নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

বুকের শঙ্খে

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৩







১। এখন আমার গাঁয়ে



এখন আমার গাঁয়ে নরম মাটি

শটি বনে উইপোকার বাস

দূর দিগন্তের বক্রপথ

ঝরাপাতার বুকে

বেদনার রথ।



এখন আমার গাঁয়ে রোদজ্বলা দুপুর

সারি সারি ধূলো-বালি পাহাড়

চলিষ্ণু ঝড় ঝঞ্ঝাট

গাঢ় বিষণ্ণতা

ক্লান্ত অনঢ়।



এখন আমার গাঁয়ে শতাব্দীর হাওয়া

প্রতিধ্বনিত বিস্মৃত সপ্তসুর

কাজের মানুষ কাজহীন

সাঁঝের মানুষ

রাত্রি দিন।





২। বুকের শঙ্খে



বুকের শঙ্খে যে উলুধ্বনি দেয় সে কে

সে কেন আমায় টেনে নেয় দরদী ঢেউয়ে

সে কেন আমায় কাদায় কেন হাসায়

কেন ডুবায় কেন ভাসায়

উচ্ছলিত হাওয়ায়।



সে কে দরোজার কড়া নাড়ায়

বারেবারে চোখ ঠেরে ডাকে

শেকড়ে বাকড়ে টান মারে

জড়ায় শিখরে লতায় পাতায়

নিয়ে যায় ধ্রুপদী জ্যোৎস্নায়।



বুকের শঙ্খে যে উলুধ্বনি দেয়

সে কোন জলাভূমের ডাহুক হায়!







ছবিঃ নিজস্ব এ্যালবাম (আলীকদম উপজেলা, বান্দরবান)।

মন্তব্য ৯৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

রাধাচূড়া ফুল বলেছেন: বুকের শঙ্খে যে উলুধ্বনি দেয় সে কে
সে কেন আমায় টেনে নেয় দরদী ঢেউয়ে
সে কেন আমায় কাদায় কেন হাসায়
কেন ডুবায় কেন ভাসায়
উচ্ছলিয়া হাওয়ায়


সুন্দর!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস রাধাচূড়া। প্রথম কমেন্টে অনেক ভাললাগা। শুভকামনা রইলো।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

মামুন রশিদ বলেছেন: প্রথমটা বেশি ভাল লেগেছে ।


++

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

সায়েম মুন বলেছেন: থ্যাংকস প্রিয় ব্লগার। শুভকামনা।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রথম কবিতাটি অদ্ভুত সুন্দর দ্বিতীয়টিও সুন্দর। +++++ রইল।

এখন আমার গাঁয়ে শতাব্দীর হাওয়া

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। কমেন্ট এ ভাললাগা। শুভকামনা নিরন্তর।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

এহসান সাবির বলেছেন: দারুন লাগলো ভাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

সায়েম মুন বলেছেন: থ্যাংকস এহসান। ভাল থাকবেন।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

জুন বলেছেন: চন্দ্রকলার সাথে ধীরে ধীরে বেড়ে উঠছে মুনের কাব্য প্রতিভা আর চমকে দিচ্ছে আমাদের সবাইকে দারুন ভাবে এক কাব্যিক জগতে।
অনেক সুন্দর মুন, অনেক সুন্দর কবিতা দুটোই।
+

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আপু। আপনার প্রেরণাদায়ক কমেন্ট পেয়ে ভাল লাগলো।
ভাল থাকবেন সব সময়।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

তীর্থক বলেছেন: খুব ভালো লাগলো......।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

সায়েম মুন বলেছেন: থ্যাংকস তীর্থক। শুভকামনা।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: সবাই দেখি ছন্দ নিয়ে বেশ করছেন !
খুব ভালো লেগেছে সায়েম ভাই !

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

সায়েম মুন বলেছেন: থ্যাংকস অভি। ইদানীং ছন্দ এসে যাচ্ছে। শুভকামনা অনেক।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

আমিনুর রহমান বলেছেন:




দুটোই অনেক সুন্দর হয়েছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আমিনুর। শুভকামনা অনেক।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। শটি বন কী জিনিস?

