নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাগু, চুচিল এবং নাস্তিক দের প্রতি আমার চরম এলারজি

বজ্জাদ সাজ্জাদ

আমি খুব রোমানটিক।

বজ্জাদ সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ এর আন্দোলনে ছাত্রলীগ এর নেতাদের বক্তব্য কেন??????? এইটা ত আমাদের সাধারন মানুষের আন্দোলন।দয়া করে কুলাঙ্গার কাউকে এনে এই সমাবেশ কে কলুষিত করবেন্না!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

গতকাল শাহবাগে বক্তব্য প্রদানকারী ব্যাক্তিদের মধ্যে অধিকাংশই আওয়ামিলীগের।আমাদের সাধারন মানুষের আন্দোলনে আমরা এই সব "চাপাতি লীগের" লোকদেরকে দেখতে চাইনা।

নাওয়া খাওয়া বাদ দিএ এইখানে বসে আন্দোলন করতেছি আর মঞ্চের উপর এই ভদ্রলোকরা ভাষন দিচ্ছেন।

/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)

গতকাল বক্তব্য রাখেন---

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ বক্তব্যে বলেন, ‘রাজাকারদের সহযোগী আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের চামড়া আমরা তুলে নেব। আমার দেশ আমাদের আন্দোলনের বিরুদ্ধে মনগড়া রিপোর্ট করছে।’

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘টিভি চ্যানেলের টকশো অনুষ্ঠানে কিছু কুলাঙ্গার শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার করছে।’

গতকাল শাহবাগের মঞ্চে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দিয়ে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ছাত্র নেতা সাদেকুর রহমান, ছাত্র ঐক্যফোরামের আহ্বায়ক সোহান সোহরাব, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক, বিপ্লবী ছাত্র সংহতির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান প্রমুখ।



এ সময় মঞ্চে অন্যদের মধ্যে ভাষাসৈনিক আহমদ রফিক, হালিমা খাতুন, আওয়ামীপন্থী সাংস্কৃতিক সংগঠক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অধ্যাপক ড. আবুল বারকাতসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থিত আরও কয়েক শিক্ষক উপস্থিত ছিলেন।

তারা কেউ দেশের বিশিষ্ট সম্পাদক, কলামিস্ট ও বুদ্ধিজীবীকে খতম এবং তাদের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দেয়া বক্তব্যের প্রতিবাদ করেননি। সমাবেশ সঞ্চালনা করেন সাংবাদিক অঞ্জয় রায়। এতে সভাপতিত্ব করেন ব্লগার ডা. ইমরান এইচ সরকার ভাই।



ইমরান ভাইয়ের প্রতি এক্টাই দাবি, ভাই আপনি ভাল মানুষদেরকে মঞ্চে আসতে দিন, খারাপ খুনি সম্প্রদায়ের কাউকে না!

(X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((



এই রকম হলে সাধারন মানুষ কিন্তু আর আন্দোলনে থাকবেনা।

তাই অতিসত্ত্র এদেরকে ভাষন দেয়া থেকে পরিহার করেন।

তারা আওয়ামিলীগ করলেও আন্দোলনে অবশ্যই যোগ দান করতে পারবেন,

তবে সাধারন মানুষ হিসেবে।



আর একটা কথা আমাদের এই মঞ্চ থেকে যেন কোন খারাপ স্লোগান না দেয়া হয়, তাহলে আমরা যারা ছোট ছেলে মেয়ে নিএ আসি তাদের জন্য

এইটা অনেক অসহ্য।আমরা আমাদের পরবরতি প্রজন্মকে ভাল কিছু শিখাইতে চাই, জবাই করা না!

