নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। তুমি নাই! তুমি নাই!
বহুদিন হয় দেখা নাই তোর
বহুদিন বুকের ভিতরে ভোর
কুয়াশাচ্ছন্ন নদীর বাঁক
থেকে থেকে শুনি
মায়া হরিণের ডাক।
বহুদিন হয় দেখা নাই তোর
বুকের পাঁজরে রক্তাক্ত দুপুর
বৈশাখের তপ্ত বায়ু
কমলো বুঝি
মোমের আয়ু।
বহুদিন হয় দেখা নাই তোর
চোখের গভীরে সাগর
জলসাঘরে সানাই
থেমে থেমে রব উঠে
তুমি নাই! তুমি নাই!
২। তোমার চোখ
তোমাকে চেনার পর
তোমার চক্ষু চিনিনি কতদিন
দুটি চোখ সব নারীরই থাকে
তোমার মত চোখ
কখনো দেখিনি আগে
খুব চেনাচেনা লাগে
আবার মুহূর্তে
অজানা লাগে।
অথই সাগরে ডুবুরী যেমন
ডুব দিয়ে রহস্য খোঁজে
তোমার চোখে ডুব দিয়ে দেখেছি
এখনো রহস্যে ঘেরা খাদ
তবু বারেবারে কেন
মরিবার সাধ।
৩। অকারণ স্তব্দতা
কারণ ছাড়া গাছের পাতাটিও নড়ে না
আমি অকারণে স্তব্দ হয়ে বসে আছি
মহুয়ার বনে মাদল হাওয়া
আলুথালু ঘাসে উঠোন ছাওয়া
তাই বুঝি স্তব্দ পথিক।
ক্ষণে ক্ষণে কে যায় ঐ পথে
কে আসে পাশে কে দূরে হাসে
কে ভেজায় জলরঙ তুলি
আচর কাটে বনময়
দিগন্ত করে নয় ছয়
তাই বুঝি হারায় খেই পথিক।
৪। একবার বলেছি
একবার বলেছি
আমি তোমাকে ভালবাসি
ছুটন্ত তারার মত
সেই কথাকে ফেরাবো কেমন করে।
তুমি যতই না না করো
বাতাস বইবে
মেঘের গর্জন রইবে
পাখিরা ঠিকই গাইবে
চাঁদ পৃথিবীর মোহে
চারিদিকে ঘুরবেই
তোমার নাতে
নদীও টলবে না
তার স্রোতধারা
উজান থেকে ভাটিতে বইবে।
এত সব সত্য শ্বাশ্বত সৃষ্টির সাথে
মিশে যাওয়া আমার ভালবাসাকে
অটুট রাখতে আমি যুদ্ধ ঘোষণা করবো
প্রয়োজনে ছিন্ন করবো সকল না এর ন।
৫। চৈত্রের খর ভূমি
এদিকে আজ বৃষ্টি হলো
খোলা আকাশের নিচে
কোলাব্যাঙ প্রার্থনারত
ওদের বৃষ্টি দরকার তাই হলো
কিছু পাখি ডাকে থেমে থেমে
ওদের কুঞ্জে মাতাল হাওয়া
ওরা স্নান শেষে খোশগল্পে ব্যস্ত
থেমে থাকা লোকজন
যার যার গন্তব্যে ফিরছে
ওদের ফেরা দরকার
তাই ফিরছে।
এই তুমুল বৃষ্টির মাঝে
তুমিও হয়ত ভিজেছো
এখন দখিনা জানালা খুলে
আনমনে বসে আছো
তোমার এলোচুল বাতাসে উড়ছে।
কান পাতো শার্সিতে
শুনতে কি পাও?
