![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ সত্য বলতে ভয় পায়। গা বাঁচিয়ে চলাটা এক রকম স্বভাব হয়ে পড়েছে। অন্যায়ের প্রতিবাদ করা তো দূরে থাক,কাউকে প্রতিবাদ করতে দেখলে বা সত্য বলতে দেখলে তাকেও বাঁধা দেয়। কিন্তু এমন তো হওয়ার কথা না। সমস্যা কোথায়?
সত্য বলতে সাহস লাগে। কারণ সত্য বলার পর আপনার সাথে কি ঘটবে কেউ বলতে পারবে না। এমনকি আপনি বেঁচে থাকবেন কিনা তারও ভরসা নেই। মানুষের কাছে নিজের জীবনের চেয়ে আর কি মূল্যবান হতে পারে! তাই সত্য বলতে,অন্যায়ের প্রতিবাদ করতেই এত ভয়। তাইনা?
কিন্তু জানেন তো যারা অন্যায়ের প্রতিবাদ করে,সত্য বলে,ইতিহাস তাদেরই মনে রাখে। ভক্তি ভরে সম্মান করে, লোকেরা শ্রদ্ধা করে। আপনি অন্যায় করলেও কিছু মানুষ আপনাকে সাপোর্ট করবে। কিন্তু কি জানেন,জীবনের কোন না কোন সময় যখন নিজের ভুল বুঝতে পারবে তখন আফসোস করবে আর স্বীকার করতে বাধ্য হবে যে আপনিই ঠিক কাজ করেছেন। আজ আপনার সাথে কেউ নেই,তাই বলে কি কাল থাকবে না??? আজ আপনিএকাই সাহস করে দাঁড়ালেন,কাল কেউ দাঁড়াবে না??? আজ আপনি অন্যায়ের প্রতিবাদ করলেন, কাল আপনার দেখে কেউ করবে না??? অবশ্যই।
একবার শুধু আলোর পথে এসে দেখুন। সত্য জেনে দেখুন। জানিয়ে দেখুন। শান্তি এখানেই। সৃষ্টিকর্তা যে উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছেন তা যদি আপনি কার্যকর করতে না পারেন তাহলে ব্যার্থ আপনিই। আপনি সত্য না বললে অন্য কেউ বলবে। তাতে ভীতু,কাপুরুষ হিসেবে পরিচিত সে হবে না,আপনিই হবেন।
আপনি সত্য প্রতিষ্ঠিত না করতে পারলে আপনার জায়গায় অন্য কেউ আসবে। সে করবে। তাতে কিন্তু আপনি বড় হবেন না,সে হবে। অতএব নিজের যোগ্যতাবলে নিজের জায়গা টুকুই ধরে রাখার জন্য অন্তত সত্য বলুন।
©somewhere in net ltd.