তথ্যসুত্রঃ জনী_দা _ফাজিল

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

হতাশ বিবেক বলেছেন: আমরা কোন দেশ প্রেমিক সাংবাদিক বা সাহিত্যিকের চামড়া তুলতে আসিনি? আমরা কসাই নই যে আমরা চামড়া তুলার বা জবাই করার মিছিল করব। আমরা আমাদের বীর সেনানীদের হত্যাকারীর ফাঁসির দাবি নিয়ে এসেছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাই এই সত্যটাই অনেকে বুঝতে চায়না।
চামড়া তুলার বা জবাই করার মত বাক্যে আমাদের পরবরতি প্রজন্ম অনেক খারাপ ভাবতেছে আমাদেরকে।
আমরা শান্তিপুরণ ভাবে আমাদের দাবি আদায় করতে চাই

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

বাকরুদ্ধ আমি বলেছেন: হতাশ বিবেক বলেছেন: আমরা কোন দেশ প্রেমিক সাংবাদিক বা সাহিত্যিকের চামড়া তুলতে আসিনি? আমরা কসাই নই যে আমরা চামড়া তুলার বা জবাই করার মিছিল করব। আমরা আমাদের বীর সেনানীদের হত্যাকারীর ফাঁসির দাবি নিয়ে এসেছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: আমরা আমাদের বীর সেনানীদের হত্যাকারীর ফাঁসির দাবি নিয়ে এসেছি।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

ত্যাড়া ব্যাকা বলেছেন: ছাত্রলীগ নেতা কি তার সংগঠনের নাম একবারও বলেছে? যদি না বলে থাকে, তবে আপনার এত চুল্কানি কেন? ছাত্রলীগ নেতা হলেও সে সাধারণ জনগণের অংশ।

ব্লগার ইমরান ( জানিনা সে কোথায় লেখে ) কিন্তু একজন ছাত্রলীগ নেতা। কই উনি মঞ্চে উঠলে তো আপনাদের চুল্কানি ওঠে না!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: ত্যাড়া ব্যাকা আপনার ভাষার ব্যবহারেই আপনার পরিচয় পাওয়া যায়।
এই আন্দোলন যেন রাজনীতীর থেকে দূরে থাকে সেজন্যই তাদেরকে দূরে রাখা প্র্যয়োজন।
এই কারনেই সাহারা, তোফায়েল, হানিফ কাউকেই মঞ্চে উঠতে দেয়া হয়নি।
আর ব্লগার ইমরান কে নিয়ে কার কোন ঝামেলা এখনও নাই। সেও যদি রাজনীতীর দিকে টারন করে তাইলে সেও পরিত্যাজ্য।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

কলম খাতা বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B :-B হায়রে কসাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :-P :-P :-P :-P :-P

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: আমরা যদি জবাই করতে চাইতাম তাইলে সবাই মিলে জেল ভেঙ্গে কাদেরকে ফাসী দিতাম। কিন্তু তার বদলে আমরা তার ফাসি চাইতেছি,
সুতরাং এই ধরনের জবাই করা আমাদের মুখে মানায় না

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

এ এস এম আশিকুজ্জামান বলেছেন: একমত, কুলাঙ্গারদের কে এই আন্দোলনে সমীল করে এই আন্দলনের মহীমা কলঙ্কিত করবেন না প্লীজ...।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: এ এস এম আশিকুজ্জামান ধন্যবাদ ভাই, আমিও এই আন্দোলন কলঙ্ক মুক্ত রাখতে চাই

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

ঠোঁটকাটা বলেছেন: এইসব শুনে কাল আমি চলে এসেছি। অবস্থা না পাল্টালে আর যাব না। অনেকেরই একই অবস্থা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: আমিও দিধায় ভুগছি, যাব কি যাব না!

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

চলতি নিয়ম বলেছেন: মাহমুদুর রহমান শাহবাগের আন্দোলনকারীদের কি বলেছেন সেটা শুনেছেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: ভাই শুনি নাই শেয়ার করেন

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

ভালোরনি বলেছেন: * যে সারাটা জিবন কোনো একটা কিছু কে চরম ভাবে অপছন্দ করে আসলো আর মৃত্যুর পর যখন সে আর কিছু বলতে পারছে না তখন ঠিক সেটাই তার উপর চাপিয়ে দেয়া টা সমর্থন করছি না।

* নাকি জানাজার নামে কেউ বা কারা আন্দোলেন কে আরো বেগবান আরো পলিটিকালাইজ্ড কারার চেস্টা করছে?

* স্লোপয়জনিং এর মতো কি আমরা আস্তে আস্তে রাজাকারের ফাসির দাবি থেকে দুরে সরে যাচ্ছি?

