নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
আজ অনেক দিন পর এখানে আসা। কি এক টানে আসলাম জানিনা, তবে পুরাতন এক ভালবাসার টানে এসেছি এটা ঠিক। এই ভালবাসা সামহোয়্যারইন এর প্রতি এবং এখানে যারা লেখেন তাদের প্রতি। সেটা আছে এবং আজীবন থাকবে। এই ব্লগ সূত্রে অনেকের সাথে কথা হয়েছে, পরিচয় হয়েছে এমনকি ব্লগ আড্ডা পর্যন্ত হয়েছে বেশ কয়েকবার। সময়ের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়। সেই সূত্রে ব্লগও পরিবর্তন হয়ে গিয়েছে। এক সময় অনেক ব্লগার এক্টিভ ছিল এখানে। এমনকি এখানে লিখে লিখে হাত পাকা করে পরবর্তীতে বইও প্রকাশ করেছেন অনেকেই এবং অনেকগুলো দূর্দান্ত বইও পাওয়া গিয়েছে। আমার সংগ্রহে এখনও অনেক ব্লগারের বই আছে। আমিও এক সময় টুকটাক লেখার চেষ্টা করেছি, কিন্তু হাত পাকাতে পারিনি। মানে ইনবিল্ট কিছুতো থাকতে হয়, শুধু শুধু পাথর ঘষে কি আগুন জ্বলে! আজকে হাসান মাহবুব এর ফেসবুক পোস্ট সূত্রে এখানে আসা। ব্লগ পরিসমাপ্তির একটা সংকেত পেয়ে বুকটা মোচড় দিলো, হাহাকার থেকে এখানে আসলাম। আমার জীবনের বেশ কয়েকটা বছর খুব ভাল গিয়েছে। এখানে লিখেটিকে, ভালভাল অনেক লেখা পড়ে, জেনেশুনে, মন্তব্য প্রতিমন্তব্য করে। আর এই প্লাটফর্ম টা সৃষ্টির সাথে যে মানুষটার নাম ওতপ্রোতভাবে জড়িত তিনি নাকি অসুস্থ, এই বিষয়টা জেনে আরও বেশী মর্মাহত হয়েছি। বাস্তবে জানা আপুকে দেখার সৌভাগ্য হয়েছিল দুইবার। তাকে দেখে খুব আশাবাদি ও খুব উৎসাহব্যাঞ্জক মানুষ মনে হয়েছে। তিনি তার মনোবল ও হাজার হাজার ব্লগারদের দোয়ায় সুস্থ হয়ে উঠবেন এই প্রত্যাশা রইলো। জানা আপু সুস্থ ও দীর্ঘজীবি হোক সেই প্রার্থনা রইলো। সামহোয়্যারইনও দীর্ঘায়ু কামনা করছি। (সংশোধনহীন লেখা)
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪৬
সায়েম মুন বলেছেন: ফিরে আসুক সবাই, সেই কামনা করি। ভাল থাকবেন স্বপ্নবাজ সৌরভ।
২| ০৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৩০
শায়মা বলেছেন: আরে সায়েম মুন বেবিভাইয়ু!!!!!!!!!
কতদিন পরে এলে!!!
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪৬
সায়েম মুন বলেছেন: বেবি ভাইয়া বুড়া হয়েছে আপি। ব্যস্ততা দেয় না অবসর। আশা করি ভাল আছো অনেক।
৩| ০৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৩
হাসান মাহবুব বলেছেন: যাক, আমার পোস্টের কল্যাণে মুনাপা আইলেন। কত সিরিতি!
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪৫
সায়েম মুন বলেছেন: হ ম্যালা স্মৃতি। ম্যালা কথোপকথন। আসলাম ফিরে। থাকা মুশকিল। জীবন অত্যধিক ব্যস্ততাময়।
৪| ০৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেখে আপ্লুত হলাম। মুনসী ভাইকেও দেখলাম। তবে মনটা সত্যিই বিষাদে ছেয়ে আছে গতরাত থেকেই। জানা আপার জন্য প্রার্থনা করি, তিনি সুস্থ ও দীর্ঘজীবী হোন। নিজের দৃঢ়চেতা মনোভাব নিয়ে ব্লগ চালিয়ে যাওয়ার সামর্থ্য তার হোক, এই প্রার্থনা। এ ব্লগ থাকবে না, এমনটা ভাবতেও কষ্ট হয়।
আশা করি ব্লগেই থাকবেন। শুভেচ্ছা অবিরাম।
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪৮
সায়েম মুন বলেছেন: ব্লগ থাকবে না, এমনটা ভাবতেও কষ্ট হয় আসলেই। জানা আপুর জন্য প্রার্থনা রইলো। আশা রাখি আপনি ভাল আছেন। শুভকামনা রইলো।
৫| ০৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
লেখার খাতা বলেছেন: সামু বেঁচে থাকবে। থাকবেই।
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪৮
সায়েম মুন বলেছেন: সেই আশায় আছি।
৬| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ৮:২০
ধূম্র ধূম্রাট বলেছেন: @লেখার খাতা, বাঁহে আপনি দেকতিছি আসলেই একটা ভীতু বোলগার । আপনার আসলেই যোগ্যতা নেই তর্ক কৈরবার তাই কমেন্ট ব্যান মারেন যাকে তাকি । ভাই আপনি আগে নিজের একটু চিকিৎসা করান বাঁহে । নিজের ফোবিয়া নিয়ন্ত্রণ করেন । ভালো থাইকবেন বাঁহে !
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪৯
সায়েম মুন বলেছেন: ব্যানট্যান এখনো চলে তাহলে?
