নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

একদিন দেখা হবে

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৮





১। একদিন দেখা হবে



একদিন দেখা হবে খুব গোপনে

চোখের সরল চাহনিতে

তুমি চিনবে অথবা না চেনার মত করে

তোমার দৃষ্টি মাটি আকাশ বৃক্ষে পাতায় ঘুরবে

দেখবে ছেলেটা---না না---লোকটা

কী অভদ্ররে বাবা

তাকিয়ে আছে শ্রীহীন শকুনের মত।



একদিন দেখা হবে পথে

হুড খোলা রিকসায় তুমি

আদরের সন্তান বুকে আগলে স্কুলে যাচ্ছো

সাংসারিক দৈন্যতার দোলাচালে টালমাটাল

ভুলেই আছো পথের দৃশ্য

রোজকার ঠুনকো দৃশ্যের ভিড়ে

আমার মুখটা খন্ডত এর মতো ঢুকে যাবে।



একদিন দুপুরে চাতক পাখি গান গাবে

তুমি ভুলেই যাবে বৃষ্টির ছন্দ

ভুলেই যাবে কদমের সুগন্ধ

ফুলে ফলে শোভিত আষাঢ়।



একদিন ঘুপচি পথে হেঁটে যাবে বাদক

একদিন চায়ের পেয়ালায় ঝরে পড়বে স্মৃতি

তুমি চিনির পিঁপড়ের মত সরাবে

সুকোমল তর্জনীর সুতীক্ষ্ণ পরশে।



২। সোনার মেয়ে



সোনার মেয়ে সোনা ঝরা দিন নিয়ে আছো

ভুলেই গেছো মায়ার কানন

দু'জন ছিলাম একান্নবতী ঘরে

ঘরের দেয়ালে ঠেস দিয়ে রাত্রি করেছি পার।



সোনার মেয়ে রোদেলা মুখ

সুখের দিনগুলো নিয়ে আছো

প্রসন্ন বারান্দায় কফির পেয়ালায়

তোমার সুখ দিন গুজরায়।



কত ভোর গেল আযানের ধ্বনি শুনে

কত সকাল গেল দোয়েলের গান শুনে

সোনার মেয়ে আছো তুমি

সোনা ঝরা দিন নিয়ে।



নির্লিপ্ত রাত কাটায় কাটায় দ্বিপ্রহর

তোমার কাটলো না ঘোর

মৃত উপত্যকায় দিন যায় আমার

খেয়ালের দেয়ালে হেলান দিয়ে দিন যায় আমার

তোমার স্বর্ণলতিকাময় দিন হয় না পার।





ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৫২ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

তুমি চিনবে অথবা না চেনার মত করে
তোমার দৃষ্টি মাটি আকাশ বৃক্ষে পাতায় ঘুরবে
দেখবে ছেলেটা---না না---লোকটা
কী অভদ্ররে বাবা
+++++

দু'জন ছিলাম একান্নবতী ঘরে
ঘরের দেয়ালে ঠেস দিয়ে রাত্রি করেছি পার।

++++

২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:০৪

সায়েম মুন বলেছেন: প্রথম পাঠে অনেক ধন্যবাদ কান্ডারী। শুভকামনা।

২| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:১২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++

সুন্দর কবিতা।

২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:১৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ইরফান। শুভকামনা।

৩| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৫

রাধাচূড়া ফুল বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস রাধাচূড়া। এখানে স্বাগতম।

৪| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর! প্রথমটা বেশি সুন্দর। প্রথম প্লাসটা আমার !:#P B-)) /:)

২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

সায়েম মুন বলেছেন: লুকজন পিলাস দেয়া ভুলে গেছে। হাতে কলমে শিখায় দেবো নিকি B:-/

৫| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪০

ফয়সাল হুদা বলেছেন:
দুটোই সুন্দর! দ্বিতীয়টা বেশি সুন্দর। কাকতালীয় ভাবে দ্বিতীয় প্লাসটা আমার :D :D

২৩ শে জুন, ২০১৩ রাত ৮:০৪

সায়েম মুন বলেছেন: এভাবে হবে। আস্তে আস্তে অনেক প্লাস হবে। একদিন প্লাসের বন্যায় ভেসে যাবো। :D

৬| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:১০

একজন আরমান বলেছেন:
একদিন দেখা হবে টা পড়ে একটু মন খারাপ হল।
দুটোই ভালো লেগেছে।

২৩ শে জুন, ২০১৩ রাত ৮:২১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরমান। অনেক শুভকামনা।