দূরে এক অশান্ত উঠোন
অবিরাম শিলাবৃষ্টি।
যে উঠোন জীবনভর শুধু
তোমার পদরেখা ধারণ করেছে
বৃষ্টির জলে মুছে যাওয়ার ভয়ে
উঠোনটাই আজ আস্ত মানুষ
তোমার পদরেখার বদলে
আজ তোমাকেই আষ্টেপৃষ্টে
আঁকড়ে ধরতে চায়
তুমি না না করেছো বলেই
সে পুরনো বৃষ্টিবিলাস ছেড়ে
চৈত্রের খর ভূমি হতে চায়।
৬। মৃত্যুফাঁদে
ঠিক এই জীবন এই সেই জীবন
অলিতে গলিতে কত জীবন
জীবন ঠেলে ঠেলে কায়ক্লেশে
জীবনের অন্ধগলিতে গেলে
কে কারে রাখে স্মরণ
অন্ধকারকে করে বরণ
এক জীবন।
মৃত্যুফাঁদে আটক ঘুঘু
শিমুল ডালে মাতম তোলে
ভুল নিশানায় ভুল ঠিকানায়
তবু পাখি যায়।
কতদিন কেউ দেখে না চাঁদ
আকাশের পরে সাজিয়েছে রূপ
স্বরূপে সন্নিবেশে তারা
ছবি হয়ে ভাসে
কে জানে কোন তারা কবে খসে যায়
কত আলোকবর্ষ পরে
পৃথিবীর বুকে আলো ফুটে রয়।
দিকে দিকে যত তারা
ভাসে সারি সারি
আকাশ চাঁদে মিলে জোড় মিতালি
ঠিক জীবনের মাঝে এসে হাসে মিটিমিটি
কে আসিলো কে বসিলো কখন সূর্য পাটে
জীবন তবু চলে জীবনের ঘাটে-মৃত্যু ললাটে।
৭। তোমাকে সরাতে গিয়ে
তোমাকে ফেলতে গিয়ে আমি
নিজেকেই ফেলে এসেছি কোথাও
তোমাকে সরাতে গিয়ে
আমার হৃদয়ের একটা কুচি নড়ে গেছে
নড়বড়ে ভীত খোলা ছাউনি নিয়ে
আমি বেদনার আকাশ দেখি
আমার আকাশে নেই কোন পাখি
মেঘের আনাগোনায় ঝড় বয়ে যায়
চরাচরাময় বজ্র নিনাদে ভয় হয়
বড় ভয় হয়।
তোমার মুখটা মুছতে গিয়ে
আমি তোমার হাসি মুছে দিয়েছি
তোমার স্মৃতি তাড়াতে গিয়ে
আমিই বিতাড়িত হয়েছি
সহস্র মাইল দূর থেকে দূরে
নির্জনতার অন্তঃপুরে।
আমি কোথাও আশ্রয় পাইনি
আমার জটরে অন্ন ঢোকেনি পানীয় যায়নি
আমি বন্য হয়ে ছন্নছাড়া জীবনে চলেছি।
ছবিঃ নিজম্ব এ্যালবাম।
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬
সায়েম মুন বলেছেন: অনেক কষ্টের ব্যাপারতো।
অনেক ধন্যবাদ বেঈমান আমি।
২| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
হাসান মাহবুব বলেছেন: তুমি নাই তুমি নাই টুমি নাই বাঁশরী
কত ফাগুন যায় বলো কী করি!
নোভার গান মনে পড়লো।
কবিতাগুলো সুখপাঠ্য।
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
সায়েম মুন বলেছেন: গানটা শুনিনি। শুনতে মঞ্চায়।
থ্যাঙ্কু হামা।
৩| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫
অদৃশ্য বলেছেন:
কবি একসাথে একগাদা দিয়ে দিলেন... সবক'টা ভালো লেগেছে তবে ১,২,৬ ও ৭ নম্বরটা বেশি ভালো লেগেছে... পাঠে আরাম পেয়েছি...
শুভকামনা...
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
সায়েম মুন বলেছেন: অনেক দিন ধরে জমে আছে ড্রাফটে। আজ সাহস করে বের করলাম কবি।
আপনার ভাললাগায় খুব ভাল লাগলো।
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা সব সময়।
৪| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সবগুলোই পড়তে ভালো লাগল। ছন্দবদ্ধ কবিতার মজাই অন্যরকম।
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫১
সায়েম মুন বলেছেন: কিছুটা ছন্দ না থাকলে মনটা উসখুস করে। আপনার ভাললাগায় খুশী হলাম। ধন্যবাদ কাভা। শুভকামনা নিরন্তর।
৫| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮
সোমহেপি বলেছেন: অনেক মার্জিত কবিতা।
এবং অনেক পরিণত মনে হল।
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০০
সায়েম মুন বলেছেন: থ্যাংকু প্রতিদিনহ্যাপী।
ভাল লাগলো আপনার পাঠ মন্তব্য। ভাল থাকবেন।
৬| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! প্রথম দুটা পড়েছি ! এতদিন দিতেন তিনটা করে , এবার এক্কেবারে ৭ টা !
যে দুটো পরেছি , বেশ লেগেছে !
তুমি তুমি তুমি - নাই !
