নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম বদল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১০





১। কবিতা সব কাননে কলি ফোটাবে



আঁখি থেকে পাখি উড়ে যাবে

সমুদ্র থেকে শঙ্খ

এবার ফেরাতে হবে

শালবিথীকার সরল অংক।



এবার ফেরাতে হবে শব্দ

ফেরাতে হবে সহজ সূত্র

ঘূর্ণি হাওয়ায় মেলাতে হবে

যোজন যোজন দূরত্ব।



চলতি পথে সরে যাবে দৃশ্য

মাঝপথে ঢুকে যাবে দুটো হাত

প্রসারিত বাহু থেকে উঠে আসবে

জলজ্যান্ত তিলোত্তমা মানবী

এবার ছন্দ সব সমীকরণে মেলাবে

কবিতা সব কাননে কলি ফোটাবে





২। এভাবেই দিন চলে যায়...



*

সমরের সান্ধিধ্যে কেটেছিল দিন

ক্লান্তিতে শ্রান্তিতে গোলাপের কাটা গোনা

কেউকেটা বুকের খঞ্জরে তুলে ছিল ফণা

বহুদূর সরে গেছে পথ বহুদূর বীন।



**

তিলোত্তমা নগরীর নাগরিক তুমি

শ্যামারা আজ সেকেলে নারী

বাড়ি বাড়ি বৈরুতের বিকেল

চোখের ভিতর তবু স্টিম গাড়ী।



***

এখানে স্টেশন ছিল

অপেক্ষারত সহস্র যাত্রী

সবাই পৌঁছেছিল গন্তব্যে

একজনার শুধু নিরন্ন রাত্রী।





ছবিঃ নিজস্ব এ্যালবাম।



(পোস্ট এডিটেড)

মন্তব্য ৮১ টি রেটিং +২/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

রাইসুল নয়ন বলেছেন: তিলোত্তমা আমার বেয়াইনের নাম :)


আর দুইটাই ভাল্লাগছে তবে দ্বিতীয়টা বেশী .।.।.।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

সায়েম মুন বলেছেন: সুন্দর নামতো :)

ধন্যবাদ কবি। শুভকামনা।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

সুমন কর বলেছেন: এভাবেই দিন চলে যায়...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সুমন। শুভবিকেল।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

মায়াবী ছায়া বলেছেন: এখানে স্টেশন ছিল
অপেক্ষারত সহস্র যাত্রী
সবাই পৌঁছেছিল গন্তব্যে
একজনার শুধু নিরন্ন রাত্রী।
,,,,,,,,সুন্দর।।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া। শুভকামনা ও শুভবিকেল।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

মশিকুর বলেছেন:
একজনার শুধু নিরন্ন রাত্রী। চমৎকার! চমৎকার!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মশিকুর। শুভকামনা সব সময়।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

জুন বলেছেন: ছুটি নেই মুন। পড়ালেখা এখনো শেষ হয়নি যে :)
কবিতায় ভালোলাগা
+

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪১

সায়েম মুন বলেছেন: হ্যা আপু পড়ালেখা আছে। কিন্তু করতে ভাল লাগে না।
ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩

মামুন রশিদ বলেছেন: হাহা, ভাল বলেছেন । এরকম হয় সবারই ।


কবিতা ভালো লেগেছে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। সবারই হলেতো মুশকিল। সামু স্কুল ক্যামনে চলবে। যাক সবার যেন এক সাথে না হয়।

ধন্যবাদ ও শুভকামনা।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লাগলো !
শিরোনাম বদল পছন্দ হইছে সায়েম ভাই :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

সায়েম মুন বলেছেন: আসলেই বদল করেছি। পছন্দ হয়েছে জেনে ভাল লাগলো অভি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫

কালীদাস বলেছেন: ও ইয়েহ ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

সায়েম মুন বলেছেন: হায় ইসমাট ম্যান। ;)

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৩

আফ্রি আয়েশা বলেছেন:
পরের টা বেশি ভালো লেগেছে :)
//এখানে স্টেশন ছিল
অপেক্ষারত সহস্র যাত্রী
সবাই পৌঁছেছিল গন্তব্যে
একজনার শুধু নিরন্ন রাত্রী।// - মন ছুঁয়ে গেছে :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আফ্রি। আপনার ভাললাগায় অনুপ্রাণিত। ভাল থাকবেন। :)

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বরাবরের মতই ভালো লেগেছে........................শুভকামনা নিরন্তর.......

