নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। সমান্তরাল
সমান্তরাল লাইন দুটি মিলিত হয় না কখনো
বহুদিন তোমার দেখা নেই
আমরা বুঝি সমান্তরালে হাঁটছি
একই লাইনের দুটি ভিন্ন পাত বরাবর।
মধ্যিখানে যে স্বল্প ফাঁরাক স্লিপার বলে তাকে
এই স্লিপার শক্ত কাঠে বানানো
টনকে টন ওজন নিজ বুকে ধারণ করে
পারাপার করে বিশ্ব সেরা সৃষ্টি--- মানুষ।
আমাদের ভালবাসা তবে কি
এই শক্ত স্লিপার
হাজার জনতা পার করে দিতে দিতে
আমরাই পড়ে রইলাম দুই প্রান্তে
হাজার মনুষ্যের জোড়া জোড়া
চক্ষুর ভিড়ে হারালাম নিভৃতে।
২। তুমি ভাল আছো তো!
তুমি ভাল আছো তো ধূসর বিকেলের মেয়ে
ভাল আছো তো পদ্মাবতীনি-নদীর নারী
নীড় ভাঙ্গা পাখির বিষন্নতা-পুরনো মায়া
ভাল আছো তো প্রত্যুষগামিনী
হঠাৎ কালবোশেখী ঝড়ো হাওয়া
বলো ভাল আছো তো স্নিগ্ধ তারা
ভাল আছো তো কচুপাতা জল
হীরের দ্যুতি স্বর্ণের মূর্তি
ঝিনুকের কষ্টে সৃষ্ট মুক্তো
বলো একবার শুধু বলো
তুমি ভাল আছো তো!
৩। পাতাল ফুঁড়ে
আমি মাতাল হয়ে পাতাল ফুঁড়ে যাবো
বেতনার্ত হৃদয় নিয়ে তবু গান গাবো না।
সকালের সারেগা ভাল লাগে না
চাই অঙ্গে ঢেউ তুলে বজ্র ধিতাং
আমি কামনা করবো না
ছুঁয়ে দেখবো না শুধু চোখ দিয়ে
দেখে নিবো সুষমা।
দেবী তুমি তাল লয়ের নাচছো বেশ
এলোকেশে হেসে হেসে
দিচ্ছো পাড়ি রুপ যৌবন সাগর
সাগরে সাঁতার পারি না
ক্লান্ত দু বাহুতে ক্লেশের দাগ
সবাই চায় রুপ সুধা আমি চাই না
আমি দূর থেকে দেখে যেতে চাই।
উড়িয়ে নেচো না
দেখতে দাও পাতাবাহার
রুপের পাহাড়
নইলে বেতাল হয়ে পাতাল ফুঁড়ে যাবো।
৪। তুমি ভুলে গেছো
তুমি ভুলেই গেছো যে একটা স্রোত ছিল
তোমায় ভাসিয়ে নিতো মোহনায়--- সাগরে
নীল জলে গভীরে সুখের গহবরে
প্রাণ থেকে প্রাণ দৃশ্য থেকে দৃশ্য
তুমি ভেসে যেতে অকৃত্রিমতার বিবরে।
তুমি ভুলে গেছো নির্মল হাওয়া
সাত সকালে শিউলী ভোরে সুখের দাওয়া
তুমি ভুলে গেছো বসন্তের আগমন
যখন তখন হেয়ালী স্রোতে উন্মনা মন।
স্রোত নেই সোতরেখা আছে
তুমি নেই কাছে সরলরেখার পিছে
বক্রতা তোমার নির্বাসন
তুমি ভালবেসেছো নিঠুরের আবাহন।
৫। পরাণের গহীনে হাত
এক অন্ধকারে ডুবে আছি নির্মল
বহুদিন দিশা খুঁজে পাই না
নিরাশায় দিন যায় আমার।
ভগ্ন হৃদয়ের মাঝে নিশ্চল হ্রদ
স্থানু হয়ে আছে কচুরিপানা
সূর্যের সোনালী রোদ খেলা করে মাঠে
হেসে গড়াগড়ি খায় উঠোনে
আমার পা আটকে আছে দ্বারে।
ঘরের মায়ায় আপন হয়েছে পর
অন্ধকারের স্যাঁতস্যাঁতে গন্ধই হয়েছে আপন
পরাণের গহীনে হাত দিয়ে দেখেছি
সেখানে আমিও নেই আর
নিজেই নিজের কাছে হয়ে আছি পর।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৪৮
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ অভি। শুভরাত্রি।
২| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৫৯
অরুদ্ধ সকাল বলেছেন:
বহুদিন তোমার দেখা নেই...
