নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। জলজ পথ
পা ধূয়ে নাও রিনা
দেখো দিগন্তে আজ নতুন সূর্য
ন্যুব্জ হয়ে সুকোমল পা দু'খানি
ভেজাও শিশিরে।
একটু পরেই নামবে
রোদের স্রোত
কর্মমূখরতার মাঝে গুটিয়ে যাবে
আঙুল চিনবে না আঙুল
হাত চিনবে না হাত
এমনকি তুমি নিজেই
নিজেকে চিনবে না ।
আমিতো অনেক দূরের প্রবাসী
আমি রাতের শিকড়ে লিখে রাখা
ঝিঁঝি পোকার বিষাদ এলিজি
পা ধোও রিনা
পাঠ করি তোমার
গোপন জলজ পথ পরিধি।
২। হাসি কান্নার অনুরণন
তুমি কোন শব্দ বাক্য নও
যে চাইলে লিখতে পারি
তোমাকে দেখতে দেখতে
জনম যাবে আমার
তারপর অন্য গোলার্ধে
চোখ মেলে দেখবো চাঁদ
জোছনা তুমি জমিন আমি।
তুমি মানে উত্তর মেরু
তুমি মানে দক্ষিণ মেরু
তুমি শীতল সুমিষ্ঠ ঝর্ণাধারা
অত:পর আচমকা মরুভূমি
মাঝে মাঝে মরুদ্যান
বিরানভূমিতে থির
ক্যাকটাস আমি।
তুমি উড়ন্ত ম্যাকাও
ব্রাজিলের বনভূমি আমি
তুমি বিরল রঙের পাখা
আমি সাত সজ্জায় ঢাকা।
তুমি সকালের প্রশস্ত বারান্দা
বারান্দার মেঝেতে রোদের খেলা
তুমি দুপুর সূর্য মাঘের রোদ
বিকেলের শঙ্খ নদী, তীরের বালি
হিয়ার করতলে ঝিকিমিকি অভ্র সারি।
তুমি মানে এক জীবন
ক্ষুধা দারিদ্রে শাপমোচন
তুমি মানে দুই জীবন
হাসি কান্নার অনুরণন।
৩। যা কিছু সৃষ্টি
চাইলে যে বৃষ্টি নামাতে পারে
তার নাম মেঘদূত
চাইলে যে মৃত্যুকে বাজী ধরতে জানে
সে যমদূত
আমি বাজী ধরলেই
যেতে পারি না অসীমে
আমি চাইলেই যেতে পারি না
তোমার উঠোনে
আমি ফিরে ফিরে যাই অতীতে
ডুবুরীর মত তুলে আনি সিন্ধুক।
ছাই ভস্ম গোলাপ কামিনী
দুপুর রোদ নিকষ যামিনী
পথ থেকে পথ
রথ থেকে রঙ
নানান ঢঙে সেজেছিলে তখন
তুমি চাইলেই আমি হাত বাড়িয়ে দিতাম
অমনি এক লাল রঙা পাখি
অমনি আকাশের বুকে
তোমার নাম ধরে ডাকাডাকি।
তুমি চাইলে আমার মেঘলা আকাশ
তুমি চাইলেই মেঘ বৃষ্টি রামধনু
যা কিছু সৃষ্টি তোমার দৃষ্টি
তোমার ইশারায়।
তুমি হাত গুটিয়ে বসে আছো কেন
প্রসারিত করো অঞ্জলি
দেখো এখনি সাঁতরে যাবে
ঝাকে ঝাকে মৎস্য রূপালী।
৪। কথার খই
কথা কম কাজ বেশী
তাই বলে কি থেমে থাকে
রাত প্রহরীর বাঁশী
হাবেভাবে তো কত কিছু বলা যায়
তবু দিনে রাতে চলছে কথা
কথা দিয়ে মন গড়ার
কথা দিয়ে মন ভাঙ্গার
কথা দিয়ে কথা কাটানো
কথা দিয়ে হুল
কথা দিয়ে ফুল ফোটানো
কেউ সহজ বলছে
কেউ পেচিয়ে বলছে
কেউ না বলে হাপুস হুপুস খাচ্ছে।
আমরা আম আদমী
বলি আর না বলি
সংগোপনে চলি
দুটো পেলে খুশী
চারটে পেলে
বগল বাজিয়ে হাসি।
গেল বার অনেক কথা বলেছেন
চামার চন্ডাল ভেবে
দু'গালে কষেছেন
এবার আর সইতে পারবো না
কথার তুলোধূনায় শীত কাটবে না
এবার চেয়ে চিন্তে আছি
বাসি কথা রেখে
নগদ কারবারে বাঁচি।
ছবিঃ উনার এ্যালবাম। (স্বপ্নপুরী, দিনাজপুর)
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯
সায়েম মুন বলেছেন: হুম প্রিয় ব্লগার। কোবতে লিখতে তো জল আলো বাতাস লাগে। এগুলো ছাড়া কোবতের চাষাবাদ কেমনে করবে এই অধমের মত চাষী। উন্নত চাষী হলে নাহলে উন্নত প্রযুক্তি আবিস্কার করে ফেলা যাবে।
খুব কাছাকাছি সময়ে লেখা হলে এক সাথে দিয়ে দেই। কয়েক দিন পোস্ট দেয়া অফ রাখার জন্য।
