নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। দিন শেষে
আর কি হবে বিলাসী বৃষ্টি
দৌঁড়ঝাপ রাস্তায়--- স্কুল ছুটি
আবারও কি হবে নীরব নির্বাসন
কুলকুল নদী, আম্রমুকুল
কিংশুক বিথীকায় ভ্রমরের গুঞ্জরন।
কত দিন দেখিনা তোমায়
বিবর্তনের কষ্টফাঁস এঁটে
দুয়ার আটকে বসে রই
তবে কি এখনো তোমাকে চাই?
নির্ভীক নীরবতা নিয়েছে ঠাঁই
আমি তাই, তাই আমি
দিন শেষে তোমারই গান গাই।
২। চিতায় মুখ
উল্টোপাতায় শুরু চলা
মনের আয়নায় অজান্তে কথা বলা
অবসাদ যাপনের দিনগুলো ভুলে
খাতা ও কলমে কথা না বলে।
নির্বাসনের পাপ প্রায়শ্চিত্তের দিন
বাজলো শুধু নিরানন্দের বিন
কত আর, আর কত বিরহ জ্বালা
দিনে দিনে বাড়লো বেলা।
চলছে জীবন মনের হরষে
চক্ষু গেলে আলো কি আসে
ভাগ্যাহতের বিভিন্নতর দুখ
আয়ু ফুরিয়ে চিতায় মুখ।
৩। সরল সূর্যালোক
এভাবেই শুরু হোক। আস্তে আস্তে, কষ্টে সৃষ্টে। জমাট বরফের মত উষ্ণতায় গলুক। মনের ভিতর যে মৃত খাখা মরুভূমি তা তৃণলতা খুঁজে পাক। আমিতো পাকেচক্রে এসেছি। ঘূর্ণিতে ঘুরতে ঘুরতে হাওয়ায় মিলিয়েছি ডানা। আহত বিহঙ্গ এক, ডানা ভাঙ্গা হৃদয়। শুরু হোক শুশ্রূষা। আদিম গুহার অনাদরের মানব থেকে বের হয়ে আসুক সরল সূর্যালোক।
ছবি: নিজস্ব এ্যালবাম।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ সুলতানা। শুভকামনা রইলো।
২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
আরণ্যক রাখাল বলেছেন: প্রথম দুটো খুব ভাল লেগেছে| ২য়টা সবচেয়ে ভাল| ৩য়টা খুব একটা ভাল লাগেনি
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১২
সায়েম মুন বলেছেন: অল্প কথায় বিশদ বলেছেন। ভাল লাগলো আপনার মন্তব্য। ভাল থাকবেন। শুভকামনা রইলো।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬
কল্লোল পথিক বলেছেন: প্রথমটা এ প্লাস পরের দুটো এ
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩
সায়েম মুন বলেছেন: আপনার মার্কিং বেশ লাগলো। শুভকামনা নিরন্তর।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সুমন। ভাল থাকবেন।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩
নীলসাধু বলেছেন: চমৎকার। ভাল লাগা রেখে গেলাম।
শুভেচ্ছা রইল কবির জন্য।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিরন্তর শুভকামনা।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮
ভারসাম্য বলেছেন: কবিতা বুঝি না ভাল এখন আর। আগেও যে ভাল বুঝতাম তা না, তবে এখন একেবারেই ...
না বুঝলেও, যা মনে হৈল, ৩নং টা ভাল হৈছে।
+++
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১১
সায়েম মুন বলেছেন: আরে আমারও তো আপনার মত দশা। না বুঝেই কিছু মিছু লিখি। এটাকে কোবতে বলে কিনা জানি না। আশা রাখি ভাল আছেন। অনেক দিন পর দেখা হলো। ভাল থাকবেন সব সময়।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে বাবারে! কত দিন পর!! কবিতা ভালো লেগেছে। আশা করি ভালোও আছেন।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
সায়েম মুন বলেছেন: হুম কাভা অনেক দিন পর পোস্ট দেয়া হলো। মাঝে মাঝে আসা হয় কিন্তু ইনএ্যাকটিভ প্রায়। আশা রাখি ভাল আছেন। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২২
আরজু পনি বলেছেন:
দিন শেষে তোমারই গান গাই।
.