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১

সায়েম মুন বলেছেন: থ্যাংকস হামা।
শটি হলো বুনো হলুদ (Wild Turmeric)। এই হলুদটা জঙ্গলে হয়। ঔষধী গুণ আছে। এর ফুলটাও চোখ ধাঁধালো (এই ফুলে রাতে শিশির পড়ে অনেক পানি জমে, এইটা ছিড়ে ছোটকালে পানি ছিটাছিটি করতাম :D )। শীতকালে গ্রামাঞ্চলে আলের ধারে, এখানে ওখানে বা জংলা জায়গায় চোখে পড়ে।




১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন:
বুকের শঙ্খে যে উলুধ্বনি দেয়
সে কোন জলাভূমের ডাহুক হায়


চমৎকার! ভালো লাগা রইলো!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। পাশে আছেন জেনে খুব ভাল লাগছে। শুভকামনা।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: সে কে দরোজার কড়া নাড়ায়
বারেবারে চোখ ঠেরে ডাকে
শেকড়ে বাকড়ে টান মারে
জড়ায় শিখরে লতায় পাতায়
নিয়ে যায় ধ্রুপদী জ্যোৎস্নায়।

বুকের শঙ্খে যে উলুধ্বনি দেয়
সে কোন জলাভূমের ডাহুক হায়!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

পাপতাড়ুয়া বলেছেন: বুকের শঙ্খে যে উলুধ্বনি দেয় সে কে


এইভাবে বলতে পারাটা আনন্দের। কে সে? জানতে মন চায়। :)


শটিবন কী পাটিপাতা বন না? মানে, সরু লম্বা, যার ছাল তুলে পাটি বোনা হয়?

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

সায়েম মুন বলেছেন: সেইটা চিন্তার বিষয়। সে কে, আমারও জানতে মঞ্চায়। #:-S

তুমি সম্ভবত শীতল পাটি বোনা মুর্তা গাছের কথা বলতেছো। কিন্তু শটি ভিন্ন জিনিস। এ বিষয়ক প্রশ্নোত্তর ৯ নং কমেন্ট এ দেখো। :)

থ্যাঙ্কস পাপী। আশা রাখি ভাল আছো। শুভকামনা সব সময়।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার কবি

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কবি। শুভকামনা।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: দ্বিতীয় কবিতাটা চরম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস নাহোল। শুভদুপুর।

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুন্দর দুটি কবিতা.......খুব ভালো লাগলো সায়েম।

শটি বন শব্দটা অনেকদিন পর শুনলাম। লালমনিরহাট এ থাকতে শুনতাম।
যদিও গাছের চেহারা মনে নাই।

শেষের কবিতাতা পড়ে আমার নিজের একটা লেখা মনে পড়লো।
"অন্ধকার থাকতেই ঘুম ভেঙে যায়।
প্রার্থনার পরম আলোয় তোমাকে ছুঁয়ে রাখি।
তোমাকে খুঁজে ফিরি প্রিয় শঙ্খ আমার!"

কবিতার শিরোণাম ছিলো,তোমাকে খুঁজে ফিরি প্রিয় শঙ্খ আমার।

ভারী সুন্দর ভাবনা।
এত সুন্দর করে সাজিয়ে লিখেছো,
"বুকের শঙ্খে যে উলুধ্বনি দেয়
সে কোন জলাভূমের ডাহুক হায়!"

মুগ্ধ হলাম।
শুভকামনা।ভালো থেকো। লেখায় থেকো।


২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

সায়েম মুন বলেছেন: শটি গাছের ছবি ৯ নং কমেন্টে এর জবাবে দিয়েছি আপু।

"অন্ধকার থাকতেই ঘুম ভেঙে যায়।
প্রার্থনার পরম আলোয় তোমাকে ছুঁয়ে রাখি।
তোমাকে খুঁজে ফিরি প্রিয় শঙ্খ আমার!"
-------------খুব সুন্দর করে বলেছেন।

