নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় বাংলা......

ভালবাসি আমার বাংলা মা কে……

খাঁন সাহেব

অসতর্ক……

খাঁন সাহেব › বিস্তারিত পোস্টঃ

এর চেয়ে বেশি আর কি আশা করা যায় এই দেশে…?

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

ঘটনা--১

২ বছর আগে পুরান ঢাকার নীমতলিতে অগ্নিকান্ডে শতাধিক প্রান ঝড়ে গেল আগুনে পুড়ে।

ফলালাফল, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয়

নেত্রী শোকবার্তা প্রদান করেছেন ।পাশাপাশি ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন।



ঘটনা--২

কয়েক মাস আগে আশুলিয়ার তাজরিন গার্মেন্টে অগ্নিকান্ডে শতাধিক প্রান ঝড়ে গেল আগুনে পুড়ে।

ফলাফল, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী শোকবার্তা প্রদান করেছেন।পাশাপাশি ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন।



ঘটনা--৩

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতায় শতাধিক প্রান ঝরে গেল, আর তা নিয়ে দুই দল রাজনীতি করছে।



ঘটনা--৪

আজ সাভাঢ়ে ৮ তলা ভবন ধ্বসে শতাধিক প্রান ঝড়ে গেল, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয়নেত্রী শোকবার্তা প্রদান করেছেন।পাশাপাশি ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে হয়তবা।



বড়ই বিচিত্র এই দেশ! এদেশের মানুষের প্রানের চেয়ে বিশিষ্টজনদের শোকের দাম অনেক বেশি। হয়তবা ৫০০০০ টাকা করে দেয়া হবে একেকটি প্রানের বিনিময়ে। এর চেয়ে বেশি আর কি আশা করতে পারে ঐ ছোটলোক গুলি...।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮

খাঁন সাহেব বলেছেন: পুকুর ভরাট করে বিল্ডিং বানাইসে,সেইটা মানা গেল, ৫
তালা পারমিশন নিয়ে ৮ তালা বানাইসে,
সেইটা মানা গেল, পারমিশন
ছাড়া যে কয়তালা উপরে উঠাইসে, ঠিক
সে কয়তালাতেই
ভারী ভারী যন্ত্রপাতি ঢুকিয়ে গার্মেন্টস
দিয়েছে,
সেইটাও মানা গেল, কিন্তু গতকাল ফাটল ধরার
পরে আজ
গার্মেন্টস শ্রমিকরা কাজ করতে চায় নাই,
বিল্ডিং এ
ঢুকতে চায় নাই, গার্মেন্টস এর লোকজন জোর
করে শ্রমিকদের ঢুকাইসে...
এমনকি কয়েকজনরে পিট্টী দিয়ে ঢুকাইসে... এই
হারামজাদাগুলারে ফাঁসিতে ঝুলানো হোক..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.