নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

বিয়ে নিয়ে একজন মেয়ের যে যে বিষয় খেয়াল রাখা দরকার

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০০

বিয়ে – জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদাত, এটাকে নিছক ঘটনা বলা যায় না; জীবনের একটা টার্নিং পয়েন্ট বললেও বেশি বলা হবে না। যদিও মেয়েরা বালেগ হলেই মা হবার (মানে বিয়ের) উপযুক্ত হয়ে যায় (শরীয়া মতে), সামাজিক প্রক্ষাপট ও বর্তমান অবস্থা চিন্তা করলে আরও কিছু বিষয়ের খেয়াল রাখার দরকার। যেমনঃ
১. শরীয়া মতে “নারী” বা “পূণ্যবতী নারী” বা “পূণ্যবতী স্ত্রী” কাকে বলা হয়েছে, এর বৈশিষ্ট্য কি, আপনি জানেন কি? (Definition of righteous wife)
২. একটা মেয়ের বা নারীর জীবনে অনেকগুলো স্বতন্ত্র ভূমিকা রয়েছে – মেয়ে/কন্যা, স্ত্রী, মা, শাশুড়ী, বান্ধবী – এগুলোর সাথে আপনি পরিচিত?
৩. সংসার মানে কোন কাল্পনিক গল্প নয় – বাস্তব একটি প্রতিষ্ঠান। এর ভিত্তি ও টিকে থাকায় রয়েছে ত্যাগ, কৌশল, মানিয়ে নেয়া, মানানো, বিশ্বাস, আস্থা, দায়িত্ব পালন, মায়া, মমতা, অভিমান, ধৈর্য, নিষ্ঠা। এসব নিয়ে আপনার কি অভিমত? (স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য)
৪. পুরুষের মানসিকতা নিয়ে কতটা জানা আপনার?
৫. আপনি কতটা পারদর্শী যোগাযোগে? (Communication skill)
৬. আপনি যেভাবে চিন্তা করেন, একজন পুরুষ সেভাবে চিন্তা করে না। দুইজনের মধ্যে আকাশ-পাতাল তফাৎ আছে – এ নিয়ে আপনি কি জানেন? (বৈপরীত্য আছে বলেই সৌন্দর্য ও আকর্ষণ বিদ্যমান)
৭. সংসারে একজন স্ত্রীর কি কি দায়িত্ব বিদ্যমান – আপনি জানেন কি?
৮. সাংসারিক কি কি কাজে আপনি পারদর্শী? (যদি বলেন তেমন কিছু পারেন না, তবে শিখে ফেলুন, এটা আপনার আবশ্যিক দায়িত্ব)
৯. পিয়ার প্রসারে কি আপনি গলে যান? (Peer pressure – মানে আপনার ওমুকের ওটা আছে, আপনার নাই কেন, আপনার সেটা লাগবেই)
১০. আপনি অল্পে তুষ্ট কিনা? (অল্প মানে যা নূন্যতম দরকার, আপনার মতে না, সার্বজনিনভাবে)
১১. “যে মেয়ের বিয়ের পর বাবার বাড়ির প্রতি টান বেশি, তার সংসারে অশান্তি বেশি আর বিচ্ছেদের সম্ভাবনাও বেশি” – এটা জানেন?
১২. নিজের সমস্যা নিজে সমাধান করার মত সাহস ও যোগ্যতা আছে কি?
১৩. আপনার গোপনীয়তা আপনি বজায় রাখতে পারেন কি?
১৪. ফরয ইলম অর্জন করেছেন কি?
১৫. বিয়ে, তালাক, গর্ভ ধারণ, সন্তান প্রতিপালন, সম্পর্ক রক্ষা – এসব নিয়ে বিস্তারিত জানেন কি?
১৬. আপনার পরিবারে (বাবার বাড়িতে) আপনার কথার কি কোন দাম আছে?
১৭. আপনি কি অন্যায়ের সাথে আপোষ করেন?
১৮. আপনি কেমন সন্তান চান – এটা কি ঠিক করেছেন? (তাহলে তেমন সন্তানের পিতা খোঁজা সহজ হয়)
১৯. হুরমতে মুশাহারাত নিয়ে জানেন কি?
২০. স্বামী কেমন হবে – এটা নিয়ে কি অলীক কল্পনায় বাস করছেন? (যেমনঃ প্রিন্স হবে, ওমন হবে, ঐরকম হবে, তার মত হবে – এইসব)
২১. আপনার নিজের জীবন ও যা কিছু আছে, সেগুলো নিয়ে বাকীদের সাথে তুলনা দেন কিনা? এর ফলে অসুখী হন কিনা?
২২. চিন্তাভাবনা করে কাজ করেন, নাকি মন যা চায় – তাই?
২৩. নিজের অনুভূতি বা ইমোশন কি নিয়ন্ত্রণ করতে পারেন?
