নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

তুমিহীন

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪







১। তুমিহীন




এক আদিমতায় ডুবে আছি

পত্রপল্লবের পেলবতা নেই

ঘ্রাণ নেই ফুলের, মধুও নেই

তাই মাদকতা নেই কোথাও।



মিলছে না

ঠিক মেলাতে পারছি না সমীকরণ

যোজন যোজন দূরত্বে কি

সৃষ্টি হয় রসায়ন

কিংবা পদার্থের মাধ্যাকর্ষণ

তাই তুমিহীন দিনকে দিন অপদার্থ

দিনকে দিন স্পর্শহীন রসায়ন।



ভূমিহীনদের মাথা গোজার ঠাঁই থাকে না

সাত সমুদ্দুর নোনতা জলে পিয়াস মিটে না

মেঘ না হলে বৃষ্টি কখনো কথা বলে না

তুমি হীন জীবন, জীবন হতে পারে না।



তুমিহীন, ভূমিহীন জলহীন হয়েই আছি

বহু দিন প্রাণ রসায়নের দর্পচূর্ণতায় বাঁচি।





২। ধারাপাত বই



এই আলো হাওয়ায় বেঁচে থাকা দায়

অনেক তো উচ্ছন্নে যাওয়া হলো

আর কতকাল এই বিরুদ্ধ

জল হাওয়া নিয়ে থাকবো

আমার হৃদপিন্ড আমার ফুসফুস

আমার প্রতিটি অরগান বলছে

বৈরীতার কথা, বিয়োগের কথা।



সমকালীন বন্ধুরা হুড়হুড় করে চলছে

দামী গাড়ী সুন্দরী নারী

চৌদ্দতলা লিফট বাড়ী

বৈদেশ ভ্রমণ আকাশ ছোঁয়া স্বপ্ন

নেহায়েত দৈনন্দিন ডাল-ভাত।



আমার সব দিক ক্রমশ সংকীর্ণ

তাই আমি কোন দিকে তাকাইনা

আমার সব পথ সব দিকে রুদ্ধ

তাই বৈরী পৃথিবীতে আমি ঠিক

মানানসই নই, আমি ঠিক ধারাপাত বই

এক দুই তিন চার...............নিরানব্বই।





ছবিঃ রুমা উপজেলা (রুমা-রোয়াংছড়ি রোড, বান্দরবান)।

মন্তব্য ৬০ টি রেটিং +২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: সাবলীল স্বচ্ছন্দ লেখা!!! খুব ভাল লাগলো পড়ে!!! চমৎকার লিখেন আপনি!!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৮

সায়েম মুন বলেছেন: আপনার পাঠ প্রতিক্রিয়া ভাল লাগলো। আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন খালিদ।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় ১ম ভাললাগা।কবি সুন্দর কবিতা ।

মানানসই নই, আমি ঠিক ধারাপাত বই
এক দুই তিন চার...............নিরানব্বই।

ধারাপাত জীবনের সাথে যায়না বোধ হয়। দেখেন কোথাও কোন নিয়ম নেই।ধারাপাত তো নিয়ম মেনে চলে জীবনে কি শৃঙ্খলা আছে? সব জায়গায়। তবে ধারাপাত ব্যাপারটা একঘেয়েমি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি।
ধারাপাত কেন যাবে না কবি। আপনার মন্তব্যের শেষের লাইনটাই তো প্রযোজ্য। একঘেয়েমী বা সীমিত গন্ডির ব্যাপার। ১ থেকে ৯৯ পর্যন্ত। ১০০ হয় না আর। :P

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: তুমিহীন, ভূমিহীন জলহীন হয়েই আছি
বহু দিন প্রাণ রসায়নের দর্পচূর্ণতায় বাঁচি।

নাইস !

সবারিনা কেডা :P

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৪

সায়েম মুন বলেছেন: থ্যাংকু কবি।
সাবরিনা আমার কোবতের লায়িকা। আগেও ম্যালাবার তার নাম বলছি। আই লাভ হার ভেরি মাছ। B-))

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: খুব সুন্দর একটা ছবি! সাথে সাবরিনার কথা জানা হল! :)


তাই বৈরী পৃথিবীতে আমি ঠিক
মানানসই নই, আমি ঠিক ধারাপাত বই
এক দুই তিন চার...............নিরানব্বই!

চমৎকার!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকবেন। শুভরাত্রি।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: ধারাপাত নামটা শুনেই ভাল লাগল।

চমৎকার।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ প্রোফেসর। শুভকামনা।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

মামুন রশিদ বলেছেন: তাই তুমিহীন দিনকে দিন অপদার্থ
দিনকে দিন স্পর্শহীন রসায়ন।


দুটো কবিতাই ভাল লেগেছে কবি ।

++

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২০

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মামুন। শুভকামনা নিয়ত।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর কবিতা

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভকামনা নিরন্তর।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫০

নাজিম-উদ-দৌলা বলেছেন: তুমিহীন, ভূমিহীন জলহীন হয়েই আছি
বহু দিন প্রাণ রসায়নের দর্পচূর্ণতায় বাঁচি।


দুটো কবিতাই সুখ পাঠ্য । :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২২

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম। ভাল থাকবেন।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !
সায়েম ভাই সত্যি কথা হচ্ছে আপনার পোষ্টে আসার সময় আমি ঠিক করে নেই তিনটা চমৎকার কবিতা পড়বো ! এবার দুটা কেন ?
মুগ্ধপাঠ দুটোতেই !

