নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

আমাকে আর দেখি না

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:০২





১। আমি আর থাকবো না



আমি আর থাকবো না

ব্যথার প্রদীপ জ্বেলে

অন্তরে মন্তরে জ্বলবো না

নিভে যাক প্রদীপ শিখা

জ্বলে পুড়ে ভস্ম হোক

ঘুনে ধরা সংসার

ঘরদোর চাল চুলো।



আমি থাকতে চাই না এ ভড়ং মহলে

মঞ্চনাটকের শেষ কুশীলব হয়ে

যবনিকা হোক পর্দা খসে পড়ুক

বিদীর্ণ হয়ে যাক ছলাকলার বীজমন্ত্র।



বন্ধ করো অশ্লীল রাত্রিযাপন

বন্ধ করো বেহায়া নর্তন কুর্দন

যত্রতত্র অশালীন করমর্দন

বন্ধ করো পাগলা কুত্তার জলাতঙ্ক

বন্ধ করো গোয়ার্তুমি ঘেউ

বন্ধ করো লাল পানির ঢেউ।



আমার সামনে পিছনে ডানে বামে

ভেসে উঠছে নীল রঙের জোয়ার

উপচে উঠছে ভয়ংকর জলস্তম্ভ

ভেঙ্গে পড়ছে ভয়ংকর জলস্তম্ভ

আমি আকাশ আর মাটির ত্রিসীমানায় নেই

আমি অবাঞ্ছিত কারো দৃষ্টি সীমায় নেই।



আমি সব জরা ক্লিষ্ট বেদনাকে

অদৃশ্য বস্তা বন্দী করেছি

আমি সব অবিচার ব্যভীচার লুটপাটকে

অদৃশ্য শেকলে বেঁধেছি

আমি সব অনিয়ম অনাচারকে

পিঞ্জরে আবদ্ধ করেছি

আমি ছুটছি এক নক্ষত্র গতিতে

এই পৃথিবী ও সৌরজগতের বাইরে

অজানা এক গ্যালাক্সী পথে।



আমার চারিদিকে স্বর্গের ওম

আমার দশদিকে দোযখের যম

আমি সব দিক তছনছ করে

কাল থেকে কালান্তরে

ঘূর্ণিপাকে ঘুরতে ঘুরতে

কোথায় যাচ্ছি নিজেই জানি না।



(পাদটীকা: কবিতাটির কোথাও কোথাও

জয় গোস্বামীর---“আমাকে যদি জিগ্যেস করো” কবিতার ছায়া লেগে গেছে)







২। আমি লিখে যাচ্ছি



আমি লিখে যাচ্ছি চলে যাওয়ার গান

লিখতে হয় তাই লিখছি আপ্রাণ

আমি লিখে যাচ্ছি বলপয়েন্টে ছাই

আগ পিছ মাথা মুন্ডু নাই

আমি লিখে যাচ্ছি অভ্যাসবশত

আমি লেখার কাছে যেন অবনত

আমি লিখে যাচ্ছি শৈশব ধারাপাত

আমার লেখায় শুধুই বারিপাত

আমি লিখে যাচ্ছি যৌবনের গান

লিখতে হয় তাই লিখছি ফুলের ঘ্রান

লিখতে হয় তাই লিখছি পাখির স্বরলিপি

আমি লিখে যাচ্ছি বেদনার দিনলিপি

আমি লিখে যাচ্ছি চলে যাওয়ার রীতি

লিখতে হয় তাই লিখছি পুরনো স্মৃতি

চারিদিকে চলছে যখন

ভাঙ্গা গড়ার নিত্য প্রেম প্রীতি।





৩। আমাকে আর দেখি না



ডুবে ছিলাম কবিতার খাতায়

যেন একটা নদী বহুমূখী

শব্দেরা আমার হাত ছেড়ে বহুগামী

স্তুতি পারি না সে জানে আমার অন্তর্যামী।



নদী সাঁতরে এ কোন ঘাটে

মুখ তুলে চেয়ে দেখি সূর্য পাঠে

আমাকে আর পাই না কোন তল্লাটে

আমাকে আর দেখি না কবিতার হাটে।





ছবিঃ নিজস্ব এ্যালবাম। (ডুলাহাজরা সাফারী পার্ক)

মন্তব্য ৬২ টি রেটিং +২২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:০৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: প্রথম ভালো লাগা!!!