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা রইলো।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৬

না পারভীন বলেছেন: সমরের সান্ধিধ্যে কেটেছিল দিন
ক্লান্তিতে শ্রান্তিতে গোলাপের কাটা গোনা
কেউকেটা বুকের খঞ্জরে তুলে ছিল ফণা
বহুদূর সরে গেছে পথ বহুদূর বীন।

খঞ্জর মানে কি পিঞ্জর ?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২১

সায়েম মুন বলেছেন: খঞ্জর:

১. ছোরাবিশেষ, দুই দিকে ধারবিশিষ্ট ছোরা
২. গোলা; কামান ইত্যাদির গোলা

পিঞ্জর তো খাচাটা #:-S

ধন্যবাদ পারভীন। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।


১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কবিতাগুলো। আগের শিরোনামটা দেখসিলাম, বাইরে থেকে যেটুকু দেখা যায় পড়সিলামও। কিন্তু ভিতরে আর ঢোকা হয় নাই। কী লিখসিলেন?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস হামা। কি লিখছিলাম এটাই তো ভুলে গেছি। বাসায় গেলে ল্যাপ্পু ব্যাক আপ থেকে মন্তব্যে কপি পেস্ট করে দিয়া দিবোনে। :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৬

সায়েম মুন বলেছেন: ইদানীং ব্লগ বিষয়ে শিরোনামের মত একটা পরিবর্তন এসেছে আমার মধ্যে। ব্যাকবেঞ্চার ছাত্রদের মত। স্যার আজকের মত ছাইড়া দেন। ব্লগে ঢুকে বেহুদা বসে থেকে একজন লগিন ব্লগার বাড়ানো ছাড়া আমার যেন আর কোন কাজ নেই। মাঝে মাঝে ভাবী দারুণ একটা গল্প লিখে ফেলি। কিন্তু আলসেমি আমার হাতে-আঙ্গুলে আষ্টেপৃষ্টে জড়িয়ে। এর মধ্যে কত প্লট এলোগেলো কোন প্লটকে আর গল্পের প্লেটে আবদ্ধ করা গেলো না। না লিখছি না পড়ছি। অবশ্য সাম্প্রতিক কিছুটা ব্যস্ততাও দায়ী এজন্য। তবে ইচ্ছে থাকলে উপায় থাকে ব্যাপারটাকে অগ্রাহ্য করা যায় না। এসব ব্যস্ততা শুধু অকর্মণ্য অজুহাত বৈ কিছু নয়। কবিতা লিখতে চাই অনেক অনেক। সেটাও এখন দুরূহ বিষয়। কারণ শব্দ নিয়ে ইদানীং ভাবাই হয় না। প্রিয় ব্লগারদের কত কত লেখা চোখের সামনে দিয়ে চলে যায় ইচ্ছে করে না পৃষ্ঠা উল্টিয়ে দেখি। আমার ভবিষ্যত এরকম দেখছি যে কয়েক দিন পর সামু আমাকে ঢুকতে দিবে কিনা সন্দেহ। হয়ত গুগলের মত স্ট্রেঞ্জার ঠাওর করে বলবে ইনসার্ট দিজ AwLa BauLa। যাই হোক এই আউলা বাউলা ইনসার্ট করার আগে গত কয়েক দিন আগে লেখা কয়েকটা এবরাকাড্যাবরা এখানে সংযোজন করে দিলাম। ;)
-------------------------
এটা প্রথমাংশ ছিল। 8-|

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:

এখানে স্টেশন ছিল
অপেক্ষারত সহস্র যাত্রী
সবাই পৌঁছেছিল গন্তব্যে
একজনার শুধু নিরন্ন রাত্রী।


এটা অনেক ভালো লেগেছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কাভা। আশা রাখি ভাল আছেন। শুভকামনা নিরন্তর।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭

উজবুক ইশতি বলেছেন: এখানে স্টেশন ছিল
অপেক্ষারত সহস্র যাত্রী
সবাই পৌঁছেছিল গন্তব্যে
একজনার শুধু নিরন্ন রাত্রী।
ভালো লাগল

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ইশতি। শুভকামনা সব সময়।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬

মহামহোপাধ্যায় বলেছেন: আখি থেকে পাখি উড়ে যাবে
সমুদ্র থেকে শঙ্খ



দু'টো কবিতাই চমৎকার লাগল প্রিয় কবি। আগের শিরোনামটাও খুব মজার :)


শিমুল ফুল খুব ভালো পাই :)

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৯

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায়। আপনার ভাললাগা খুব ভাল লাগলো। আশা রাখি ভাল আছেন। শুভকামনা নিরন্তর।

শিমুল ফুল আমারও খুব পছন্দের ফুল। :)

১৬| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৩৫

এহসান সাবির বলেছেন: এবার ফেরাতে হবে শব্দ
ফেরাতে হবে সহজ সূত্র
ঘূর্ণি হাওয়ায় মেলাতে হবে
যোজন যোজন দূরত্ব।

কবিতায় ভালোলাগা।

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:১২

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ সাবির। শুভসকাল। :)

১৭| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:১৯

ছন্দ্বহীন বলেছেন: এখানে স্টেশন ছিল
অপেক্ষারত সহস্র যাত্রী
সবাই পৌঁছেছিল গন্তব্যে
একজনার শুধু নিরন্ন রাত্রী ।


নিরন্ন রাত্রি কাটানোর পর হাফ নাস্তা সেরে কবিতায় চুমুক দিয়ে ভালই লাগছে...