অনুপ্রেরণাদায়ক কমেন্ট। অনেক দিন পর আপনাকে এখানে দেখে সত্যি খুব ভাল লাগলো। ভাল থাকুন।

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

নেক্সাস বলেছেন: দারুন। শটি বনের কথা বলেতো আমাকে নষ্টালজিক করে দিলেন। একসময় আমাদের গ্রামে প্রচুর ছিল। শটি ফুলের সেকি সৌন্দর্য্য। আমাদের পরী দিঘির পাড়ে ফুটতো। এখন দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

সায়েম মুন বলেছেন: শটি বনের কথা বলে তো দেখি ভারী মুশকিল হয়ে গেল। অনেকেই নস্টালজিক হয়ে পড়ছে। /:)
শটিফুল নান্দনিক একটা ফুল।
ঠিকই বলেছেন। দিনকে দিন শটি বিলুপ্তির পথে। এখন আর আগের মত চোখে পড়ে না।
থ্যাঙ্কস কবি। ভাল থাকবেন।

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

রাতুল_শাহ বলেছেন: দারুণ লাগলো।

আচ্ছা ভাই ছবি কোথায় থেকে ধার করেছেন?

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

সায়েম মুন বলেছেন: ছবিতো ধার করিনি। নিজের এ্যালবামের। পোস্টের নীচে বলে দিয়েছি। 8-|

থ্যাঙ্কস রাতুল। শুভকামনা।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

সাহিদা আশরাফি বলেছেন: প্রথম কবিতাটি অদ্ভুত সুন্দর দ্বিতীয়টিও সুন্দর।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস সাহিদা। শুভদুপুর।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার।! শটি গাছের একটা ছবি দেন। গাছটা চিনি না।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

সায়েম মুন বলেছেন: ৯ নং কমেন্টের জবাবে দিয়েছে। থ্যাঙ্কস কাভা। শুভকামনা।

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১

আহমেদ জী এস বলেছেন: সায়েম মুন,

বুকের শঙ্খে যে উলুধ্বনি দেয় সে যে আপনার গাঁয়ের রোদজ্বলা দুপুর । নইলে এমন রোদের খেলায় ভরা গ্রাম আলীকদমের ছবি একদম চোখের সামনে তুলে ধরতেন না ।

সুন্দর ।

শুভেচ্ছান্তে ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

সায়েম মুন বলেছেন: সুন্দর পাঠ প্রতিক্রিয়া! অনেক অনুপ্রেরণাদায়!
ভাল থাকবেন প্রিয় ব্লগার। শুভকামনা নিরন্তর।

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: দ্বিতীয় কবিতাটা সুন্দর।

সাঁঝের হবে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস আ লট। ঠিক করেছি।
শুভকামনা নিয়ত।

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ কবিতা। ভাল লেগেছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভকামনা সব সময়।

২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

একজন আরমান বলেছেন:
প্রথম কবিতার স্টাইলটা সুন্দর। :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস আরমান। শুভদুপুর।

২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
সে কে দরোজার কড়া নাড়ায়
বারেবারে চোখ ঠেরে ডাকে
শেকড়ে বাকড়ে টান মারে
জড়ায় শিখরে লতায় পাতায়
নিয়ে যায় ধ্রুপদী জ্যোৎস্নায়।


নস্টালজিয়া, হাহাকার।

সব একসাথে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস শাহরিয়ার। অনেক দিন পরপর দেখা হয়। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

২৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দুটো কবিতাই ভালো লাগলো। ২য়টি একটু বেশি।

বুকের শঙ্খে যে উলুধ্বনি দেয়
সে কোন জলাভূমের ডাহুক হায়!