২৪. আপনি কি আপনার রাগের নিয়ন্ত্রণে নাকি আপনার রাগ আপনার নিয়ন্ত্রণে?
২৫. একাধিক বিয়েকে কেমন মনে করেন? (আমভাবে অপছন্দ করলে ঈমান চলে যাবার কারণ হবে)
২৬. সব কিছুতে কি অন্যদের (মা, বোন, বান্ধবীদের) পরামর্শ নেন, নাকি নিজেও একটু ধৈর্য ধরে যাচাই বাছাই করেন?
২৭. স্বামীরা প্রতিদিন আপনাদের জন্য এটা সেটা নিয়ে আসবে, ঘুরাতে নিয়ে যাবে, উপন্যাসের মত আচরণ করবে, বেকার ছেলেদের মতন ছ্যাবলামি করবে – এমন অবাস্তব প্রত্যাশা লালন করেন কি?
২৮. আপনাকে এমনি এমনিই বুঝে যাবে আপনার স্বামী – এমনটা মনে করেন কি? (স্পষ্ট করে না বললে ৯৫% পুরুষই বুঝে না, কারণ, আপনার মনে কি আছে সেটা একমাত্র আল্লাহই জানেন, আপনার স্বামী না)
২৯. পাত্রের যেটা সামর্থ্য, তা অনুযায়ী পূর্ণ নগদ মোহরানায় বিবাহে আগ্রহী? (কেননা, অনেক পরিবার কাল্পনিক ও অবাস্তব মোহর দাবি করে)
৩০. নিজের যত্ন নিজে নিতে পারেন কি? (এটা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ)
৩১. পর্দার বিধিবিধান জানেন ও মানেন কি?
৩২. আপনার পরিবারের বাকী সদস্যদের কি দ্বীনের আমলি দাওয়াত দেন?
৩৩. কোন খরচটা দরকারি, আর কোনটা না – এসব নিয়ে আপনার বুঝ কেমন?
৩৪. ফোনের প্রতি আপনার আসক্তি কেমন?
৩৫. আপনার সব কাজ কি আল্লাহ ও তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) – এর কথামত করেন কি?
৩৬. আপনার স্বামী আপনাকে নিয়ে হররোজ ডিনার করবে, আপনার কথা শুনবে, অনেক অনেক রোমান্টিক হবে, বুঝবে – এসব চিন্তা করেন কি? (করলে মাথা থেকে ফেলে দিন, ৯৫% পুরুষ এসবের কিছুই জানেও না বুঝেও না; আপনার ইচ্ছা থাকলে এগুলো শেখাতে হবে কৌশলে)
৩৭. জামাইকে টাইট দিয়ে সোজা বানিয়ে ফেলব, প্রতি সপ্তাহে শপিং করব – এসব কাল্পনিক ভাবনা আছে কি? (থাকলে মাথা থেকে বের করে দিন)
৩৮. স্বামীর অনেক টাকা থাকবে, আপনার প্রতি লয়্যাল থাকবে, প্রচুর সময় আপনাকে দিবে – এই সবগুলা একসাথে পাবার ইচ্ছে আছে কি? (থাকলে জেনে রাখুন এমন পুরুষ কয়েক ট্রিলিয়নে একজন পাওয়া যায়)
৩৯. শুধু অর্থ আর বংশই কি দেখছেন পাত্রের মধ্যে? চরিত্র, পৌরুষদীপ্ততা, দ্বীনদারিতা, আখলাক, আচরণ, স্বভাব – এসব কি বিবেচনায় রেখেছেন?
৪০. আপনাকে কি আপনি পবিত্র রাখছেন? যেমনঃ চারিত্রিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, চিন্তাগতভাবে, কল্পনাগতভাবে, সম্পর্কের দিক থেকে, আচরণগতভাবে – ইত্যাদি।
৪১. বদনজর নিয়ে কতটা জানেন ও মানেন? মাসনূন আমল করেন?
৪২. ইলম অর্জন, আমল ও বিতরণে কতটা সময় ব্যয় করেন?
৪৩. আল্লাহ খুশি হন বা অখুশি হন – এমন ভাবনা কি থাকে আপনার চিন্তা, কথা ও কাজে?
৪৪. আল ওয়ালা, ওয়াল বারা নিয়ে কতটা জানেন?
৪৫. আপনার বান্ধবীর বা অন্য কারো জীবন, স্বামী, বাচ্চা তাদের – আপনার নয়; এটা কি মানেন? (মানে অন্যের যেটা আছে সেটা আপনার চাইই চাই, না পেলে অশান্তি করেন, এমনটা করেন কি? যদিও এমনটা করা মারাত্মক অন্যায়)
৪৬. রাসায়নিক বস্তু ব্যবহারে বেশি অভ্যস্ত?
৪৭. কথা দিয়ে কষ্ট দেয়ার স্বভাবটাকে কি নিয়ন্ত্রণ করতে পারেন?
৪৮. সতর – নিয়ে সবটা জানেন কি?
৪৯. আপনার ছিঁচকাঁদুনে স্বভাব আছে কি?
৫০. কুফু – নিয়ে কতটা জানেন?
৫১. রুকাইয়াহ – নিয়ে জানেন কি?

