নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। গৌরচন্দ্রিকা
আমার অহংকার বলতে একটা শান্ত হ্রদ
কিছু জল কিছু জলজ উদ্ভিদ।
বিকেলের পিঙ্গল আকাশ
গোধূলীর শীতল হাওয়া
প্রতিদিন উঁকি দিয়ে যায় জলের মুখে
এক মাছরাঙা দম্পতি হিজল ডালে
স্থানু এক নীড় বেঁধে ছিল
তারাই ঘুরে ফিরে দেখে রাখতো তাকে।
একবার পথ ভুলে হ্রদপাড়ে
এক স্বর্গীয় অপ্সরা নেমে এসেছিল
কিছু অতিথি পাখিও জুটেছিল সেবার
বিনা আয়োজনে আমার হ্রদটা
সেজেছিল এক বর্ণিল নন্দন।
আমার যত্তসব প্রেমের কবিতা
এই স্নিগ্ধ হ্রদ আর পৌষালী
সেই দিনগুলো ঘিরে
আর একটু ইংগিতে বললে
সেই অপ্সরা আচানক হেসে উঠতে পারে
মাছরাঙা দম্পতিকে সাক্ষ্যি নাইবা মানলাম।
২। এখানে আর কিছুই হলো না
এখানে আর কিছুই হলো না
শুধু একটা সূর্য পূর্ব থেকে পশ্চিমে
একটা চাঁদ পশ্চিম থেকে পূর্বে
আবার পূর্ব থেকে পশ্চিমে গেল
একটা দিন শূন্যে উড়াল দিল
যেমন একটা পাখি পশ্চিমে
---গোধূলীতে।
এখানে আর কিছুই হলো না
উঠতে বসতে শুতে জাগতে
হেলায় ফেলায় খেতে যেতে
দিন গেল বছর গেল
---আয়ু ফুরালো।
ভালবেসে বিনতি একবার
বেলী ফুলের মালা দিয়েছিল
মায়ের দেয়া কালো টিপটা
এখনো ললাটে গেঁথেই আছে।
ও দুটো উপহার আজ আমার সম্বল
মায়ের দেয়া আদর স্নেহ মমতাই আজ
ঘোর শীতের উষ্ণ কম্বল
বাবার দেয়া হাওয়াই চপ্পল পায়ে
চললাম ঐ সুদূর মেঠোপথে
নিঃসীম প্রাজ্ঞ এই অন্ধকার রাতে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ জামিনদার। অনেক দিন পর এখানে এলেন। ভাল লাগলো দেখে। শুভকামনা।
২| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০০
স্বপ্নচূড়ায় আমি বলেছেন: ও দুটো উপহার আজ আমার সম্বল
মায়ের দেয়া আদর স্নেহ মমতাই আজ
ঘোর শীতের উষ্ণ কম্বল
বাবার দেয়া হাওয়াই চপ্পল পায়ে
চললাম ঐ সুদূর মেঠোপথে
নিঃসীম প্রাজ্ঞ এই অন্ধকার রাতে।
ভালো লাগা।
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ স্বপ্নচূড়া। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।
৩| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩
সমুদ্র কন্যা বলেছেন: খুব ভাল লাগল দুটো কবিতাই।
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ডটার অব দি সি। শুভকামনা অনেক।
৪| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: দ্বিতীয় টা সুন্দর অনেক।
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪২
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ প্রোফেসর। শুভকামনা নিরন্তর।
৫| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯
বোকামন বলেছেন:
ও দুটো উপহার আজ আমার সম্বল
মায়ের দেয়া আদর স্নেহ মমতাই আজ
ঘোর শীতের উষ্ণ কম্বল
বাবার দেয়া হাওয়াই চপ্পল পায়ে
চললাম ঐ সুদূর মেঠোপথে
নিঃসীম প্রাজ্ঞ এই অন্ধকার রাতে।
মন্তব্যে কিছু একটা লিখবো ভাবছিলাম.... এই লাইনগুলোতে থামিয়ে দিলেন কবি।
অ সা ধা র ণ !
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বোকামন। শুভকামনা।
৬| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: দারুণ লাগছে দাদা
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নির্লিপ্ত স্বপ্নবাজ। শুভকামনা নিয়ত।
৭| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬
রোমেন রুমি বলেছেন: সুন্দর!
