নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

বৃক্ষ ও ছায়া

১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২

১। বৃক্ষ ও ছায়া



ঘরে বাইরে যে মুখটা ঝুলে থাকে অনুপলে

গালে মুখে লাল আদরের দাগ এঁকে দেখি

ভোরবেলা দেখা হয়ে গেল শিউলী তলে

একটা মুচকি হাসি ওঁত পেতে ছিল শিশিরে

আচানক বের হয়ে এলো শিউলী সুবাসে

যার এরুপ প্রকাশ কখনো চোখে পড়েনি।



তোমার সাথে দেখা হতে না হতেই

একটা শিউলী গাছ আমি এঁকেছি

এই প্রথম সে গাছের ডালে ডালে পাখি

তুই হয়ে থাক বৃক্ষ আমি ছায়ায় মিশে থাকি।





২। দীর্ঘশ্বাস চাই



আমি ভালবাসা চাই না

মিনতি করে তোমার কাছে

শুধুমাত্র দীর্ঘশ্বাস চাই

সুখে আছো যদি

তবে কোন আর্জি নাই।



বৈদেশী বাতাস

তোমায় নিয়ে গেলো

তাই ভালবাসা চাই না

পূর্বতন অনুরাগের

দীর্ঘশ্বাস চাই

সেটাই হবে বেঁচে

থাকার বদান্যতা

আমার দীনতায়

তোমার মুখরতা।





৩। স্বপ্নের মত



দিন ভেসে যাচ্ছে

স্বপ্নের মত এক অলীক জগতে বাস

ফিরতে চাই বাস্তবতার ঘেরাটোপে বাঁধা শয়নে

আমার বিছানাপত্রে উইপোকাদের বাস

আমি ঘুমাতে পারি না

চলতে ফিরতে প্রতি পদে পদে বাঁধা।



জানি এরকম দিন যাবে না

সব ঠিক হয়ে যাবে আগের মত

উত্তপ্ত দিন কি সহজেই শান্ত হয়

এক ঝড় এসে সব লন্ডভন্ড করে দেয়

আবার দিন শীতল সুরে বয়

পৃথিবীর পরে ভালবাসা জাগায়।





৪। দু'মেরুর বাসিন্দা



যে মায়া বুকে নিয়ে ইউক্যালিপটাস পাতায় পরিপূর্ণ হয়েছিল

সে মায়া ঠেলে সোনালী ধান গোলায় গেছে চলে

সন্ধ্যার বাতাসে তাই পাতাগুলি থির

ধানের নাড়ায় পা কেটে গেলে পথিকের

পাতারা কাদে, হারানোর গান দিকে দিকে ছায়ায় ছায়ায়

পথিক খোঁজে পথের দিশা বৃক্ষ খোঁজে মগ্ন নেশা

পথিক এবং বৃক্ষ দু'মেরুর বাসিন্দা।





পাদটীকা: সবকটা অকবিতাই আগের লেখা। নতুন কিছু লেখা বা ভাববার অবকাশ পাচ্ছি না। ব্যস্ততার ফাঁকে চলছে ব্লগিং। সবাইকে ঈদের লেট শুভেচ্ছা।

মন্তব্য ৯৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৩

লেখোয়াড় বলেছেন:
ভাললাগা রইল, সামু।
ভাল আছেন তো?

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কু লেখোয়াড়। ভাল আছি। কিছুটা ব্যস্ততা যাচ্ছে এই যা। আশা রাখি আপনি ভাল আছেন। শুভকামনা সব সময় প্রিয় ব্লগার!

২| ১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৪

হাসান মাহবুব বলেছেন: সবগুলাই ভালো লাগলো। শুভেচ্ছা, সামু।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস হামা। শুভেচ্ছা ও শুভকামনা সব সময়।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও লেট ঈদের শুভেচ্ছা কবি সামু!!!!
সব কটাই ভালো লেগেছে!