.
.
নির্বাসনের পাপ প্রায়শ্চিত্তের দিন
এই লাইনগুলো বিশেষ লাগলো...
অনেকদিন পরে কবি !
আশা করি এখন থেকে নিয়মিত পাবো ব্লগে...
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। অনেক দিন পর এসে দুম করে পোস্ট দিয়ে আবার কয়েক দিনের জন্য হাওয়া। আসলে ব্যস্ততার উপর আসা যাওয়া চলছে। চেষ্ঠা করবো থাকবার। থাকলে লেখা আসে। ভাল থাকবেন।
৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১
রক্তিম দিগন্ত বলেছেন: অসম্ভব ভাল হয়েছে।
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠের জন্য। শুভকামনা।
১০| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সুন্দর ভালা লাগার আবেশ আবেশিত হলাম আপনার লেখায়। অনেক দিন পর আপনার দেখা পেলাম। কেমন আছেন?
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১
সায়েম মুন বলেছেন: আমি ভাল আছি। আশা রাখি আপনিও আছেন। আপনার ভাল লাগায় ভাল লাগলো আমারও। ভাল থাকবেন আজাদ।
১১| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
উন্মাদ হিপোক্রেট বলেছেন: বাহ্! ভালো থাকুন
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ উন্মাদ হিপোক্রেট। শুভকামনা।
১২| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
অজন্তা তাজরীন বলেছেন: trimatrik anuvhuti chuye gelo..ekhono ghor kateni kobi ... bhalo thakben
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২১
সায়েম মুন বলেছেন: আপনার মন্তব্যে অনেক ভাললাগা। শুভকামনা নিরন্তর।
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কত দিন দেখিনা তোমায়
বিবর্তনের কষ্টফাঁস এঁটে
দুয়ার আটকে বসে রই
তবে কি এখনো তোমাকে চাই?
লাইনগুলো অনেক ভালো হয়েছে কবি
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২২
সায়েম মুন বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
নির্বাসনের পাপ প্রায়শ্চিত্তের দিন
বাজলো শুধু নিরানন্দের বিন
কত আর, আর কত বিরহ জ্বালা
দিনে দিনে বাড়লো বেলা।
দারুণ লিখেছেন ভাই।
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি অথর্ব। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।
১৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮
হাসান মাহবুব বলেছেন: সেইদিন আপনার কথা ভাবতেসিলাম। আর আজ আপনি এসে উপস্থিত। টেলিপ্যাথি বইলা কিছু একটা তাইলে আছে!
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭
সায়েম মুন বলেছেন: ঐদিন বোধয় আমি জিহ্বায় কামড় দিয়েছিলাম। তারপর এখানে এসেছিলাম...
হ আচে টেলিপ্যাথি আচে...
১৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
অপর্ণা মম্ময় বলেছেন: আরেহ কবি, কত্তো দিন পর!!!! কেমন আছেন?
