নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

ওফেলিয়া

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৫





১.

একটা আদরের চিহ্ন রেখে গেলাম। পারতপক্ষে না রাখাটাই ভাল। ভুল যোজনে ভুল হয়ে যায়। ধর, আকাশ ভেঙ্গে বৃষ্টি নামলো। তুমি নাম দিলে আষাঢ়। আমি গাণিতিক বিষয়াদিতে দূর্বল। তবুও উত্তর দক্ষিণ বরাবর আলম্বিত এক প্রায়ান্ধকার দিন দেখি।



২.

সমগ্রতা নিয়ে আছি। এই সব রোদ দুপুর সকাল বিকেল। কিভাবে কাটে সন্ধ্যা। বেঁচে থাকাটা নিদারুন আনন্দের। যদি থাকে ধরার মত একটি হাত। দেখার মত খোলা আকাশ। একটা রুপালী চাঁদ।



৩.

পাড় হয়ে যাচ্ছে নদী। আমার বাঁচার সাম্পান। হিয়ার করতলে বিস্মৃত গান। আঁখি পটে ভাসমান স্মৃতি। একদা আমার কবন্ধে ছিল রৌদ্র করটি।



৪.

বন্ধু তোর প্রতীক্ষায় পনের বছর। আমি ঘর হীন। বাহির বাড়ি বারান্দা। দ্বীন অদিন। বন্ধু তোর প্রতীক্ষায় বাড়ি ঘর ছাড়া। ঘর বাড়ি হীন। নির্বিঘ্নে কাটেনাতো দিন। কত দিন কত রাত, রাত হলো প্রভাত। বন্ধু তোর প্রতীক্ষায় পথ হলো পথিক, পথিক হলো পথ। তোর জন্যে জীবনের মানে বরাত।

বন্ধু আসল কিংবা নকল তুমি চিনোনি। অপেক্ষায় কে থাকে তা জানোনি। বন্ধু জীবন হলো যুদ্ধ। তোর জন্য পথ রুদ্ধ। এ পথিক হলো বৃদ্ধ তা দেখনি। বন্ধু আমায় ভাবোনি। বন্ধু প্রতীক্ষা বুঝনি।



৫.

এটা না হলে ওটা হবে

এক না হলে দুই হবে

প্রশ্ন হবে

উত্তর না হলে মাথা আঁচরাবে।



হবে, ঘর না হলে পর হবে

আপন না হলে পর হবে

এই যে লতা তার একটা ঠাঁই হবে

কোমল না হলে কালো হবে

রাত হবে, দিন হবে

ঋণ হবে কানাকড়ি

যাই হোক হবে কিছু

জেনে রেখো তোমাকে ছাড়া

হবে না কিচ্ছু।



৬.

শোন বেহালা

তোর কোলে

আজ আমাকে শুতে দিও

একটু না হয় ঘুমিয়ে নিবো।



দেখা হয় না জমজমাট এক গানের আসর

কত দিন যে, আগল পাগল কথা হয় না

বন্ধুরা সব কোথায় গেল

যাক না সবাই যে যার পথে

তোমার কোলে শুতে দিও।



শোন বেহালা পছন্দ ঐ এক চপলা

রাত বিরাতে কাটাতাম এক নদীর তীরে

না হলে এক পদ্ম ফোটা পুকুর পাড়ে

গান শোনাতো হাসনা হেনা

বকুল গাছে শিরশিরে এক

বাতাস বইতো।



শোন বেহালা তোর গানে আজ মাতাল হবো

ভুলে যাবো উত্তরে সব বেভুল গান

কেমনে বলি, সে যে মোর

আসা যাওয়ার পথের প্রাণ।



৭.

