নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। রাহুগ্রাস
কিছুইতো দেখানোর নেই
যা ছিল স্ফূরণ তোড়জোড়
------------------ নাগাড়া
একদিন বাজিয়ে শুনিয়েছি
হাড়কাঁপা শীতে খালি পায়ে
দাপিয়ে বেড়িয়েছি তৃণাঞ্চল।
তখন বলিষ্ঠ ছিল পায়ের গোড়ালী
বুকের রোমে ভাসমান মাদুলী
সিংহাসনে ছিল কলধ্বনি
বিপুল করতালির ভিতর
রণক্ষেত্র কাঁপাতে কাঁপাতে
হারতে হারতে জিতে এসেছিলাম
মরতে মরতে ছিনিয়ে এনেছিলাম
রূপকথার প্রদীপ শিখা।
এখন এই অবেলায় বৈরী বাতাস
ছিন্ন সময়ের শিরে শুধু রাহুগ্রাস।
২। রাত্রি দু'টো
দু'কলম লেখার খায়েসে রাত্রি দু'টো
খেটে খুটে খাবার জোটে না এক মুঠো
গায়ে গতরে শুধু ব্যর্থতার কালি
হজম করি নিত্য প্রহসনের বুলি
দানা বাঁধে দিনে দিনে দৈন্যতার ঘর
ঘর ছেড়ে বার হই ঘর হয় পর
পথে আমি হাঁটি আর একলা বকি
সুসময়ে থাকে কত সুদর্শন সখাসখী
আজ ভাবী কাল হোক কাল ভাবী পরশু
স্বপ্নের সাত ঘরে সাত জনমের শ্মশ্রু
এই কাজ সেই কাজ কত কাজ আছে
গৃহহীনে গৃহ দিলে প্রাণটা তবু বাঁচে
কত জনে কত গৃহ ঈশ্বরই তো দিলেন
কত জনকে সুসংগত পার করিলেন
আমার ঘরটি তুমি দাওনা যত ক্ষুদ্র
সামনে যেন থাকে এক সুনীল সমুদ্র।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শাপলা নেফারতিথী। শুভকামনা অনেক।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১
মামুন রশিদ বলেছেন: খুব ভালো লেগেছে কবি ।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভকামনা।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬
বেঈমান আমি. বলেছেন: পড়লাম
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস ব্রো।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২
সুমন কর বলেছেন: ২টি ভাল লেগেছে।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সুমন। ভাল থাকবেন।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১
সোজা কথা বলেছেন: ভালো লাগল।২ নং টা বেশি ভালো লেগেছে।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সোজা কথা। আপনার মন্তব্য ভাল লেগেছে। শুভকামনা।
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১
শুঁটকি মাছ বলেছেন:
আমার ঘরটি তুমি দাওনা যত ক্ষুদ্র
সামনে যেন থাকে এক সুনীল সমুদ্র।
সুন্দর।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ শুঁটকি মাছ। শুভকামনা ও শুভরাত্রী।
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার সায়েম ভাই !
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। শুভকামনা নিয়ত। শুভরাত্রী।
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: দুইটাই ভালো লাগলো
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা রইলো।
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৮
আহসান জামান বলেছেন:
বৈরীহাওয়া সুষম হোক, ভালো থাকবেন।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। বৈরী হাওয়া প্রায়ই বয়। আশা রাখি ঠিক হয়ে যাবে। শুভকামনা রইলো।
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪১
জগ বলেছেন: জেনে নিন যৌথ বাহিনীর অকথ্য নির্যাতনের অজানা কাহিনী। এবার যৌথ বাহিনী কর্তৃক ১২ বছরের মেয়েসহ একই পরিবারের ৩ জন ধর্ষিত।
