নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

সান্তনার ছল

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৬





১। আমার কোন গল্পই নেই



আমার কোন গল্পই নেই। আবার বলি আছে। গল্পের কথা বলতে গেলে পুরনো হারমোনিকা বাজে। আমার কোন গল্পই নেই। শোনাবো কি। ভেবেই পাইনে। সাত সকালে উঠি। দাঁত মাজি। আয়নায় কাত হয়ে ফিটফাট বাবু সাজি। আফিসে দৌঁড়াই। ফিরে আসি ঘামের জলে স্নান করে। ছুটির দিনে দাঁতের তলে মুড়ি চিবাই। রিমোট ঘুরাই। টিভি দেখি। অথবা সময় পার করি। ভূড়ির ভাঁজে চর্বির পরত গুনি। রাত ভারী হয়। আয়নায় চোখ বুলাই। চোখের কোলে বয়সের ছাপ মাপি। আটপৌরে জীবনের খাটে বন্দী হয়ে ঘুমিয়ে পরি।





২। অকাজে



দৃশ্যের পর দৃশ্য রাস্তার পর রাস্তা

মাথার পর মাথা বাড়ির পর বাড়ি

নর-নারী মিলে জগতের কান্ডারী

চলছে ভালই কেউ দমে নেই।



কাজ করো খাও ঘুমাও বিনোদন করো

বংশ বৃদ্ধি করো উঠো দৌঁড়াও

এত কিছুর মাঝে একলা একলা ভাবো

নশ্বর অনশ্বর নিয়ে তোলপাড় করো।



আমার ভাবতে ভাল লাগে না

খেতে ভাল লাগে না ঘুমাতেও না

তবে কি আমি মানুষ নই

মানুষ নামের অমানুষ কেউ।



বিধি মানুষ করেই যদি সৃষ্টি করলে

অকাজে ফেলে রাখলে কেন!





৩। তীর



লক্ষ্যভেদী তীর উল্কার গতিতে ছুটছে

পৃথিবী অন্তরীক্ষ ভেদ করে দূর্নিরীক্ষে

উল্কা পতনে ছন্নছাড়া দৃশ্যান্তর

দৃশ্য আবার খাট পালঙ্কে কার্নিশ দেয়াল

ঘড়ির কাটায় তছনছ সময়

হাতের মুঠোয় বাহুতে

আয়ুর রন্ধ্রে রন্ধ্রে জঙ্ঘায় জানুতে

ছাদের তলায় কেদারায় কাপ পিরিচে

চায়ের বাস্পের প্রতিটি কণায়।



এ তীর এমন এক ছিলায় ভর করে আছে

ছুটে চলে প্রতি পলে পলে

জলের ঢেউ যেমন সাগর তলে

ঘুমিয়ে গেলে এক পলকে নীল হ্রদ।





৪। নেমেছি অসীমে



ছেড়ে যাচ্ছি পথ, নেমেছি অসীমে

কাল ছিলাম পথে আজ একা অন্ধকারে হাঁটছি

নির্জন প্রান্তরে আনমনে বিষণ্ণ গগনে

হিসেবের পাতায় নেই কোন লাভ-লোকসান

জমা খরচ মিটিয়ে চলে যাচ্ছি।



ভাল লাগে একা চলা সবুজ নির্বিঘ্ন মাঠ

তাই চলছি। তোমরা থাকো আদর আপ্যায়নে

সজনে দশজনে মিলেমিশে রীতিতে নীতিতে

হেসে খেলে হেলে দুলে

আমি নির্ঝঞ্ঝাট পথে চললাম।





৫। নেই ব্যাকুলতা



এ ব্যাকুলতা হারালো কোথায়

অপেক্ষায় রাত জাগা

ঘুমঘোরে স্বপ্নের লেবুপাতা

সুগন্ধী মাতোয়ারা দরদী দীঘল

ব্যাকুল করেনা অপেক্ষা

নেই আজ ঘড়ির কাটা

নেই নেই ব্যাকুলতা।





৬। সান্তনার ছল



অতনু বাহক বসে আছে

কোন টেলিগ্রাম নেই

ভালমন্দ কোন খোঁজ খবর নেই

আমি প্রেরকের অপারগতার চেয়ে

বাহকের মুখভঙ্গীতেই তুষ্ট হই

অন্তত সান্তনার একটা

ভাষা খুঁজে পাওয়া যায়

মুখপাঙ্গের অচল সমীকরণে

তৃপ্ত ছলনার ঢেউ খেলে যায়

তা থেকেই অনুমান কার্যসিদ্ধ হয়।



আর তো কোন ব্যতিক্রম অবশিষ্ট নেই

তাই সেটাই বা কম কিসে!