কবিতা ভালো হয়েছে। প্রথমটা বেশিই
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮
সায়েম মুন বলেছেন: ভাল আছি প্রিয় গল্পকার ও কবি। কবিতা ভাল লাগায় বেশ লাগলো। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।
১৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কবির প্রত্যাবর্তনে ভাল লাগা। কবিতাগুলো ভাল লেগেছে । হ্যাপি ব্লগিং ।
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
সায়েম মুন বলেছেন: এটাকে ঠিক প্রত্যাবর্তন বলে কিনা জানা নেই। ছিলাম আশেপাশেই শুধু ইন্টারেকশনের বিরতি ছিল। ধন্যবাদ
১৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০১
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে কবি+
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ জাহেদ। শুভকামনা নিরন্তর।
১৯| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৭
বাংলার ফেসবুক বলেছেন: খুব সুন্দর ও নতুত্বের ছাপ রয়েছে। ভাষায় একটু জটিলতা তবে সব মিলিয়ে টিপিটাপ। আগামী পথের জন্য শুভ কামণা রইল।
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ব্যতিক্রমী আইডি ধারী ব্লগার। শুভকামনা রইলো।
২০| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮
blackant বলেছেন: আপনার হয়েছে , হবে একদিন ঠিকই আরো বিকোশিত হবে ; লিখে যান ;শুভ কামনা ।
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩
সায়েম মুন বলেছেন: বিকশিত তো ঠিক ভাবে হয় না। তবে চেষ্ঠা করতে দোষ কী। এজন্যই লেখালেখি। আপনার জন্যও অনেক শুভকামনা।
২১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: এক আর তিন বেশি ভাল লেগেছে ।
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ দাঁতভাঙ্গা নিকের ব্লগার।
শুভকামনা রইলো।
২২| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তিনটিই সুন্দর, পড়তে বেশ ভাল লাগছিল।
শুভকামনা জানবেন, ভালো থাকুন।
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ বোকা মানুষ। আপনার জন্যও শুভকামনা।
২৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
সুপান্থ সুরাহী বলেছেন: স্নিগ্ধ! কোমল! অনুভব।
খুব ভাল লেগেছে।
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১
সায়েম মুন বলেছেন: সংক্ষেপিত কমেন্ট এ ভাললাগা। ভাল থাকবেন কবি।
২৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর কবিতা
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১
সায়েম মুন বলেছেন: নিরন্তর শুভকামনা তামান্না।
২৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
নেক্সাস বলেছেন: কত দিন দেখিনা তোমায়
বিবর্তনের কষ্টফাঁস এঁটে
দুয়ার আটকে বসে রই
তবে কি এখনো তোমাকে চাই?
কবিতা মনেই হৃদয়ের গভীর থেকে উঠে আসা কিছু অনবদ্য ছবি। অনেক ভাল লেগেছে ভাই
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।
২৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১
জুন বলেছেন: অনেক ভালোলাগা মুন।
+
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আপু। আশা রাখি ঘুরাঘুরি ভালই হচ্ছে। ভাল থাকবেন।
২৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭
ডি মুন বলেছেন: সরল সূর্যালোক খুব ভালো লাগল।
শুভকামনা রইল
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ডি মুন। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।
২৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৭
রবিন মিলফোর্ড বলেছেন: আহ ! সায়েম মুন ভাইয়ের কবিতা পড়লাম অনেক দিন পর ।
ভাল লাগা রইল ।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রবিন। অনেক দিন পর পোস্ট দেয়া। আপনার ভাললাগা জেনে খুশী হলাম। ভাল থাকবেন।
২৯| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
অন্ধবিন্দু বলেছেন:
জনাব সায়েম,
আপনার এ লেখাগুলো বেশ রকম ছন্নছাড়া লাগলো। খুবই উদাস অথবা অবসাদ। আহত বিহঙ্গ তার ডানা ভাঙ্গা হৃদয়ের নীরবতায় যেনো খুব ক্লান্ত। কবিতায় পেলুম, বিবর্তনের কষ্টফাঁস যদি বিবর্তনের কথাই আসে তবে কোনো কষ্টফাঁস! সেতো যাপনের সাথে তাল মিলিয়েই হয়ে গেছে ...
পাঠকেরা কবিতার সাথে ঠিক জমে ওঠতে পারছে না। একি কবিদের ব্যর্থতা না পাঠকের অনাগ্রহ। তাই ভা্বি ...
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২
সায়েম মুন বলেছেন: সাধারণত গল্পের চেয়ে কবিতার পাঠক কম। এটা আমার অবজার্ভেশন। তাছাড়া কবিতা ঠিকমত লিখতে না পারলে পাঠক আরও কম হওয়ার কথা। এক্ষেত্রে আমি ব্যর্থ কবিদের কাতারে।
আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৩০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪
নাজনীন১ বলেছেন: ফুলটা কি বেলী ভাইয়া?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০
সায়েম মুন বলেছেন: নাহ, এটা জাম্বুরা ফুল।
৩১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০
জসিম বলেছেন: কবি, অাছেন কেমন!
