নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

এক টুকরো মেঘ

১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৪২

এক টুকরো মেঘ

সাজ্জাদ হোসেন











ঐ আকাশটা আজ অনেক রোদ্দুরে ভরপুর

আকাশে ভরা রোদ্দুরের বান দেখে মেঘের হিংসে হয়

নেই বারিষের আনাগোনা,

প্রকৃতির প্রত্যয় যেন আজ দাবদাহ।

যাচ্ছে ঝলসে মানুষগুলো, ঠিক যেন গরম খুন্তির মতন॥



একটা হিমেল নয়, প্রাণ শীতল করা,

নয়ন জুড়ানো হাওয়া চাই।

যেন হাওয়ায় হাওয়ায় বয়ে যেতে পারে হঠাৎ বারিষ।



সকালের শিশিরে স্নাত ঘাস চেয়ে থাকে আকাশ পানে

চাতক পাখি প্রতীক্ষায় থাকে একফোঁটা পানির।

দেখা গেলে কোথাও টুকরো মেঘ,

সঞ্চার হয় বুকে আশা,

পাই মোরা ভরশা বেঁচে থাকার।

হয়ত এখনই নামবে বারিষ,

নয়তো খানিক বাদে।



থাকি মোরা আশায় বেঁচে,

আশায়ই বাঁচায় মোদের;

আশা করি এক টুকরো মেঘের,

যেন মেঘটুকুন থাকে আমার উঠোনে।

দেবে পানি, দেবে ছায়া,

ঠিক যেন তরুবীথি,

অজানায় জানাবো ঐ টুকরো মেঘকে,

যেন সে থাকে আমার বাড়িতে।



এক টুকরো মেঘ আর হাতে এক মগ চা,

সাথে থাকবে কড়া রোদ্দুর,

সবে মিলে হবো একাকার।

বলবে মেঘ- আমি কোথাকার !

ধরায় নামবো মেঘ,

মর্ত ছোঁবে বারিষ।

এই আশাই করি দেখে

এক টুকরো বারিষ॥



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৪ দুপুর ২:২০

রহস্যময়ী কন্যা বলেছেন: ভাই এক টুকরো মেঘের বৃষ্টিতেই কি হয়ে যাবে?? অনেকগুলো মেঘের টুকরো লাগার কথা তো :|| :|| :-0

১৭ ই মে, ২০১৪ দুপুর ২:৫৩

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: একটা ছেলের কয়টা মেঘ দরকার?
বুঝেন না :P

২| ১৭ ই মে, ২০১৪ দুপুর ২:২২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কড়া রোদ্দুরে মেঘ আসবে ব্যাপারটা কেমন না?
মেঘের কি ভয় ডর নাই? :)

১৭ ই মে, ২০১৪ দুপুর ২:৫৩

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আসতেও পারে কেউ তেমন করে আপনার জীবনে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.