৭। সুখ পাখিটা



একটা কালসাপ

ফণা তুলে উদ্ধত

জমিন থেকে আসমানের দিকে

তেঁড়ে আসছে

আমার আকাশ নীড়ের

সুখ পাখিটার সুখ রইলো না বুঝি।



যে আশায় নীড় বেঁধেছিল পাখি

সেখানে আজ কাল নাগিনীর হাঁকাহাঁকি।





৮। দুর্ভাগা সন্তান



কেউ জন্মে পাপের বোঝা কাঁধে নিয়ে

জন্মে পাপ জনমভর পাপ

জন্মান্তরেও পাপ।



ইচ্ছে ছিল ললাটের মলাট খুলে

পিতা ও পিতামহের

পাপের চিহ্ন মুছে ফেলবো

বিধি হলেন বাম

তাই শূন্য মনস্কাম

সবাই মিলে হলাম দুর্গত

পুড়লো ভাগ্য পুড়লো জাহান

আমার দুর্ভাগা সন্তান।





৯। ভাসাও তরী



আসতে চাও আসো

কিছু বলবো না

টেনে নিবো গহীনে

সাইক্লোন যেমন টানে বন্দর

ভাসতে চাও ভাসো

এই নাও দিলাম পাল তুলে

সাত সাগর ছাড়িয়ে

আমি দু'হাত উজার করে

অপেক্ষায় থাকবো কূলে

তুমি ভাসাও ময়ূরপঙ্খী।



এক তোমাকেই ভালবেসেছি

আমার লক্ষ্য ও গন্তব্য একটাই

সে তুমি!

তোমার গন্তব্য কি

নই আমি

যদি বলো হ্যা

ভাসাও তরী খানি।





পাদটীকা: এই কোবতেগুলোর মিনিমাম বয়স ২ বছর। ড্রাফটে অযত্নে পরে আছে। ড্রাফট খালি করার প্রচেষ্ঠায় তুলে দিলাম আরকি। :/

মন্তব্য ৬২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৭

হুপফূলফরইভার বলেছেন: আমার কোন গল্পই নেই। শোনাবো কি। ভেবেই পাইনে। সাত সকালে উঠি। দাঁত মাজি। আয়নায় কাত হয়ে ফিটফাট বাবু সাজি। আফিসে দৌঁড়াই। ফিরে আসি ঘামের জলে স্নান করে।

এ যে শহুরে জীবনের শব্দকথন, এ যে পরিশ্রান্ত নগরের রোজনামচা। হায় এ জীবনকি চেয়েছিলাম? কোথা নেই পাখি দল কোথা নেই মায়া কোথা নেই মনচাওয়া কোথা নেই গাছেরো ছায়া।

ভাল কাটুক প্রিয় কবির ব্লগজীবন।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হুপ। কি আর বলবো। সবইতো বলে দিলেন। ভাল থাকুন। আনন্দে কাটুক জীবন।

২| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১২

অন্ধবিন্দু বলেছেন:
সায়েম মুনকে ব্লগে দেখি নে যে। কবিতা পড়ছি ...

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৮

সায়েম মুন বলেছেন: ব্লগ একটিভিটি কমে গেছে অন্ধবিন্দু। কোনক্রমেই নিয়মিত হতে পারছি না। জানাবেন কেমন হয়েছে। শুভকামনা থাকলো।

৩| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি।

৪| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৭

কালীদাস বলেছেন: আরে কবি দেখি ফুল ফর্মে...;)
আছেন কেমন? :)

১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০২

সায়েম মুন বলেছেন: ফরম টরম তো হারায় গেছে ইসমার্ট ম্যান। ভাল আছি। আপনি ভাল আছেন তো? :)

৫| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
চলমান ঘটমান জীবনের পলে পলে নিবিড় পর্যবেক্ষণ দেখলুম। এই দৃশ্যান্তর উপভোগ করার সাথে সাথে অনুভব করার চেষ্টাটিও ছিলো। ধন্যবাদ জানবেন, সায়েম মুন। আশাকরি লেখালেখির চর্চায় অন্তত নিয়মিত থাকবেন।

শুভ কামনা।

১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৩

সায়েম মুন বলেছেন: লেখালেখির চর্চায় নিয়মিত থাকার ইচ্ছে আচ্ছে। কিন্তু সাধ আর সাধ্যের যোগসাজস হচ্ছে না অন্ধবিন্দু। ভাল থাকবেন। শুভকামনা সব সময়।

৬| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:০৫

সব্যসাচী নিশাচর বলেছেন: valo laglo

১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৪

সায়েম মুন বলেছেন: থ্যাংকিউ।

৭| ১১ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:২৭

শামছুল ইসলাম বলেছেন: সায়েম মুন ভাই আমার কোন গল্পই নেই বলে শহুরে যান্ত্রিক জীবনের নির্মম যে গল্প ফুটিয়ে তুলেছেন, তা যেন গল্পহীন, স্বপ্নহীন অসংখ্য মানুষেরই কথকতা। কবিতার আয়নায়, পরতে পরতে, নিজেকেই যেন দেখতে পাই:

সাত সকালে উঠি।
......
রাত ভারী হয়। আয়নায় চোখ বুলাই। চোখের কোলে বয়সের ছাপ মাপি। আটপৌরে জীবনের খাটে বন্দী হয়ে ঘুমিয়ে পরি।

১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৪

সায়েম মুন বলেছেন: আপনার মন্তব্যে ভাললাগা রইলো। শুভকামনা নিরন্তর।

৮| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৫

শিশির উবুন্তু বলেছেন: মেলা সুন্দর লেহা , থ্যাংকু ।

১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শিশির। শুভকামনা।

৯| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৮

আরণ্যক রাখাল বলেছেন: পড়তে ভালো লাগল।
কিন্তু একটা পড়ার পর মনে হোল কি পড়লাম মনে নেই। যেমন এখন মন্তব্য করার সময় মনে হচ্ছে আমি কিছুই পড়িনি।
এটা আমার ব্যর্থতা হতে পারে কিংবা হতে পারে আপনার ব্যর্থতা।
ভালো থাকুন

১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল। পড়তে ভাল লাগায় খুশী হলাম। বাকী টুকুর ব্যর্থতা নাহয় আমারই থাক।

১০| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৩

ইখতামিন বলেছেন:
অনেক ভালো লাগলো

১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ইখতামিন। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

১১| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৮

আমি সৈকত বলছি বলেছেন: খুবই ভালো লাগলো।

গল্প নেই এর গল্পটাই বেশি ভালো লাগলো আবার ভাসাও তরীটাও অসাধারন মনে হয়েছে।

মুগ্ধতা রেখে গেলাম কবি।
ভালো থাকবেন সবসময় :)

১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১০

সায়েম মুন বলেছেন: আপনার কমেন্টে অনেক ভাললাগা। ভাল থাকবেন। শুভকামনা অনেক।

১২| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ১ ' ৪ ' ৯
ভাল লাগছে...

১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১১

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মসু। ভাললাগা জানতে পেরে ভাল লাগলো। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

১৩| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার কোন গল্প নেই... আসলেই আমাদের কোন গল্প নেই... আছে শুধু চক্র...

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবনে।

১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদা বোকা মানুষ। ভাল থাকুন সব সময়।

১৪| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার কোন গল্প নেই... আসলেই আমাদের কোন গল্প নেই... আছে শুধু চক্র...

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবনে।

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১১

সায়েম মুন বলেছেন: চক্রের আবর্তে ঘুরপাক খাচ্ছি যেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো। :/

১৫| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৮

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট পেলাম। আশা করি ব্যস্ততা কাটিয়ে নিয়মিত হবেন। কবিতাগুলো বেশ ভালো লেগেছে।

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১২

সায়েম মুন বলেছেন: ব্যস্ততা আর কাটে না হামা। আশা রাখি ভাল আছেন। ধন্যবাদ ও শুভকামনা রইলো।

১৬| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১১

বৃতি বলেছেন: সবগুলো কবিতাই সুন্দর। নিশ্চয়ই ভালো আছেন আপনি, মুন ভাইয়া?

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৭

সায়েম মুন বলেছেন: ভাল আছি বৃতি। অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

১৭| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে কবিতা। সুন্দর।

১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩২

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ দিশেহারা রাজপুত্র। শুভকামনা রইলো।

১৮| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৬

রোদেলা বলেছেন: সব কয়টার জন্য আলাদা আলাদা ভালো লাগা।

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রোদেলা। শুভকামনা অনেক।

১৯| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১২

জুন বলেছেন: Khub valolaglo moon tmk r kobita k dekhey ±

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৬

সায়েম মুন বলেছেন: হাহাহা। প্লাস মাইনাসে তো মাইনাস হয়। তাহলে কি মোটের উপর মাইনাস খাইলাম আপু। #:-S

২০| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৭

কলমের কালি শেষ বলেছেন: কবিতাগুলোয় ভাল লেগেছে অনেক ।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৭

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কলমের কালি। শুভকামনা।

২১| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

শায়মা বলেছেন: বিধি মানুষ করেই যদি সৃষ্টি করলে
অকাজে ফেলে রাখলে কেন!



আরে বেবিভাইয়া!!!!!!!!!!!

কাজ অকাজ আবার কি ???????????