তা..কেমন আছেন আজ কাল?

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:২৪

সায়েম মুন বলেছেন: ওরে বাপরে আপনি আবার কোথ্থেকে? পথ ভুলে এখানে এসে পড়েছেন নাকি #:-S

ভাল আছি ছন্দ্বহীন। আপনারা অনেকেই হারিয়ে গেছেন। ব্যাপারটা ভাবলে কষ্ট বাড়ে। আপনি কেমন আছেন? আশা রাখি সময় পেলেই এখানে আসবেন। :)

১৮| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৮

ছন্দ্বহীন বলেছেন: কিছু পথ আসলে ভুল হয় না.. তবু সময়ের সাথে বদলে যাওয়া হাওয়ায় সে পথে শুধু ফিরে আসা হয় না.. নানা অজুহাতে-সংকোচে অথবা স্মৃতি পরিবর্তন বা পরিবর্ধনের ভয়ে.. আমি তবু চেষ্টায় আছি হয়তো সত্যি ফিরতে পারবো কোন একদিন..

আপনার লেখা ভাল লেগেছে... আসলে বেশ কিছু দিন পরে কিছু পড়া হলো..

ভাল থাকবেন আর বেশি বেশি লিখতে থাকুন...

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪

সায়েম মুন বলেছেন: পুরনো পথ সংকোচের হতে পারে তবে সংকীর্ণ নয়। একদম মসৃণ। আবারও ফিরে আসুন। এখানে লিখুন। অনেক ভাল লাগবে।

আমিও এখন তেমন একটা লিখছি না। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হয়ে আবারও ধূমধাম লিখতে পারি। 8-|

অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। ভাল থাকুন নিরন্তর। :)

১৯| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি কী হারিয়ে যাচ্ছেন?










ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৫১

সায়েম মুন বলেছেন: না যাচ্ছি নাতো। আছি এখানে। যতদিন পারা যায় থাকবো। :)

শুভকামনা রইলো।

২০| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:০২

রাসেলহাসান বলেছেন: এখানে স্টেশন ছিল
অপেক্ষারত সহস্র যাত্রী
সবাই পৌঁছেছিল গন্তব্যে
একজনার শুধু নিরন্ন রাত্রী।


অসাধারন!!

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫২

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ রাসেল। শুভকামনা রইলো।

২১| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: এখানে স্টেশন ছিল
অপেক্ষারত সহস্র যাত্রী
সবাই পৌঁছেছিল গন্তব্যে
একজনার শুধু নিরন্ন রাত্রী।

সুন্দর+

০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা।

২২| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২০

শাপলা নেফারতিথী বলেছেন: কবিতায় ভালোলাগা..

০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শাপলা। শুভকামনা সব সময়।

২৩| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৫২

অদৃশ্য বলেছেন:






চমৎকার হয়েছে সায়েম ভাই... আমার ভালো লেগেছে...



কবির জন্য
শুভকামনা...

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:০০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। বেশ কিছু দিন পর দেখা। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়। :)

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৯

বৃতি বলেছেন: এখানে স্টেশন ছিল
অপেক্ষারত সহস্র যাত্রী
সবাই পৌঁছেছিল গন্তব্যে
একজনার শুধু নিরন্ন রাত্রী।

চমৎকার।

বানান ভুল পেয়েছি। বললাম না কোনটা কোনটা B-)

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:১৮

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস বৃতি।
ভুল বানান বলেন। নইলে মাইন্ডাবো কিন্তু। 8-|

২৫| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৭

একলা ফড়িং বলেছেন: এভাবেই দিন চলে যায় এর কবিতাগুলো বেশি ভালো লেগেছে!

সবাই পৌঁছেছিল গন্তব্যে
একজনার শুধু নিরন্ন রাত্রি!

সুন্দর!!