আপনার পছন্দ না হওয়ায় ছবিটা পরিবর্তন করলাম। এটাও অপছন্দ হয় কিনা!
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা লেখোয়াড়।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮
মামুন রশিদ বলেছেন: পা ধোও রিনা
পাঠ করি তোমার
গোপন জলজ পথ পরিধি।
অদ্ভুত সুন্দর!
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আশা রাখি ভাল আছেন। শুভকামনা নিরন্তর।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
অরুদ্ধ সকাল বলেছেন:
তুমি কোন শব্দ বাক্য নও
.....................................
জোছনা তুমি জমিন আমি।
......................................
বেশ লাগল
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভকামনা রইলো।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০
এহসান সাবির বলেছেন: তোমাকে দেখতে দেখতে
জনম যাবে আমার...
তুমি চাইলেই আমি হাত বাড়িয়ে দিতাম
অমনি এক লাল রঙা পাখি
অমনি আকাশের বুকে
তোমার নাম ধরে ডাকাডাকি....
অবশ্যই ভালোলাগা কবিতা গুলোতে...
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ এহসান। আশা রাখি ভাল আছেন। শুভকামনা, শুভ নববর্ষ ও শুভরাত্রী।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: আমরা আম আদমী
বলি আর না বলি
সংগোপনে চলি
দুটো পেলে খুশী
চারটে পেলে
বগল বাজিয়ে হাসি।
সব কয়টাই ভালো লেগেছে সায়েম ভাই !
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। কমেন্টে অনেক ভাললাগা। শুভকামনা রইলো। শুভরাত্রী।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: তুমি মানে এক জীবন
ক্ষুধা দারিদ্রে শাপমোচন
তুমি মানে দুই জীবন
হাসি কান্নার অনুরণন.....................ভীষণ ভালো লাগা !
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। হাসি গানে কবিতায় থাকুন। শুভকামনা ও শুভরাত্রী।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯
মাহমুদ০০৭ বলেছেন: আজ পর্যন্ত শালার আমারে কেউ কিছু ধুইতে কইল না !
হেই মাহমুদ ! পা ধো ও হাত ধো ও
আহারে ! আবারো রিনা আইল । নামটারে দেখি ট্রেডমার্ক বানাই ফেলতাছেন ।
১ মটাই বেশি ভাল লাগল । এবং ৩ নং এর এই অংশটা
চাইলে যে বৃষ্টি নামাতে পারে
তার নাম মেঘদূত
চাইলে যে মৃত্যুকে বাজী ধরতে জানে
সে যমদূত
আমি বাজী ধরলেই
যেতে পারি না অসীমে
আমি চাইলেই যেতে পারি না
তোমার উঠোনে।
ভাল থাকুন সায়েম ভাই
শুভকামনা ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১
সায়েম মুন বলেছেন: একদিন দেখবেন ঠিকই তাড়াতাড়ি হাত ধূয়ে গরমাগরম খাবার খেতে বলবে। তখন অতি বারাবারিতে ত্যক্ত বিরক্ত হয়ে যাবেন।
রিনা নামটারে আর ছাড়তে পারছি না।
ধন্যবাদ মাহমুদ। আবার নিবিড় পাঠে খুশী হলাম। ভাল থাকবেন। শুভরাত্রী।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
১ আর ৩ নংটা অনবদ্য। ভাল থাকবেন সায়েম ভাই।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। আশা রাখি ভাল আছেন। শুভকামনা ও শুভরাত্রী।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৯
রাইসুল নয়ন বলেছেন:
সালাম,কবি!!