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। শুভেচ্ছা রইলো।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ১ ও ৩ বেশী সুন্দর। সবগুলোই ভালো লাগলো। মাঝে কয়েকটি কবিতায় মন্তব্য করা সম্ভব হয় নি, কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন সম্ভবত? অনেক সুন্দর কবিতায় অসংখ্য ভালো লাগা জানাই।

শুভকামনা রইলো সায়েম ভাই।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭

সায়েম মুন বলেছেন: গত পোস্টে বন্ধ রেখেছিলাম। আসলে সময়াভাবে ব্লগিং এর চাপ কমাতে বন্ধ ছিল। এই সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। আশা রাখি ভাল আছেন। শুভকামনা নিরন্তর।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩

টুম্পা মনি বলেছেন: সুন্দর লিখেছেন সায়েম মুন,

ঈদের শুভেচ্ছা।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২০

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস টুম্পা মনি। শুভরাত্রি।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: ১ আর ৩ ভালো লেগেছে। ২ কেন যেন পছন্দ হয়নি, অসম্পূর্ণ খালি খালি লেগেছে:)

শুভেচ্ছা রইল।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩

সায়েম মুন বলেছেন: দীর্ঘশ্বাস! কিন্তু অল্পতে শেষ হয়ে গেছে। /:)

১ আর ৩ ভাললাগায় খুশী হলাম। ধন্যবাদ প্রিয় ব্লগার। ভাল থাকবেন।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৭

ভারসাম্য বলেছেন: ধানের নাড়ায় পা কেটে যাবার কথাটা ভাল লেগেছে খুব। উপরে ইউক্যালিপটাস না হয়ে দেবদারু হলে আমার খুব পরিচিত একটা গ্রামীন আবহের সাথে কবিতার চিত্রকল্পগুলো মিলে যেত অনেকটাই। না মিললেও ( আসলে একটু কম মিললেও) খুব ভাল লেগেছে ওটা। কবিতার ভেতরের ভাব অবশ্য বুঝি নাই :P

++++++++++

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮

সায়েম মুন বলেছেন: আমিও তেমন ভাবসাব রাখিনি। একটা কোরিলেশন দেখানোর চেষ্ঠা করেছি কিছুটা। /:)

আমাদের এলাকায় তো ধানক্ষেতের আলের উপর। রাস্তার ধারে ইউক্যালিপটাসের সারি দেখি। তাই এরকম চিত্রকল্প! #:-S

থ্যাঙ্কু ভারসাম্য। ভাল থাকবেন। শুভরাত্রি।

৮| ১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

সুমন কর বলেছেন: পড়তে ভালই লাগল, আপনার অকবিতা।++

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

সায়েম মুন বলেছেন: পড়েছেন জেনে খুব আনন্দিত। ভাল থাকবেন সুমন। শুভরাত্রি।

৯| ১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ইনকগনিটো বলেছেন: আপনার আগের একটা পোস্ট এ কমেন্ট অপশন অফ করে রাখসিলেন কেন! পড়লাম, খুব ভালো লাগলো, কিন্তু বলতে পারলাম না!

এই পোস্ট এর মেরুর বাসিন্দা ভাল্লাগ্লো খুব বেশী!

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

সায়েম মুন বলেছেন: আর বলবেন না! সময়াভাবে জবাব দিতে সমস্যা হবে এরকম ভেবে বন্ধ রেখেছিলাম। /:)

অসংখ্য ধন্যবাদ ইনকগনিটো। শুভকামনা।

১০| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ----

বৈদেশী বাতাস
তোমায় নিয়ে গেলো
তাই ভালবাসা চাই না
পূর্বতন অনুরাগের
দীর্ঘশ্বাস চাই
---------------
নির্মম আকুতি

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩

সায়েম মুন বলেছেন: থ্যাংকু কবি। শুভকামনা অনেক।

১১| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩২

বশর সিদ্দিকী বলেছেন: ৩ নাম্বারটা খুব ভালো লাগছে।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ বাসর ১৭। শুভরাত্রি।

১২| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭

বোকামন বলেছেন:
ধানের নাড়ায় পা কেটে গেলে পথিকের
পাতারা কাদে, হারানোর গান দিকে দিকে ছায়ায় ছায়ায়


অ সা ধা র ণ !

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭

সায়েম মুন বলেছেন: কমেন্টে ভাললাগা। ভাল থাকবেন প্রিয় ব্লগার। শুভকামনা নিরন্তর।

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭

লেখোয়াড় বলেছেন:
ইয়ে, সামু, আমি তো লেখোয়ার নই,
আমি তো 'লেখোয়াড়'।

না মানে, একটু মনে করিয়ে দিলাম আর কি।
তা ঈদ কেমন কাটলো?

