নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। আজ
আমার হাত থেকে উঠে আসে
শ্মশানের দুর্গন্ধ
আমার বুক থেকে উঠে আসে
ঋজু নিঃশ্বাস
আমি মধ্যরাতে
অগুণিত লাশের ভিড়ে
উঠে আসা কিম্ভূতকিমাকার
পাষন্ড জান্তব
আমি জন্মান্তরের ভ্রুণ
আমার বুক থেকে উঠে আসে
নরপিশাচের হাসি।
ঘুনেধরা সমাজের মাঝে
থাকতে চাই না
তবু মাঝরাতে উঠতে হয়
বিষাক্ত নখ দন্তে।
আমি ব্যাভিচারকে আজ
গণতন্ত্র বলছি
ধর্ষিতাকে বলছি দেশ
জানোয়ার শৃগালকে বলছি
আমার প্রবাদ পুরুষ।
২। উপহাস
ঘুমিয়ে পড়ো রিনা
মাঝরাতে আর জেগো না
অনিদ্রা নিয়ে আমি
কালপুরুষের রূপ দেখি
রাত বিভাজন করি করপুটে।
আজ উড়ন্ত চিঠি এসেছিল
খুলতে গিয়ে এক পশলা বৃষ্টি
এখন পুবালী বাতাস
স্বপ্নে আজ কাকে দেখলে তুমি
শুধুই কি আমার উপহাস!
৩। নীড়
নদীটা উল্টে গিয়ে দেখো
হয়েছে গিরিখাদ
পাহাড়টা হাত উচিয়ে
ধরতে চায় মেঘছাদ
নীল আকাশের চক্ষু সমুদ্র
সিগালরা বার্তাবাহক
বৃষ্টি নামবে বুঝি এখন
সাথে নিও বর্ষাতি
আমিতো নিয়েছি
শীতের নকশীকাঁথা
ওম কিছুটা কম
ভেবো না একটুও তুমি
নাহয় সূর্যিটা দিবে দম।
চলো না বসে পড়ি চূঁড়ায়
পাহাড়টা বৃষ্টি যেন কুড়ায়
ঐযে দূরে সবুজ
মাঠটা বহুভূজ
নীড় পাতবো সেখানে
অর্বাচীন দুজনে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ। ঠিক কোন কবিতা বা কোন অংশটা ভাল লাগেনি বলে যাবেন? কিংবা ভাল না লাগার এক দুইটা পয়েন্ট বলে গেলে ভাল হতো। ভাল থাকবেন।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫
সুমন কর বলেছেন: আজ ও উপহাস বেশী ভাল লাগল।
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সুমন। শুভকামনা রইলো।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫
বেঈমান আমি. বলেছেন: সুন্দর কবিতা।
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ব্রো। শুভকামনা অনেক।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০
স্বপ্নবাজ অভি বলেছেন: ইফতি ভাইয়ের বাঁশি বাজানো শুনতে শুনতে আপনার কবিতা পাঠ করছিলাম , অন্য রকম আবহ !
প্রথম টা বেশী ভালো লেগেছে !
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ অভি। আপনার পাঠের বিবরণ শুনে খুব ভাল লাগলো। শুভকামনা রইলো।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৩
মামুন রশিদ বলেছেন: তিনটেই সুন্দর । তবে শেষেরটা অনেক বেশি রোমান্টিক
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভকামনা নিরন্তর।
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭
শায়মা বলেছেন: ভাইয়া ফার্স্ট কবিতাটা পড়ে একটা কথা মনে পড়লো।
যদিও তোমার কবিতাটা সিরিয়াস তবে তোমাকে মনে পড়া কথাটা কানে কানে বলবো।
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮
সায়েম মুন বলেছেন: আচ্ছা বইলো কিন্তু। নাইলে মাইন্ডাবো।
ধন্যবাদ বিউটি আপি। ভাল থেকো সব সময়।
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
শুঁটকি মাছ বলেছেন: আমি ব্যাভিচারকে আজ
গণতন্ত্র বলছি
ধর্ষিতাকে বলছি দেশ
জানোয়ার শৃগালকে বলছি
আমার প্রবাদ পুরুষ।
প্রথমটা সব থেকে সুন্দর!!!!!!!!