মুগ্ধপাঠ!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভরাত্রী।
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
সুমন কর বলেছেন: ২টা অল্প, বাকিগুলো অনেক ভাল লাগল।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ সুমন। শুভকামনা সব সময়।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪০
একজন আরমান বলেছেন:
তুমি সকালের প্রশস্ত বারান্দা
বারান্দার মেঝেতে রোদের খেলা
তুমি দুপুর সূর্য মাঘের রোদ
বিকেলের শঙ্খ নদী, তীরের বালি
হিয়ার করতলে ঝিকিমিকি অভ্র সারি।
বেশ লেগেছে সায়েম ভাই।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরমান। মন্তব্যে ভাললাগা। শুভকামনা রইলো।
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০
সোজা কথা বলেছেন: সবগুলাই পড়তে ভালো লাগল।তবে ২নং টা খুব ভালো লেগেছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সোজা কথা। শুভকামনা নিয়ত।
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:২৩
শুঁটকি মাছ বলেছেন: ৩ নম্বরটা বেজায় পছন্দ হয়েছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শুঁটকি মাছ। আশা রাখি ভাল আছেন। শুভকামনা অবিরাম।
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩০
শাকিল ১৭০৫ বলেছেন: ভাল্লাগলো অনেক
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শাকিল। শুভকামনা অনেক।
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৯
বৃতি বলেছেন: তুমি কোন শব্দ বাক্য নও
যে চাইলে লিখতে পারি
তোমাকে দেখতে দেখতে
জনম যাবে আমার
তারপর অন্য গোলার্ধে
চোখ মেলে দেখবো চাঁদ
জোছনা তুমি জমিন আমি।
খুব সুন্দর কবিতাগুলো
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার পাঠে ভাললাগা। ভাল থাকবেন।
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:১৭
এম এ কাশেম বলেছেন: দারুণ কবি..................
এত ভাল লাগলো
শুধুই মুগ্ধ..........।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২
সায়েম মুন বলেছেন: আপনার মুগ্ধতায় অনেক ভাললাগা। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩০
মাসুম আহমদ ১৪ বলেছেন: জলজ পথটা সুন্দর, কথার খই ইন্টারেস্টিং
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। নব বর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: তুমি মানে এক জীবন
ক্ষুধা দারিদ্রে শাপমোচন
তুমি মানে দুই জীবন
হাসি কান্নার অনুরণন।
লাইন কয়টা বেশি ভাল লাগলো ২য় +
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা।
১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭
সায়েদা সোহেলী বলেছেন: খুব বেশি ভালো লিখে ফেলেছেন !!
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সোহেলী। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭
বটবৃক্ষ~ বলেছেন:
চমতকার!!
দারুন!!
অসাধারণ!!!
ছবিঃ উনার এ্যালবাম।
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস বটবৃক্ষ! শুভকামনা।
ছবিতো ধার করা। উনি মানে তিনির কাছ থেকে নেয়া
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৪
রিমঝিম বর্ষা বলেছেন:
রিনা কেডা ?
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১
সায়েম মুন বলেছেন: কোবতে কেমন লাগলো বললা না খালি রিনার নামডাই চোখে পড়লো।
২২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার স্লিম কবিতা বরাবরই রুপসী
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৩
সায়েম মুন বলেছেন: নিয়মিত ডায়েট কন্ট্রোল করাতে করাতে সাইজ জিরো হচ্ছে
ধন্যবাদ কবি। শুভরাত্রী।
২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮
মশিকুর বলেছেন:
ছোট বাক্যে অনুভূতির প্রকাশ। মুগ্ধপাঠ!!