সুন্দর!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। অনেক শুভকামনা।

২৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

নেক্সাস বলেছেন:



এই হল শটি ফুল। এটা বাংলাদেশ সহ গোটা দক্ষিন এশিয়া এবং ইন্দোনেশিয়া, পাপুয়ানিউগিনি সহ অনেক দেশের অনেক পরিচিত বনফুল। বাংলাদেশের পাহাড়ি ও লাল মাটি অঞ্চলের ঝোপে ঝাড়ে, দিঘির পাড়ে এই ফুল প্রচুর দেখা যায়।এটা হলুদ বা আদা জাতীয় উদ্ভিদ। শটি ফুল দেখতে অবিকল হলুদ ফুলের মত। অনেকে একে বন্য হলুদ বলে থাকে। আমাদের ফেণী নোয়াখালি অঞ্চলে বলে হৈল্লা। এটার বৈজ্ঞানিক নাম Curcuma Aromatica এটার কান্ড আদার মত হলেও অপেক্ষাকৃত তেতো স্বাদের কারনে বাংলাদেশে খাদ্যা হিসেবে খাওয়া হয়না। কিন্তু থাই কুজিনে সালাড হিসেবে এটা ব্যাবহার করা হয়।

এটা কসমেটিক হারবাল, পারফউমারি শিল্প এবং সাবান ফেব্রিকেশনে ব্যাবহার করা হয়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

সায়েম মুন বলেছেন: ৯ নং কমেন্টের জবাবে আমি কিছুটা বলেছি। আপনার বিস্তারিত কমেন্ট আশা করি অনেকের জানার চাহিদা পূরণ করবে। অসংখ্য ধন্যবাদ :)

২৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: একেবারেই প্রফেশনাল সুন্দর....

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

সায়েম মুন বলেছেন: ছবি না কবিতার কথা বললেন জানি #:-S

থ্যাঙ্কস কবি। শুভদুপুর।

২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

আহসান জামান বলেছেন:
ভীষণ ভালো লাগছে পড়তে; আমারও বলতে ইচ্ছে করছে :

বুকের শঙ্খে উলু বাজছে ...

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

সায়েম মুন বলেছেন: আপনার পাঠ প্রতিক্রিয়া ভাল লাগলো কবি। শুভকামনা নিয়ত।

২৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

রাতুল_শাহ বলেছেন: আহসান জামান বলেছেন:
ভীষণ ভালো লাগছে পড়তে; আমারও বলতে ইচ্ছে করছে :

বুকের শঙ্খে উলু বাজছে ...


সমস্যা কোথায় ইচ্ছে করলে, বলে ফেলেন ভাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

সায়েম মুন বলেছেন: বলেই তো ফেলেছি। B-))

৩০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ২য় টা বেশি ছুয়ে গেলো :)
সুন্দর!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ উড়ন্তমানব। শুভসকাল।

৩১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১

নক্ষত্রচারী বলেছেন: ভালো লাগলো কবিতাদ্বয় :)

এমন একটা গাঁয়ে গা ভেড়াতে পারলে নিজেকে ধন্য মনে হতো !

শুভকামনা ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

সায়েম মুন বলেছেন: তাইতো! কিন্তু সেই গাঁতো বড় কষ্টের জায়গা!
আপনাকে অনেক দিন পর দেখলাম। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

৩২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:
চরম হইছে মুন ভাই।

ভাললাগা রেখে গেলাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

সায়েম মুন বলেছেন: ভাললাগায় মুগ্ধ হলাম। ধন্যবাদ শোভন। শুভসকাল।

৩৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
ছবি কবিতায় গ্রামের উঠোনবাড়িতে নিয়ে গেলেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয়। শুভসকাল।

৩৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৬

অদৃশ্য বলেছেন:





কবি


প্রথমটা বেশ ভালো হইছে... তবে ২ নম্বরটা সেইরাম হইছে... খুব তৃপ্তি পাইছি...


শুভকামনা...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

সায়েম মুন বলেছেন: পাঠ প্রতিক্রিয়া খুব ভাল লাগলো কবি। শুভকামনা নিরন্তর।

৩৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন:

কবি হলুদ ফুলের শুভেচ্ছা।কবিতা ভাল লাগলো। :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি।

৩৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

ভিয়েনাস বলেছেন: কবিতা অনেক ভালো লাগলো মুনব্রো :)

শুভকামনা আপনার জন্য

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা অনুপ্রেরণা জোগাবে। ভাল থাকুন কবি। শুভবিকেল।

৩৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮

গোর্কি বলেছেন:
-দুটোই সুন্দর।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস গোর্কি। শুভকামনা।

৩৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

বোকামন বলেছেন:
এখন আমার ...