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০২
সায়েম মুন বলেছেন: এখন আর কোন নর্ম মানছি না। যখন যেভাবে পারছি পেশ করছি আরকি।
আশা করি বাকী ৫ টির পাঠ প্রতিক্রিয়া জানাবেন।
শুভকামনা অনেক।
৭| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচচা রইল , লিখুন ।
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৬
সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ নাজমুল। শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
৮| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
সব গুলোই ভাল হয়েছে মুন ভাই।
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ শোভন। সুখকামনা রইলো।
৯| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
শুঁটকি মাছ বলেছেন: ১,২, আর ৭ নম্বরটা বেশী ভাল লাগল।
তোমার মুখটা মুছতে গিয়ে
আমি তোমার হাসি মুছে দিয়েছি
তোমার স্মৃতি তাড়াতে গিয়ে
আমিই বিতাড়িত হয়েছি
সহস্র মাইল দূর থেকে দূরে
নির্জনতার অন্তঃপুরে।
অসাধারণ কথাগুলি!
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩
সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ শুঁটকি মাছ। জীবন ভরে উঠুক অফূরন্ত হাসিগানে।
১০| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
মুনসী১৬১২ বলেছেন: শেষের টা অসাধারণ
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনি বোধয় ফাঁকিবাজ হয়ে গেছেন। আগের মত আর লেখালেখি করা দেখি না। শুভকামনা থাকলো।
১১| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
শুকনোপাতা০০৭ বলেছেন: সব গুলোই খুব সুন্দর হয়েছে কবি...
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা। জীবন ভরপুর হোক হাসি আনন্দে!
১২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২১
জুন বলেছেন: আমি কোথাও আশ্রয় পাইনি
আমার জটরে অন্ন ঢোকেনি পানীয় যায়নি
আমি বন্য হয়ে ছন্নছাড়া জীবনে চলেছি।
কি ব্যাপার মুন কি হয়েছে বলোতো একটু ?
তবে কবিতাগুলো খুব ভালোলাগলো কিন্ত
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
সায়েম মুন বলেছেন: অনেক পুরাতন ঘটনা। তাই স্মরণ করতে পারছি না। আসলে কি ঘটেছিল কোন এক সময়।
ধন্যবাদ আপু। ভাল থাকবেন। লেখায় থাকবেন।
১৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
আমিজমিদার বলেছেন: কবিতার মতই কবিতা।
আপ্নের কবিতার উৎস কি? (নাকি অনুপ্রেরণা কমু?)
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আমিজমিদার।
যা দেখি যা ভাবায় যা হাসায় যা কাদায় যা প্রেমানুভূতির সৃষ্টি করে কিংবা ব্যথা বেদনার অনুভূতি সৃষ্টি করে, কিংবা হারানো প্রেম ভালবাসা শৈশব কৈশোর, সুন্দর প্রকৃতি এসবই লেখার প্রেরণা। এছাড়াও আরও অনেক কারণ আছে। বলে শেষ করা কষ্টকর!
ভাল থাকবেন। শুভসকাল।
১৪| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
মামুন রশিদ বলেছেন: সবগুলোই ভালো লেগেছে । তবে ১, ৬ আর ৭ দুর্দান্ত লেগেছে ।
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার। ভাল থাকবেন।
শুভসকাল।
১৫| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫০
মাহবু১৫৪ বলেছেন: চরম, চরম এবং চরম
++++++++
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭
সায়েম মুন বলেছেন: আপনার কমেন্টেও চরম ভাললাগা!
১৬| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: তুমি নাই খুব দারুণ লাগলো
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা।
১৭| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখেন সুন্দর কবিতা
ভিজিট +
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু। শুভসকাল।
১৮| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কি যে ভাল লাগলো আমার কেমন করে বলি !!! ভী-ষ-ণ সুন্দর লেগেছে
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯
সায়েম মুন বলেছেন: আপনার কমেন্ট এ অনেক ভাললাগা। আশা রাখি দিনকাল খুব ভাল যাচ্ছে। ভাল থাকবেন। সুন্দর জীবন ও সুখ কামনা করছি।
১৯| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
অদ্বিতীয়া আমি বলেছেন: বেশ ভালো লাগলো, প্রত্যেকটা ই সুন্দর ।
২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া। শুভসকাল।
২০| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো প্রতিটি স্লিম ফিগারের কবিতা
২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫
সায়েম মুন বলেছেন: ইদানীং আমার কবিতা বোধয় ডায়েট কন্ট্র্রোল করতেছে।
ধন্যবাদ কবি। শুভসকাল।
২১| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: এখনো রহস্যে ঘেরা খাদ
তবু বারেবারে কেন
মরিবার সাধ। দারুণ লাগলো।
অকারণ স্তব্দতা>স্তব্ধতা।ইচ্ছে করেই লিখেছেন।
২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ইচ্ছে না টাইপো বলা যেতে পারে।
২২| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৭
মিঠু জাকীর বলেছেন: সুন্দর
২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস মিঠু। শুভসন্ধ্যা।
২৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
বাবুল হোসেইন বলেছেন: জলসাঘরে সানাই
থেমে থেমে রব উঠে
তুমি নাই! তুমি নাই!