স্থানীয় সুত্র জানায় গতকাল সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামে রাতের আধারে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় তাদের সাথে উপস্থিত ছিল আওয়ামীলীগের স্থানীয় ক্যাডার রব্বানি ও তার সহযোগিরা। গ্রামটিতে গিয়ে কাওকে না পেয়ে শেষমেস তারা বারিঘর ভাংচুর করে। স্থানীয় আব্দুল মণ্ডল এর বাড়ীতে তাকে না পেয়ে বাড়ীতে উপস্থিত তার স্ত্রী (৩৫), কন্যা (১২) আর শালিকাকে (২৪) যাচ্ছেতাই গালিগালাজ করে। এসময় চরিত্রহীন রব্বানি তার কন্যাকে নিয়ে বাজে কথা বলতে বলতে এগিয়ে গেলে আব্দুল মণ্ডলের স্ত্রী তাকে বাধা দিলে রব্বানি মেয়েটির জামা ধরে টানাটানি করে। মেয়েটি ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই রব্বানির সহযোগীরা মেয়েটিকে আটকিয়ে ফেলে। এসময় আব্দুল মণ্ডলের শ্যালিকা চিৎকার করে তাদেরকে থামতে বলেন। উপস্থিত র্যাাব, পুলিশদেরকে উদ্যশ্য করে তাদেরকে থামতে বলেন। কিন্তু তারা কোন সারা না দিয়ে চুপচাপ দাড়িয়ে ছিল। প্রতিবেশি প্রত্যক্ষদর্শী জানায় এসময় আব্দুল মণ্ডলের শ্যালিকা চিৎকার করে বলেন, "তোরা ওর গায়ে হাত দিস না। যা করার আমাকে কর।" এসময় একজন র্যাশব সদস্য তার দিকে এগিয়ে যায় ও অশোভন আচরণ করে। পুরো ঘটনার সময় উপস্থিত ছিল অপারেশন টিম এর প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র রায়। কিন্তু তিনি কোন পদক্ষেপ নেন নি। এসময় অন্য এক র্যাথব সদস্য বাড়ির প্রধান গেট আটকিয়ে দেয়। তারা প্রায় ৩ ঘণ্টা উপস্থিত ছিল সেই বাড়ীতে। অবশেষে ভোর চারটার দিকে তারা সেই বাড়ি ত্যাগ করে। স্থানীয় লোকজন ভয়ে সেই বাড়ীতে যেতে পারেনি। পরে একজন প্রতিবেশি গ্রাম্য ডাক্তার এর মাধ্যমে মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রতিবেশিদের কাছ থেকে জানা যায় আব্দুল মণ্ডলের স্ত্রী, কন্যা ও শ্যালিকা তিন জনকেই ধর্ষণ করে রব্বানি ও তার বাহিনীর সদস্যরা। ভিকটিম জানিয়েছে দুজন র্যা ব সদস্যও এ নৃশংস কাজে অংশ নেয়। ভয়ে তারা মামলাও করতে পারেন নি।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
সায়েম মুন বলেছেন: আপনি এই ঘটনাটা অনেক ব্লগারের পোস্টে কপিপেস্ট করেছেন।
আপনার এই খবরের সোর্স কি? স্থানীয় সূত্রটা কে? এত বড় বর্বর ঘটনা কোন পত্রিকায় আসলো না। যদি এসে থাকে আশা রাখি এখানে দিয়ে যাবেন।
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন: ভাল লাগল কবি।
++++++
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। শুভকামনা সব সময়।
১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবি কবিতা সব,,,সব সুন্দর,,,,,,,,,,
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ লায়লা। আপনার পাঠপ্রতিক্রিয়া খুব ভাল লাগলো। শুভকামনা সব সময়।
১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
তখন বলিষ্ঠ ছিল পায়ের গোড়ালী
বুকের রোমে ভাসমান মাদুলী
দারুণ লাগল লাইনদুটি
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। আপনার ভাললাগা অনুপ্রাণিত করবে। শুভকামনা নিরন্তর।
১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৫
লাবনী আক্তার বলেছেন: এখন এই অবেলায় বৈরী বাতাস
ছিন্ন সময়ের শিরে শুধু রাহুগ্রাস
ভালো লাগল ভাইয়া।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ লাবনী। শুভকামনা অনেক।
১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০
অপর্ণা মম্ময় বলেছেন: রাহুগ্রাস টা ভালো লাগলো বেশি।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপর্ণা। আশা রাখি ভাল আছেন। শুভকামনা নিয়ত।
১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথমটা বেশী ভালো লাগলো!
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা নিরন্তর।
১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯
হাসান মাহবুব বলেছেন: প্রথমটা বেশ ভালো লেগেছে। দ্বিতিয় লাইনে নাগাড়া লেখার াগে এতগুলা ------------ এর মানে কী?