সত্যিই সমান্তরাল এক হয়না।
হয়তোবা কচুপাতা জল ভালোআছে ফোটা বৃষ্টির নিয়ে।
নিজের কাছেই নিজে পর।
সুন্দর কাব্য প্রয়াস
২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৪৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সকাল কবি। শুভকামনা সব সময়।
৩| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:১০
জামিনদার বলেছেন: বাস্তব অবস্থা? না লেখালেখির ট্রামটা চেইঞ্জ করার চেষ্ট??
সফল কবিতা।
২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৫৫
সায়েম মুন বলেছেন: আপনি কবি হয়ে এসব কোয়েশ্চেন করছেন যে। জানেন না কবিরা কল্পনার সপ্তরাজ্যে ভ্রমণ করা। কোন এক অজানা কচু গাছকে প্রেমিকা ঠাওরায়। তার তরে বলে যায় দুনিয়ার যত কাল্পনিক কথার গান।
৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:২১
টুম্পা মনি বলেছেন: তুমি ভাল আছো তো ধূসর বিকেলের মেয়ে
ভাল আছো তো পদ্মাবতীনি-নদীর নারী
নীড় ভাঙ্গা পাখির বিষন্নতা-পুরনো মায়া
ভাল আছো তো প্রত্যুষগামিনী
হঠাৎ কালবোশেখী ঝড়ো হাওয়া
বলো ভাল আছো তো স্নিগ্ধ তারা
ভাল আছো তো কচুপাতা জল
হীরের দ্যুতি স্বর্ণের মূর্তি
ঝিনুকের কষ্টে সৃষ্ট মুক্তো
বলো একবার শুধু বলো
তুমি ভাল আছো তো!
চমৎকার লিখেছেন।
২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৫৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ টুম্পা। শুভকামনা নিরন্তর।
৫| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:২৬
মায়াবী ছায়া বলেছেন: ১ আর ৫ এ বেশী ভালো লাগা ...
ভালো থাকুন ।।
২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৫৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া। শুভকামনা রইলো।
৬| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৩৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: ২ ভালা লাগছে
২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৫৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাসুম। শুভকামনা।
৭| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৪৪
বৃতি বলেছেন: পদ্মাবতী শব্দটা নিজেই feminine । পদ্মাবতীনি শুনতে অবশ্য অন্যরকম মিষ্টি লাগছে ।
কবিতাগুলো সবগুলো চমৎকার! তবে একাধিক কবিতা থাকলে কম্পেয়ার চলে আসে । ২ নাম্বারে বেশী ভাল লাগা ।
২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৪৭
সায়েম মুন বলেছেন: ঐ শব্দটা লিখতে ভাল লেগেছে। কম্পেয়ার স্বাভাবিক। কিন্তু একাধিক না দিলে জমে থাকা কোবতের জ্বালায় নতুন কিছু লিখতে অলসতা লাগে।
থ্যাংকস বৃতি। শুভকামনা।
৮| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
টনকে টন ওজন নিজ বুকে ধারণ করে
পারাপার করে বিশ্ব সেরা সৃষ্টি--- মানুষ।
ভাল আছো তো প্রত্যুষগামিনী
সবাই চায় রুপ সুধা আমি চাই না
আমি দূর থেকে দেখে যেতে চাই।
নীল জলে গভীরে সুখের গহবরে
প্রাণ থেকে প্রাণ দৃশ্য থেকে দৃশ্য
তুমি ভেসে যেতে অকৃত্রিমতার বিবরে।
ভগ্ন হৃদয়ের মাঝে নিশ্চল হ্রদ
স্থানু হয়ে আছে কচুরিপানা
সূর্যের সোনালী রোদ খেলা করে মাঠে
হেসে গড়াগড়ি খায় উঠোনে
আমার পা আটকে আছে দ্বারে।
অসাম ++++++++
২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৫৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভরাত্রি।
৯| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:১২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++++
ভাল লাগলো।
২৬ শে জুন, ২০১৩ রাত ১২:২৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ইরফান। শুভকামনা নিরন্তর।
১০| ২৬ শে জুন, ২০১৩ রাত ১:৩৭
একজন আরমান বলেছেন:
১,২,৫ বেশি ভালো লেগেছে।
২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:২৫
সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগার কথা জেনে খুব খুশী হলাম। ধন্যবাদ আরমান। শুভকামনা সব সময়।
১১| ২৬ শে জুন, ২০১৩ রাত ১:৫০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এত্তগুলো একসাথে?
