নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

ব্যাংকে টাকা রেখে ফকির বানায়া ফেলল মামু !

২৭ শে মে, ২০১৭ সকাল ১১:১৭



ভদ্রলোকটির এই হাসিটা যেন এবার আর কারও সহ্য হচ্ছে না।

ব্যাংকে টাকা নিয়া যে কথা রটেছে সেটা এখানে পাবেনঃ
টাহা সব শ্যাষ করি ফেলল


Excise Duty বা আবগারি শুল্ক কোন নতুন কিছু নয়।

খবরটা এমনই রটেছে। মামু মানে মাল-মুহিত, তেমনটাইই করতে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ব্যাংকে টাকা রাখলেই সরকার সবটাকা খেয়ে ফেলবে এই আবগারি শুল্কের নামে। এবার আসুন, আসল ঘটনাটি কি একটু জেনে নিইঃ




লাল চিহ্ণিত লেখাগুলা ভাল করে দেখুন।

এই দলিলের মূল সূত্রঃ

গেজেট লিংক


NBR ওয়েবসাইট



এই Excise Duty বা আবগারি শুল্ক নামক চার্জটি আপনি প্রতি বছরই দিয়ে আসছেন চাই সেটা হোক Current Account, FDR account, SND account, Savings account, STD account, any type of loan account. সোজা কথা, আপনি ব্যাংক বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যেমনঃ LankaBangla Finance, Reliance Finance, IDLC Finance গুলোতেও কোন একাউন্ট থাকলে সেখান থেকে বছরের শেষ দিন বা আপনার একাউন্ট বন্ধের শেষ দিন, যটি অপেক্ষাকৃত পূর্বে, সেদিনই কেটে রাখবে। যা কিনা ব্যাংক চার্জ নামে ব্যাংক বিবরণীতে থাকে (এ খাত থেকে কাটা অর্থ আবগারী শুল্ক নামেই রাখা উচিৎ, সেটা অনেক প্রতিষ্ঠানই করে না)।

তাহলে, নিউজ পোর্টালগুলোতে কি খবর ছড়াচ্ছে? তারা যেটা বলছে, সেটার সোজা মানে করলে দাঁড়ায়, এমনঃ
ধরলাম, আপনার ২,৫০,০০০৳ আছে। আপনি ৳৫০,০০০ জমা দিলেন। সরকার এখনই, ৳১,০০০ কেটে ফেলল। আপনি ৳৫০,০০০ তুললেন। সরকার এখনই, ৳১,০০০ কেটে ফেলল। এভাবেই চলতে থাকল।
যদি এমনটা হয়, কেউ কি ব্যাংকে টাকা রাখবে?
অবশ্যই না। দেশের সব ব্যাংক বন্ধ হতে কয়েক দিন লাগবে। ডাকাতি বেড়ে যাবে। কোটি কোটি লোক বেকার হবে। কম করে হলেও লাখ খানেক লোক দিন ২ এর মধ্যে খুন হবে। সরকার পতন হবে কয়েক দিনেই।
বলুনত, এমনটা কি হতে পারে?
কখনই না।
আগের যে লিস্টটা দিসি, ঐ লিস্টের চার্জগুলো ২ গুণ করার কথাই বলছে, আর, ১ লাখ টাকা রাখলেই ৳১,০০০ নাই হবে ব্যাপারটা "ওমনভাবে" সত্য না। বর্তমানে কিন্তু আপনার ৳৫০০ ঠিকই কেটে নিচ্ছে, এটা ৳৫০০ থেকে ৳১,০০০ হবে - এই আর কি।
সুতরাং, প্যানিক বন্ধ করুন। সরকার ও মন্ত্রীকে না বুঝে গালাগাল বন্ধ করুন।

লেখক নিজে একজন কর, শুল্ক, অর্থনীতি, হিসাববিজ্ঞান বিষয়ের স্বীকৃত বিশেষজ্ঞ

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:


মালের হাসি বড়ই মধুর প্রাণ জুড়িয়ে যায়
পারলাম না সারাজীবন হাসতে এমন হায়।

২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:০৯

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: হাসুন প্রাণ খুলে, .....

২| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৯

রক বেনন বলেছেন: চার্জ দিগুণ করা হচ্ছে কি যে সকল হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে তার ক্ষতিপূরণ দেয়ার জন্য? বিভিন্ন ব্যাঙ্ক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করা হয়েছে। কিন্তু টাকাগুলো কার? ফেরত দিতে হবে না? কোথা থেকে দিবে? বিদেশ থেকে লক্ষ লক্ষ ডলার ঋণ নেয়া হয়েছে! ঋণের টাকা ইচ্ছেমতন লোপাট করা হয়নি? ঋণ, ঋণের সুদ ফেরত দিতে হবে না? কোথা থেকে দিবে? ভ্যাট, ট্যাক্স বাড়িয়ে, তাই না? এই জন্যে কি গালাগাল করা যাবে??

২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:১১

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: সেটার জন্য গালি দিলেও যা, না দিলেও তা।

এসব বিষয় নিয়ে রাজপথে কাউকে কখনই পাওয়া যায়নি, যায় না। সেটার কি বলবেন?

৩| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:১৬

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Abul mal

২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৪

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: Yea

৪| ২৭ শে মে, ২০১৭ রাত ১০:১৯

ধ্রুবক আলো বলেছেন: এক জায়গায় বলেছে সরকার পতন ঘটবে এটা দুঃস্বপ্ন টেনশনের কিছু নাই।
তবে চার্জ এতো বাড়ানো ঠিক নয়।

২৭ শে মে, ২০১৭ রাত ১১:২০

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: হুম, চেইন রিএকশন

৫| ২৮ শে মে, ২০১৭ সকাল ১০:২১

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: ভাই এক লাখ fdr interest rate about 5% in almost all govt now. আর তা যদি তিন মাস বা ছয় মাস মেয়াদী হয় তাহলে কত টাকা পাবে? আর আগে যখন ১২.৫০% ছিল তখন কত পাইত? কি ঝামেলায় আছি আমরা বুঝি ভাই।

৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: সরকার চায় না টাকা ব্যাংকে থাকুক। কি বলব, বলেন। আমরা ৯০%ই ছাপোষা মানুষ। পিষ্ট হওয়া ছাড়া অন্য পথের বড়ই অভাব। না পারি কইতে, না পারি করতে, না পারি সইতে।

৬| ২৮ শে মে, ২০১৭ দুপুর ২:০২

রক বেনন বলেছেন: রাজপথে কাউকে পাওয়া যাবে কিভাবে? গেলেই হয় পুলিশ ধরে নিয়ে যেকোনো মামলায় ফাঁসিয়ে দিবে অথবা রাতে সাদা পোশাকে 'কয়েকজন' এসে ঘর থেকে তুলে নিয়ে যাবে!! তারপর বাকিটা তো ইতিহাস!!!

৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: হুম। আপনি আমি গেলে আমাদের পাশের জন যাবে না। No comments !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.