৭| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ৮:২৩
ধূম্র ধূম্রাট বলেছেন: আচ্ছা ভাই আপনারা ব্লগে আসবেন না সময় দেবেন না তো এই ব্লগ বাঁচবে কিসের জন্যি ? আপনারা যদি সময় দেন আবার ভালো ভালো লেখা দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করেন তবেইতো এই ব্লগ চিরজীবী হবে তাইনে ? ব্লগ চলে ব্লগার ও পাঠকদের দিয়ে তাই যদি না থাকে তো কেবা কৈরে ব্লগ বাঁচবি ?
আপনেরা সকল ব্লগাররা হলেন ব্লগের প্রাণ আপনারা সময় দেন তালি পরে ব্লগ বাঁচবি ??
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৫০
সায়েম মুন বলেছেন: নতুনরা আসবে পুরোনোরা চলে যাবে। এটাই নিয়ম। আমরা তো বুড়া হয়ে গেছি। যারা নবীন রয়েছেন তারা এগিয়ে আসুন। ঝাপিয়ে পড়ুন।
৮| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:২১
খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে একটি পোস্ট নিয়ে ব্লগে ফিরে এসেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ।
সাক্ষাৎকারে মডারেটর বেদনার যে সুর বাজিয়ে গেলেন, সেই সুর শুনে আপনার মত আরও অনেক বিদগ্ধ লেখক ও মুগ্ধ পাঠক এখানে একবার উঁকি ঝুঁকি দিয়ে যাবেন, এটা প্রত্যাশিত। কিন্তু ব্লগের সেই পুরনো প্রাণচাঞ্চল্য ফিরে পেতে হলে আরও অনেক কিছু করতে হবে।
ব্লগমাতা সৈয়দা গুলশান আরা জানা'র দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আশা করছি, ওনার চিকিৎসা সঠিক পথেই এগিয়ে চলেছে। উনি যতদিন সুস্থ ও সবল থাকবেন, ততদিন এ তরী ডুববে না, এ বিশ্বাস আমার আছে। এ দুঃসময়ে ওনার পরিবারের জন্য অন্তর থেকে শুভকামনা
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৫২
সায়েম মুন বলেছেন: আপনার মন্তব্যে আমরাও আশায় বুক বাধি। তিনি আশু সুস্থ হয়ে উঠবেন। ব্লগও চলবে।
৯| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪৭
অপু তানভীর বলেছেন: আরে আপনাকে দেখা গলে অনেক দিন পরে ! নিয়মিত হৌউন এবার দেখে !
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৫৩
সায়েম মুন বলেছেন: হ্যা অনেক দিন পর। অনেক পথ পেরিয়ে চলে এসেছি। আশা রাখি ভালা আছেন অপু। ভাল থাকবেন।
১০| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: সামু বন্ধ হয়ে যাচ্ছে এইটা শুনেই কেমন লাগছে! অনেকদিনই ব্লগে আসি নাই এটা ঠিক, কিন্তু ব্লগ থাকবে না, এইটা নিতে কষ্ট হইতেসে। কত-শত স্মৃতি!
০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৩২
সায়েম মুন বলেছেন: সহজে বন্ধ হচ্ছে না হয়ত...যদি হয় এই আশংক ভাবায়। মন খারাপ করে দেয়। আশা রাখি ভাল আছেন আপনি।
আজকে কিছুটা বুঝা গেল। সামুর একটিভিজ বন্ধ হলেও লেখা গুলো আর্কাইভ হিসেবে থাকবে। যাতে কিছুটা নাড়াচাড়া করতে পারা যায়।
১১| ০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: জানা আপু দ্রুত আরোগ্য লাভ করবেন এবং সুস্থ হয়ে শক্ত হাতে সামুর হাল ধরে একে আরও দীর্ঘ পথ এগিয়ে নিয়ে যাবেন, এই কামনা রইলো। আর আপনার মত পুরাতন ব্লগারেরা সপ্তাহান্তে একটা দিন ঘন্টাখানেক সময় দিলেও এই ব্লগটা অনেকটাই তার হারানো জৌলুশ ফিরে পাবে বলে আশা করি। আর ব্লগের সক্রিয়তা বাড়লে ব্লগের বন্ধ হয়ে যাওয়ার যে মূল কারণ, আর্থিক সমস্যাটা, সেটাও হয়তো মোকাবেলা করতে সহায়তা করবে।
অনেক ভালোলাগা রইলো পোস্টে। ভালো থাকুন সবসময়, সামু'র সাথে থাকুন, পাশে থাকুন।
১২| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ৯:৩৩
জুন বলেছেন: বাহ অনেক দিন পর পথ ভুলে কি সায়েম মুন!! খুব ভালো লাগলো প্রিয় একজন ব্লগারকে অনেক দিন পর দেখে ভালো আছেন তো??
১৩| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ১০:১৯
আহমেদ জী এস বলেছেন: সায়েম মুন,
যে টানে সবাই ঘরে ফেরে সে টানেই এখানে এসেছেন!
বহুদিন বাদে দেখে ভালো লাগলো।
সেই উচ্ছাস থেকেই বলছি - আপনি বাঙালী, তা অনেক কথা বাংলায় লিখবেন নাতো কি ইংরেজীতে/চায়নীজে লিখবেন ?
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হামা ভাইয়ের পোস্ট পুরোনোদের ফিরিয়ে আনুক।
৮ বছর পর আপনি এলেন। অন্তিম শুভেচ্ছা জানানোর জন্য সবাই এভাবে ফিরে আসুক।