২,৪,৫ বেশি ভালো লাগলো
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৪
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস উড়ন্ত মানব। ভাল থাকুন সব সময়।
১২| ২৬ শে জুন, ২০১৩ সকাল ৭:৫০
কস্কি বলেছেন: ডাবল সেঞ্চুরী পোস্ট!!
অভিনন্দন ও শুভকামনা সবসময়ের.........
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৯
সায়েম মুন বলেছেন: আপনার চোখে প্রথম ধরা পড়লো।
অনেক ধন্যবাদ ও শুভকামনা সব সময়।
১৩| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: ৭ম ভালোলাগা ভ্রাতা +++++++++
শুভেচ্ছা নিরন্তর
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৪
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ অপূর্ন। শুভকামনা রইলো।
১৪| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:১৩
আহসান জামান বলেছেন:
সবগুলোই চমৎকার, দ্বিতীয়টা বেশী ভালো! ভালো থাকবেন।
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রকৃতির কবি। শুভকামনা।
১৫| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:২০
অপর্ণা মম্ময় বলেছেন: তুমি ভালো আছো তো আর পরাণের গহীন হাত ভালো লেগেছে।
মধ্যিখানে যে স্বল্প ফাঁরাক স্লিপার বলে তাকে > এই সল্প ফারাক শব্দটা চোখে খুব বিঁধছে।
--- বিকল্প হতে পারে " মধ্যিখানে যে অল্প দূরত্ব হাত বাড়ালেই ছোঁয়া যায় এমন
তাকে স্লিপার বলে "
কবির স্বাধীনতাই বড় শেষ পর্যন্ত । জাস্ট মতামত দিলাম আর কি ।
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৮
সায়েম মুন বলেছেন: একটা সময় ছিল যখন কবিতা লিখতাম এক প্যারা দুই প্যরা করে। পরে বাড়তি অংশ জুড়ে দিতাম। এখনকার বেশীর ভাগ কবিতাই একবারেই/ এক টানেই লেখা। লেখার সময় যেভাবে আসে সেভাবেই থাকে। পরবর্তীতে এক দুটা শব্দের পরিবর্তন হয়। আপনার দেয়া লাইন যোগ করা যেতে পারে। সেই ক্ষেত্রে পরবর্তী অংশটুকুও পরিবর্তিত হবে। অর্থাৎ পুরো প্যারাটার উপর একটা পরিবর্তন আসবে।
আপনার গঠনমূলক কমেন্ট ভাল লাগে। তাই মতামত ঠিক আছে। এ কবিতায় বানানগত কিছু পেলেন না?
১৬| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:৫০
মামুন রশিদ বলেছেন: ভাল আছো তো প্রত্যুষগামিনী
হঠাৎ কালবোশেখী ঝড়ো হাওয়া
বলো ভাল আছো তো স্নিগ্ধ তারা
ভাল আছো তো কচুপাতা জল
হীরের দ্যুতি স্বর্ণের মূর্তি
ঝিনুকের কষ্টে সৃষ্ট মুক্তো
বলো একবার শুধু বলো
তুমি ভাল আছো তো!
বড় জানতে ইচ্ছে করে, তুমি ভালো আছো তো !!