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ শুঁটকি মাছ। শুভরাত্রী।
আপনার মুরগীর গল্পখানা ম্যালাদিন মনে থাকবে।
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
সোজা কথা বলেছেন: ৩ নং টা খুব ভালো লেগেছে।অন্যগুলাও সুন্দর।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সোজা কথা। শুভরাত্রী।
৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২
মাহমুদ০০৭ বলেছেন: রিনার নাম মনে হয় আরো একবার দেখছিলাম !
২ নং টা ভাল লাগছে
৩ নং টা না ।
১ নংটার শেষ ৪ লাইনের আগে র চার লাইন বেশি সাধারণ লাগছে ।
ভাল থাকুন কবি ।
শুভেচ্ছা রইল ।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬
সায়েম মুন বলেছেন: রিনার নাম আরও কয়েকটা কবিতায় আছে। একটা গল্পেও আছে।
মনোযোগী পাঠে অনেক ভাললাগা। ভাল থাকবেন মাহমুদ। শুভরাত্রী।
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লেগেছে। প্রথমটা আর শেষটা বেশি ভালো লাগল।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কাভা। পাঠ মন্তব্যে অনেক ভাললাগা। শুভকামনা রইলো। শুভরাত্রী।
১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪
হাসান মাহবুব বলেছেন: ৩টাই চমৎকার।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস হামা। শুভদুপুর।
১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০২
এহসান সাবির বলেছেন: আমার কাছে তো সবই ভালো লেগেছে।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা জেনে খুব ভাল লাগলো। অনেক ধন্যবাদ এহসান। শুভরাত্রী।
১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগছে
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাসুম। শুভকামনা এবং শুভরাত্রী।
১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সবগুলো সুন্দর।
উপহাস টা দূর্দান্ত।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার ভাললাগা উৎসাহ জোগাবে। শুভকামনা রইলো।
১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫
মশিকুর বলেছেন:
প্রথমটা পড়ার পর পরের দুইটা মজা লাগার মুড চলে গেছে। প্রথমটার জন্য ++++++
***************************
পোস্ট করেছেনঃ ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
১. ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০
পাঠক১৯৭১ বলেছেন: ভালো লাগেনি
একমিনিটে পড়ে গুনাগুন বিবেচনা করে আবার মন্তব্য করে ফেলেছেন!!!!!!
ওনার মগজ চাচা চৌধুরীর ব্রেনের চেয়েও প্রখর!!!!
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
সায়েম মুন বলেছেন: তাহলে তো উল্টোক্রমে কবিতা দেয়া দরকার ছিল।
প্রথমটা অবশ্য পরের দুইটার সাথে যায় না। খুব কাছাকাছি সময়ে লেখা বলে এক সাথে দেয়া।
ধন্যবাদ মশিকুর। আপনার মনোযোগী পাঠে খুব খুশী হলাম। শুভকামনা রইলো।
উনার ব্যাপারটা আমি ঐভাবে খেয়াল করিনি। এক মিনিট সময়ে তিনটে কবিতার ব্যবচ্ছেদ করে ফেলেছেন!
১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫
অদৃশ্য বলেছেন:
চমৎকার হয়েছে কবি...
শুভকামনা...
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভদুপুর।
১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রথম কবিতাটা আরেকটু বড় হতে পারতো। কেননা যে মেজাজে কবিতাটা শুরু হয়েছে ঠিক সেখানেই থেমে আছে, আশাকরছিলাম আরেকটু ধাক্কা দিয়ে যাবেন।
যদি তিনটা কবিতা পাঠ্যসুখ নিয়ে কথা বলি তবে আমি ১নং-কেই এগিয়ে রাখবো।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭
সায়েম মুন বলেছেন: এরপর আর কিছু বলার মত নাই যে। তাছাড়া ভাবনাও ঐ পর্যন্ত
এক বস্তা ধইন্যাপাতা লন।
১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
তাসজিদ বলেছেন: প্রথমটাই সেরা মনে হয়েছে।
+++++++++++++++++++++
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ তাসজিদ। শুভকামনা।
১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১
বোকামন বলেছেন:
তিনটি কবিতাই দুর্দান্ত হয়েছে ! ঠিক যে ধরনের শব্দচয়ন কবিতাকে কবিতা করে তুলে তেমনটাই পেলাম প্রতিটাতেই ।
নীড় : তৃপ্তপাঠ, অসাধারণ ...।
প্রথমটার মর্মবেদনা ছুঁয়ে যাচ্ছিলো ...