৭| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:০৭

মামুন রশিদ বলেছেন: একদিন ঘুপচি পথে হেঁটে যাবে বাদক
একদিন চায়ের পেয়ালায় ঝরে পড়বে স্মৃতি
তুমি চিনির পিঁপড়ের মত সরাবে
সুকোমল তর্জনীর সুতীক্ষ্ন পরশে।


দারুন ভালোলাগা ++

২৩ শে জুন, ২০১৩ রাত ১০:১০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মামুন। শুভকামনা নিরন্তর।

৮| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম ভালোলাগা ভ্রতা +++++++

ভালো থাকবেন :)

২৩ শে জুন, ২০১৩ রাত ১১:১৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপূর্ণ। শুভকামনা রইলো।

৯| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:২৮

মায়াবী ছায়া বলেছেন: অনেক ভাল লাগা তাই অনেক অনেক ++++++++++++++
ভালো থাকুন ।।

২৩ শে জুন, ২০১৩ রাত ১১:২৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ছায়া। শুভকামনা রইলো।

১০| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: একদিন দেখা হবে -- এই কবিতাটা ভালো লেগেছে বেশী।

ভবিষ্যতের ছবি এঁকে এঁকে অতীতের কিছু ভাবা কোমল আর অভিমানী সুরে।

একটা কবিতা লিখতেই খবর হয়ে যায় ! আপনি এক সাথে দুই তিনটা লিখেন কীভাবে !!!

শুভকামনা থাকলো।

২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৩১

সায়েম মুন বলেছেন:
আমি এরকম দৃশ্য বেশ কিছু এঁকেছি। আসলে ভাবতে ভয় লাগে। বুড়োদের কেউ পছন্দ করে না। সবাই খালি পালাই পালাই করে। কিংবা পুরনো কোন প্রেমিক/প্রেমিকার সাক্ষাতেও এরকম দৃশ্যের অবতারণা হতে। #:-S

আসলে সিজনাল পাগলের মত বছরের নির্দিষ্ট একটা সময়ে বেশী লেখা হয়। এই কোবতে গুলো তারই ফল। মাঝে মাঝে দীর্ঘদিন কলমের কালি/ হাত/ খাতা বরফে জমে থাকে।

শুভকামনা থাকলো। সুন্দর সুন্দর সব গল্প কবিতা আসুক আপনার কাছ থেকে।

১১| ২৪ শে জুন, ২০১৩ ভোর ৫:০৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সুন্দর!

এই তো দেখুন না আবার দেখা হয়ে গেলো!

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:২৭

সায়েম মুন বলেছেন: আপনের মত ভাল মানুষ পাওয়া দুস্কর। এই যে বলতে না বলতেই হাজির হলেন। কিন্তু প্রেমিকারা বদের হাড্ডি। সারাদিন ডাকলেও সারা দেয় না। খালি আতালিপাতালি ঘুরে বেড়ায়। #:-S

১২| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৪০

আনজির বলেছেন: প্লাস....++

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আনজির।

১৩| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৮

ইলেভেন্থ আওয়ার বলেছেন: প্রথম, দ্বিতীয়তো হতে পারলাম না। আট নম্বর প্লাসটা আমার B-)

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৯

সায়েম মুন বলেছেন: প্লাস পেয়ে আনন্দিত। আপনার জীবনটা প্লাসময় হোক। :-B

১৪| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪১

রাতুল_শাহ বলেছেন: সায়েম ভাই ১মটা চরম হইছে।

২৫ শে জুন, ২০১৩ রাত ১২:১২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রাতুল। শুভকামনা সব সময়।

১৫| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

এরিস বলেছেন: একদিন দুপুরে চাতক পাখি গান গাবে
তুমি ভুলেই যাবে বৃষ্টির ছন্দ
ভুলেই যাবে কদমের সুগন্ধ
ফুলে ফলে শোভিত আষাঢ়।

একদিম দেখা হবে কবিতাটি বেশী ভালো লেগেছে। কবিতায় প্লাস।

২৫ শে জুন, ২০১৩ রাত ১২:১৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ এরিস। একদিন দেখা হবেটা দেখি সবারই পছন্দ হচ্ছে। দেখা সাক্ষাতের ব্যাপার হলে সবারই ভাল লাগে বোধয়। #:-S

১৬| ২৫ শে জুন, ২০১৩ রাত ১:২১

সপ্নাতুর আহসান বলেছেন: একদিন দেখা হবে পথে
হুড খোলা রিকসায় তুমি
আদরের সন্তান বুকে আগলে স্কুলে যাচ্ছো
সাংসারিক দৈন্যতার দোলাচালে টালমাটাল


২টা কবিতাই খুব সুন্দর। প্লাসায়িত (১০)