বেশ লাগলো কবি।
আহা সেইসব নস্টালজিয়া
বেভুল করে দিলেন কবি।
২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
সায়েম মুন বলেছেন: সেই সব নস্টালজিয়া!
ধন্যবাদ কবি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা নিরন্তর।
২৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
বোকামন বলেছেন:
১ এবং ২ পড়লাম ।
বেশ ভালোলাগলো, কবির জন্য শুভকামনা ।।
২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বোকামন। আপনাকে বেশ কিছু দিন পর দেখলাম। আশা রাখি ভাল আছেন। অনেক শুভকামনা।
২৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কবিতা ভালোলেগেছে
শিরোণামে
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪
সায়েম মুন বলেছেন: থেংকু।
উলে উলে উলে। আহারে কাদে না জীবু বাবু।
আপনের আবার উনি কবে চলে গেলেন।
২৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মৃত্যুফাঁদে চমৎকার একটি কবিতা বাকি গুলোও ভালো।
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। আশা রাখি ভাল আছেন। শুভকামনা।
২৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন:
১ বেশী ভাল্লাগসে।
হো বন্ধু তমি কৈ কৈ রে !!
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মুন। আপনার ভাললাগা অনুপ্রাণিত করবে। শুভকামনা সব সময়।
২৮| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২২
আহসান জামান বলেছেন:
বাহ্! চমৎকার পড়তে।
২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভদুপুর।
২৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
মাহমুদ০০৭ বলেছেন: ২। তোমার চোখ
তোমাকে চেনার পর
তোমার চক্ষু চিনিনি কতদিন
দুটি চোখ সব নারীরই থাকে
তোমার মত চোখ
কখনো দেখিনি আগে
খুব চেনাচেনা লাগে
আবার মুহূর্তে
অজানা লাগে।
অথই সাগরে ডুবুরী যেমন
ডুব দিয়ে রহস্য খোঁজে
তোমার চোখে ডুব দিয়ে দেখেছি
এখনো রহস্যে ঘেরা খাদ
তবু বারেবারে কেন
মরিবার সাধ।
[/sb
এইটা যে এত ভাল লাগল বলার বাইরে । ফাইন টিউন ।
ভাল থাকুন প্রিয় সায়েম ভাই ।
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগার কথা জেনে সত্যি ভাল লাগলো। ধন্যবাদ মাহমুদ। শুভদুপুর।
৩০| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
শায়মা বলেছেন: বহুদিন হয় দেখা নাই তোর
বহুদিন বুকের ভিতরে ভোর
কুয়াশাচ্ছন্ন নদীর বাঁক
থেকে থেকে শুনি
মায়া হরিণের ডাক।
মায়া বন বিহারিনী হরিণী
গহন স্বপন সঞ্চারিণী
৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
সায়েম মুন বলেছেন: বাহ! এসেই দেখি রবীন্দ্র সঙ্গীত শুরু করলা।
তোমাকে আগের মত এখানে দেখছি না যে। আশা রাখি ভাল আছো। শুভকামনা থাকলো।
৩১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
অপর্ণা মম্ময় বলেছেন: ১ আর ৫ নাম্বার টা ভালো লাগলো। বিশেষ করে ৫ নাম্বার টা । ১ নাম্বারের শিরোনাম শুনে একটা ব্যান্ডের গান মনে পড়ে গেলো। ব্যান্ডের নাম মনে নেই --
তুমি নাই তুমি নাই তুমি নাই বাশরী
কতো ফাগুন আসে যায় বলো কী করি
---- খুঁজে বের করেন এটা কোন ব্যান্ড!
ভালো আছেন তো ?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫
সায়েম মুন বলেছেন: কি এক মুছিবতে ফেললেন। অনেক ভেবে চিন্তেও কোন কূলকিনারা করতে পারলাম না।
আর ভাললাগা জেনে খুশী হলাম।
ভাল আছি। তবে ভয়ে আছি, আশংকায় আছি চলতে ফিরতে।
আপনি ভাল আছেন আশা রাখি। শুভকামনা সব সময়।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০
বেঈমান আমি. বলেছেন: তুমি ছাড়া আমার আর কেউ নাই