলেছেন: ছবিটা ১৮ মে তে নেয়া। সেদিন এ বছরের প্রথম কদম ফুল দেখেছি। ছবি তোলার লোভ সামলাতে না পেরে ক্যামেরা নিয়ে ছুটে গিয়েছি। :)

১১| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪২

ভারসাম্য বলেছেন: চাইর বৎসর!!! শুভেচ্ছা!



ছুটন্ত রঙীন মেঘগুলো দেখে মনে হয় ভীতু চিত্রা হরিণগুলো ছুটে চলছে। পিছনে ধাবমান নেকড়ে মেঘগুলোকে তখন বকে দিতে ইচ্ছে করে।

***

তোর পদরেখা মুছবে বলে সাগর সরে গেছে ক্রমাগত দূরে। আমি পড়ে আছি ভাঙ্গা শঙ্খ বুকে ধরে।



+++

০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ভারসাম্য। আপনি শুধু মন ভাল করা/ গঠনমূলক কমেন্ট দিয়ে যাচ্ছেন। কিন্তু লেখালেখি করা দেখছি না যে!

১২| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মেলাদিন পর ব্লগে আসছি। তাও আরেকজনের পিসি থেকে! মেলা মেলা বছর লিখতে থাকেন শুভেচ্ছা।

ভালো কথা, পোষ্টে দাগ দিয়া গেলাম। পড়ে কমেন্ট করমু।

০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৬

সায়েম মুন বলেছেন: আপনিতো হারায় গেলেন দেখি। প্রোপিক কালো করে রেখেছেন কেন জানিনা। দেখে মন খারাপ হয়ে যায়। আবারও জাকালোভাবে দেখতে চাই। কষ্ট করে কমেন্ট দেয়ার জন্য অনেক ধন্যবাদ কবি।

সময় করে পড়ে মন্তব্য দিয়েন। :)

১৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৫৫

মঈনউদ্দিন বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা

০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৫১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মঈনউদ্দিন। ভাল থাকুন।

১৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:০৪

শোশমিতা বলেছেন: চমৎকার পোষ্ট!
সাথে ছবিটা ও অসাধারণ!


৪র্থ বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা !:#P

১২ ই জুন, ২০১৩ রাত ৯:১১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোশমিতা। শারীরিক অসুস্থতার জন্য কয়েক দিন পর পোস্টের জবাব দিচ্ছি। এজন্য আন্তরিকভাবে দু:খিত। শুভকামনা রইলো।

১৫| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:০৫

রেজোওয়ানা বলেছেন: চার বছর হয়ে গেলো!

এমন করেই মাতিয়ে রাখো ব্লগটা আরও বহুদিন, অনেক অনেক শুভেচ্ছা রইলো.....

১২ ই জুন, ২০১৩ রাত ৯:১৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রেজোওয়ানা। শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন পর এখানে এলাম। আশা রাখি ভাল আছো। শুভকামনা থাকলো।

১৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছে ! পোষ্টে ভালোলাগা !

১২ ই জুন, ২০১৩ রাত ৯:১৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা অভি।

১৭| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:৫১

জানতে চায় বলেছেন: ভালো লেগেছে :)

১২ ই জুন, ২০১৩ রাত ৯:২৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ জানতে চায়। শুভকামনা।

১৮| ০৭ ই জুন, ২০১৩ রাত ২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

++++++++++

১২ ই জুন, ২০১৩ রাত ৯:২৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। :)

১৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ৩:১১

দুরন্ত সাহসী বলেছেন: শুভেচ্ছা সায়েম


ভালো লাগলো

ভালো থাকুন

১২ ই জুন, ২০১৩ রাত ৯:২৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ দুরন্ত সাহসী। শুভকামনা।

২০| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চতুর্থ বর্ষপূর্তির শুভেচ্ছা, কবি।

সব কয়টাই সুন্দর হয়েছে। নির্মল আলাদা ভাবে সুন্দর।

১২ ই জুন, ২০১৩ রাত ৯:৫১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা অনেক।

২১| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:১৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভেচ্ছা দিয়ে গেলাম।