২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:৫২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সপ্নাতুর আহসান। শুভদুপুর।

১৭| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৮

লেডি বার্ড বলেছেন: হ হাঁছাই কইছেন, প্রথ্থম কবিতাডা একেবারে বর্ষার আমেজ পাইলাম। নিদ্রা ভঙ্গ সফল হইতে যাইতাছে মুনে লয়। :)

২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৬

সায়েম মুন বলেছেন: থেঙ্কু সুন্দর পোকা। তাড়াতাড়ি ভঙ্গ হোক গ্রীষ্ম নিদ্রা। #:-S

১৮| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৯

রাতুল_শাহ বলেছেন: একদিন দেখা হবে

কবিতাতে আসলে অন্য রকম একটা আকর্ষন আছে।

১৯| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

সায়েম মুন বলেছেন: ভবিষ্যতের ভাবনায় বর্তমানে লেখা। আসলে বিষয়টা হয়ত আরও করুন হবে। একদম নাও চিনতে পারে। :P

ধন্যবাদ রাতুল। শুভকামনা সব সময়।

২০| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

স্বপ্নচূড়ায় আমি বলেছেন: খেয়ালের দেয়ালে হেলান দিয়ে দিন যায় আমার
তোমার স্বর্ণলতিকাময় দিন হয় না পার।

জটিল। খুব ভাল লাগা রেখে গেলাম।

কেমন আছেন সায়েম ভাই...........................

২১| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সায়েম মুন বলেছেন: থ্যাংকস স্বপ্নচূড়া। ভাল আছি। অনেক শুভকামনা সব সময়।

আপনাকে অনেক দিন দেখিনা। আপনিও ভাল আছেন তো? :)

২২| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৪৩

আল-মামুন-কৌশিক বলেছেন: :)
ভাল লাগসে।

২৩| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:২১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কৌশিক। অনেক দিন আপনাকে দেখলাম। আশা রাখি ভাল আছেন। অনেক শুভকামনা।

২৪| ২৬ শে জুন, ২০১৩ রাত ৯:০৬

শাহেদ খান বলেছেন: ভাল লাগল, সায়েম ভাই। প্রথমটা বেশি ভাল লাগল !

'রোজকার ঠুনকো দৃশ্যের ভিড়ে
আমার মুখটা খন্ড-ত এর মতো ঢুকে যাবে'

ব্যতিক্রম এবং সুন্দর !

২য় কবিতায় 'একান্নবতী' কি 'একান্নবর্তী' হবে না?

আর, আপনার ছবিগুলোও আলাদা করে নিজেই একটা কবিতার আমেজ নিয়ে আসে !

পোস্টে অনেক ভাল লাগা ! :)

২৬ শে জুন, ২০১৩ রাত ৯:২৩

সায়েম মুন বলেছেন: খন্ডত তা প্রথমে খন্ড-ত দিয়েছিলাম। এখন আগের মত করে দিতে ইচ্ছে করছে।

ঐযে সংসার আছে না যৌথ আর একান্নবতী সেইটা। ভুল লিখেছি কিনা জানি না। :(

থ্যাংকস শাহেদ। কবিতার সাথে ছবিতার চর্চা চালাচ্ছি। আমেজের কথা শুনে বেশ লাগলো। :)

২৫| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:
একদিন ঘুপচি পথে হেঁটে যাবে বাদক
একদিন চায়ের পেয়ালায় ঝরে পড়বে স্মৃতি
তুমি চিনির পিঁপড়ের মত সরাবে
সুকোমল তর্জনীর সুতীক্ষ্ণ পরশে।


সুন্দর!!
১৪তম ভাললাগা রইলো।

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:২৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। শুভকামনা রইলো।

২৬| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩১

বৃষ্টিধারা বলেছেন: সুন্দর......

ভালো আছেন ?

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:১১

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস বিষ্টি। ভাল আছি। আপনি ভাল আছেন তো? :)

২৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:০৬

বৃষ্টিধারা বলেছেন: হুম,ভালো আছি ।

ফিরলাম আবার ।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:১৬

সায়েম মুন বলেছেন: নাইস। আপনার ফেরা সুন্দর ও শুভ হোক বিষ্টি। :)

২৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:২০

বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ ।

শুভ কামনা ।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯

সায়েম মুন বলেছেন: এবঙ ভাল আছে নিশ্চয়ই। আবারও শুভকামনা। :)

২৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪

বৃষ্টিধারা বলেছেন:


এবঙ ঢংগী আছে । ভালো না । :P :P

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:৩৯

সায়েম মুন বলেছেন: নাইস। কিউটি ঢঙ্গী। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.