কি মনে করে একটা শব্দ লিখিনি। সেখানে একটি বিষাদময় বৃক্ষ জন্মেছে। আবহমান কাল ধরে ঝুলে আছে কৃষ্ণকায় ফল। শুধু একবার ডাকিনি বলে আর কেউ আসেনি।

ওফেলিয়া নামের মেয়েটি ছিল বিমর্ষ এক বৃক্ষ, বিষন্নতম ফুল। শুধু যারা জানতো তারাই তাকে ছুঁতে পেরেছে। মেয়েটি সহোদরের জীবন ভালবেসে পৃথিবী ত্যাগ করেছিল। নিজের জীবনের বিনিময়ে সে হয়েছিল ধরিত্রী রাণী। আজ আমার কবিতাগুলো ন্যুব্জ হয়ে তাকে কুর্নিশ করার উদ্দেশ্যে ধাবিত হচ্ছে। তারা ফলবান বৃক্ষ হতে চায়। বলতে চায় একটি শব্দ ভালবাসি।



৮.

সে দেখে গেল অযাচিত জীবন। তুমি বোধে রাখোনি তারে। হিয়ার করতলে কান্না জমে আছে। অশ্রুরা বিষাদ বিপন্ন। এ জীবন অসংলগ্ন। উপেক্ষায় জীবন পুড়ে ছাই। কাঠ কয়লায় নাইবা সিদ্ধ হলো সহজ উপাচ্য। তুমি পুড়ে পুড়ে অংগার।



৯.

গ্লাণিরা কখনো বলবে না আমি আছি। তারা আছে তোমার পিছে। তোমার মুমূর্ষতায় তারা জীবন্ত। জীবন মানে যুদ্ধ, পুরনো প্রলাপ। গ্লাণিরা পুরনো ও প্রকট।



১০.

হাজার বছর ধরে মনে করো অপেক্ষায় আছো। প্রাচীন ঐতিহ্যগতভাবে বিধ্বস্ত এক নগরী। কেউ কাউকে চিনলো না। অতীতের কথা কেইবা মনে রাখে। মনে করো আমিও ছিলাম না। কাকে মনে পড়বে তখন। তোমার সৃষ্টির সূত্র না সৃষ্টিকর্তা। সৃষ্টি সংকটে না ভূগে মনে করো কেউ তোমার শুশ্রূষায় ব্যস্ত। উত্তর ক্রম বিবর্ধিত হবে। আসল রহস্য সীমানায় প্রথিত।



১১.

আমি দেখতে চেয়েছি অসীম

তুমি দেখালে তর্জনী

ভ্রুকুটি করে কাটালে রজনী

মনে করলে কেনবা বিশালতা

আপাত সান্নিধ্যে কাটে যখন অপারগতা

সেরা সৃষ্টির সূত্র জানলেনা তুমি

ভূমি ও আকাশের মাঝে

আছে আর এক রণভূমি

ভালবেসে নাও শুধু তুমি

তুমি তুমি তুমি।





ছবি: নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৮৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর গুছানো কথামালা
পোস্টে ভাললাগা +

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৬

অন্ধবিন্দু বলেছেন:

ব্লগ পাতাটি ভালো লাগলো, সায়েম মুন।
ধন্যবাদ

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৭

সায়েম মুন বলেছেন: আপনার উপস্থিতি খুব ভাল লাগলো। অনেক ধন্যবাদ অন্ধবিন্দু। শুভকামনা সব সময়।

৩| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো কবি।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা নিরন্তর।

৪| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৮

৭১৫০ বলেছেন: ওফেলিয়া মানে কি?

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০২

সায়েম মুন বলেছেন: Ophelia Derived from Greek οφελος (ophelos) meaning "help". ধন্যবাদ ৭১৫০। শুভকামনা রইলো।

৫| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: মুন ভাইয়ার এই স্টাইলটা নতুন। ভালো লাগলো সবগুলোই!

