![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে ফেসবুকে জনৈক বড় ভাই বল্লেন" যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের এই আন্দোলন মানুষের অনেক ক্ষতি করছে",
তারে কিছু উত্তম মধ্যম দিয়ে চিন্তা করতে বস্লাম কিভাবে এর সমাধান করা যায়।
আমরা বিদেশের মানুষের কাছে এই ভাবে পরিচিতি পাচ্ছি যে আমাদের দেশের আইন পরিস্থিতি ভালনা। মানুষ বিচারের দাবিতে রাস্তায় নেমে আসছে!
অনেকের দাবী ঢাকা মেডিক্যাল্, বিএসএমইউর রোগী পরিবহনে সমস্যা হচ্ছে, ছাত্ররা পড়াশোনা ছেরে আন্দোলন করছে!!!!
ব্লগার খুন হচ্ছে।
সুতরাং আমাদের কিছু একটা করা উচিত।
আমার মতে এদের নিয়ে এত নাটক করে লাভ নাই।
আমরা নাওয়া খাওয়া বাদ দিয়ে রোদের মধ্যে বসে থাকব, আর তেনারা জেলের মধ্যে বসে খাবেন ঘুমাবেন। এত শান্তি দিতে পারবনা।
যুদ্ধাপরাধিদের বিচার নিয়ে আর কোন কথা নাই।
আমরা যুদ্ধাপরাধীদের ফাসি ঘোষনা করে দিয়েছি অনেক আগে
এখন কোন বিচার ছারাই ওদের ফাসি দিতে হবে।
যুদ্ধাপরাধীদের নিয়ে কোন রাজনীতি করতে দেয়া যাবেনা, কোন দল যেন যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি না করতে পারে তাই অতিসত্তর ওদের ফাসি দিয়ে দেয়া হোক।
আর ফাসি দেয়ার জন্য জল্লাদ খুজে না পাওয়া গেলে আমি আছি,
নিজের হাতে ওদের ফাসি দিতে চাই।
যুদ্ধাপরাধিদের নিয়ে এত ঝামেলা করে লাভ নাই। বিনা বিচারে ফাসী দেয়া হোক।
ওরা ৭১ সালে মানুষকে বিনা বিচারে হত্যা করেছিল, সুতরাং ওদের জন্য কোন মানবতা নাই।
আমরা ওই কুকুর গুলারে জনসম্যুক্ষে ফাসি দিয়ে ঘরে ফিরে যাব।
লোকজন ঘরে ফিরে যা্বে, ছাত্ররা পড়াশোনা শুরু করবে।
কিন্তু ফাসী ছারা এইরকম চলতে থাকলে দেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে।
তো হয়ে যাক----------------------
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: না ভাই টাইম নস্ট না করে ফাসি দিলেই ঝামেলা মিটে যায়
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
ফায়ারম্যান বলেছেন: এ ধরনের কথা যারা বলে তাদের উদ্দেশ্যেঃ
আজব ,যুদ্ধপরাধীদের বিচার করতে গিয়ে কি অন্যান্য কোর্টের বিচারকাজ কি বন্ধ আছে ???????