শান্তি চাই কবি শান্তি চাই ....।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বোকামন। অনেক দিন পর এখানে দেখে ভাল লাগলো। আশা রাখি ভাল আছেন। শুভকামনা নিরন্তর।
২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
উদাসী স্বপ্ন বলেছেন: কবিতাগুলো বেশ তরতজা যদিও কিছু কিছু লাইনে ঠিক স হমত না। তাতে কি? মতপার্থক্য থাকবেই। তাই বলে শিল্প থেমে থাকে না
লিখতে থাকুন
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
সায়েম মুন বলেছেন: মতপার্থক্য নিয়েই তো মানুষ। শিল্পর শ ও হয় কিনা জানি না। তবে চেষ্ঠা চালাতে দোষ কি
ধন্যবাদ উদা। ভাল থাকবেন।
২১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
আহসান জামান বলেছেন:
সুন্দর। ভালো থাকবেন।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভদুপুর।
২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫
জুন বলেছেন: তিনটি কবিতাই দুর্দান্ত হয়েছে মুন, তবে প্রথম কবিতা আজ মনকে ছুয়ে গেছে গভীর ভাবে।
আমি ব্যাভিচারকে আজ
গণতন্ত্র বলছি
ধর্ষিতাকে বলছি দেশ
জানোয়ার শৃগালকে বলছি
আমার প্রবাদ পুরুষ।
+
২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।
২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার তিনটি কবিতাই ভাল লেগেছে।
আজ বেশি ভাল লাগলো ।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
২৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৯
হানিফ রাশেদীন বলেছেন: ৩ টাই ভালো লাগলো অনেক। উপন্থাপনায় বেশ পরিমিত বোধ। অনেক ভালো লাগলো।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ হানিফ ভাই। আপনার কমেন্টে ভাললাগা। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।
২৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১
ময়নামতি বলেছেন: ভাল লাগা কবিতা। ++++
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ময়নামতি। শুভ নববর্ষ।
২৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১
এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাই!
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ এহসান। শুভ নববর্ষ।
২৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার সবগুলোই ভালো লেগেছে,,,,,,,,,,দারুন উপস্থাপন কৌশল
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রাত্রীর অলংকার। শুভকামনা অনেক।
২৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
শাহেদ খান বলেছেন: ১ থেকে ৩ - আঁধার থেকে আস্তে আস্তে আলো'র দিকে আসা। মনে হল, ভোর হচ্ছে।
ভোর হোক।
শুভেচ্ছা, সায়েম ভাই !
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ শাহেদ। আশা রাখি ভাল আছেন। শুভকামনা নিয়ত।
২৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪
লেখোয়াড় বলেছেন:
সবাই বলেছে ৩ কবিতাই ভাল হয়েছে।
আমিও বললাম-......... কবিতায় ভাললাগা।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভকামনা সব সময়।
৩০| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১
রহস্যময়ী কন্যা বলেছেন: ঘুনেধরা সমাজের মাঝে
থাকতে চাই না
তবু মাঝরাতে উঠতে হয়
বিষাক্ত নখ দন্তে।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রহস্যময়ী কন্যা। ভাল থাকবেন।
৩১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯
সকাল রয় বলেছেন:
প্রথমটা বেশা লাগলো।
কবিতায় মাঝে মাঝে স্বাদ বদলাতে হয়।
অগুণিত লাশের ভিড়ে
উঠে আসা কিম্ভূতকিমাকার
পাষন্ড জান্তব
কথাগুলোই কবির মুন্সীয়ানা।
...................................
দারুন সব শব্দময় কবিতার জন্য অনেক অনেক ধন্যবাদ।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।
৩২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭
আরজু পনি বলেছেন:
প্রথমটা অনেক বেশি ধারালো লাগলো পড়তে ।
বাকী গুলোও বেশ ।
শুভেচ্ছা রইল সায়েম ।।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরজুপনি। আশা রাখি নতুন বছর ভাল যাচ্ছে। আন্তরিক শুভকামনা ও শুভেচ্ছা রইলো।
৩৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১
ফয়সাল মাহাদী বলেছেন: আমি ব্যাভিচারকে আজ
গণতন্ত্র বলছি
ধর্ষিতাকে বলছি দেশ
জানোয়ার শৃগালকে বলছি
আমার প্রবাদ পুরুষ।
১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ফয়সাল। শুভসকাল।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০
পাঠক১৯৭১ বলেছেন: ভালো লাগেনি