+++
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫০
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস মামুন। আপনার অতিরিক্ত লাইনটা যোগ করতে ইচ্ছে করছে।
১৭| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৪
জুন বলেছেন: তুমি ভুলে গেছো টা বেশি ভাললাগলো মুন।
তারপরও সব কবিতাগুলোই মোহনীয়
+
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:১২
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ। সব সময় পাশে আছেন জেনে ভাল লাগছে।
এরকম আরও লিখেছিলাম আপু। একটা ছন্দ দিয়ে আর একটা এই টাইপের কবিতা আছে।
নীলাম্বর
কালে কালে বিবর্তনের ধারায়
রজঃস্বলা তটিনী গিয়েছে ক্ষয়ে
স্রোতরেখা আঁকা সুখচিহ্ন তার
গেল বুঝিবা উদয়াস্ত রয়ে।
পটভূমে আঁকা সোনালী কাবিনে
সদা হাস্যোজ্জ্বল চন্দ্রাবয়ব
নীলিমায় উঁকি দেয়া রামধনু
হারায় যেন নিত্য সৌষ্ঠব।
শৈত্য আসে গেরুয়া বসনে
যেমন দাবদাহ উলম্ব লম্ফনে
নীলা রূপী প্রহেলিকা আসে
সময় গাড়ির উল্টো চলনে।
যুগে যুগে নীলাম্বর রবে
রবে কাশফুল ঘাসফুল জোছনা
ঢেউয়ে ঢেউয়ে বলবে সাগর
তটিনী আসুক পেরিয়ে মোহনা।
১৮| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৭
অপর্ণা মম্ময় বলেছেন: বানান তো ভুল ছিলই কয়টা । ইচ্ছা করেই বলি নাই !
ভিড় , স্যাঁতস্যাঁতে , পরাণের গহীনের হাত -- শিরোনামেই ভুল - ন আর ণ
এতো কিছু ধরতে গেলে কবে না এন্ট্রিই নট হয়ে যায় চিন্তায় আছি !
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:১৬
সায়েম মুন বলেছেন: থ্যাংকস। কবিতায় ভুল থাকলে খুব খাপছাড়া লাগে। অবশ্যই বলবেন। এন্ট্রি কখনোই নট হবে না। আপনি গটগট করে এসে সব বলে যাবেন।
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৩
সায়েম মুন বলেছেন: এর আগে ভিড় শব্দটা নিয়ে বলেছেন। এই কবিতাটার জন্ম ২/৩ মাস আগে। তাই বানান গত দিকটা নতুন করে আর নজরে আসে নি।
১৯| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:২৩
মাক্স বলেছেন: পড়তে গিয়ে মন আর্দ্র হল। ভালো লেগেছে!
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৪
সায়েম মুন বলেছেন: বৃষ্টি এসেছে এখন। আপনার কমেন্ট আর বৃষ্টি মিলে আমার মনটাও আদ্র হলো যেন।
অনেক ধন্যবাদ মাক্স। শুভকামনা।
২০| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা আগেই পড়েছি।ভাল লেগেছে।২,৩,৪,৫ কবিতা গুলো বেশি ভাল লেগেছে।+++
২৬ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৮
সায়েম মুন বলেছেন: আগে জানান যে ব্যস্ত কবি।
ধন্যবাদ কবি।
২১| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
সপ্নাতুর আহসান বলেছেন: সব কবিতাগুলোই মোহনীয়
২৬ শে জুন, ২০১৩ রাত ৯:১০
সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ আহসান। শুভকামনা।
২২| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:৪৫
সায়েদা সোহেলী বলেছেন: কবির হতাশা ,মানে কচু গাছের সাথে মান অভিমান এর কতকথা ভালো লেগেছে
!তবে " নীলাম্বর - বেশী ভালো লেগেছে
শুভকামনা
২৬ শে জুন, ২০১৩ রাত ১১:১৫
সায়েম মুন বলেছেন: হাহাহা। ভাল বলেছেন। কচুগাছ তো ছোট হয়ে গেছে। ফাঁসির জন্য লিচু গাছ পার্ফেক্ট।
নীলাম্বর অনেক আগের লেখা। তাও একটা গল্পের শেষ দিকে ছিল। সেখান থেকে প্রসঙ্গক্রমে এখানে উঠে এলো। না এলেতো আপনার অভিমত জানা যেত না। তুলে এনে ভালই হয়েছে।
অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।
২৩| ২৭ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৯
শোশমিতা বলেছেন: সব গুলো কবিতাই অনেক সুন্দর + +
আপনার কবিতা আমার অনেক ভালো লাগে। কারন আপনার কবিতা গুলো হয় সহজ, সুন্দর। পড়তে ভালো লাগে, বুঝতে সমস্যা হয়না