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৩

সায়েম মুন বলেছেন: এর আগে কয়েকটা লিখেছি উড়ন্তমানব। 8-|
আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।

৬| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০২

ইমিনা বলেছেন: ওফেলিয়া ...
মন ভালো করে দেয়া একটা নাম :)


১ থেকে ১১ ... মুগ্ধ করার মতো কথার স্রোত
:) :)

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ইমিনা। নিরন্তর শুভকামনা। :)

৭| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৬

রোমেল আশরাফ বলেছেন: মন ভালো করে দেয়া একটা নাম :)

((( আমিও শুভকামনা পাইতাম চাই :P )))

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৪

সায়েম মুন বলেছেন: বাহ! দেশে অনলাইন পত্রিকার আজ রমরমা অবস্থা দেখি। এ্যাড দিতে কোন খরচাপাতির বা খাটাখাটুনির প্রয়োজন নেই। জাস্ট একটা লিংক কপি পেস্ট করে দিলে হলো। লাইক--- শেয়ার ----চমৎকার। কিছু পত্রিকাতো ভিডিও সহ চালু হয়ে গেছে। ;)

শুভকামনা রইলো।

৮| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দিন দিন নতুন এক কবিকে পাচ্ছি। অভিনন্দন।


কোনো কোনো সিকোয়েল গদ্যাকারে না লিখে প্রচলিত কবিতার ফরম্যাটেই ভালো হতো। যেমন ৬ নম্বর সিকোয়েল।

৬.
শোন বেহালা। তোমার কোলে, আজ আমাকে শুতে দিও।
একটু না হয় ঘুমিয়ে নিবো।
দেখা হয় না জমজমাট এক গানের আসর।
কতদিন যে আগল পাগল কথা হয় না।
বন্ধুরা সব কোথায় গেল। যাক না সবাই যে যার পথে।
তোমার কোলে শুতে দিও।

শোন বেহালা, পছন্দ ঐ এক চপলা।
রাতবিরাতে কাটাতাম এক নদীর তীরে।
না হলে এক পদ্ম ফোটা পুকুর পাড়ে।
গান শোনাতো হাসনাহেনা।
বকুল গাছে শিরশিরে এক বাতাস বইতো।
শোন বেহালা, তোমার গানে আজ মাতাল হবো।
ভুলে যাবো উত্তরে সব বেভুল গান।
কেমনে বলি, সে যে আমার। আসা যাওয়ার পথের প্রাণ।


এরকম আরও দু-একটা আছে।


শুভেচ্ছা জানবেন কবি সায়েম মুন।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮

সায়েম মুন বলেছেন: প্রিয় কবি, আমিও এই বিষয়টা নিয়ে ভেবেছি। কিন্তু করা হয়নি। আপনার মন্তব্য পেয়ে ভাল হলো। এই কবিতাটা সহ আরও দুয়েকটা কবিতা প্রচলিত ধারাতেই সাজাবো। ভাল থাকবেন। শুভকামনা সব সময়। :)

৯| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এখুনি ডাক পড়বে আবার হয়তো
অন্তহীন অপেক্ষার অন্ধকারের নির্জনতায়,
শেষবারের মতো তাই দেখে নেই নিজেকে
যেন আবার কোন এক প্রহরে নিজের বদলে যাওয়া অস্তিত্বকে
চিনে নিতে পারি সহজে আপন ভেবে।

অসাধারন ভাষাভঙ্গি। +

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০১

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ তনিমা। শুভকামনা সব সময়। :)

১০| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৫

ডি মুন বলেছেন: এটা না হলে ওটা হবে। এক না হলে দুই হবে। প্রশ্ন হবে। উত্তর না হলে মাথা আঁচরাবে। হবে। ঘর না হলে পর হবে। আপন না হলে পর হবে। এই যে লতা তার একটা ঠাঁই হবে। কোমল না হলে কালো হবে। রাত হবে, দিন হবে। ঋণ হবে কানাকড়ি। যাই হোক হবে কিছু। জেনে রেখো তোমাকে ছাড়া হবে না কিচ্ছু।

সবগুলোই সুন্দর।

শুভেচ্ছা জানবেন।

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ডি মুন। শুভেচ্ছা ও শুভকামনা সব সময়।

১১| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অন্যরকম লাগলো !