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০

সায়েম মুন বলেছেন: স্যরি খেলোয়াড়। টাইপিং মিসটেক ঠিক করে দিয়েছি। :P

ঈদ কাটেনিতো। এখনো দৌঁড়াদৌঁড়ি চলছে। আশা রাখি আপনার খুব ভাল কেটেছে। 8-|

১৪| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

বশর সিদ্দিকী বলেছেন: আমার নাম বশর। আর ১৭ মানে হচ্ছে ইমেইল আইডি বানানোর সময় আমার বয়স ১৭ ছিল। আর ইমেইল আইডির নামেই সামুর আইডি বানাইয়া ফেলছি।


কিছু মনে করবেন না। ভুলটা ঠিক করে দিলাম আরকি।

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

সায়েম মুন বলেছেন: কারেকশনের জন্য থ্যাংকস বশর। আপনার নিক সংক্রান্ত ব্যাখ্যা জেনে ভাল লাগলো। :)

১৫| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

রেজোওয়ানা বলেছেন: একটা শিউল ফুল ফুটন্ত গাছে ছবি দিতে চাইছিলাম, বাট ব্যার্থ হইলাম!

কবিতা সব গুলো সুন্দর, বিশেষ করে প্রথমটা!


শুভেচ্ছা সায়েম :)

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৫

সায়েম মুন বলেছেন: সময় পেলে অবশ্যই দিবা। সেই শিউলী ফুল দেখার জন্য অপেক্ষায় রইলাম কিন্তু। :D

থ্যাংকু।

শুভরাত্রি রেজোওয়ানা।

১৬| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৬

জিনান শুভ বলেছেন: স্যরি ব্রো আপনারে কোনভাবে হার্ট করার কোনো রুপ চিন্তাও ছিলো না।কুত্তার গুটা সব জায়গায় আপনার রেফারেন্স দিয়া ছাগলামি করতো তাই মেসেজ টা পোস্টে দিয়েছিলাম।আই এম স্যরি এগেইন।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭

সায়েম মুন বলেছেন:
আমি সেটা খুব ভালভাবে খেয়াল করেছি ব্রো। আরও অনেকের ছোট ভাই, বড় ভাই, বোন, বন্ধু, মামা, চাচা, কলিগ এখানে ব্লগিং করছেন। কেউ এরকম খোলামেলাভাবে রেফারেন্স দেয় না। কিংবা বাস্তব/পারিবারিক জীবনের কথা এখানে এনে মিলায় না। আমি পারতপক্ষে পারিবারিক বা অফিসিয়াল পরিচয় স্থুলভাবে দেই না। খুব কম সংখ্যক ব্লগারই আমাকে ফেস টু ফেস চিনে।


মোটকথা, ইদানীং ব্লগিং আনন্দের চেয়ে বেদনাবিধুর বা উৎকন্ঠার হয়ে গেছে। শুধু দাঁতে দাঁত চেপে আছি। প্রতিদিন এখানে আসি আর দেখি আজকে আমার নামে নতুন কি সমন জারি হলো।

.................................
আপনি কমেন্টে একটা বোল্ড শব্দ ব্যবহার করেছেন যেটা যথেষ্ঠ ব্যক্তি আক্রমানাত্মক মনে হলো। আশা রাখি এরকম শব্দ ব্যবহারের আগে ভেবেচিন্তে নিবেন!

ধন্যবাদ। ভাল থাকুন।

১৭| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৪

নাজিম-উদ-দৌলা বলেছেন:
প্রথমটার প্রথম লাইনে অনুপলে শব্দটির অর্থ জানা নেই আমার।
আমার খুব ভাল লেগেছে ২য় কবিতাটা। জানিনা কেন যেন মনে ধরে গেছে।
ভাল থাকুন।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮

সায়েম মুন বলেছেন: পলের একদম ছোট ভাই অনুপল। :D
আপনার ভাললাগা অনুপ্রাণিত করবে।
ভাল থাকুন সব সময়।

১৮| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতাগুলো আগেই পড়েছি, মন্তব্য দিতে দেরী করে ফেললাম তাই দুঃখিত।

ঈদের শুভেচ্ছা রইল।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

সায়েম মুন বলেছেন: দেরী ডাজ নট ম্যাটার। জানিয়েছেন তাতেই অনেক খুশী /:)

শুভেচ্ছা।

১৯| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

একটা মুচকি হাসি ওঁত পেতে ছিল শিশিরে

***

আমি ভালবাসা চাই না
মিনতি করে তোমার কাছে
শুধুমাত্র দীর্ঘশ্বাস চাই
সুখে আছো যদি
তবে কোন আর্জি নাই।