চেকলিস্টটা হয়ত একটু বড় হয়ে গেল, কিন্তু আমাদের সম্মানিতা নারীদের জন্য দরকার আছে বলে মনে করি। তাদের কোন কিছুতে কমতি থাক এটা পুরুষ হিসেবে মানে নারীদের অভিভাবক, রক্ষক ও দায়িত্বশীল হিসেবে কখনই আমরা চাই না। উপরের কথাগুলো কেবল যারা মুসলিম, যারা ইসলাম পালন করে বা করতে চায় তাদের জন্য প্রযোজ্য। বাকীদের কথা বলতে পারি না। আর উপরের কথাগুলো স্রেফ কিছু টিপস, এটা মানতে কেউ বাধ্য নয়। কাউকে বাধ্য করাও উদ্দেশ্য নয়। যদি কারও উপকারে আসে সে হিসেবেই দেয়া। এর বেশি কিছু নয়।

সাজ্জাদ হোসেন
২৪ ডিসেম্বর, ২০২২

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৮

সোনাগাজী বলেছেন:



বিয়ে ১টি ইবাদত?
ইবাদত সব সময় বেশী বেশী করার দরকার।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২০

মিরোরডডল বলেছেন:




সোনাগাজী বলেছেন:

বিয়ে ১টি ইবাদত?
ইবাদত সব সময় বেশী বেশী করার দরকার।


=p~

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৯

মিরোরডডল বলেছেন:




চেকলিস্টটা হয়ত একটু বড় হয়ে গেল, কিন্তু আমাদের সম্মানিতা নারীদের জন্য দরকার আছে বলে মনে করি।

তাই নাহ?
তো পুরুষদের জন্য কি চেকলিষ্ট আছে, সেটাও একটু দেখি ।
নাকি পুরুষরা সকল প্রশ্নের ঊর্ধ্বে !

বাই দ্যা ওয়ে, নারীদের চেকলিস্ট অনেক ছোট হয়ে গেছে, আর কোন প্রশ্ন নেই?



২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৯

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: সেটা গতবছর দেয়া হয়েছে

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১০

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: Click This Link

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪০

সোনাগাজী বলেছেন:



আপনি শরীয়া মানেন, নাকি আধুনিক সমাজ বিজ্ঞান মানেন?

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: পাত্ররা এখন উপযুক্ত পাত্রি খুঁজে পাচ্ছে না। তার মধ্যে আপনি আবার এত বড় তালিকা দিলেন। এই তালিকা দেখে অনেক মেয়ে তো ভয়েই বিয়ে করবে না। :)

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২২

নেওয়াজ আলি বলেছেন: আপনার এত শিস্ট আপনার আশপাশে কোনো মোয়ে মানে কিনা

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ২:১৩

কামাল১৮ বলেছেন: যত বেশি বিয়ে তত বেশি এবাদত।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:০৪

বিটপি বলেছেন: সোনাগাজী এবং কামাল১৮ এর চুলকানির মলমঃ
"বিয়ে কোন ইবাদত নয়, এটি আল্লাহ্‌র রাসূল (স) এর একটি অনুসরণীয় সুন্নত"
বিয়ে করলে স্বাস্থ্য ভালো থাকে, মন সতেজ থাকে, চরিত্র সংরক্ষিত থাকে, দায়িত্ববোধ ও মর্যাদা বেড়ে যায়। তাই হাদীসে বিয়ে করতে উৎসাহিত করা হয়েছে।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৬

নতুন বলেছেন: ২৫. একাধিক বিয়েকে কেমন মনে করেন? (আমভাবে অপছন্দ করলে ঈমান চলে যাবার কারণ হবে)

এইটাই আসল কথা কইছেন।

আরো কয়কটা নিয়ম দিয়ে দিন।

২৬, স্বামী চাইলেই তার ২,৩,৪ নং বিয়ে মেনে নিতে হবে( নতুবা দোজখে যেতে হবে)
২৭, স্বামী গায়ে হাত তুললে তাকে কিন্তু আঘাত করা যাবেনা ( নতুবা দোজখে যেতে হবে)
২৮, স্বামী যখন চাইবে তখনই বিছানায় যেতে হবে, এমনকি রান্না চুলায় রেখেও ( স্বামী নাখোশ থাকলে সারা রাত ফেরেস্তারা গুনাহ লিখবে)

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এইসব জানতে জানতে একটা মেয়ের বয়স কতো হতে পারে ভাইজান?

১১| ২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: পুরুষের কি কি খেয়াল রাখতে হবে সেগুলোও লিখুন।

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৯

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.