নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। এক আততায়ী বিকেল
এক আততায়ী বিকেলে দেখা হয়ে গেল
তখন বৃষ্টি ছিল না, ময়ূরেরা ছিল প্রার্থনারত
ঘাসফুলেরা চেয়ে ছিল গগণ পানে
প্রজাপতিরা উড়বে বলে অপেক্ষারত।
এক আততায়ী বিকেল তাই বাতাস ছিল অবিচল
সাগরের বুক ছিল থির, প্রাণ ছিল না সৈকতের
অধীর আগ্রহে ঝাউবনে বসে ছিল দুটো গাঙচিল
নারিকেলের চিরল পাতায় স্নায়ু সুস্থির।
এক আততায়ী বিকেল, প্রাণ ছিল না বৃক্ষের
ফুল ছিল না, ঘ্রাণ ছিল না বাতাসের রন্ধ্রে রন্ধ্রে
শুধু এক জোড়া চোখ, প্রশান্ত এক দৃষ্টির ভিতর
ডুবতে ডুবতে ভাসতে ভাসতে হংস আবির।
২। বেঁচে থাকার আর এক নাম
বেঁচে থাকার আর এক নাম
চৌকাঠে পা দিয়ে রাখা
রোদের খেলা বৃষ্টির ফোটা দেখা
কখনো কলি থেকে ফুল
কখনো ফুল থেকে মালা গাঁথা দেখা।
কে কবে আমার জন্য মালা গেঁথেছিল
সেসব আর মনে নেই
যেমন মনে নেই কোন ভূবনে আমি ছিলাম
কথা দিয়ে কথা না রাখা
দূর থেকে আনমনে বন্ধ দু'চোখে দেখা
আজ এক ও অবান্তর প্রশ্নত্তোর দৃশ্যপঞ্জী।
বেঁচে থাকার এক নাম নতুন
বেঁচে থাকার আর এক নাম পুরাতন
এক মিশ্রানুভূতি নিয়ে
সৈকতে পড়ে থাকার নাম অপেক্ষা
চৌকাঠের ওপারেই শ্যামনগর
এপারেই ধূলো ধূসরিত কানন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬
সায়েম মুন বলেছেন: মেলা দিন পর পুস্ট দিলাম কিনা। আসলে ব্যস্ততার মধ্যে তেমন কিছু লিখা হচ্ছে না। এদিকে দেখি সামুও আমার মত ঝিমায়।
ভাল আছি। আশা রাখি আপনিও ভাল আছেন। শুভকামনা অনেক।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯
এম এ কাশেম বলেছেন: সুন্দর কবিতা
সাবলীল ছন্দময়।
শুভ কামনা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ এম এ কাশেম। শুভকামনা সব সময়।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪
সুমন কর বলেছেন: দু'টোই সুন্দর হয়েছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সুমন। ভাল থাকুন সব সময়।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১০
সেলিম আনোয়ার বলেছেন: এক আততায়ী বিকেল, প্রাণ ছিল না বৃক্ষের
ফুল ছিল না, ঘ্রাণ ছিল না বাতাসের রন্ধ্রে রন্ধ্রে
সুন্দর ।+
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকবেন।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: আততায়ী বিকেলটাই ভাল লাগল বেশি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনার উপস্থিতি ভাল লাগলো। ভাল থাকবেন।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক দিন পর। বেশ ভালো লাগলো।
দ্বিতীয় কবিতায় একটা লাইন বেশি বা প্রয়োজনাধিক মনে হলো।
যেমন মনে নেই কোন শয়নে আমি ছিলাম
ভালো থাকুন। সব সময়।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
সায়েম মুন বলেছেন: বলতে বলতে একটু বেশী বলে ফেলেছি আরকি।
আশা রাখি আপনি ভাল আছেন। নিরন্তর শুভকামনা।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এক আততায়ী বিকেল! সুন্দর।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নাহোল। ভাললাগায় অনুপ্রাণিত। শুভকামনা সব সময়।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
চৌকাঠের ওপারেই শ্যামনগর
এপারেই ধূলো ধূসরিত কানন।
চমৎকার।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
সায়েম মুন বলেছেন: ভাল থাকবেন কবি। শুভকামনা সব সময়।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সুন্দর হইছে
প্রথম টা বেশি সুন্দর
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রাসেল। ভাল থাকুন।
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
হাসান মাহবুব বলেছেন: আততায়ী বিকেলটা চমৎকার।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হামা। আপনার গল্পে এখনো উপস্থিত হতেই পারলাম না। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বেঁচে থাকার আর এক নাম নতুন
বেঁচে থাকার আর এক নাম পুরাতন
এক মিশ্রানুভূতি নিয়ে
সৈকতে পড়ে থাকার নাম অপেক্ষা ।+++++
ভাল থাকবেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা নিয়ত।
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: আততায়ী বিকেলে খুন হয়ে যাচ্ছিলাম প্রায় !
খুব ভালো লেগেছে সায়েম ভাই !