খুব ভালো লাগলো দুটি কবিতাই ...
ভীষণ সুন্দর :-)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস বোকামন। শুভসকাল।

৩৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বুকের শঙ্খে যে উলুধ্বনি দেয়
সে কোন জলাভূমের ডাহুক হায়!

কবিতা ভাল লাগল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সুজন। শুভসকাল।

৪০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

শ।মসীর বলেছেন: সে কেন আমায় কাদায় কেন হাসায়
কেন ডুবায় কেন ভাসায়
উচ্ছলিত হাওয়ায়।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

সায়েম মুন বলেছেন: থ্যাংকস। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো। :)

৪১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০

শায়মা বলেছেন: সুন্দর!:)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কু বিউটি আপি!

তুমি দেখি পুরনো পিকে হাজির। খুব পছন্দের একটা পিক। আলাদা আবহ ফুটে উঠে। ঠিক অপ্সরার মত। 8-|

৪২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪

শাহেদ খান বলেছেন: এখন আমার গাঁয়ে শতাব্দীর হাওয়া


সায়েম ভাই, আপনার কবিতায় বরাবরের স্নিগ্ধতার পাশাপাশি একটা চিরন্তন, একটা আবহমান ভাব - যেন শেকড়ের টানের মত ব্যাপার পেলাম এবার।

আমার অনেক ভাল লাগা জানবেন। খুব দারুণ !

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫

সায়েম মুন বলেছেন: আপনার কমেন্টেও অনেক ভাললাগা জানবেন। আশা রাখি ভাল আছেন। শুভকামনা নিরন্তর।

৪৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর কবিতাগুলো, ছবিটাও দারুণ। একদম কবিতার সাথে মিল রেখে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

সায়েম মুন বলেছেন: আমি তো লেখালেখি বন্ধ করে বসে আছি। কবিতার প্রশংসা পেয়ে আবারও লিখতে ইচ্ছে করতেছে। :D
থ্যাংকস ডটার অব দি সি। শুভকামনা।

৪৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

টুম্পা মনি বলেছেন: এখন আমার গাঁয়ে শতাব্দীর হাওয়া
প্রতিধ্বনিত বিস্মৃত সপ্তসুর
কাজের মানুষ কাজহীন
সাঁঝের মানুষ
রাত্রি দিন।


সুন্দর সুন্দর।

ছবিটা অসাম।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

সায়েম মুন বলেছেন: থ্যাংকস টুম্পা মনি। শুভকামনা নিরন্তর।

৪৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
বুকের শঙ্খে যে উলুধ্বনি দেয়
সে কোন জলাভূমের ডাহুক হায়!

এই নিরালায় সে কি চায়।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮

সায়েম মুন বলেছেন: কি যে চায় সে নিজেই জানে না
কেননা আজকাল স্বপ্ন দেখতে মানা #:-S
থ্যাঙ্কস রিয়াদ। শুভসকাল।

৪৬| ০১ লা অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৯

মাহমুদ০০৭ বলেছেন: ২ ইয় টা বেশি ভাল লাগছে ,
আপনি কি চট্টগ্রামের সায়েম ভাই ?

ভাল থাকুন প্রিয় ভাই , এই মাসে দেখি কোন গল্প লিখলেন না ?

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার।
মুই অমপুরের। B-))
থাকি ঢাকায়। :)

আসলে সময় বড্ড বেহায়া হয়ে গেছে। আমি তাল মেলাতে পারছি না। সেপ্টেম্বর মাসটা এক প্রকার বন্ধ্যা অবস্থায় কাটলো। :(

৪৭| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

মাহী ফ্লোরা বলেছেন: বুকের শঙ্খে একটি চমৎকার কবিতা।


ভাল লাগলো খুব।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭

সায়েম মুন বলেছেন: কমেন্ট এ ভাললাগা কবি। আশা রাখি দিনকাল ভাল যাচ্ছে। ভাল থাকবেন। শুভরাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.