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

সায়েম মুন বলেছেন: হাহাহা---স্পিড বোধয় কমে যাচ্ছে। :P
কোবতে আরও কিছু লেখা আছে। এ দুটোর সাথে তারা যায় না বলে আর দেয়া হয়নি। #:-S
আপনার পাঠে খুব ভাল লাগলো। ভাল থাকবেন। :)

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: তুমিহীন --- ভালো লেগেছে।

সুপ্রভাত

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

সায়েম মুন বলেছেন: আপনি এত সংক্ষেপে কমেন্ট দিলে কনফিউজ হয়ে যাই। #:-S

শুভকামনা সব সময়।

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

একজন আরমান বলেছেন:
দুটো কবিতাই বেশ ভালো লেগেছে।

সাবরিনা
এখনো তোমাকে ছাড়া আর কারো কথা ভাবিনা।


এই দুটি লাইন মিলেছে ভালো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

সায়েম মুন বলেছেন: নাইকা বলে কথা। ভাল করে বলতে হবে না। :P
অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

লাবনী আক্তার বলেছেন: তুমিহীন সব কিছুই বিষাদময়।


কবিতায় ভালোলাগা রইল ভাইয়া।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

সায়েম মুন বলেছেন: সেটাই ...
তুমিহীন, ভূমিহীন জলহীন হয়েই আছি
বহু দিন প্রাণ রসায়নের দর্পচূর্ণতায় বাঁচি।
শুভকামনা লাবনী।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

রাইসুল নয়ন বলেছেন:

কবি,
মুগ্ধ পাঠ।

সাথে আপনার নায়িকার নাম বোনাস =p~

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নয়ন। শুভকামনা।
আমার কোবতের নাইকার নাম শুনে নিশ্চয়ই আপনার নাইকার নামও মনে পড়েছে। :P

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

ভিয়েনাস বলেছেন: তাই তুমিহীন দিনকে দিন অপদার্থ
দিনকে দিন স্পর্শহীন রসায়ন।
...... সুন্দর

আপনার লায়িকার নাম পছন্দ হয়েছে। সাবরিনা সাড়া দিক আপনার ডাকে :D

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

সায়েম মুন বলেছেন: থেঙ্কু ভিয়েনাস। :D

সাবরিনা :P

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

জুন বলেছেন: হতাশায় নিমজ্জিত কবিতাগুচ্ছ অনেক ভালোলাগলো মুন ।
তবে কথা হলো এত হতাশ হয়োনা , ফুলের ঘ্রান আর মধু সবই আছে শুধু একটু চোখ কান খোলা রাখা চাই :)
ভালো থেক সব সময় এই কামনায় .।.।.।.।।
ভার্চুয়াল + দিলাম। বাটন কাজ করে না :(
+

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

সায়েম মুন বলেছেন: এর মধ্যে একটা কবিতা লিখেছি। এ দুটোর একদম বিপরীত মেরুর।

মাঝে মাঝে বিষণ্ণতা এসে যায়। মানব মনতো তাই উপায়হীন।

প্লাস দেয়ার একটা উপায় অবশ্য আছে। তবে সেটা কষ্টকর! #:-S

ভাল থাকবেন আপু।

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন, সায়েম ভাই।
সাবরিনা কি ভাবির নাম?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। সাবরিনা নামটা কবিতার নাইকা। আমার বেশ কিছু কবিতায় আশ্রয় নিয়েছে। অনেক আগে সাবরিনা নামে একটা আলাদা কবিতাও লিখেছি। ১৪ নং কমেন্টের জবাবে লিংকটা দেয়া আছে। :)

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১

হাসান মাহবুব বলেছেন: কবিতা ভালো লাগসে। ছবিটাও। এরপরে সাবরিনার একটা ছবি দিয়েন #:-S

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

সায়েম মুন বলেছেন: থেংকু। গোপন প্রেমিকাকে সন্মুখে নিয়ে আসলে আমার ঘর ভাঙতে পারে। :P

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:
প্রথম কবিতাটিতে আমি মুগ্ধ........
চমৎকার, ঝরঝরে কবিতা।

ভালোলাগা রাখলাম....

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার পাঠে ভাল লাগলো। ভাল থাকবেন।

১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

বৃতি বলেছেন: কবিতা, ছবি- চমৎকার লাগলো! ভালো লাগা জানবেন ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ বৃতি। ভাল থাকবেন। :)

২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: তুমিহীন, ভূমিহীন জলহীন হয়েই আছি
বহু দিন প্রাণ রসায়নের দর্পচূর্ণতায় বাঁচি।




সরল কবি........