* সবার নজরের পিছনে কি জনমানুষের এই আন্দোলন কে দুই ভাগ করার পায়তারা শুরু হয়ে গেলো?

বিম্পি আমলিগ জামাত-শিবির এর শয়তানি থাবা থেকে দেশ কে বাচাতে হবে।

আর ভালো লাগে না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: আমার কাছে মনে হয় কেউ চাইছে এই আন্দোলন যেন শেষ না হয়।
যখনই আন্দোলন কমানো হল ঠিক তখনী এই হত্যা

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

মোঃ ইউসুফ তালুকদার বলেছেন: বোরকার নিচে কুড়কা নাচে....। শাহবাগের আন্দোলনে সকল যুদ্ধাপরাধীর বিচার চাই। কিন্তু আমি দেশের সাম্প্রতিক বিশ্বজিৎ হত্যাকান্ড, ছাত্রলীগের কুকীর্তির কথা কিভাবে মুখ বুজে সহ্য করতে পারি? কারণ আমি দিনরাত হাম্বালীগের টাকা দিয়ে গান্জা খেয়ে শাহবাগে পরে থাকি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: মোঃ ইউসুফ তালুকদার বলেছেন: বোরকার নিচে কুড়কা নাচে....। শাহবাগের আন্দোলনে সকল যুদ্ধাপরাধীর বিচার চাই। কিন্তু আমি দেশের সাম্প্রতিক বিশ্বজিৎ হত্যাকান্ড, ছাত্রলীগের কুকীর্তির কথা কিভাবে মুখ বুজে সহ্য করতে পারি? কারণ আমি দিনরাত হাম্বালীগের টাকা দিয়ে গান্জা খেয়ে শাহবাগে পরে থাকি।
একটা একটা করে সব হবে

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

এ এস এম আশিকুজ্জামান বলেছেন: ভাইয়ারা, এই ভুল কোরবেন না। সমস্যা থেকে সরে গেলে সমস্যার সমাধান হবে না, সমস্যার সমাধান করতে হবে সমস্যার মধ্যে থেকে। আমাদেরকেই এর সমাধান করতে হবে, কলঙ্কমুক্ত করতে হবে দেশকে...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: ্কিন্তু চাপাতি লীগের পিছনে দারাইতে পারবোনা

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

চলতি নিয়ম বলেছেন: শুয়োরের বাচ্চা বলেছে। শুনেন নাই? সত্যই?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: অই শালারে ধইরা শাহবাগএর মানুষের মাঝে ছাইরা দিতে হবে।
ধন্যবাদ তথ্যের জন্য

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

shomoyerdam বলেছেন: শাহাবাগে অমুসলিমদের উপস্থিতি কম নয়। সেখানে আজ থাবড়া বাবার নাকি জানাজা হবে। ভালই নাস্তিকদের জানাজা অমুসলিম আর নাস্তিকরাই পড়ুক। দয়া করে কোন বিশ্বাসী মুসলমান যাবেননা। যে আল্লাহ ও তার রাসুলকে গালি দেয় তার তো জানাজাই হওয়ার কথা নয়,

এইগুল শুধু মাত্র মুসলমান দের জন্য !
এই মর্যাদা গুলো একজন ইসলাম ব্যাঙ্গ কারিকে দিয়ে আল্লাহ্‌র সাথে নাফরমানি করবেন না !

তার জানাজা আদায় করা মানে আল্লাহ্‌র সাথে নাফরমানি করা। দেখুন পবত্র কুরআনে আল্লাহ্‌ কি বলছেনঃ-

আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনও নামায পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা তো আল্লাহ্‌র প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রাসূলের প্রতিও। বস্তুতঃ তারা নাফরমান অবস্থায় মৃত্যু বরণ করেছে। (সূরা আত তাওবাহ - ৮৪)

মুসলমানের সন্তান আমি আপনি মুসলমান। নাস্তিকের জানাজাকে ঘৃনা ভরে প্রত্যাখ্যান করুন। এই শয়তানদের কোনো জানাজা নাই। তবুও শোলাকিয়া ইমামদের মত কেউ হয়ত জানাজা পড়াবে অজ্ঞতা বসত।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: নাহ আমি যাবনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.