২৭ শে জুন, ২০১৩ রাত ৯:২৮
সায়েম মুন বলেছেন: আমি সহজ ছাড়া লিখতে পারিনা শোশমিতা। আপনার ভাললাগার কথা শুনে অনেক ভাল লাগলো। অসংখ্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
২৪| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৮:০৯
নোমান নমি বলেছেন: আপনার এই ব্যাপারটা দারুন নিজের কবিতার সাথে নিজের তোলাই ছবি।বেশ।
২৭ শে জুন, ২০১৩ রাত ৯:২৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নোমান। ইদানীং এখানে কম দেখছি। আশা রাখি নিয়মিত হবেন। শুভকামনা রইলো।
২৫| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:২১
শুকনোপাতা০০৭ বলেছেন: নীড় ভাঙ্গা পাখির বিষন্নতা-পুরনো মায়া... ভালো লেগেছে কবিতাটা
২৭ শে জুন, ২০১৩ রাত ৯:২৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা। সুন্দর সুখী হোক জীবন।
২৬| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: পড়তে গিয়ে চোখ আদ্র্র হয়ে এলো। এমন লেখায় হাজারো প্লাস!
২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৩০
সায়েম মুন বলেছেন: আপনার নিকটা দারুণ। লিখতে থাকুন। ভাল থাকুন।
২৭| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:১৯
*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার লেখনি। খুবই ভালো লাগল। +++++
২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৩১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ব্যাঙ। আপনার এই প্রোপিকটা প্রথম দিকের একটা কবিতায় ব্যবহার করেছিলাম। শুভকামনা।
২৮| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
কবিতা গুচ্ছে ভাললাগা। ১,২ ও ৫ বেশি সুন্দর লাগলো।
২০০ তম পোস্টে অভিনন্দন।
২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৩২
সায়েম মুন বলেছেন: থ্যাংকস। অভিনন্দিত হয়ে ভাল লাগছে। শুভকামনা সব সময়।
২৯| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
সবকটা লিখাই চমৎকার হয়েছে... সবগুলোই পড়েছি
ইদানিং ব্যস্ততা যাচ্ছে, নেটেই ঠিকমতো বসা হচ্ছেনা... তাই অনেক লিখাই আপনার পড়া হয়না... যখন আসি তখনই পড়ি
ভালো থাকুন... লিখতে থাকুন প্রাণ খুলে
শুভকামনা...
২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৩৪
সায়েম মুন বলেছেন: এই ব্যাপারটা আমাকে অনেক আনন্দ দেয়। আপনার হঠাৎ এখানে উপস্থিতি এবং ব্যস্ততার মাঝে এই পাঠটুকু আনন্দের। আপনার জন্যও অনেক শুভকামনা।
৩০| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৫১
মাক্স বলেছেন: খেয়ালই করি নাই, দুইশ তম পোস্ট!
অভিনন্দন!
২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৫৬
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মাক্স। আরও আগে হতো। কিছু পোস্ট ড্রাফট বা ডিলিট হয়েছে বলে দেরী হয়ে গেল।
৩১| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:২১
কালোপরী বলেছেন:
২৭ শে জুন, ২০১৩ রাত ১১:৪৯
সায়েম মুন বলেছেন: থ্যাংকস কালোপরী।
৩২| ২৮ শে জুন, ২০১৩ রাত ২:১৮
*কুনোব্যাঙ* বলেছেন: এই কবিতায় কি?
Click This Link
২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:৫০
সায়েম মুন বলেছেন: আপনি ঠিকই ধরেছেন। ছবিটা পড়ে চেঞ্জ করেছি।
৩৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৬
সোনালী ডানার চিল বলেছেন:
৫ নং টা বেশী সুন্দর।
শুভকামনা রইল.......
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সোনালী ডানা। শুভকামনা সব সময়।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো পড়তে ! ২ আর ৫ বেশী ভালো !