নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
*
ম্যাপলের পাতায় খোদিত নাম দুটি উড়ে
ঘর দোর ছেড়ে বনস্থলীময়
দুটি নাম ছিল, আছে ওতপ্রোত মিশে
আমরা দুজন ঘুরে ফিরে পা রেখেছি তিরিশে।
**
তেপ্পান্ন গলির তেত্রিশ বিঘা জমি
বুক ফুঁড়ে জেগে ওঠে অট্টালিকা দামী
তেপ্পান্ন গলির তেত্রিশ বিঘা বুক
এখনো শূন্যে ঝুলে আছে দুখিনীর চিবুক।
***
বৈশাখের তপ্তপাতায় পা রেখে দিন যায়
আয়ুর তরী ছেড়েছে ঘাট দোল পূর্ণিমায়।
****
বাতাসের একটা কান উড়ে গেছে দূরে
কে দেখে আজ তবে টর্নেডোর বুক চিরে।
*****
হাওয়াই চপ্পলে মৃদু মাথা দুলে কে যায় হেঁটে আজ
বহুদিন পর বন্দরে ভিড়েছে শৈশবের জাহাজ।
******
আরশীতে কে দেখে মুখ এত্ত ঘনঘন
ফুল তুলিতে হাতটি দিয়ো
কাঁটা তুলো না যেন।
*******
উনিশটি পথ উনিশ দিকে গেছে বেঁকে
একটা মেঠোপথ তোমার বাড়ির দিকে।
********
গোলকে গোলকে ফুরায় না ধাঁধাঁ বেঁচে থাকার আশ
বেঁচে ছিল মোর দাদা, আমি আছি মাটি করে দোআশ।
*********
আমরা ছিলাম ভরাভাদ্রের উন্মুক্ত আকাশ
আজকের পৃথিবী জুড়ে শতাব্দীর দূর্বাঘাস।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২০
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ কান্ডারী। শুভদুপুর।
২| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৯
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
সবগুলোই সুন্দর ... খুবই ভালো লাগলো...
কবি
শুভকামনা...
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২১
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভকামনা জানবেন।
৩| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৪
হাসান মাহবুব বলেছেন: সবগুলাই খুব সুন্দর লাগলো।
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৩
সায়েম মুন বলেছেন: থ্যাংকু হামা। এরকম ক্ষুদ্রলেখা তেমন লিখতে পারিনা। সেদিন ডায়েরী নিয়ে বসে কবিতা লিখতে গিয়ে হুড়হুড় করে সবক'টা এসে গেল।
৪| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৫
অপর্ণা মম্ময় বলেছেন: নিজস্ব অ্যালবামের ছবিটা সুন্দর !
সবগুলোই সুন্দর ! তবে তিপ্পান্ন গলির টা দাগ কাটল ! দুখিনী পৃথিবীর চিবুক এবং শুন্যে ঝুলে থাকা আহাজারি, আর্তনাদ !
শুভকামনা রইলো।
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৫
সায়েম মুন বলেছেন: থ্যাংকস অপর্ণা। আপনার কমেন্টে অনুপ্রেরণা পাচ্ছি বেশ।
শুভকামনা।
অট. শুন্য>শূন্য
৫| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২
আমিনুর রহমান বলেছেন:
ছবিটা অসাধারণ আর সবগুলোই অনন্য
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আমিনুর। শুভকামনা সব সময়।
৬| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার সেরা পোস্টগুলোর একটি।
দারুন।
০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৯
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কবি। শুভসকাল।
৭| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন।
ছবিটাও অনেক সুন্দর।
০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩২
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস ইরফান। শুভসকাল।
৮| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৪
ফারিয়া বলেছেন: আজকে কি বলবো বুঝতে পারছিনা।
০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৩
সায়েম মুন বলেছেন: কি আর বলবেন। আমিও তো আজকে অল্প কথায় শেষ করেছি।
৯| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার !
০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৫
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস তিতির কবি। শুভসকাল।
১০| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:২০
সোহাগ সকাল বলেছেন: চমৎকার লিখেছেন!