কবিতা ভালো লেগেছে.
ধন্যবাদ.
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
সায়েম মুন বলেছেন: ভাল আছি জসিম। আশা রাখি আপনিও ভাল আছেন। অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: +++++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ তনিমা। ভাল থাকবেন।
৩৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১
খায়রুল আহসান বলেছেন: আবারও কি হবে নীরব নির্বাসন
কুলকুল নদী, আম্রমুকুল
কিংশুক বিথীকায় ভ্রমরের গুঞ্জরন। -- চমৎকার লাগলো।
ডানা ভাঙ্গা বিহঙ্গের কথা কল্পনা করতেই কষ্ট লাগে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭
সায়েম মুন বলেছেন: কমেন্টে ভাললাগা। অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা নিরন্তর।
৩৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫
বিজন রয় বলেছেন: ভাল লেগেছে।
++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিজন রয়। ভাল থাকবেন।
৩৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ ভালো লাগলো।অনেক শুভেচ্ছা।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৩৮
সায়েম মুন বলেছেন: আবারও ধন্যবাদ জানাই।
৩৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:২৩
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১২
সায়েম মুন বলেছেন: ইদানীং ব্যস্ততা + আলসেমীর কারণে পোস্ট দেয়া হচ্ছে না। স্মরণ করিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ বিজন রয়।
৩৭| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪
শায়মা বলেছেন: বেবিভাইয়ু!!!
কেমন আছো?
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০২
সায়েম মুন বলেছেন: ভাল আছি বিউটি আপি!!!!!!!!!!!!
তুমি ভাল আছোতো?????????
৩৮| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৮
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিতে বলেছিলাম।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪
সায়েম মুন বলেছেন: অনেক দিন বন্ধ থাকায় এখনও ব্লগে লেখা দেয়ার মত মানসিক অবস্থা তৈরী হয়নি। সময় করে দিয়ে দিবো বিজন। ভাল থাকবেন।
৩৯| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৯
কালীদাস বলেছেন: ইয়ো কবি! জাইগা উঠেন! লেখা ছাড়েন
আছেন কেমুন?
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫
সায়েম মুন বলেছেন: আমিতো জাগবো। কিন্তু আপনিতো আর জাগেন না।
৪০| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৩
শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়ু!
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৪
সায়েম মুন বলেছেন: ভেরি গুড। ভাল থেকো। নতুন পোস্ট দিয়ো।
৪১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:০২
উদাসী স্বপ্ন বলেছেন: আপনে তো ভালোই কবিতা লেখেন!
ফুলটার নামটা কি একটু বলবেন?
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪
সায়েম মুন বলেছেন: ধইন্যা। আমি একদা কোবতে লেখার চেষ্ঠা কর্চি। এখন রেস্টে আছি।
এইটা হইলো জাম্বুরা ফুল। আমাদের বাড়ির গাছ থিকা তোলা।
৪২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫
রাজসোহান বলেছেন: মুনাপ্পি
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭
সায়েম মুন বলেছেন: কিরে মালয় সোহানা আপ্পি।
৪৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০
রাজসোহান বলেছেন: ব্লগ ঘুইরা যান। পুরাদমে লেখালেখি ধরছি আবার
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১
সায়েম মুন বলেছেন: ব্লগ দিয়া ইন্টারনেট চালানি তেমন করতেচিনা। তবে আসপো তোমারে দ্যাকতে।
৪৪| ০১ লা মে, ২০১৬ রাত ৮:৩৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অসাধারণ কবিতাগুলো দেরিতে চোখে পড়লো।
মাঝে মাঝে লেখা দিন এভাবে
০২ রা মে, ২০১৬ রাত ১০:৪০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আসলে লেখালেখি তেমন হচ্ছে না।
ভাল থাকবেন। শুভকামনা সব সময়।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
সুলতানা রহমান বলেছেন: তিন ধরণের অনুভূতি। ভাল লাগলো।