| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন আগে ব্রাহ্মনবাড়ীয়াতে ২ জন হেফাজতীর সাথে দেখা,
আমার দেশ পত্রিকা পড়ছিল, নাস্তিকতা নিয়ে কথা বলছিল, একজন বলছিল বড় নাস্তিকটাকে (Imran H Sarkar) এখনো কেন ধরছে না? আমি কথাগুলু শুনে জবাব না দিয়ে পারলাম না, বললাম Imran H Sarkar নাস্তিক আপনাদের কে বলেছে? Imran H Sarkar তো বলেছে সে যে নাস্তিক এটা প্রমান করার জন্য। কিন্তু কেউ তো পারছে না প্রমান করতে। আপনাদের এক হুজুর বলেছে যে, Imran H Sarkar নাস্তিক না হলেও সে নাস্তিকদের নেতৃত্ব দিয়েছে তাই সেও নাস্তিক, আপনারা ও কি একথা ই বলেন? তারা বলল হ্যা। এবার আমি বললাম, নাস্তিকদের নেতৃত্ব দেয়াতে যদি সে নাস্তিক হয়ে যায় তাহলে বাংলাদেশের প্রতিটা মসজিদের ঈমামের পিছে অনেক সুদখোর আর ঘুষখোর নামায পড়ে, তাহলে কি সব ঈমাম সুদখোর আর ঘুষখোর হয়ে গেল?
তখন তারা আমার প্রশ্নের উত্তর দেয়া তো দুরের কথা, এমন একটা ভাব করল যেন আমাকে চিনে ই না!!!!!!!!!
©somewhere in net ltd.