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রুমি। শুভকামনা।
৮| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এখানে আর কিছুই হলো না
শুধু একটা সূর্য পূর্ব থেকে পশ্চিমে
একটা চাঁদ পশ্চিম থেকে পূর্বে
আবার পূর্ব থেকে পশ্চিমে গেল
একটা দিন শূন্যে উড়াল দিল
যেমন একটা পাখি পশ্চিমে
---গোধূলীতে।
দারুণ ++++++
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভসন্ধ্যা।
৯| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
২য় টি চরম হইছে !! প্রথমটিও কম যায় নাই।
++++++++
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩০
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস শোভন। আপনার ভাললাগা জেনে খুশী হলাম। শুভসন্ধ্যা।
১০| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১২
মামুন রশিদ বলেছেন: চললাম ঐ সুদূর মেঠোপথে
নিঃসীম প্রাজ্ঞ এই অন্ধকার রাতে।
দুটো কবিতাই সুন্দর । ++
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মামুন। শুভসন্ধ্যা।
১১| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২
একজন আরমান বলেছেন:
আমার যত্তসব প্রেমের কবিতা
এই স্নিগ্ধ হ্রদ আর পৌষালী
সেই দিনগুলো ঘিরে
আর একটু ইংগিতে বললে
সেই অপ্সরা আচানক হেসে উঠতে পারে
মাছরাঙা দম্পতিকে সাক্ষ্যি নাইবা মানলাম।
শেষটা দারুন।
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরমান। ভাললাগার পঙতি জেনে ভাল লাগলো। শুভসন্ধ্যা।
১২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এখানে আর কিছুই হলো না
উঠতে বসতে শুতে জাগতে
হেলায় ফেলায় খেতে যেতে
দিন গেল বছর গেল
---আয়ু ফুরালো।
চমৎকার! অসাধারণ ভালো লাগলো মিতা!
শুভকামনা রইলো, আমার কবিতাগুলো পাঠের আমন্ত্রন রইলো, আপনার মতামত হয়ত ইম্প্রুভ করতে সহায়তা করবে।
ভালো থাকবেন।
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:১০
সায়েম মুন বলেছেন: মিতা শব্দটা অনেক দিন পর শুনলাম। আমার প্রোফাইল এর উপরে দিকভ্রান্ত পথিক লেখা দেখে কে জানি জিজ্ঞেস করেছিল আপনার নিকটা আমার কিনা।
আমি সময় করে অবশ্যই আপনার ব্লগে আসবো। আপনার কয়েক টা কবিতা অলরেডী পড়েছি। আপনি ভাল লিখেন। কবিতা লেখা জারি থাকুক।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
১৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬
অপূর্ণ রায়হান বলেছেন: ১১ তম ভালোলাগা ভ্রাতা
দুটোই সুন্দর ++++++++
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপূর্ন। শুভকামনা নিরন্তর।
১৪| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৫
আমিভূত বলেছেন: দুটোই ভালো লেগেছে ।
ভালো আছেন নিশ্চয়ই
১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আমিভূত। আমি ভাল আছি। আশা রাখি আপনিও ভাল আছেন। বেশ কিছু দিন পর এখানে দেখলাম। শুভকামনা সব সময়।
১৫| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: দুটাই চমৎকার ! কিন্তু কেন জানি আমার কাছে আপনার প্রথম টা সব সময় বেশী ভালোলাগে !
১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩
সায়েম মুন বলেছেন: তাই নাকি! এরপর তাহলে আপনার ভাললাগাটা পরে দেয়ার চেষ্ঠা করবো।
ধন্যবাদ ও শুভকামনা অভি।
১৬| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৩২
মাসুম আহমদ ১৪ বলেছেন: ২ নম্বরের শুরুটা সুন্দর
১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কবি। শুভকামনা।
১৭| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৯
আরজু পনি বলেছেন:
এখানে আর কিছুই হলো না ...
তবে ভালো লাগাটা রইল ।।
১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪
সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা জেনে খুব ভাল লাগলো। অনেক ধন্যবাদ ও শুভকামনা আরজুপনি।
১৮| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭
শায়মা বলেছেন: একবার পথ ভুলে হ্রদপাড়ে
এক স্বর্গীয় অপ্সরা নেমে এসেছিল
কিছু অতিথি পাখিও জুটেছিল সেবার
বিনা আয়োজনে আমার হ্রদটা
সেজেছিল এক বর্ণিল নন্দন।
আমার যত্তসব প্রেমের কবিতা
এই স্নিগ্ধ হ্রদ আর পৌষালী
সেই দিনগুলো ঘিরে
আর একটু ইংগিতে বললে
সেই অপ্সরা আচানক হেসে উঠতে পারে
মাছরাঙা দম্পতিকে সাক্ষ্যি নাইবা মানলাম।
বাহ বাহ বাহ এই কবিতা পড়ে হাসছি আমি বেবিভাইয়া।
তবে কবিতার নামটা দেখে মজা পেয়েছিলাম।
মাঝে মাঝে আমারও খুব ইচ্ছা করে কাউকে কাউকে গৌরচন্দ্রিকা দিতে। আবার অনেক কষ্টে সামলে নেই।
১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬
সায়েম মুন বলেছেন: তুমি তো এমনি এমনি হাসো। হাসো। হাসলে আয়ু বাড়ে। এখানে অবশ্য বিরাট একটা কারণ আছে।
আর দিয়ে দাও গৌরচন্দ্রিকা। দেখি কারে কারে দাও।
১৯| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮
ময়নামতি বলেছেন: বেদনা গাঁথা কবিতা, যেন নীল আকাশের সবিতা।
++++++++++++++++++++
ধন্যবাদ মুন ভাই।
১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮
সায়েম মুন বলেছেন: ছন্দযুক্ত কমেন্ট বেশ লাগলো। ধন্যবাদ ময়নামতি। আপনাকে অনেক দিন দেখি না। আশা রাখি ভাল আছেন। শীঘ্রই নতুন পোস্ট চাই।
২০| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৩
শায়মা বলেছেন:
১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সায়েম মুন বলেছেন:
২১| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
হাসান মাহবুব বলেছেন: সুন্দর!
