নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় বাংলা......

ভালবাসি আমার বাংলা মা কে……

খাঁন সাহেব

অসতর্ক……

খাঁন সাহেব › বিস্তারিত পোস্টঃ

জামায়াত কি নিষিদ্ধ হবে???????

১২ ই মে, ২০১৩ রাত ১১:০৪

ভাই জামাত শিবির নিষিদ্ধের ব্যাপারে তো অনেক কথা হইল! আমরা যারা রাজাকার বিরুধী আন্দোলনের সাথে জড়িত তারা বার বার বজ্রকন্ঠে আওয়াজ তুলেছি জামাত নিষিদ্ধের। কিন্তু এখন পর্যন্ত কি তাদের নিষিদ্ধের কোন প্রক্রিয়া দেখতে পেয়েছি? বার বার শুধু আশ্বাস পেয়েছি এবং বারাবরের মত চুপ থেকেছি। সত্যি বলতে কি, কোন ভাবেই হিসাব মেলাতে পারছিনা। কেন যানি মনে হয় জামাত নিষিদ্ধ হবেনা!!!! অবশ্য তার পেছনে যথেষ্ঠ কারন ও রয়েছে……

১,

আপনি বি,এন,পি কে জামাত নিয়ে যতই অপমান করেন বা লাঞ্ছনা দেন না কেন, তারা আপনার কথা শুনবে না। তারা বার বার বেহায়ার মত আচরন করবে। কারন তাদের কাছে কে রাজাকার কে আল-বদর এটা বড় ব্যাপার না! দিন শেষে ভোটের হিসেব টা হল তাদের কাছে আসল ব্যাপার!

২,

আর আওয়ামিলীগ যতই বলুক তারা জামাত নিষিদ্ধ করবে আমার তা মনে হয়না। কারন বর্তমান রাজনীতিতে জামাত হল তাদের তুরুপের তাস। জামাত নিষিদ্ধ হয়ে গেলে তারা পরবর্তিতে রাজনীতি করবে কাকে নিয়ে? এই ক্ষেত্রে বলা যায়, আওয়ামিলীগ ও ভোটের হিসেব কম করেনা!



আমাদের আন্দোলন থামবে না! এটা নিশ্চিত থাকেন বি,এন,পি ক্ষমতায় গেলে হয়তবা রাজাকাররা আবার মন্ত্রী হয়ে দেশের পতাকা ব্যবহার করবে!!! আবার, রাজাকারের নামে যদি ‘’Ministry of Rajakar” অর্থাৎ “রাজাকার মন্ত্রনালয়” খুলে আপনি কিন্তু অবাক হইতে পারবেন না!!!!!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.