১২ ই জুন, ২০১৩ রাত ৯:৫৭

সায়েম মুন বলেছেন: শুভেচ্ছা নিয়ে নিলাম। আপনার সম্পর্কে কোন পোস্টে জানি শুনেছি। আপনার লেখা সময় করে পড়বো। :)

২২| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:২৭

অপূর্ণ রায়হান বলেছেন: ৪ বছর পূর্তিতে শুভেচ্ছা ও পোস্টে ভালোলাগা রইল ভ্রাতা :)

ভালো থাকবেন সবসময় :)

১২ ই জুন, ২০১৩ রাত ৯:৫৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপূর্ন। শুভকামনা সব সময়।

২৩| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৭

আরজু পনি বলেছেন:
B:-)

চারবছর ! দারুণ ! !:#P !:#P !:#P !:#P



আমারতো প্রায়ই মনে হয়, সব ড্রাফটে নিয়ে ভাগি :(

১২ ই জুন, ২০১৩ রাত ১০:৩৪

সায়েম মুন বলেছেন: আমি তো পোস্ট দেয়ার পর চার বছর উপলক্ষ্যে অসুস্থ হয়ে পড়েছিলাম। ব্লগিং এর ডোজটা বেশী পড়ে গিয়েছিল বোধয় :(

২৪| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:১৮

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা বেবিভাইয়া।:)

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বিউটি আপি। ভাল থেকো।

২৫| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো। সুনন্দায় দুইটা টাইপো আছে।

আর পার্টি ছাড়া হবে না। খানা-পিনার পার্টি চাই।

আমি হারাই নাই। একটু ব্যস্ত আর কী! জানেনই বেকারদের কাজের শেষ নাই। আজাইরা কাজকাম লইয়া ব্যস্ত থাকতে হয়। আমিও তাই আছি।

প্রোপিক চেঞ্জ করে রঙছটা কিছু দেয়া যায়, বাট দিতে ইচ্ছে করে না। আর তাছাড়া আরেকটা সমস্যাও আছে! ল্যাপি আমার কাছে নাই। বাড়ীতে রেখে আসছি।

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩৩

সায়েম মুন বলেছেন: আমি বর্তমানে আপনার প্রোপিকটার মত আধারীর মধ্যে আছি। সব কিছু ঠিক হয়ে যাবে। সুন্দরের শুভকামনায় সায়েম।

২৬| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৫

সুপান্থ সুরাহী বলেছেন:
চার বছর পূর্তিতে জানাই হৃদয়পুর হতে শুভেচ্ছা...

চলুক আগামী আনন্দময়.....

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সুপান্থ। শুভকামনা সব সময়।

২৭| ০৮ ই জুন, ২০১৩ রাত ৩:২৮

নোমান নমি বলেছেন: চাআর বছওর? B:-)
শুভেচ্ছা! এভাবে কাটিয়ে দিন আরও কটা বছর।

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩৫

সায়েম মুন বলেছেন: খুব তো বেশী দিন হলো না। ২০০৫ এর অনেক ব্লগার এখনো বহাল তবিয়তে এখানে ব্লগিং করছেন। /:)

ধন্যবাদ নোমান। শুভকামনা।

২৮| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:১১

নস্টালজিক বলেছেন: চার বছরে 'নির্মল' শুভেচ্ছা সায়েম মুন এর জন্য!

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩৬

সায়েম মুন বলেছেন: প্রিয় রানা ভাই!

২৯| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৫

শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল :)

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা। শুভকামনা অবিরাম।

৩০| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:৫২

ভিয়েনাস বলেছেন: চার বছর পূর্তির অনেক অনেক শুভেচ্ছা !:#P

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩৭

সায়েম মুন বলেছেন: থ্যাংকস ভিয়েনাস। শুভকামনা রাশিরাশি।

৩১| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:০৬

ত্রিনিত্রি বলেছেন: খুলবো না খুলবো না করেও খুলে ফেললাম.। আর কি না পড়ে থাকা যায়!

সুনন্দা পড়তে পড়তে কোথায় যেন হারালাম। তৃতীয়টিও বেশ লাগলো।

চার বছরের শুভেচ্ছা। চাআআআআআর বছর!!!!! :-* দীর্ঘ সময়!

