নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

অপ্রয়োজনীয়

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৩

১। অপ্রয়োজনীয়



ফুল নিয়ে তুমি বিস্তর গবেষণা করছো বোধয়

আমার পাঠানো ফুলগুলি তাই লাজে আনত

তোমার জন্য তিনশ তেত্রিশখানা ডালা সাজিয়েছি

সব ফুল যাবে তোমার অন্দরমহলে

তুমি গবেষণায় বিরতি দিয়ে

তোমার বাড়ীর সদর দরজা হাট করে খুলে রেখো

আমি যথা সময়ে সব ডালা হাজির করবো।



তোমার প্রয়োজনের তরে অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছি

সেটার মূল্যায়ন না করে তুমি আছো শুধু ফুল নিয়ে

এদিকে আমার বাগান খালি হয়ে এলো

তুমি গবেষণা রেখে একটু এদিকে চোখ তুলে চাইবে?



ঘরদোর না সাজিয়ে বসে আছো কেন

সাজাও তোমার ঘরদোর পরিপাটি করে এই ভরদুপুরে

আমি দূর থেকে দেখি আর ভাবী কি করে এত সহজে

ঐ মানুষটার কাছে ফুলের চেয়ে অপ্রয়োজনীয় হয়ে গেলাম।





২। তোমার চোখ জুড়ে



তার উপেক্ষায় পুরে যাও বারবার

প্রতীক্ষায় এক একটি রাত্রী সাবার

উজান নদীর ঢল

ধু-ধু বালুচর

বাড়তে বাড়তে

তটরেখা উপচায়

তোমার অপেক্ষা

ফুরোয় না।



ক্লান্তি অবসাদে

চায়ের চুমুখে

পেয়ালা উছলায়

ঠোট পুরে বারবার।



তোমার রাত আসে

তো দিন আসেনা

চোখ ভরা জল

বুক ভরা বালি

সাজ বেলাতে

মন মন্দিরে

জ্বলেনা দীপালি

তোমার চোখ জুড়ে

বেদনার কালি।





৩। ঊনপঞ্চাশে বায়ু



আমার কোন গল্পই নেই। আবার বলি আছে। গল্পের কথা বলতে গেলে পুরনো হারমোনিকা বাজে। আমার কোন গল্পই নেই। শোনাবো কি। ভেবেই পাইনে। সাত সকালে উঠি। দাঁত মাজি। আয়নায় কাত হয়ে ফিটফাট বাবু সাজি। আফিসে দৌঁড়াই। ফিরে আসি ঘামের জলে স্নান করে। ছুটির দিনে দাঁতের তলে মুড়ি চিবাই। রিমোট ঘুরাই। টিভি দেখি। অথবা সময় পার করি। ভূরির ভাঁজে চর্বির পরত গুনি। রাত ভারী হয়। আয়নায় চোখ বুলাই। চোখের কোলে বয়সের ছাপ মাপি। আটপৌরে জীবনের খাটে বন্দী হয়ে ঘুমিয়ে পরি। বয়সের সাথে নেই কোন সন্ধি। মাঘের শীতে বাঘ কাঁদে। আমি কাঁদি রাতের কোলে। মৃত্যুর ছলে। ঘুমের তলে। জেগে উঠি প্রতিদিন জীয়নকাঠির পরশে।

মন্তব্য ৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫

সায়েম মুন বলেছেন: পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। :)

২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ গ্রহণ করলাম ;) ;)

২ নং কবিতাটি ভাল লেগেছে ।
ভাল থাকুন সায়েম ভাই :)

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

সায়েম মুন বলেছেন: হাহাহা! কমেন্ট অপশন খুলে দেয়ার পর প্রথম কমেন্ট। বাহ কি সৌভাগ্য আমার!

থ্যাংকস মাহমুদ। শুভকামনা অনেক।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

সাজ বেলাতে
মন মন্দিরে
জ্বলেনা দীপালি
তোমার চোখ জুড়ে
বেদনার কালি।


আগেরবার এই পোষ্টে কমেন্ট করতে পারি নাই এবার করে গেলাম :)

+++++++

১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

সায়েম মুন বলেছেন: আগেরবার কমেন্ট অপশন বন্ধ ছিল। যাক এখন পাওয়া গেছে বলে ভাল লাগলো। ধন্যবাদ শোভন। শুভকামনা অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.