০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৫
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস সোহাগ। শুভসকাল।
১১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩১
প্রত্যাবর্তন@ বলেছেন: খুব সুন্দর
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রত্যাবর্তন। শুভদুপুর।
১২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: আমরা ছিলাম ভরাভাদ্রের উন্মুক্ত আকাশ
আজকের পৃথিবী জুড়ে শতাব্দীর দূর্বাঘাস।++++
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫১
সায়েম মুন বলেছেন: উনিশটি পথ উনিশ দিকে গেছে বেঁকে
একটা মেঠোপথ তোমার বাড়ির দিকে।
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬
সায়েম মুন বলেছেন: এই লাইন দুটোও মূলপোস্টে এ্যাড করেছি এখন।
১৩| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫১
মামুন রশিদ বলেছেন: দুটি নাম ছিল, আছে ওতপ্রোত মিশে
আমরা দুজন ঘুরে ফিরে পা রেখেছি তিরিশে।
তাই ? বাহ, দুজনকেই শুভেচ্ছা ।
কবিতাগুলো অন্যরকম ভালো লাগলো
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মামুন। হিসেব কষলে হয়ে যাবে বোধয়
শুভকামনা।
১৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৮
অপূর্ণ রায়হান বলেছেন: সবগুলোই অনেক সুন্দর হয়েছে ভ্রাতা ++++++
শুভ রাত্রি
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপূর্ন। শুভকামনা সব সময়।
১৫| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৪
একজন আরমান বলেছেন:
বাতাসের একটা কান উড়ে গেছে দূরে
কে দেখে আজ তবে টর্নেডোর বুক চিরে।
এখানে বাতাসের কান বলতে কি বুঝিয়েছেন?
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০২
সায়েম মুন বলেছেন:
একটা ভাবনা শেয়ার করি:
যা কিছু হওয়ার হয়ে গেছে
এখন যেভাবেই আসুক লাভ নেই।
এখন বুঝুন কানটা ঠিক কোন জায়গায় সেট করবেন। বা আপনার মধ্যে লাইন দুটো নতুন কোন দ্যোতনা সৃষ্টি করে কিনা সেটা একটু ভাববার বিষয়
১৬| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৩
রেজোওয়ানা বলেছেন: সব গুলোই দারুন....
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস রেজোওয়ানা। ভাল থেকো সব সময়।
১৭| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১২
মাক্স বলেছেন: দারুণ লাগলো।
ছবিটাও সুন্দর!
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাক্স। শুভকামনা নিরন্তর।
১৮| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫
সমুদ্র কন্যা বলেছেন: বাহ খুব সুন্দর! এমন ছোট ছোট কবিতা পড়তে বেশ লাগে
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস ডটার অব দি সি। আপনার লেখাটা এখনই পড়া হলো।
১৯| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৩
একজন আরমান বলেছেন:
ভাবনাটা সত্যি, কিন্তু আমি কিছু জিনিসের হয়তো লাভ ক্ষতি মেলাতে নেই।
আপনাকে প্রশ্ন করাটাই আমার ভুল হয়েছে। এই জিনিস এখন আমার মাথায় ঘুরপাক খেতে থাকবে।
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪১
সায়েম মুন বলেছেন: সেটাই। লাভক্ষতি মিলিয়ে সব সময় কি কাজ হয়।
মনে প্রশ্ন জাগলে অবশ্যই করবেন। এই পোস্টের কোন লাইন যদি আপনাকে ভাবায় বা মাথায় গেঁথে যায়। সেটুকুই অকবির কবিত্ব।
২০| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাললাগা জানবেন মুন ভাই।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। শুভকামনা নিরন্তর।
২১| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭
আসফি আজাদ বলেছেন: চমৎকার হয়েছে।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আসফি। বেশ কিছুদিন পর আপনাকে দেখলাম। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।
২২| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৫
বোকামন বলেছেন:
অণু-কবিতা প্রতিটাই বেশ সুন্দর !!
তেপ্পান্ন গলির তেত্রিশ বিঘা বুক
এখনো শূন্যে ঝুলে আছে দুখিনীর চিবুক।
কবির চোখে এই শূন্যতাকে দেখতে পাওয়া যাচ্ছে । দুর্দান্ত !
মাটি দোআঁশ করে বেঁচে থাকা আমার কী পারি শূন্যতাকে উপলব্ধি করতে !!
কবি, ভালো থাকুন অহর্নিশ।
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০২
সায়েম মুন বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা। ভাল থাকুন বোকামন। শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
গোলকে গোলকে ফুরায় না ধাঁধাঁ বেঁচে থাকার আশ
বেঁচে ছিল মোর দাদা, আমি আছি মাটি করে দোআশ।