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হামা। নাগাড়া শব্দটা ঐ লাইনের শেষপ্রান্তে দেয়ার জন্য এরকম করা। ব্লগে তো ওভাবে দেয়ার কোন স্কোপ নেই, তাই। শুভকামনা রইলো।
১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২
বোধহীন স্বপ্ন বলেছেন: আসলেই প্রথমটা বেশি ভালো হয়েছে। পরেরটাতে ছন্দ মেলাতে গিয়েই একটু যেন সৌন্দর্য হারিয়েছে বলে মনে হয়। ছবিটা সুদর।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বোধহীন স্বপ্ন। আপনার ভাললাগা জেনে অনেক ভাল লাগলো। শুভকামনা।
১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রাহুগ্রাস
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
সায়েম মুন বলেছেন: খসখসে কমেন্ট
২০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লাইক দিতে পারি নাই, তাই একটা হাসি দিয়ে গেলাম
আর কবিতা প্রথমটা বেশি ভাল্লাগছে, ২য়টা না।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
সায়েম মুন বলেছেন: তাও আবার বাঁকা হাসি। আবার আসবেন কিন্তু
ছন্দ কবিতা এখন আর মানুষ ভালুবাসেনা। আবসোস।
২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৯
এহসান সাবির বলেছেন: দারুন কবিতা পড়লাম......!!
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সাবির। শুভরাত্রী।
২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৮
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো লাগছে ।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস মাননীয় মন্ত্রী মহোদয়। শুভদুপুর।
২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪২
ফ্রাস্ট্রেটেড বলেছেন: ভালো লাগসে, ছন্দে আনন্দ।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভদুপুর।
২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫০
নস্টালজিক বলেছেন: রাহুগ্রাস-টা ভালো লাগসে, বেশ ভালো লাগসে।
গুড ওয়ান, সায়েম!
শুভেচ্ছা নিরন্তর!
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রানা ভাই। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।
২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
নাজিম-উদ-দৌলা বলেছেন:
আপনাকে অনুসরনে নিচ্ছি ভ্রাতা। চমৎকার লেখনি আপনার।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নাজিম। খুব ভাল লাগলো জেনে। ভাল থাকবেন। নিরন্তর শুভকামনা।
২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
অদৃশ্য বলেছেন:
দু'টি লিখা পড়বার পর মনে হলো ২য়টি না থাকলে এই আবহাওয়াটা আরও অনেক সুন্দর হতো... ভারী হতো
প্রথম লিখাটি নিয়ে যা বলতে মন চাইছে তা হলো... এমন লিখা একক ভাবে এলেই সবথেকে ভালো হয়... পাঠক লিখাটিতে পূর্ণ মনযোগ দিতে পারেন... একান্ত নিজের করে ভাবতে পারেন... ''রাহুগ্রাস'' তেমনই একটি লিখা... অপুর্ব লিখা...
কবির জন্য
শুভকামনা...
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। খুব কাছাকাছি সময়ে লেখা। এবং থিমটাও কাছাকাছি হওয়াতে এখানে এক সাথে দেয়া।
শুভকমনা সর্বদা।
২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শেষ টা ছুয়ে গেল।
২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা অনেক।
২৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালো লাগা
২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ পথিক। শুভসন্ধ্যা।
২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
জুন বলেছেন: হারতে হারতে জিতে এসেছিলাম
মরতে মরতে ছিনিয়ে এনেছিলাম
রূপকথার প্রদীপ শিখা।
অনেক ভালোলাগা মুন। কথাগুলো আমাদের অনেকের আজ মনের গোপনে বেজে চলে অবিরাম। জপে যাই তজবীর মত করে অনুক্ষন।
+
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১
সায়েম মুন বলেছেন: ঠিক তাই আপু। বয়স যত বাড়ে রূঢ়বাস্তবতা আরও বাড়ে।
সুন্দর মন্তব্যে ভাললাগা। শুভকামনা রইলো।
৩০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
মশিকুর বলেছেন:
রাহুগ্রাস শব্দটা ভালো লেগেছে। আর কবিতা বেশী ভালো লেগেছে দ্বিতীয়টা।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১
সায়েম মুন বলেছেন: আপনার নিবিড় পাঠ উৎসাহ জোগাবে। অনেক শুভকামনা রইলো। শুভরাত্রী।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩
শাপলা নেফারতিথী বলেছেন: এখন এই অবেলায় বৈরী বাতাস
ছিন্ন সময়ের শিরে শুধু রাহুগ্রাস।
ভালো লাগছে..