কাজ তো ঝামেলার অকাজেই তো মজা !!!:)

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১২

সায়েম মুন বলেছেন: তাহলে বেশী বেশী অকাজ করতে হবে বিউটি আপি। :P

২২| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৫

নক্ষত্রচারী বলেছেন: ভালো লাগলো কবি ।
আপনিও তো দেখি কদিন পর পর গায়েব হয়ে যান আমার মত :P

শুভকামনা ।

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
দশা এমন বেগতিক হয়েছে, গতি ফিরে পাওয়া বড্ড শক্ত। 8-|
আশা রাখি ভাল আছেন। শুভকামনা অনেক।

২৩| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১০:২৩

আহসান জামান বলেছেন:
চমৎকার পড়তে, ভালো লাগছে।

০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৩২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকবেন।

২৪| ০৭ ই মে, ২০১৫ দুপুর ১:১৪

ডি মুন বলেছেন: তোমরা থাকো আদর আপ্যায়নে
সজনে দশজনে মিলেমিশে রীতিতে নীতিতে
হেসে খেলে হেলে দুলে
আমি নির্ঝঞ্ঝাট পথে চললাম।


---- নির্ঝঞ্ঝাট পথে যেতে পারলে বেশ হত। সেরকম পথ আদৌ কি আছে !!!!!


কবিতাগুলো বেশ ভালো লেগেছে। আর গল্প লিখতে না পারার কারণ বোধহয় প্রথমেই বলে দিয়েছেন।

++++

শুভেচ্ছা।

০৯ ই মে, ২০১৫ রাত ৯:০০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। মন্তব্যে ভাললাগা। শুভকামনা রইলো।

২৫| ১০ ই মে, ২০১৫ বিকাল ৪:০৮

লেখোয়াড়. বলেছেন:
ওহে সামু আপনার খবর কি?
একবারে ভুলে গেলেন যে!!

১০ ই মে, ২০১৫ রাত ৮:৫৪

সায়েম মুন বলেছেন: আছি লেখোয়াড়। কোন রকম আছি এখানে এবং সেখানে। প্রায়ই আসি এখানে। কিন্তু লেখাপড়া কম হয় এই যা। আশা রাখি আপনি ভাল আছেন। ভাল থাকবেন। :)

২৬| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৬

আহমেদ জী এস বলেছেন: সায়েম মুন ,



আর তো কোন ব্যতিক্রম অবশিষ্ট নেই
তাই সেটাই বা কম কিসে!

সেই পুরনো হারমোনিকাই বেজে গেছে। আটপৌরে জীবনের টিভিতে নৈরাশ্যের সিরিয়াল । কেন ????

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

সায়েম মুন বলেছেন: কখনো কখনো এরকম হয়তো! তাই সে সময়কে ধারণ করা আরকি।
ভাল থাকবেন প্রিয় ব্লগার।

২৭| ৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৩

নিমা বলেছেন: কেউ জন্মে পাপের বোঝা কাঁধে নিয়ে
জন্মে পাপ জনমভর পাপ
জন্মান্তরেও পাপ।

ইচ্ছে ছিল ললাটের মলাট খুলে
পিতা ও পিতামহের
পাপের চিহ্ন মুছে ফেলবো
বিধি হলেন বাম
তাই শূন্য মনস্কাম
সবাই মিলে হলাম দুর্গত
পুড়লো ভাগ্য পুড়লো জাহান
আমার দুর্ভাগা সন্তান।

এক গুচ্ছ ভাললাগা

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। অনেক দিন পর আপনার দেখা। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।

২৮| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার বলে শেষ করে দিতে ইচ্ছে করছে না। মুক্ত গদ্যগুলি যেন একাকীত্বের একেকটা স্টেজকে নির্দেশ করছে, এমন ভাবে সাজানো। নজর কাড়ল।

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা নিরন্তর।

২৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৮

কালীদাস বলেছেন: আমারে লেখতে বইলা নিজে ঝিমাইবেন মাসের পর মাস; এইটা ঠিক না, কবি! :||

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

সায়েম মুন বলেছেন: হাহাহা। বয়স হৈচে না। এখন হাতে মরচে পড়চে। :P

৩০| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

রুদ্র জাহেদ বলেছেন: আমার কোনো গল্প নেই -এর মধ্য দিয়ে অনেক গল্পের প্রতিধ্বনি। ভালো লাগল খুব কবিতাগুলো+

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্র জাহেদ। শুভকামনা রইলো।

৩১| ২১ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৩

রেজওয়ান তানিম বলেছেন: ভালো লাগল অনেক দিন পর আপ্নের লেখা পইড়া।

আমার ব্লগে তো আপনারে দেখিই না, ভুইলা গেলেন নাকি ?

৩২| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

সায়েম মুন বলেছেন: ভুলিবো কেমনে ভাই #:-S
ইদানীং ব্লগে খুব কম আসা হয়। আপনিও বোধয় কম আসছেন এখানে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.