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। আততায়ী বিকেল বলে কথা।
শুভকামনা রইলো।
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগা অনেক
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নাজমুল। ভাল থাকবেন। শুভকামনা সব সময়।
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৮
খেয়া ঘাট বলেছেন: এত্তোগুলা প্লাস।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। ভাল থাকবেন।
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪
মেহেরুন বলেছেন: দুটোই ভালো তবে ২য় কবিতাটা বেশি ভালো লাগলো ভাইয়া। +++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মেহেরুন। সুন্দর সুখময় হোক জীবন।
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রথমটা অনেক সুন্দর কবিতা +++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
মামুন রশিদ বলেছেন: এক আততায়ী বিকেলে কবিকে খুন হতে দেখতে ভালো লেগেছে ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮
সায়েম মুন বলেছেন: এরকমভাবে কেউ বলে।
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
মামুন রশিদ বলেছেন: ভালোবাসায় বারবার খুন হোন
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭
সায়েম মুন বলেছেন: অকবিরা এক্টু বেশীই হয় আরকি।
১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আততায়ী বিকেল................ প্রথমটা বেশি...
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা সব সময়।
২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বেঁচে থাকার আর এক নাম নতুন
বেঁচে থাকার আর এক নাম পুরাতন
এক মিশ্রানুভূতি নিয়ে
সৈকতে পড়ে থাকার নাম অপেক্ষা
চৌকাঠের ওপারেই শ্যামনগর +++++++++++++++++++++++++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। এবার আপনার কোন বই বের হলো না?
২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।
কবিতায় ভিন্নরকম ফ্লেভার পেলাম।
স্নিগ্ধ পাঠ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আশা রাখি ভাল আছেন। শুভরাত্রী।
২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: দুটো কবিতাতেই চমৎকার দৃশ্য কল্প একেছেন। প্রথমটা বেশি ভাল লেগেছে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম। শুভকামনা ও শুভরাত্রী।
২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬
নক্ষত্রচারী বলেছেন: বেঁচে থাকার আর এক নাম নতুন
বেঁচে থাকার আর এক নাম পুরাতন ।
বেঁচে থাকুন কবিতার নির্যাসে ।
শুভকামনা মুন ভাই ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২২
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। অনেক দিন পর দেখা। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।
২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
রাইসুল নয়ন বলেছেন:
জানেন তো কত কম জানি।
শুধু বলতে পারি, আপনার কবিতা আমাকে ভাবায়।।
আপনি সহ আরও চার জন শ্রদ্ধেয় কবি আছেন যাদের লেখা পড়লে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয় ভেতরটায়।।
ভালো থাকুন কবি।।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার কমেন্ট এ ভাললাগা। ভাল থাকবেন। লেখায় থাকবেন।
২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭
অদৃশ্য বলেছেন:
কবি
দুইটা কবিতাই সুন্দর...
শুভকামনা...
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা নিরন্তর।
২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৩
আফ্রি আয়েশা বলেছেন: //দূর থেকে আনমনে বন্ধ দু'চোখে দেখা
আজ এক ও অবান্তর প্রশ্নত্তোর দৃশ্যপঞ্জী// - এই দুটো লাইনেই "বেঁচে থাকার আর এক নাম" পেয়ে গেলাম
অসাধারণ লিখেন
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আয়েশা। শুভকামনা রইলো।
২৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১০
এহসান সাবির বলেছেন: এক আততায়ী বিকেল, প্রাণ ছিল না বৃক্ষের
ফুল ছিল না, ঘ্রাণ ছিল না বাতাসের রন্ধ্রে রন্ধ্রে
শুধু এক জোড়া চোখ, প্রশান্ত এক দৃষ্টির ভিতর
দারুন.......
ফাগুনের শুভেচ্ছা রইলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬
সায়েম মুন বলেছেন: শুভেচ্ছা সাবির। শুভকামনা সব সময়।
২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪০
রাসেলহাসান বলেছেন: অসাধারন! ভালো লেগেছে দুটিই।।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ রাসেল। শুভকামনা।
২৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮
বেলা শেষে বলেছেন: সায়েম মুন Brother both of them are beautiful
আপনার কবিতা আমাকে ভাবায়।।
ধন্যবাদ । শুভকামনা সব সময়।
...up to next time.
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বেলা শেষে। শুভকামনা সব সময়।
৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
জুন বলেছেন: মুন অনেক ভালোলাগলো কবিতাদ্বয় ।
কে কবে আমার জন্য মালা গেঁথেছিল
সেসব আর মনে নেই
যেমন মনে নেই কোন ভূবনে আমি ছিলাম
কথা দিয়ে কথা না রাখা
মনকে নাড়া দিয়ে গেল লাইন গুলো .।.।।
+
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আপু। ভাল থাকবেন, লেখায় থাকবেন।
৩১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৩৫
নীরব 009 বলেছেন: আততায়ী বিকেল- নামটা ভাল লাগছে সাংঘাতিক
০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:১১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নীরব। শুভসকাল।
৩২| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৬
বৃষ্টিধারা বলেছেন: অনেক ভালো লাগলো ।
শিরোনামে প্লাস ।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩০
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ বিষ্টি। ভাল থাকুন। শুভরাত্রি।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুধু এক জোড়া চোখ, প্রশান্ত এক দৃষ্টির ভিতর
ডুবতে ডুবতে ভাসতে ভাসতে হংস আবির।
দূর থেকে আনমনে বন্ধ দু'চোখে দেখা
আজ এক ও অবান্তর প্রশ্নত্তোর দৃশ্যপঞ্জী।
সুন্দর।
কবি, কিরাম আছেন? মেলাদিন পর আপনার ব্লগে কিংবা সামুতে কোন লেখা পড়া হলো!