১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হামা। শুভসন্ধ্যা।
২২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৭
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
ভালবেসে বিনতি একবার
বেলী ফুলের মালা দিয়েছিল
মায়ের দেয়া কালো টিপটা
এখনো ললাটে গেঁথেই আছে।
ব্লগে আজকে দুইটা লেখা পড়লাম। একটা কদম ফুলের কাহিনী। এটা বেলী ফুলের। ফুল নিয়ে এত মাতামাতি কেন?
আমি 'বকুল ফুল' রেখে যাই।
'যার সনে যার ভালবাসা, সে'ই তো মজা লুটে লো'। বকুল ফুল। বকুল ফুল।
১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৬
সায়েম মুন বলেছেন: আরে নাহ! মাতামাতি কই করলাম রিয়াদ। কথার কথা বলেছি আরকি।
বকুল ফুলও অনেক ভাল হবে। সুঘ্রান আছে।
ইদানীং আপনাকে দেখছি না যে!!
২৩| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৬
ফারিয়া বলেছেন: আমার মাথায় বেশ শব্দ করতে পেরেছে কবিতারা, ভালো হয়েছে বলেই মনে হলো!
২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৫
সায়েম মুন বলেছেন: আচ্ছা। থ্যাঙ্কস ফারিয়া। শুভকামনা।
২৪| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১১
তীর্থক বলেছেন: ভালো লাগলো। খুব ভালো।
১। গৌরচন্দ্রিক:
কিছু জল আর কিছু জলজ উদ্ভিদে ভরা শান্ত হ্রদ অপ্সরা'র আগমনে
সেজেছিল এক বর্ণিল নন্দন। অপ্সরা হেসে উঠতেই পারে।
২। এখানে আর কিছুই হলো না
মায়ের দেয়া আদর স্নেহ মমতা আর বাবার দেয়া হাওয়াই চপ্পল পায়ে
চললাম ঐ সুদূর মেঠোপথে, নিঃসীম প্রাজ্ঞ এই অন্ধকার রাতে। দুরে বহুদুরে একটু আলোকবর্তিকা দেখা যায় কি?
+
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮
সায়েম মুন বলেছেন: আলোকবর্তিকা আছে বিধায় বেঁচে থাকা।
থ্যাঙ্কস তীর্থক। আমার ব্লগে স্বাগতম। শুভকামনা রইলো।
২৫| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
এই দু'টোও চমৎকার হয়েছে... দু'টি কবিতারই চমৎকার আলাদা স্বাদ পেলাম...
আরো একটি বাদ থাকলো...
শুভকামনা...
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৯
সায়েম মুন বলেছেন: আপনার পাঠে খুব ভাল লাগলো কবি। শুভকামনা জানবেন।
২৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:১০
রেজোওয়ানা বলেছেন: হিজর, পৌষ, সন্ধ্যা, পিঙ্গল.....এই শব্দ গুলো কবিতায় পড়লে জীবন বাবুর কথা মনে পরে যায়! কবিতা গুলো বড় মায়াময় হয়!
২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩০
সায়েম মুন বলেছেন: আচ্ছা! ইদানীং বেশী বেশী কবিতা পড়তেছো বোধয়। দেখো আবার কবি না হয়ে যাও। :/
২৭| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭
দুঃস্বপ্০০৭ বলেছেন: +++ বস আপনাকে এই পোস্টে নিমন্ত্রন । Click This Link
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৬
সায়েম মুন বলেছেন: নিমন্ত্রণ সাদরে গ্রহণ করেছি।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৪
জামিনদার বলেছেন: প্রথম দিকে আনন্দময় কবিতা শেষের দিকে এসে বিষন্ন করে তুলল।
এটাই কবিতা। নিঃশ্ব চরের বুক সমান পানির ছোট ছোট ঢেউয়ের মত।