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা নিরন্তর।

১২| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৪০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো।
ক্রম বলবো ভাবছিলাম শুরুতে।
তা আর হলোনা। সবকটাই ভালো।

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার মন্তব্যে ভাললাগা। শুভকামনা রইলো।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:০৭

সায়েদা সোহেলী বলেছেন: এইভাবে বেহালার সুরে লিখেন কিভাবে !! ? শেষ করেই মনে হয় আরেকবার পড়ে নি !!!

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সোহেলী। অনুপ্রেরণাদায়ক মন্তব্যে ভাললাগা। শুভকামনা অনেক।

১৪| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১১

রাবেয়া রব্বানি বলেছেন: ভালো লাগা

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভকামনা নিরন্তর।

১৫| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


খুবই সুন্দর +++++

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১২

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি। শুভকামনা।

১৬| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৩

বৃতি বলেছেন: মুগ্ধপাঠ, মুন ভাইয়া :)

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৪

সায়েম মুন বলেছেন: মুগ্ধতায় ভাললাগা। ধন্যবাদ বৃতি। শুভকামনা রইলো।

১৭| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পড়ে মুগ্ধ হয়ে গেলাম -- এত্ত এত্ত +++++ আর সাথে শুভকামনা রইল

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ লায়লা। আশা রাখি ভাল আছেন। শুভকামনা।

১৮| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৬

মামুন রশিদ বলেছেন: মুগ্ধতা ছুঁয়ে গেল! দীর্ঘ বিরতির অতৃপ্তি অনেকটাই ঘুচিয়ে দিয়েছেন । এবার একটু নিয়মিত হোন ।

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। সামনে কিছুটা ব্যস্ততা আসবে। আসলে এ ধরনের উটকো ব্যস্ততা আর ভাল লাগেনা। আশা করি কয়েক মাস পরেই ব্যস্ততা সেরে যাবে। তখন নিয়মিত হতে পারবো।

১৯| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
বেশ তৃপ্তি পেলাম ৷


আপনি ভাল ছবি তোলেন ৷

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৯

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ জাহাঙ্গীর। আপনার কমেন্ট এ ভাললাগা। শুভকামনা নিরন্তর।

২০| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৪

হাসান মাহবুব বলেছেন: দারুণ। হিংসা করার মতো ভালো।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হামা।
আসলেই কি তেমন কিছু হইছে। আমি কি মনে করে কি লিখে ফেলছি। 8-|

শুভকামনা সব সময়।

২১| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৬

ছবিঘর বলেছেন: মুগ্ধপাঠ, মুগ্ধপাঠ

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫২

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ছবিঘর। শুভকামনা।

২২| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৫

অদ্বিতীয়া আমি বলেছেন: প্রত্যি টাই সুন্দর । মুগ্ধ পাঠ ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া। মুগ্ধতায় ভাল লাগলো। শুভকামনা।

২৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৮

নুর ইসলাম রফিক বলেছেন: Click This Link

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নুর ইসলাম। লিংকের লেখাটা পড়েছি। লিখতে থাকুন।

২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫

আরজু পনি বলেছেন:

অনেক দারুন !

ট্যাগে এদের নাম দিয়ে দিতেন ।

ক্রমানুসারে বলতে চেয়েছিলাম কিন্তু খেই হারিয়ে ফেলেছি।

বন্ধু, প্রতীক্ষাটা দারুন লাগলো..টানলো যেন!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনার মন্তব্যে অনেক ভাললাগা। নাম গুলো নাহয় সিকোয় তোলা থাক। :)
শুভকামনা সব সময়।

২৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো অনেক।

সায়েম ভাই, কবিতা আমাকে এখান থেকেই দিয়ন। ওয়ার্ড ফাইল করে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হানিফ ভাই। এই পোস্টটা দেয়ার মত হলে দিয়ে দেই? 8-|

২৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মহামহোপাধ্যায় বলেছেন: খুব ভালো লেগেছে। সবগুলোই। মুগ্ধ পাঠ :)


"জেনে রেখো তোমাকে ছাড়া হবে না কিচ্ছু।"

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

সায়েম মুন বলেছেন: অনেক মহামহোপাধ্যায়। শুভকামনা নিরন্তর। :)

২৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪

জুন বলেছেন: মুন যেদিন ব্লগে আসলো তোমার এই অসাধারন পাতাটি তখনই পড়ে ফেললাম আর একটু একটু করে চা এ চুমুক দেয়ার মতই উপভোগ করলাম। ভারী সুন্দর লেখায় সুন্দর এক মন্তব্য করে ক্লিক করতেই দেখি আমি সামুর বাইরে।
আজ আবার চেষ্টা করছি । শুভকামনা রইলো ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

সায়েম মুন বলেছেন: আপনার চেষ্ঠা সফল হয়েছে আপু। :D
কষ্ট করে এখানে মন্তব্য করার অনেক অনেক ধন্যবাদ।
আশা করি খুব ভাল আছেন। শুভকামনা সব সময়। :)

২৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাসুম। শুভকামনা রইলো।

২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: সে দেখে গেল অযাচিত জীবন। তুমি বোধে রাখোনি তারে। হিয়ার করতলে কান্না জমে আছে। অশ্রুরা বিষাদ বিপন্ন। এ জীবন অসংলগ্ন। উপেক্ষায় জীবন পুড়ে ছাই। কাঠ কয়লায় নাইবা সিদ্ধ হলো সহজ উপাচ্য। তুমি পুড়ে পুড়ে অংগার।

অসাধারণ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫০

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ময়ূরাক্ষী। শুভকামনা অনেক।

৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৯

ডি মুন বলেছেন: কেমন আছেন?
অনেকদিন হলো কিছু লিখছেন না !!!! :(

খুব ব্যস্ত সময় পার করছেন নাকি ???

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

সায়েম মুন বলেছেন: ভাল আছি ডি মুন। আশা রাখি আপনিও ভালি আছেন। আসলে ব্যস্ততার জন্য তেমন কিছু লেখা হচ্ছে না। আর কয়েক মাস গেলে কিছুটা ছুটি পাবো হয়ত। তখন নিয়মিত লিখবো। ভাল থাকবেন। শুভকামনা সব সময়। :)

৩১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৭

ডি মুন বলেছেন: আচ্ছা, ব্যস্ততা কাটিয়ে উঠুন।
আমরা পাঠকেরা অপেক্ষায় থাকলাম।

শুভকামনা নিরন্তর।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ডি মুন। শুভকামনা নিরন্তর। :)

৩২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭

একলা ফড়িং বলেছেন: যাই হোক হবে কিছু

জেনে রেখো তোমাকে ছাড়া

হবে না কিচ্ছু।


ভালো লাগল কাব্যিক কথামালা!


৩০শে আগস্ট আর আজ ৩০শে সেপ্টেম্বর!! নতুন পোস্ট কোথায়???

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

সায়েম মুন বলেছেন: পোস্টে আপনাকে দেখে ভাল লাগলো। আর কয়েকটা মাস যাক। এরপর আবার নিয়মিত হওয়ার চেষ্ঠা করবো। ধন্যবাদ ও শুভকামনা ফড়িং। :)

৩৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

শায়লা িসিদ্দক বলেছেন: ওফেলিয়া মানে কি ?

শুভ কামনা :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫১

সায়েম মুন বলেছেন: Ophelia Derived from Greek οφελος (ophelos) meaning "help". ধন্যবাদ ৭১৫০। শুভকামনা রইলো।

৩৪| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১২

তুষার কাব্য বলেছেন: দারুন !!! কি অসম্ভব ছন্দে গাঁথা শব্দের গাঁথুনি...

