| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
স্বল্প আয়ের লক্ষ্যে যে স্কিলগুলো জরুরীঃ
 
১। নিজের সিভি নিজে লেখা শিখবেন। প্রয়োজন অনুযায়ী কাস্টোমাইজ করার অভ্যাস থাকতে হবে। কম্পিউটারের দোকান থেকে সিভি বানাবেন না। তবে চাইলে, প্রফেশনাল সিভি মেকারের হেল্প নিতে পারেন।
২। ইংলিশে কথা বলা শিখবেন। আর শুনে বুঝতে পারা, লিখতে পারা, পড়তে পারা এগুলো কিছুটা তো দরকার।
৩। কম্যুনিকেশানে ভালো হতে হবে। মনে করেন, আপনার গ্রামে বিশ্বব্যাংকের প্রতিনিধি গেলো। দোভাষী দরকার। আপনাকে যেনো সেখানে নিয়ে নেয়। কম্যুনিকেশান মানে কিন্তু টোটাল কম্যুনিকেশান স্কিল। আপনার গায়ের রঙ শ্যামলা হলে কটকটে রঙের কাপড় পড়বেন না। এই সব স্কিল বুঝবেন।
৪। মাইক্রোসফট এক্সেল খুব ভালোভাবে শিখবেন। এটা মোটেও ডেটা সায়েন্সের কিছু না। এটা একটা বেসিক স্কিল। এক্সেল না জানলে সামনের দুনিয়া অচল।
৫। এক্সেল থেকে অন্য একজন-কে রিপোর্ট করা জানতে হবে। যেটাকে ভিজুয়ালাইজেশান বলে।
৬। সেন্স অফ হিউমার খুব সুন্দর জিনিষ। কিন্তু সেটা কোথায় প্রয়োগ করতে হয়, শিখবেন। দুনিয়াদারী নিয়ে জানবেন। ফেসবুকে আজাইরা জিনিষ ফলো করবেন না।
৭। আর শেষ কথা হলো, ক্যারিয়ারের একটা ফ্যাক্টর হলো—কখনো কারো গীবত করবেন না। 
৮। আর নারীদের অযথা ভাও দেয়া থেকে দূরে থাকুন। যতটুকু দরকারী ততটুকুই; এর বেশী মানেই বিপদ, আপনার কোমল হৃদয়কে ব্যবহার করে সিড়ি বানিয়ে উপরে উঠে যাবে, তলায় পড়ে থাকবেন আপনি। নারী বিদ্বেষী হবার কথা বলা হচ্ছে না, ছ্যাছড়ামী বাদ দিতে বলা হচ্ছে।
মূল ৭টি পয়েন্ট সেলিম রেজা ভাইয়ের থেকে নেয়া।
২| 
১১ ই মে, ২০২৪  দুপুর ১:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার পয়েন্টগুলো ভালো। তবে আমার মনে হচ্ছে, এগুলো স্বল্প আয়ের চাইতে একটু উপরের লেভেলের জন্য প্রয়োজন।সেক্রেটারিয়েল, ম্যানেজারিয়েল এবং অফিস অ্যাসিস্ট্যান্ট (সোজা বাংলায় টাইপিস্ট) হিসাবে কাজের জন্য একটু আলাদা আলাদা লেভেলের স্কিলের প্রয়োজন। 
তবে, আজকের দুনিয়ায় চলতে হলে যে-কোনো লেভেলেই কম্পিউটার টাইপিং (যার মধ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি, এক্সেল শিট তৈরি অধিক গুরুত্বপূর্ণ) অফিস ম্যানেজমেন্ট, ফাইলিং সিস্টেম, ইত্যাদির উপর স্কিল থাকা আবশ্যক। একটা বাক্য শুদ্ধভাবে লিখতে পারে না, কিন্তু মোবাইল আর আই-ফোন বা টিকটিকে ওস্তাদ - এমন পাবলিকের ভাত নাই ![]()
৩| 
১১ ই মে, ২০২৪  দুপুর ১:৫১
নতুন বলেছেন: টিকটক, ফেসবুকের ভিডিও দেখা বন্ধ করতে হবে। 
দুবাইতে হাজার মানুষ বলবে আমি কাজ পাইনা। কিন্তু হোটেল ইন্ড্রাস্টিজে অভিঙ্গ একটা ছেলে পাইতেছিনা যাকে ইন্টারভিডউতে ডাকবো। 
 আমার সাধারন চাকুরীর জন্য যেই রকমের স্মাট আচরন দরকার সেই রকমের পোলাপাইন পাইনা।
 
২৬ শে আগস্ট, ২০২৪  সকাল ১০:১৩
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: এটা নিয়ে খুব বাজে অভিজ্ঞতা হল দিন দুই আগে। একজন সিভি পাঠিয়েছে পাওয়ার পয়েন্টে। এটা ফ্রেশারদের পোস্ট ছিল।
৪| 
১১ ই মে, ২০২৪  সন্ধ্যা  ৭:০৮
ফেনা বলেছেন: দারুন একটা পোষ্ট। সবার জন্য খুব দরকারী একটা পোষ্ট।
৫| 
১১ ই মে, ২০২৪  রাত ১১:১৮
শূন্য সারমর্ম বলেছেন: 
সেলিম রেজা ভাই কি চাকুরী দেয়?
৬| 
১২ ই মে, ২০২৪  রাত ১০:৫৪
জ্যাক স্মিথ বলেছেন: ফেসবুক আর টিকটক এক গবেট জনগোষ্ঠী উপহার দিচ্ছে আমাদের, এদের এসব শিখে লাভ নেই এরা বরং সৌদি গিয়ে রাস্তা ঝাড়ু আর গাড়ী মুছে ম্যালা ট্যাকা কামাই করবে, এত স্কিল দিয়ে কি হবে?
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০২৪  দুপুর ১২:২৯
রানার ব্লগ বলেছেন: আমার এক স্কুল বন্ধু আছে , ওর নাম ও সাজ্জাদ হোসেন । ওর লেখার ধরন আর আপনার লেখার ধরন একদম এক । সন্দেহ হয় আপনি সেই সাজ্জাদ ।