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩১

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা জেনে খুব ভাল লাগলো। ধন্যবাদ ও শুভকামনা একলা ফড়িং :)

২৬| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৯

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো অনেক।

১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হানিফ ভাই। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।

২৭| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:২২

নাহিদ রুদ্রনীল বলেছেন: শেষটা চমত্‍কার ছিল। শুভকামনা লেখককে।

১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রুদ্রনীল। শুভকামনা রইলো।

২৮| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৭

অদৃশ্য বলেছেন:






কবি

আপনিও অনেক স্লো হয়ে গেলেন... নতুন লিখা আসুক...


শুভকামনা...

১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২১

সায়েম মুন বলেছেন: ব্যস্ততায় কিছুটা স্লো মোশন করেছে। 8-|

ধন্যবাদ কবি। শুভকামনা রইলো।

২৯| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: খাপছাড়া শব্দ মনে হল প্রথমে। কিন্তু এখন পড়তে পড়তে ভাল লাগছে।

শুভেচ্ছা, কবি।

১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় ব্লগার। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

৩০| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:০৬

টুম্পা মনি বলেছেন: খুব চমৎকার হয়েছে। অজস্র ভালো লাগা।

১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ টুম্পা। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

৩১| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

চমৎকার !!!

অনেক দিন ব্লগে দেখিনা আপনাকে। ব্যস্ততা শেষে ফিরে আসবেন নিশ্চয়ই।


শুভ বাংলা নববর্ষ !:#P !:#P !:#P

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৫

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ শোভন। ব্যস্ততা কমলে অবশ্যই ফিরে আসবো। শুভকামনা রইলো।

৩২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৬

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ সাবির। শুভেচ্ছা।

৩৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতায় একরাশ মুগ্ধতা।

শুভ নববর্ষ ভাই।

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৭

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী। আশা রাখি ভাল আছেন। শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

৩৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

আহসান জামান বলেছেন:
শুভ নবর্বষ কবি। আপনাকে খুঁজছি! আশা করি ভালো আছেন।

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আশা রাখি ভাল আছেন। ব্যস্ততার জন্য এখানে সময় দেয়া কষ্টকর হয়েছে। শুভকামনা রইলো।

৩৫| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৪

আরজু পনি বলেছেন:

অনেকদিন লিখছেন না !

২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৪

সায়েম মুন বলেছেন: আসলে বৈদেশে অবস্থান এবং ব্যস্ততার কারণে কিছু লেখা হচ্ছে না। এক বছর লেখালেখির খুব খারাপ অবস্থা যাবে। তবে আছি এখানে। আমার প্রিয় জায়গায়। প্রিয় মানুষদের সাথে। খোজখবর নেয়ার জন্য ধন্য প্রিয় ব্লগার। ভাল থাকবেন। শুভকামনা সব সময়।

৩৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

ইখতামিন বলেছেন: অনেক সুন্দর পোস্ট

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ইখতামিন। শুভকামনা।

৩৭| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:২১

মাহমুদ০০৭ বলেছেন: মুন ভাই - আমি চাই আপনি আবার ফিরে আসুন ।

যে কাকতারুয়ার মত একটা গল্প লিখতে তার কি কলম বসিয়ে রাখা ঠিক ?

কবিতায় ভাল লাগা থাকল । ব্যস্ততার ভেতর প্লিজ সময় বের করে নিন ।

প্রিয় সায়েম ভাইয়ের প্রতি শুভকামনা ।

১১ ই মে, ২০১৪ রাত ২:৪৩

সায়েম মুন বলেছেন: মাহমুদ, আপনার কমেন্ট অন্যরকম---টাচি। আশা রাখি একদিন আবারও লিখতে পারবো। :)

ভাল থাকবেন। লেখায় থাকবেন --প্রিয় ব্লগার।

৩৮| ১২ ই মে, ২০১৪ রাত ১১:১২

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী ++++++++++++

১৩ ই মে, ২০১৪ দুপুর ১:১২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু। ভাল থাকুন নিয়ত...

৩৯| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১:১৪

শায়মা বলেছেন: পিচচুভাইয়া তুমি দেখছি কবিতা লেখা ছেড়ে দিলে!!!

১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৪

সায়েম মুন বলেছেন: ব্যস্ততার মধ্যে শব্দেরা কোথ্থেকে আসবে বিউটি আপি। নিঃশ্বাস ফেলার স্কোপ পাচ্ছি না যে। তবে লিখবো, একদিন আবারো অংবং লিখবো। /:)

৪০| ১৪ ই মে, ২০১৪ রাত ৯:৩৬

রহস্যময়ী কন্যা বলেছেন: মুন ভাইয়ার লেখা বরাবরই অসাধারণ :)

১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৭

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা থেকে একদিন অনুপ্রেরণা আসবে। ভাল থাকবেন রহস্যময়ী কন্যা। #:-S

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.