***

বৈদেশী বাতাস
তোমায় নিয়ে গেলো
তাই ভালবাসা চাই না
পূর্বতন অনুরাগের
দীর্ঘশ্বাস চাই
সেটাই হবে বেঁচে
থাকার বদান্যতা

***

আমার দীনতায়
তোমার মুখরতা।

***

ধানের নাড়ায় পা কেটে গেলে পথিকের
পাতারা কাদে, হারানোর গান দিকে দিকে ছায়ায় ছায়ায়
পথিক খোঁজে পথের দিশা বৃক্ষ খোঁজে মগ্ন নেশা
পথিক এবং বৃক্ষ দু'মেরুর বাসিন্দা।

***

উপরে ভালো লাগা লাইনগুলো উদ্ধৃত করলাম। সবগুলোই ভালো লাগলো, তবে ৩ নম্বরটা একেবারেই সাদামাটা।

ইদের শুভেচ্ছা নিলাম, এবং আপনাকেও দিলাম ;)

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬

সায়েম মুন বলেছেন: কি আর করবো, সব সময় কি লাচ্ছি দেয়া সম্ভব। #:-S
শুভেচ্ছা গ্রহণ করলাম এবং আবারও ফুলের মত বিলিয়ে দিলাম।
কমেন্ট খুব ভাল লেগেছে। ভাল থাকুন কবি।

২০| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

জুন বলেছেন: চারটে কবিতাই মনে দাগ কাটার মত মুন,
তবে শেষেরটা ধানের নাড়ায় কেটে যাবার মত গভীর ।
+

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮

সায়েম মুন বলেছেন: কমেন্ট এ অনেক ভাললাগা আপু।
ভাল থাকবেন। :)

২১| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতায় ধন্যবাদ কবি ।নি‌‌রন্তর শুভকামনা থাকলো।

এখানে দেখি হাইকোর্ট চলেআসছে। :)

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮

সায়েম মুন বলেছেন: আমাকে সাক্ষ্যি মেনে বা রেফারেন্স টেনে কোথাও কোন কমেন্ট না করার জন্য অনুরোধ রইলো। যে জিনিসটা আমি কখনো করি নাই। সেইটা আপনি নির্দিধায় বলে বেড়াচ্ছেন। বাস্তব এবং ভার্সুয়াল দুইটা বিপরীতমূখী জগত। আপনি সেটাকে একীভূত করে ফেলছেন। এটা কখনো সুখের হয় না। আপনার নায়কত্ব কেউ কেড়ে নিবে না। আপনি যদি সত্যি সেটা হয়ে থাকেন। শিশুসুলভ আচরণ করে কখনো নায়ক হওয়া যায় না। এরকম আচরণের সময় কেউ পাশে থাকে না। বরং সবাই ধিক্কার জানায়। শেষকথা, ভার্সুয়াল জগত খুব সরল জায়গা না। আপনি এক প্যাঁচ দিলে বাকীরা চৌঁদ্দ প্যাঁচ দিবে। একজন ছাড়লেও বাকীরা ছেড়ে কথা বলবে না।
ধন্যবাদ।

২২| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

ভিয়েনাস বলেছেন: সব গুলোই ভালো লাগলো। স হজ সুন্দর কবিতা .....

ঈদ কেমন কাটালেন ভাইজান ?

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস ভিয়েনাস।
ঈদ মোটামুটি ভাল কেটেছে এবার। আশা রাখি আপনার খুব ভাল কেটেছে। শুভকামনা নিরন্তর। :)

২৩| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৯

মামুন রশিদ বলেছেন: সবগুলো কবিতা ভাল লেগেছে ।


আপনাকেও লেইট ঈদ শুভেচ্ছা ।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। লেট শুভেচ্ছা। ভাল থাকুন সব সময়।

২৪| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৮

অস্পিসাস প্রেইস বলেছেন:
ভালো লাগলো। ঈদের শুভেচ্ছা।।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬

সায়েম মুন বলেছেন: থ্যাংকস অস্পিসাস প্রেইস।
ঈদের লেট শুভেচ্ছা।

২৫| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
১ আর ৪ বেশি ভাল্লাগছে। :)

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৯

সায়েম মুন বলেছেন: থ্যাংকু কবি। শুভকামনা অনেক।

২৬| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৯

শ্যামল জাহির বলেছেন: লেট শুভেচ্ছা।
ভাল লাগলো সব ক'টিই।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১২

সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।

২৭| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
১ আর ৩ বেশি ভাল্লাগলো।

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভদুপুর।

২৮| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৫১

বৃতি বলেছেন: সবগুলোই চমৎকার লেগেছে । ঈদের লেট শুভেচ্ছা আপনাকেও :)

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বৃতি। শুভেচ্ছা রইলো।

২৯| ২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৩

নস্টালজিক বলেছেন: ভালো লাগসে সায়েম!