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২৮

সায়েম মুন বলেছেন: প্রথম কমেন্টে অনেক ভাললাগা। থ্যাঙ্কস ইরফান। :)

২| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:১০

বোকামন বলেছেন:





কবিতায় যে ভাষারই হোক, তাতে যদি কবি “আমি” ব্যবহার করেন।
তবে কবিতা কেন যেন সুখপাঠ হয় সবসময় !

এই কবিতাটিও ব্যতিক্রম নয় ....।

ভালো লেগেছে তিনটি কবিতাই :-)
সুন্দর একটি ছবি।।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৩১

সায়েম মুন বলেছেন: তাই নাকি! তাহলে তো আরও আমি দিয়ে লিখতে হবে। :)

থ্যাংকস বোকামন। শুভকামনা সব সময়।

৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:১৩

সজিব তৌহিদ বলেছেন: ওহে কবি দুই নাম্বর কবিতা
আমার হৃদয়ে একেছে দারুন ছবি...

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সজিব। আপনার ভাললাগায় খুশী হলাম। শুভকামনা।

৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:১৩

জুন বলেছেন: কি হৈল মুন এমন ক্ষ্যাপা কবিতা :-*
তবে ভালোলেগেছে সব কবিতা এটা সত্যি ।
+

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪

সায়েম মুন বলেছেন: কি করবো। মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। তখন আবুল তাবুল লিখি।

ধন্যবাদ আপু। আপনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি।

৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: প্রত্যেকটি কবিতাই প্রাণবন্ত। বিষন্নতার ছোয়া পেলাম বোধ হয়। বিষন্নতা ই কবিতার সবচেয়ে আকর্ষণীয় অলংকরণ।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

সায়েম মুন বলেছেন: বিষণ্ণতা অনেক সময় ভর করে। মানুষ হলে বোধয় এই জিনিসটা খুব বেশী কাবু করে।

ধন্যবাদ কবি। শুভকামনা সব সময়।

৬| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: পুরাই ক্ষেপাটে সুন্দর হয়েছে দুটাই ! শুভকামনা কবি !
কৃত্তার মানে কি ?

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮

সায়েম মুন বলেছেন: ওটা টাইপো ছিল অভি।

অসংখ্য ধন্যবাদ রইলো। শুভরাত্রি।

৭| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২৮

শুকনোপাতা০০৭ বলেছেন: আমাকে আমি আর দেখিনা.. খুব ভালো লেগেছে :)

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৫০

সায়েম মুন বলেছেন: এই নামের তো কোন কবিতা লিখিনি। তাহলে বোধয় শেষটার কথা বলছেন। :P

অনেক ধন্যবাদ শুকনোপাতা। শুভরাত্রি।

৮| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জুন আপু বললো, ক্ষ্যাপা কবিতা :)
তবে ক্ষ্যাপা কবিতা ও কিন্তু দারুন হয়েছে :)

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আসলে মাঝে মাঝে ইচ্ছে হয় ছেড়ে দেই। তারপরও কিসব লিখে যাচ্ছি।

শুভকামনা।

৯| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল কবি!

