নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

ঘটনামালা - ০৪

২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৮

আসসালামু আলাইকুম ❤️
প্লিজ কেউ সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবেন।টেনশনে মরে যাচ্ছি।
আমরা তিন ভাইবোন।বড় বোনের বিয়ে হয়েছে।এরপর আমি।আর তারপর আমার ছোট ভাই।
আমি অনার্স ৩য় বর্ষে পড়ি।আর ছোট ভাই মেরিন টেকনোলজি তে পড়ে।এবার ২য় সেমিস্টারে উঠেছে।আমরা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে বসবাস করি।আব্বুর বয়স হয়েছে।তিনি নিজের জমিজমা করে থাকেন।আমি পড়ালেখার পাশাপাশি চাকরি করি।বেতন যা হয় সেটা দিয়ে নিজের থাকা খাওয়া করে ছোট ভাইটার লেখাপড়ার খরচ চালাই।ছোট ভাই আমার আপুর বাড়িতে থেকে লেখাপড়া করে।সমস্যা টা হচ্ছে আব্বুর বয়স হয়েছে।আব্বু ও চাচ্ছে না ভাইটা লেখাপড়া করুক।বিদেশে চলে যাক।কিন্তু আমাদের দুইবোনের খুব ইচ্ছে ওকে একজন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে সবাই চিনবে।ছোট ভাইটা সেনাবাহিনীর সার্কুলার দিয়েছিলো পড়ে সেখানে এপ্লাই করে কিন্তু সিপাহি তে।মাত্র এসএসসি পাশ,করেছে।।ওই ও তো বড় হচ্ছে বাড়িতে নিত্যনতুন ঝামেলা,টাকার সমস্যা, সব নিয়ে চাপে থাকে।আমিও খুব বেশি বেতন পাইনা যে নিজের খরচ,ছোট ভাইটার লেখাপড়ার খরচ দিয়ে বাড়িতেও টাকা দিব। এদিকে সেনাবাহিনীর সিপাহিতে এত পরিশ্রম, অল্পতে রিটায়ার্ডমেন্ট,আর একজায়তাতেই আটকে থাকা,নিজেকে উন্নয়ন করা যায়না।। এখন কি করবো বুঝে উঠতে পারছিনা।কারন আমার যথেষ্ট বয়স হয়েছে।আমি যদি এখন বিয়ে করে ফেলি তাহলে ওর লেখাপড়া ও হয়তো হবেনা।আবার ওর বডিফিটনেস মোটামুটি আলহামদুলিল্লাহ। ওকে কি ডিফেন্সের দিকে যেতে দেব? নাকি মেরিনেই থাকবে।যদি ডিফেন্সে না ও টিকে তাহলেও কিভাবে কি করবো।আব্বু তো চাচ্ছে না ওই লেখাপড়া করুক।এত চিন্তা আমি নিতে পারছিনা।পরিবারের চিন্তায় মনে হচ্ছে মরে যাই।এত মানসিক প্রেশার নেওয়া সম্ভব না আমার পক্ষে। আমি যেখানেই যাই,অথবা যাই করি আমার ভাইটার লেখাপড়ার দায়িত্ব আল্লাহর রহমতে আমি নিবো।কিন্তু বাড়ির যে প্রেশার সেটা মেনে নেওয়া,মানিয়ে নেওয়া আসলেই কষ্টকরহয়ে যাচ্ছে। আল্লাহ এত প্রেশারে না রেখে আমাকে নিয়ে গেলেও হয়তো বেচে যেতাম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.