নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

জলের মত যৌবনই জীবন

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬





১। জলের মত যৌবনই জীবন



এই অস্থিরতা থামাবে কে

মাঝ রাতে শ্বাস চলে যায় কোথাও

ভিতর বাড়ি বাহির বাড়ি নৈকট্যে থাকে

সব দরোজা জানালা এক হয়ে যায়

আমি হুড়মুড় করে জেগে উঠি

গলায় ঢালি অমিয় জল।



বেঁচে থাকা বুঝি নন্দন ভ্রমণ

যখন যৌবন থাকে সন্নিকটে

জুলপি থাকে কাঁচা সটান চিবুক

এরই নাম বুঝি জীবন

এরই নাম বুঝি সুস্থিরতা

যতক্ষণ হাতে থাকে যৌবন নগমা

তপতীরা নাগপাশে থাকে।



জলের মত যৌবনই জীবন

আগে পিছে মানুষ দুগ্ধ শিশু।





২। বৃন্দাবন



আমাকে ছেড়েছে বাউল

বিদায়ের বানী ভেসে আসে

দূর নিভৃতের কান্না মন্দ্রিত সুর

ঝিঝি পোকার এলিজি

বিষাদ ভরা অন্তঃপুর।



আমাকে ছেড়েছে মায়া

আশৈশব ঘরের দাওয়া

আমাকে ছেড়েছে বটের ছায়া

তুলির আঁচড় স্বর্গের বর

যৌবনের কোল বেয়ে

বয়ে চলা রুপালী সাগর।



আমার সবুজ ভূগোল

আমার পুরনো আঁচল

সারি সারি অভিমান

গড়ে তোলে বৃন্দাবন।





ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৩৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লিখেছেন।+++++++

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস মাহতাব। ঈদের শুভেচ্ছা।

২| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭

মাহবু১৫৪ বলেছেন: ১ম ভাল লাগা

++++++

ঈদের শুভেচ্ছা রইলো

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

সায়েম মুন বলেছেন: থ্যাংকস মাহবু। শুভেচ্ছা।

৩| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন +


ঈদ শুভেচ্ছা ।

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা মামুন।

৪| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর!!

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কাভা। ঈদের শুভেচ্ছা।

৫| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৩

ভিয়েনাস বলেছেন: ঈদ মোবারক মুন ব্রো।

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

সায়েম মুন বলেছেন: ঈদের শুভেচ্ছা ভিয়েনাস।

৬| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:





১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭

সায়েম মুন বলেছেন: ঈদ শুভেচ্ছা কান্ডারী।

৭| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর!

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস।

৮| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪০

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো দুইটাই।

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস হামা। ঈদের শুভেচ্ছা।

৯| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৯

মিজান আনোয়ার বলেছেন: খুব সুন্দর...

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস মিজান।

১০| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫

সোমহেপি বলেছেন: ভালো লাগা রইল অনেক।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩১

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস প্রতি দিন হ্যাপী। ঈদের লেট শুভেচ্ছা।

১১| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪

আমিভূত বলেছেন: এই অস্থিরতা থামাবে কে
মাঝ রাতে শ্বাস চলে যায় কোথাও
ভিতর বাড়ি বাহির বাড়ি নৈকট্যে থাকে
সব দরোজা জানালা এক হয়ে যায়
আমি হুড়মুড় করে জেগে উঠি
গলায় ঢালি অমিয় জল।


একেবারে আমার বর্তমানের সাথে মিলে যায় , আজকাল আমি পুরোপুরি ভূত হয়ে গেছি :( মন্তব্য করতে ইচ্ছা হয়না ,চোরের মত ব্লগ পরে চলে যাই :(

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪

সায়েম মুন বলেছেন: আশা রাখি নিয়মিত হবেন। মন্তব্যে ভাললাগা। শুভকামনা সব সময়।

১২| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

এরিস বলেছেন: জলের মত যৌবনই জীবন বেশি ভাল লেগেছে।

প্লাস দিয়ে গেলাম সায়েম ভাই।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ এরিস। আশা রাখি ভাল আছেন। শুভকামনা।

১৩| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫

বোকামন বলেছেন:
আমাকে ছেড়েছে মায়া
আশৈশব ঘরের দাওয়া
আমাকে ছেড়েছে বটের ছায়া


দ্বিতীয় কবিতাটি আবৃত্তি করতে ভালো লাগলো !

ভালো থাকুন কবি :-)

“+”

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৯

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস বোকামন।
শুভদুপুর।

১৪| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৮

রেজোওয়ানা বলেছেন:
আমাকে ছেড়েছে মায়া
আশৈশব ঘরের দাওয়া
আমাকে ছেড়েছে বটের ছায়া
তুলির আঁচড় স্বর্গের বর
যৌবনের কোল বেয়ে
বয়ে চলা রুপালী সাগর


............বৃন্দাবনটা খুব দারুন হয়েছে~

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস রেজোওয়ানা। আশা রাখি ঈদ উৎসব ভাল কাটলো। শুভকামনা।

১৫| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৯

সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর।

বৃন্দাবনটা বেশি ভাল লাগল।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২১

সায়েম মুন বলেছেন: থ্যাংকস ডটার অব দি সি। ভাললাগা জেনে খুব ভাল লাগলো। শুভকামনা সব সময়।

১৬| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভালো লাগা রইল!

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২২

সায়েম মুন বলেছেন: থ্যাংকস কবি। শুভকামনা অনেক।

১৭| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫২

জুন বলেছেন: শেষের কবিতাটি দারুন লাগলো মুন।বিশেষ করে নিচের লাইন দুটো।
+

আমাকে ছেড়েছে বটের ছায়া
তুলির আঁচড় স্বর্গের বর

অটঃ এই নগমা কথাটা বুঝতে পারলাম্না মুন :(

যতক্ষণ তোমার হাতে থাকে
যৌবন নগমা
তপতীরা নাগপাশে থাকে।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৭

সায়েম মুন বলেছেন: নগমা আরবী শব্দ। মানে হলো গান।

ধন্যবাদ আপু। ভাল থাকবেন। :)

১৮| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫১

অদৃশ্য বলেছেন:





সায়েম ভাই

২য়টা দারুন...


শুভকামনা...

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৫

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। ভাল থাকবেন।

১৯| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিরোনামেই ফাটাইয়া দিছেন , অতিব চমৎকার !

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০

সায়েম মুন বলেছেন: আপনার কমেন্টটাও ফাটাফাটি। থ্যাঙ্কস আ লট 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.