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রফেসর। শুভসকাল। :)

১০| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫০

ভারসাম্য বলেছেন: লেখার পরিমাণ একটু বেশিই হয়ে যাচ্ছে মনে হয়! /:)

প্লাস দিয়েছি অবশ্য।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৯

সায়েম মুন বলেছেন: আরে নাহ! ৩৬৫ দিন ৩৬৫ টা কোবতে লিখতে পারছি নাতো। :!> :#>

থ্যাঙ্কু।

১১| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫২

সুপান্থ সুরাহী বলেছেন:
ডুবে ছিলাম কবিতার খাতায়
যেন একটা নদী বহুমূখী
শব্দেরা আমার হাত ছেড়ে বহুগামী
স্তুতি পারি না সে জানে আমার অন্তর্যামী।


আপনি আরো ডুবে থাকুন কবিতার খাতায়। আমাদের উপহার দিন আরো এমন মনোহর কবিতা...

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

সায়েম মুন বলেছেন: ডুবে থাকতে পারছি নাতো। খালি ভেসে উঠছি ভেলার মত। #:-S

থ্যাঙ্কস কবি।

১২| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আমাকে আর আমি দেখিনা কোথাও!

তিনটা কবিতাই ভালো লেগেছে!

শুভকামনা!

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা সব সময়।

১৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

কবির কবিতা সবসময় চমৎকার লাগে ++++++++


আমি সব জরা ক্লিষ্ট বেদনাকে
অদৃশ্য বস্তা বন্দী করেছি
আমি সব অনাচার ব্যভীচার লুটপাটকে
অদৃশ্য শেকলে বেঁধেছি
আমি সব অনিয়ম অনাচারকে
পিঞ্জরে আবদ্ধ করেছি
আমি ছুটছি এক নক্ষত্র গতিতে
এই পৃথিবী ও সৌরজগতের বাইরে
অজানা এক গ্যালাক্সী পথে।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৭

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা লিখতে অনুপ্রেরণা জোগাবে। অসংখ্য ধন্যবাদ। শুভকামনা সব সময়।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৪

একজন আরমান বলেছেন:
তিনটেই দারুন। :)

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরমান। শুভকামনা রইলো।

১৫| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
তিনটি কবিতাই চমৎকার হয়েছে,
তবে শেষেরটা বেশী সুন্দর.......

শুভকামনা কবি।।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকুন আর লিখে যান। শুভকামনা সব সময়।

১৬| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: ডুবে ছিলাম কবিতার খাতায়
যেন একটা নদী বহুমূখী...


শব্দেরা আমার হাত ছেড়ে বহুগামী ...
কোন দিকে যায় কোন দিকে শব্দের সাধ জেগে থাকা কাঙ্খা?

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০

সায়েম মুন বলেছেন: আমার হাতে শব্দেরা আসে না। আপনি এবং আপনাদের হাতে তারা খেলা করে। হিংসিত হওয়ার ইমো। #:-S

১৭| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৭

রাইসুল নয়ন বলেছেন:
বরাবরের মতই সুন্দর!!

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৬

সায়েম মুন বলেছেন: থ্যাংকস কবি। শুভকামনা।

১৮| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৪

মামুন রশিদ বলেছেন: কবিতায় ভালোলাগা ++

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মামুন। শুভকামনা রইলো।

১৯| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১

রেজোওয়ানা বলেছেন: ভড়ং' মহল নামটা ভাল দিয়েছো.....


সব গুলো কবিতাই ভাল লাগলো....

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯

সায়েম মুন বলেছেন: এবার হায়দারাবাদি বিরিয়ানি, হাঁসের রোস্ট করবো আর ছানার পায়েস এবং ছানার পোলাও।-----রেজোওয়ানা

---সে খুব অতিথি পরায়ণ। সো এবার ঈদে যারা ঢাকায় থাকছেন তার বাসার দিকে দৌঁড়াবেন। দেরী করলে পস্তাতে হবে। B-)

২০| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ডুলহাজরা নিয়ে আমার স্মৃতি অসীম। হারিয়ে যাওয়া বেগুনী চাদর, হাতি, কচ্ছোপ আর ভাঁজা রূপচাঁদার গল্প!