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মশিকুর। শুভকামনা রইলো।
২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর! আর রিনা সিরিজের কবিতাগুলো অন্যরকম ভালো হয়।
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮
সায়েম মুন বলেছেন: রিনাকে নিয়ে মাঝেমাঝে লিখতে ইচ্ছে করে। রিনাকে ডিস্টার্ব করার জন্য পাবলিক ধাওয়া করলে লেজ তুলে দৌঁড়ানো ছাড়া উপায় থাকবে না।
ধন্যবাদ হামা। শুভরাত্রী।
২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১
ভিয়েনাস বলেছেন: হাসি কান্ণার অনুরণনে অনে ভালো লাগা...
আমার ৪নং টা বেশি ভালো লাগলো ছান্দনিকতার কারনে
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস। আপনাকে অনেক দিন পর দেখলাম। আশা রাখি ভাল আছেন। শুভকমনা অনেক।
২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫
আহসান জামান বলেছেন:
"আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: আপনার স্লিম কবিতা বরাবরই রুপসী " -- ২২ নং মন্তব্য।
আমিও একমত।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯
সায়েম মুন বলেছেন: মন্তব্যে ভাললাগা।
ধন্যবাদ কবি।
ভাল থাকবেন।
২৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২
শায়মা বলেছেন: নাহ এবার কবিতার বই চাই ই চাই!!!!!!!!!!!!!!!
সায়েম পিচ্চুভাইয়া!!!!!!!!!
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪
সায়েম মুন বলেছেন: আমার কবিতার বই কে কিনবে! তুমিই তো কিনবা না। আচ্ছা দেখি ২০২০ এ বের করা যায় কিনা।
থেংকু। ভাল থেকো বিউটি আপি।
২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬
নীল কষ্ট বলেছেন: Eksathe eto kobita likhen keno? Why??
Porte kosto hoy!!
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩
সায়েম মুন বলেছেন: আমি এক সাথে লিখি না। কয়েক দিনের লেখা এক পোস্টে দেই।
আপনি তো সেই কবে থেকে লাপাত্তা। পড়াশুনার টাইম কোথায়।
ভাল আছেন তো? আশা রাখি ভাল আছেন। ভাল থাকবেন।
২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০
আমি ময়ূরাক্ষী বলেছেন: চাইলে যে বৃষ্টি নামাতে পারে
তার নাম মেঘদূত
চাইলে যে মৃত্যুকে বাজী ধরতে জানে
সে যমদূত
আমি বাজী ধরলেই
যেতে পারি না অসীমে
আমি চাইলেই যেতে পারি না
তোমার উঠোনে।
সব চাওয়া পূর্ণ না হবার নামই জীবন।
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
সায়েম মুন বলেছেন: ভাল বলেছেন। ধন্যবাদ ময়ূরাক্ষী। শুভদুপুর।
৩০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫
জুন বলেছেন: পা ধূয়ে নাও রিনা
দেখো দিগন্তে আজ নতুন সূর্য
ন্যুব্জ হয়ে সুকোমল পা দু'খানি
ভেজাও শিশিরে।
অপুর্ব লাগলো মুন
+
অটঃ তা এই রিনাটা কেঠা আমগো ভাবীজি নাকি
আর উনার এলবাম লিখছো এই উনিটা কেঠা
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আপু।
অট. এই রিনাটা মিনার ছোট বোন।
আর উনি তিনিটা আমার উনি।
৩১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫
একলা ফড়িং বলেছেন: প্রথম তিনটা বেশি ভালো লেগেছে!
একটু পরেই নামবে
রোদের স্রোত
কর্মমূখরতার মাঝে গুটিয়ে যাবে
আঙুল চিনবে না আঙুল
হাত চিনবে না হাত!
চমৎকার
১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ একলা ফড়িং। শুভশীতবিকেল।
৩২| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২
বেঈমান আমি. বলেছেন: নাইস
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বেঈমান আমি। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮
লেখোয়াড় বলেছেন:
সামু, আজকাল জল শব্দ দিয়ে আমরা অনেক কবিতাই লিখছি।
সামু, আপনি এক সাথে অনেকগুলো কবিতা পোস্ট করেন কেন?
সামু, ছবিটা পছন্দ হয় নাই।
সামু, প্রথমটি বেশি ভাল লেগেছে।