প্রথমটা বেশি!


যার এরুপ প্রকাশ কখনো চোখে পড়েনি। -

এই লাইনে এরুপ-টা বদলে অন্য কিছু দেয়া যায় সায়েম?

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪

সায়েম মুন বলেছেন: বদল করা যেতে পারে রানা ভাই। সময় করে বদল করে নিবো।

আশা রাখি ভাল আছেন। শুভকামনা অনেক।

৩০| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৫

শায়মা বলেছেন: বেবিভাইয়া ঈদ মুবারাক!!


কবিতা অনেক অনেক ভালো লেগেছে।:)

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস বিউটি আপি।
লেট ঈদ মুবারক।

৩১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫

মাহী ফ্লোরা বলেছেন: এই প্রথম সে গাছের ডালে ডালে পাখি
তুই হয়ে থাক বৃক্ষ আমি ছায়ায় মিশে থাকি।


বাহ!

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২

সায়েম মুন বলেছেন: থ্যাংকস কবি। আশা রাখি ভাল আছেন। কমেন্টে অনেক ভাললাগা। শুভকামনা সব সময়।

৩২| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪২

অদৃশ্য বলেছেন:





কবি

চমৎকার হয়েছে লিখাগুলো... আগে পরে বলে কোন কথা নেই... ভালোলাগা


শুভকামনা...

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা নিরন্তর।

৩৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০০

আরজু পনি বলেছেন:
৩ নম্বরটা মনে হলো বেশিভালো লাগলো ।

ইদ পরবর্তী শুভেচ্ছা রইল মুন ... ।।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৮

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ আরজুপনি।
শুভেচ্ছা! শুভসকাল!

৩৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে সবগুলো কবিতাতেই ভাল লাগার হাতছানি,,,,,,,,,,,,,কবিতাগুচ্ছ উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭

সায়েম মুন বলেছেন: থ্যাংকস লায়লা। আপনার পাঠে খুব খুশী হলাম। শুভকামনা রইলো।:)

৩৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: আপনাকেও ঈদের লেট শুভেচ্ছা।

প্রথম কবিতাটা ভালো লাগলো।

শুভকামনা রইলো

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯

সায়েম মুন বলেছেন: লেট লেট শুভেচ্ছা কবি।

আশা রাখি ভাল আছেন। শুভকামনা অনেক।

৩৬| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০

ময়নামতি বলেছেন: ভাল লাগা দিয়ে গেলাম।

ধন্যবাদ।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ ময়নামতি। শুভকামনা নিরন্তর।

৩৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

নেক্সাস বলেছেন: যে মায়া বুকে নিয়ে ইউক্যালিপটাস পাতায় পরিপূর্ণ হয়েছিল
সে মায়া ঠেলে সোনালী ধান গোলায় গেছে চলে
সন্ধ্যার বাতাসে তাই পাতাগুলি থির
ধানের নাড়ায় পা কেটে গেলে পথিকের
পাতারা কাদে, হারানোর গান দিকে দিকে ছায়ায় ছায়ায়
পথিক খোঁজে পথের দিশা বৃক্ষ খোঁজে মগ্ন নেশা
পথিক এবং বৃক্ষ দু'মেরুর বাসিন্দা।


আমার কিছু বলার নাই।

ভাবছি আমি পথিক না বৃক্ষ


দারুন কবিতা সায়েম ভাই

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কবি। অনেক শুভকামনা রইলো।

৩৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ফিরতে চাই বাস্তবতার ঘেরাটোপে বাঁধা শয়নে


প্রথমটা আর শেষটা বেশি ভালো লেগেছে... ব্যাস্ততা কাটিয়ে ফিরে আসুন আবার.. শুভকামনা...

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৫

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। আশা রাখি ভাল আছেন। খুব শীঘ্রি নিয়মিত হবো। ভাল থাকবেন। :)

৩৯| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
পথিক এবং বৃক্ষ দু'মেরুর বাসিন্দা।


অনেক দিন পর সায়েম ভাইয়ের লেখা পড়লাম।
মুগ্ধপাঠ। কেমন আছেন?