অফটপিকঃ কবিতা সুন্দর হয়েছে :)

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৪

সায়েম মুন বলেছেন: আপনার গল্পটা রুপকথার মত শোনাচ্ছে। আশা করি এ ব্যাপারে শীঘ্রই একটা গল্প পাবো।

থ্যাঙ্কস জীবু বাবু।

২১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০২

সোমহেপি বলেছেন: গতকাল আমি না ছিলাম ঘরে না বাহিরে।আজো তাই। না ঘরকা না ঘাটকা।আমার অনেক কিছু -অনেক কিছু আমার মিস হয়ে যাচ্ছিলো।অবশেষে প্রখর রোদেই বেরিয়ে পড়লাম।এমন রুঢ় রৌদ্র আর হয়না।কোথায় যাব?হেথায়? হোথায়?
কোথায় গেলে তারে পাব?রৌদ্রে না সমুদ্রে?বনে না লোকালয়ে?পথে না সবুজে?

হাঁটতে হাঁটতে দুপুর গড়িয়ে বিকেল হল।একটা শূণ্য মাঠে বসে আছি।ভাবুকের মত ঝিম ধরে আছে চারপাশ।পাহাড় আর সবুজে ঘেরা মাঠটা আর আমি হাহাকার করছি।তির্যক আকাশে সূর্য ঢলে পড়েছে।বাতাসে আর আকাশে রক্তিমাভা।তার এখানেই থাকার কথা ছিল।কিন্ত্ত নেই।সে মাঠে নেই।সবুজে নেই।লোকালয়েও পাইনি।কোথায় সে?

সে কি আমার মত বিষণ্নতায় লেপ্টে আছে?

কবিতায় ভাল লাগা।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:১৬

সায়েম মুন বলেছেন: প্রশ্নে জর্জরিত লেখা। :P
নাইস!

থ্যাংকু।

২২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০৪

তানজিনা ইয়াসমিন বলেছেন: ভালো লাগলো........শুভ কামনা

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ তানজিনা। শুভদুপুর।

২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৪৪

আকাশ মামুন বলেছেন: কবির কথকতা যে আমারও

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মামুন। শুভকামনা।

২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

হাসান মাহবুব বলেছেন: প্রথমটায় বেশ ঝাঁঝ পেলাম। ভালো লাগলো।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:৪১

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস হামা। শুভসন্ধ্যা।

২৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৭

টুম্পা মনি বলেছেন: অনেক ভালো লাগল। ১ম টা বেশি।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস টুম্পা। শুভকামনা।

২৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮

আমিনুর রহমান বলেছেন:



সুন্দর +++

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর। শুভকামনা।

২৭| ০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাললাগা জানবেন মুন ভাই। :)

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস শোভন। শুভকামনা।

২৮| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২২

শাহেদ খান বলেছেন:


ভাল লাগল বিদ্রোহী ভাব,
লিখতে চাওয়ার নিত্য স্বভাব;
ভাল লাগল ডুবসাঁতারে
অহংবোধের তীব্র অভাব !


শুভকামনা সায়েম ভাই !

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩২

সায়েম মুন বলেছেন: চার লাইনে জিস্ট চলে এসেছে। বেশ বেশ বেশ। :D

থ্যাংকস শাহেদ। শুভকামনা সব সময়।

২৯| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

ভিয়েনাস বলেছেন: আমি লিখে যাচ্ছি চলে যাওয়ার রীতি.... ২ নং থেকে কোট করলাম..... ভালো লেগেছে ।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস ভিয়েনাস। আশা রাখি ভাল আছেন। শুভকামনা।

৩০| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫০

অরুদ্ধ সকাল বলেছেন:

অনেক অনেক সুন্দর কাব্য

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভরাত্রি।

৩১| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৫

অদৃশ্য বলেছেন:





কবি

তিনটি লিখায় খুব সুন্দর হয়েছে...

তবুও ১মটা আর শেষটা একটু বেশি ভালো লেগেছে...

শুভকামনা...

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১১

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগাটুকু আমার সম্বল। ভাল থাকুন কবি। শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.