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩৯

সায়েম মুন বলেছেন: যাক শেষ পর্যন্ত খুলেছেন। আপনার পাঠে মুগ্ধতা রইলো #:-S

ধন্যবাদ ত্রিনিত্রি। সময় সুযোগ পেলে এখানে আসবেন। ব্লগ এবং ব্লগাররা আপনাদের মিস করে।

অনেক শুভকামনা রইলো।

৩২| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনে আন্ধার থাইক্যা বের হন। আমি পুরনো প্রোপিকে ফেরত আসলাম। :D

১৬ ই জুন, ২০১৩ রাত ৯:১২

সায়েম মুন বলেছেন: আস্তে ধীরে ফিরে আসতেছি। দোয়া রাইখেন। পুরনো প্রোপিকে আপনাকে স্মার্ট দেখাচ্ছে। :/

৩৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৩৬

রোজেল০০৭ বলেছেন: শুভেচ্ছা রাশি রাশি,

পোষ্টে নিদারুন ভালো লাগা।

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮

সায়েম মুন বলেছেন: শুভেচ্ছা রোজেল। শুভকামনা সব সময়।

৩৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: চার বছর পূর্তিতে শুভেচ্ছা

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:০৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাসুম। আপনারা পাশে আছেন বলে লেখার অনুপ্রেরণা পাওয়া যায়। শুভকামনা সব সময়।

৩৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:১০

সপ্নাতুর আহসান বলেছেন: বলতে বাধা নেই আপনি সেই ব্লগার যার লেখা পড়ে মনে হয়েছিল ইস! আমি যদি এমন লিখতে পারতাম, আমার যদি এমন একটি ব্লগ থাকত!

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:২৮

সায়েম মুন বলেছেন: আসলে এসব কি লিখি তা ভেবে পাইনা। আপনার কথায় লেখার সাহস খুঁজে পাই। চেষ্ঠা করুন। সায়েম মুনের চেয়ে কয়েকগুন ভাল লিখতে পারবেন। শুভকামনা থাকলো।

৩৬| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:১৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম...................

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৩৩

সায়েম মুন বলেছেন: আপনি কি আমের কথা বললেন। এখন কিন্তু আমের ভরা মৌসুম যাচ্ছে। কয়েক দিন আগে দিনাজপুর আর রংপুর থেকে আম নিয়ে এসেছি বাসায়। একদম কার্বাইড বিহীন আম। খেতে ভীষণ টেস্টি। এখন শেষের দিকে। এক দুইটা অবশিষ্ট আছে। নইলে দাওয়াত... #:-S

৩৭| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৫

অদৃশ্য বলেছেন:





সায়েম ভাই

শুরুতেই শুভেচ্ছা চার বছর অতিক্রমের জন্য...


আপনার সুনন্দা আর নির্মল অত্যন্ত সুন্দর দু'টি লিখা/কবিতা... দারুন ভাবেই স্পর্শ করলো...


পরের দু'টিও চমৎকার হয়েছে...


সুনন্দা আর নির্মল বুকের গভীরে বসবাস করে...

ভালো থাকুন সবসময়
শুভকামনা...

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার কমেন্টটা স্পর্শ করলো। ভাল থাকবেন সব সময়।

৩৮| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:২০

জুন বলেছেন: মুন চার বছরের শুভেচ্ছা জেনো আরও দীর্ঘ দিন ধরে লিখে নিজের মনের খোরাক ছাড়াও আমাদের ভালোলাগার জানালাটাও খুলে রাখো।
অভিনন্দন :)
+

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আপু। আপনার শুভ ইচ্ছে পূরণ হোক। সবার সাথে মিলেমিশে এখানে থাকি। লিখি। পড়ি।

৩৯| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৪

লেডি বার্ড বলেছেন: বছর পূর্তি'র শুভেচ্ছ। দেরী হইয়া গেল। /:)
এমনি কইরা লেইখা যান। পোকার শুভেচ্ছা থাকল।


ছবিডা দারুননননননন তুলছেন। এও গুলা ++++++++ লন। :P

২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:৫০

সায়েম মুন বলেছেন: সুন্দর পোকার শুভেচ্ছা থাকলে ঠেকায় কে :-B

কদম ফুল আপনার প্রিয় ফুল। তাই ভাললাগারই কথা। থেংকু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.