![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোর অনেক ক্যাটাগরি আছে। ডাস্টবিনের মধ্যে যে জিনিস অন্যান্য জিনিসের চেয়ে কম পঁচা সেটাকেও সেই তুলনায় ভালো বলা যায়। সাধারণদের মধ্যে যে তুলনামূলকভাবে ভদ্র তাকেও ভালো বলে। আবার অনেক ভালো কতকগুলো মানুষ, তাদের মধ্যেও ভালোর পার্থক্য আছে। হতে পারে একজন কম ভালো, আরেকজন আরো ভালো। তাই বলে কেউ যে খারাপ, তা কিন্তু বলছি না।
একটা মেয়েকে তার বয়ফ্রেন্ডস ভালো বলবে। সে বলবে,হুম! আমিতো ভালো। বিশ্বাস না হলে আমার ফ্রেন্ডস দের জিজ্ঞাসা করো। সেই 'ফ্রেন্ডসরা' কে আর কেমন তা জেনেই বলা যাবে যে সেই মেয়ে আসলেই ভালোর সংজ্ঞায় 'ভালো' কিনা। একটা ছেলে বলবে,আমাকে কেউ খারাপ বলে না। ঐ 'কেউ' গুলো কারা তার উপর নির্ভর করছে সে আসলে কেমন। সুতরাং আপনি নিজেকে ভালো বলছেন,মানুষও বলছে। সেই মানুষ গুলো কারা আর কেমন সেটা দেখতে হবে,তারপরই বলবো আপনি কোন ক্যাটাগরির ভালো। বা আদৌ 'ভালো' কিনা।
এক শয়তান আরেক শয়তানকে শয়তান বলবে না। অন্তত নিজেরা জানবে যে তারা আসলেই শয়তান, কিন্তু অন্যদের সামনে প্রকাশ করবে না। শয়তান ভালো মানুষদেরও ভালো ই বলবে,আবার নাও বলতে পারে। কিন্তু শয়তান ভালো কে চিনতে ভুল করেনা,ভালোরাও ভুল করেনা। সুতরাং মন্দের ভালো হয়ে লাভ নাই,হলে ভালোর মধ্যেই তুলনামূলকভাবে ভালো হতে হবে। কারণ ভালোর শেষ নেই। আর মন্দের উপর সবসময় ভালো অবস্থান করে। এটাই চিরায়ত সত্য। খারাপের ডালপালা যতই বিস্তৃত হোক,সত্যই সবসময় বিজয় লাভ করবে।
©somewhere in net ltd.