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার। হ্যা আপনাকে অনেক দিন পর দেখলাম। আশা রাখি ভাল আছেন। আমিও ভাল আছি। শুভকামনা নিরন্তর। :)

৪০| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

বটবৃক্ষ~ বলেছেন: অনেক ভালোলাগা নিয়ে গেলাম!
:) :)

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

সায়েম মুন বলেছেন: অসংখ ধন্যবাদ। আশা রাখি ভাল আছেন। শুভকামনা অনেক।

৪১| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: ১ আর ৩ ভাল লেগেছে বেশি ।
ভাল থাকুন সায়েম ভাই । :)
শুভকামনা রইল ।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭

সায়েম মুন বলেছেন: থ্যাংকস মাহমুদ। শুভকামনা সব সময়। :)

৪২| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

শুভ জন্মদিন কবি !:#P !:#P !:#P !:#P

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

সায়েম মুন বলেছেন: থ্যাংকস শোভন। শুভকামনা অনেক।

৪৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:২৩

আহসান জামান বলেছেন:
শুভ জন্মদিন কবি, ভালো থাকবেন।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। শুভকামনা।

৪৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২

মাহমুদ০০৭ বলেছেন: শুভ জন্মদিন ভাই :)
কাকতাড়ুয়ার মতো গল্প আবার চাই :)

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাহমুদ। আমি যে কিচ্ছু লিখতে পারছি না। তবে ইচ্ছে আছে ভবিষ্যতে অনেক গল্প লিখবো। গল্পটার নাম এভাবে মনে রাখা আমার মত নবিস লেখকের জন্য অনেক আনন্দের। ভাল থাকবেন প্রিয় ব্লগার। :)

৪৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

অদৃশ্য বলেছেন:





কবি ঘটনাটা কি! আপনাকে এতোটা অনিয়মিত হতেতো দেখিনি তেমন... খুব ব্যস্ততা যাচ্ছে বুঝা যায়...

জন্মদিনের শুভেচ্ছা ও
শুভকামনা...

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮

সায়েম মুন বলেছেন: হ্যা প্রিয় কবি। খুব ব্যস্ততা যাচ্ছে। তাও প্রায় শেষের দিকে।

ধন্যবাদ ও শুভকামনা অনেক।

৪৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

বটবৃক্ষ~ বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া!! !:#P !:#P !:#P !:#P !:#P

কেইক খান!!!! :) :)

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০

সায়েম মুন বলেছেন: কেক আগেই কে জানি খেয়ে ফেলছে। :P

থ্যাংকস আ লট। অনেক শুভকামনা বটবৃক্ষ।

৪৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

শায়মা বলেছেন: আরে শুভ জন্মদিন বেবি ভাইয়া!!!!!!!!!!!!!!!!!


আমি জানতে পাইনি কেনো!!!!!!!!!!!!!
স্যরি স্যরি স্যরি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


লাভ ইউ এত্ত এত্ত ভাইয়ামনি পিচ্চু!!!!!!!!!!!

১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

সায়েম মুন বলেছেন: ইটস ওকে বিউটি আপি! জন্মদিনে ব্যস্ত ছিলাম দিনভর। আমারই ঠিক মত মনে ছিল না। তোমার শুভেচ্ছার সঠিক সময়ে জবাব দিতে পারতাম না। তাই বোধয় লেট করে ফেলেছো। :P

থ্যাংকিউ। অনেক ভাল থেকো! আনন্দে থেকো।

৪৮| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

বেঈমান আমি. বলেছেন: শুভ জন্মদিন ব্রো। !:#P

১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

সায়েম মুন বলেছেন: থ্যাংকস ব্রো। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

৪৯| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

অদ্বিতীয়া আমি বলেছেন: আগেই পড়ে গিয়েছিলাম , চার নম্বরটা চমৎকার লেগেছে । কিন্তু আপনার ছবির স্টক কি ফুরিয়ে গেলো !

শুভ জন্মদিন । অনেক শুভকামনা ।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১১

সায়েম মুন বলেছেন: মন্তব্যে ভাললাগা রইলো। স্টক ফুরায়নি। ইচ্ছে করে দিচ্ছি না। ব্লগের অবস্থা নড়বড়ে হওয়ায় আপলোডানো সময় সাপেক্ষ সেই সাথে সময়ও দেয়া কষ্টকর!

ধন্যবাদ ও শুভকামনা অদ্বিতীয়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.