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভকামনা সব সময়।

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হাসুনী বেগমরে আসল বাম সাবরিনা, বললেই তো পারেন! #:-S

তুমিহীন থাকাই ভালো কবিদের হাত পাকে! :D


তুমিহীন আগেই পড়েছি তাই এইটা বাদ দিয়া সাবরিনায় আছি! ;)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

সায়েম মুন বলেছেন: হ আপনেরে কইছে। #:-S
তুমিহীন আগে পড়ছেন মানে ঘটনা কিতা। :-*
কবিরা সব সময়ই তো তুমিহীন। এইটা নিয়া আর কি কবো। :P

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

অদৃশ্য বলেছেন:




এই দুইটাও চমৎকার হয়েছে সায়েম ভাই...

সাবরিনার জন্য হাহাকার উঠেছে আকাশ বাতাস সমূদ্রে...



শুভকামনা...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

সায়েম মুন বলেছেন: সাবরিনা তুমি কৈ :P

ধন্যবাদ কবি। ভাল থাকবেন।

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তুমিহীন আপ্নে ফেবুতে আগে পোষ্টাইসেন না??? /:) ওখানেই তো পড়া। :-B :-B

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

সায়েম মুন বলেছেন: না মানে আমি ইকটু ভিন্ন মিনিং খুঁজতেছিলাম। #:-S

২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২

শাহজাহান মুনির বলেছেন: তুমি হীন জীবন, জীবন হতে পারে না।



অনেক ভাল লাগা ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

সায়েম মুন বলেছেন: ঠিক তাই! তুমিহীন ভালবাসাহীন জীবন, জীবন হতে পারে না।
ধন্যবাদ শাহজাহান মুনির। শুভকামনা অনেক।

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০০

আহসান জামান বলেছেন:
কবি, অদ্ভূত দু'টি কবিতা পড়লাম - অনুভূতিময়।

(নামটি ব্যবহার না হলে, আমার আরো ভালো লাগতো)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

সায়েম মুন বলেছেন: আপনার পাঠে অনেক ভাল লাগলো কবি। শুভেচ্ছা জানবেন!
(নামহীন তো বেশ কিছু কবিতা লিখেছি। একটা দুটো কবিতায় থাক না এক আধটা নাম 8-| )

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

বোকামন বলেছেন:





যোজন যোজন দূরত্বে কি
সৃষ্টি হয় রসায়ন
কিংবা পদার্থের মাধ্যাকর্ষণ
তাই তুমিহীন দিনকে দিন অপদার্থ
দিনকে দিন স্পর্শহীন রসায়ন।


আমার হৃদপিন্ড আমার ফুসফুস
আমার প্রতিটি অরগান বলছে
বৈরীতার কথা, বিয়োগের কথা


দারুণ লাগলো কবিতা দুটি !
খুব সুন্দর এই তুমিহীন তুমি ..।

ছবিটা দেখে দূর অজানায় হারিয়ে যাওয়ার ইচ্ছেরা আপ্লুত হবে :-)

শুভকামনা রইলো প্রিয় কবি :-)
ভালো থাকুন সবসময়।।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

সায়েম মুন বলেছেন: কিছু শব্দ বোল্ড করা ক্যানো। বোল্ড কিছু বলেছি নাকি। :P

অসংখ্য ধন্যবাদ বোকামন। থাকবেন।

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর কবিতা
ভাল লাগা রইল কবি ।
ভাল থাকুন সব সময় ।। :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মায়াবী ছায়া। শুভকামনা রইলো।

২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৫

হৃদয় রিয়াজ বলেছেন: দারুণ লাগল। সাবলীল ভাষার ব্যবহার পড়ায় ১০০% জৌলুস জুগিয়েছে। ভাললাগা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

সায়েম মুন বলেছেন: আপনার পাঠে কৃতজ্ঞতা। ভাল থাকুন রিয়াজ। শুভকামনা সব সময়।

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

সমুদ্র কন্যা বলেছেন: বহুদিন পরে সাবরিনা আবারও। সাবরিনারে দেখতে মন চায় #:-S

কবিতায় ভাল লাগা রইল মুন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

সায়েম মুন বলেছেন: সাবরিনা এরকম বারবার ফিরে আসবে। এমনিতেই হুটহাট দেখা হয়ে যাবে। :P

থ্যাঙ্কস ডটার অব দি সি।

৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

আরজু পনি বলেছেন:

তুমিহীন, ভূমিহীন জলহীন হয়েই আছি :( :((

এর পরে আর কোন কিছু মনে ধরলো না, তবে সাবরিনা সাবরিনা সাবরিনা ....ইয়ে মানে ব্লগার সাবরিনা সি.. তি.. নামে একজন আছে B-))

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

সায়েম মুন বলেছেন: তার আর ধরবে ক্যামনে। জলহীন শুকনো কন্ঠে আর কিছু কি ভাল লাগে। :P

হুম........এ নামের একজন নাম করা কবি আছেন। ব্যাপারটাতো খেয়াল করা হয়নি। তিনি আবার এসে মান হানির মামলা না করেন। #:-S

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.