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য। মন্তব্যে ভাললাগা। শুভকামনা নিরন্তর।

৩৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৬

লেখোয়াড় বলেছেন:
আপনি নতুন লেখা পোস্ট করছেন না কেন সেটাই একটা বিস্ময়।

ব্যাপার কি সামু?

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৯

সায়েম মুন বলেছেন: প্রিয় ব্লগার, আমি নিজেই বিস্ময়াভিভূত। :P
আসলে সব কিছুর মূলে সময় আর ব্যস্ততা দায়ী। /:)

৩৬| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

অদৃশ্য বলেছেন:





ভেতরে কয়েকটি লিখা আছে যা কিনা খুবই মনোমুগ্ধকর... তবে সবগুলোতেই ভালোলাগা... আর ওই কয়েকটিতে আমি যেন খেই হারিয়ে ফেলেছিলাম...


সায়েম ভাইয়ের জন্য
শুভকামনা...

০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময় রইলো।

৩৭| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

আকাশ মামুন বলেছেন: অস্থির

০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস মামুন।

৩৮| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫

ইনকগনিটো বলেছেন: ১০ খুব ভালো লাগলো ।

ভালো থাকবেন ভ্রাতা। :)

০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ইনকগনিটো। শুভকামনা।

৩৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪১

ডি মুন বলেছেন: শুভ জন্মদিন

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস ডি মুন। শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন নিয়ত।

৪০| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

আহসান জামান বলেছেন:
অদ্ভূত বুনন কবি, পজেটিভ ঈর্ষা :)

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। আপনার সব কবিতায় ঈর্ষা (অবশ্যই পজেটিভ) 8-|

আশা রাখি ভাল আছেন। ব্যস্ততা কেটে যাবে কিছুদিন পর। তখন আবারও নিয়মিত হওয়ার ইচ্ছে আছে। শুভকামনা সব সময়। :)

৪১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০২

শায়মা বলেছেন: .
আমি দেখতে চেয়েছি অসীম
তুমি দেখালে তর্জনী
ভ্রুকুটি করে কাটালে রজনী
মনে করলে কেনবা বিশালতা
আপাত সান্নিধ্যে কাটে যখন অপারগতা
সেরা সৃষ্টির সূত্র জানলেনা তুমি
ভূমি ও আকাশের মাঝে
আছে আর এক রণভূমি
ভালবেসে নাও শুধু তুমি
তুমি তুমি তুমি।



আহালে !!!!!!!!!! বুঝেছি বেবিভাইয়া!!!!!!!

আমাদেল ভাবীজি যখন তোমার উপর তর্জনী উঠায় তখন এই কবিতা লিখছো!! :P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০

সায়েম মুন বলেছেন: তা কি বলতে হয়। এরপর থেকে তো লেখা বাদ দিলাম। তবে ভয় ডর কাটিয়ে আবারও লিখবো কিন্তু। :/

৪২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: কয়বার পড়লাম কে জানে । নতুন লিখা চাই কবি ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। লিখতে হবে। কি লিখবো জানি না। অনেক দিন না লেখায় হাতে মরিচা ধরেছে।

৪৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪১

মোঃ ইসহাক খান বলেছেন: ছোট ছোট ভাগে বেশ সুন্দর অর্গানাইজেশন।

শুভেচ্ছা রইলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। অনেক দিন পর পোস্ট পাঠে আনন্দ পেলাম। ভাল থাকবেন। আবারও লেখালেখি শুরু করার প্রেরণা পাচ্ছি। শুভেচ্ছা...

৪৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: নতুন পোস্ট দেন। অনেকদিন তো হৈল X(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯

সায়েম মুন বলেছেন: আপনার রাগে অনুপ্রাণিত হয়ে আজকে একটা ওল্ড লেখা গোল্ডে মোড়ায় প্রকাশ করলাম। B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.