নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

গায়ে হলুদে বাইকের মহড়া ও এনিয়ে অধিকাংশের মাতামাতি

২৮ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৩৩

দিন কয়েক আগে এক ভদ্রমহিলা "গায়ে হলুদ" এর আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বাইকের মহড়া দিয়েছেন। উনার এই কর্মে আপামর "মুসলিম" জনতার ক্ষোভপ্রকাশকে এই "মুসলিম" জনতার প্রতি আমার সহমর্মিতা প্রকাশ করি।
কথা হল, বাইক উনার, বন্ধুবান্ধব উনার, আপনাদের কেন জ্বলে?
বাইকের তেল খরচ করলেন উনারা, আপনাদের কেন জ্বলে?
এমনকি যে আপনাদের বউ বা মেয়েরা যাদের বিবাহ হয়ে গেছে, তারা এমন করতে পারেনি, ফেসবুকে আলোড়ন ছড়ায়নি, উনারা সেলিব্রেটি হননি তাই কি আপনাদের এমন জ্বলন?
আসল কারণ তে কেউই বা কারও "জ্বালাময়ী" লিখায় পেলাম না। শুধু শতকাকের এক রা - "সমাজ রসাতলে" গেল!
- আমার প্রশ্নঃ আসলেই কি সমাজ রসাতলে গেল?
আশাকরি উত্তর দিয়ে বাধিত করবেন, কারণ আপনারা আমার থেকে বিজ্ঞ হবেন সেটাই স্বাভাবিক!

____
এবার, কিছু ভদ্রমহোদয় ও মহোদয়াদিগের কথা এমন পেলাম যে "আমাদের সংস্কৃতিতে" এমন বাইকে চড়া নেই।
আমার প্রশ্ন, এই "আমাদের"টা কারা? কোন সমাজ? বাঙালি? বাংলাদেশি নাকি অন্য কিছু?
সেটা আমার মতন অধমের পক্ষে অনুমান সম্ভব নয়, অনুধাবনের প্রশ্নই আসে না।

__________________
এবার আসুন, এক লাইনে কথা শেষ করিঃ
ধরে নিচ্ছি "আপনারা" ও ঐ "ভদ্রমহিলা" নিজেদেরকে "ইসলামের অনুসারি" বলে পরিচয় দেন।
আচ্ছা বলুনত, এই গায়ে হলুদ রসুল(সঃ) উনার কোন বিয়েতে পালন করেছেন?
অথবা উম্মুল মুমিনিন আয়েশা (রঃ) এর বিয়েতে বা অন্য কোন সাহাবার বিয়েতে বা কোন সহীহ হাদিসের উদ্ধৃতি কি দিতে পারবেন এই গায়ে হলুদ, "এনগেজমেন্ট", ব্রাইডাল শাওয়ার, ফিরানি, বরযাত্রা, চলন, ব্যাচেলর পার্টির?
রসুল(সঃ) বলেছেন যে, যে যার অনুসারী হবে সে তাদের অন্তর্ভুক্ত।
তাহলে আপনার দাবি যে আপনি "ইসলামের অনুসারি" সেটাইই আর টিকে কি? একবার দেখুনঃ
﴿وَلَن تَرۡضَىٰ عَنكَ ٱلۡيَهُودُ وَلَا ٱلنَّصَٰرَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمۡۗ ﴾ [البقرة: ١٢٠]

“আর ইয়াহূদী ও নাসারারা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না, যতক্ষণ না আপনি তাদের মিল্লাতের অনুসরণ করেন”। [সূরা আল-বাকারা, আয়াত: ১২০]

আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল, যিনি বলেছেন:

«لتتبعن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جُحرَ ضب لتبعتموهم , قلنا : يا رسول الله اليهود والنصارى؟ قال : فمن؟».

“তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি পুরোপুরি অনুসরণ করবে, প্রতি বিঘতে বিঘতে এবং প্রতি গজে গজে। এমনকি তারা যদি ষাণ্ডার গর্তেও প্রবেশ করে থাকে, তবে তোমরাও তাতে প্রবেশ করবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আপনি কি ইয়াহূদী ও নাসারাদের কথা বলেছেন? জবাবে তিনি বললেন: তবে আর কার কথা বলছি”?[1]

যিনি আরও বলেছেন:

«من تشبه بقوم فهو منهم».

“যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ, অনুসরণ ও সামঞ্জস্য বিধান করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে”।[2]

[1] হাদীসটি ইমাম বুখারী ও মুসলিম রহ. বর্ণনা করেছেন; ‘ফতহুল বারী’: ১৩/৩০০; সহীহ মুসলিম, হাদীস নং- ২৬৬৯।

[2] ইমাম আহমদ, আল-মুসনাদ: ২/৫০; আবু দাউদ রহ. বর্ণনা করেছে উৎকৃষ্ট সনদে, হাদীস নং-৪০৩১; আর আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন, ‘সহীহ আল-জামে‘ আস-সাগীর’, হাদীস নং-৬০২৫।

এখন, "আপনারাই"ই বলুন আপনাদের অবস্থান কোথায়?

আপনি দিতে পারেন আর নাইই পারেন, ইসলামে বিয়ের মতন অতীব সহজ আর কিছু নেই। অলী বা অভিবাবকের সম্মতি, উপস্থিতি (যদিও এ নিয়ে অনেক কথা আছে, সেটায় না গেলাম), দুইজন পুরুষ সাক্ষীর সামনে ছেলে মেয়েকে প্রস্তাব দেয়া ও মেয়ের সেটায় সায় দিলে বিয়ে হয়ে যায় (এখানেও আরও অনেক কথা আছে, সেটায় গেলাম না)।
রসুল (সঃ) কম খরচের বিয়েকে বরকতময় বলেছেন।

____________
শেষকথাঃ
ঐ "ভদ্রমহিলার" কাজের বিরোধীপক্ষরা "গায়ে হলুদকে" বৈধ মনে করছেন যেখানে সেটি নয়। বাকীটা আল্লাহ (আজ ওয়া জাল) ই ভাল জানেন, নিশ্চয়ই আল্লাহ (সুবহানওয়া তাআ'লা) সর্বশক্তিমান, সর্বজ্ঞ ও সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক।

সাজ্জাদ হোসেন

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: সব ব্যাপারে ইসলাম টানবেন না। বিরক্ত লাগে।

০১ লা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ইসলাম পূর্ণাঙ্গজীবনব্যবস্থা। তাই এর বাইরে কিছু যাবার সুযোগ নেই। আপনার ভাল লাগা বা না লাগায় কি লিখা বন্ধ থাকবে?

২| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:


দেরীতে এসেছেন; ওহী আসতে দেরী হয়েছে?

০১ লা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: কি বললেন কিছুই বোঝা গেল না।

৩| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি আবার এসেছেন ওয়াজ করতে।
আফসোস।

০১ লা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আফসোস কিসের জন্য?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.