নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাগু, চুচিল এবং নাস্তিক দের প্রতি আমার চরম এলারজি

বজ্জাদ সাজ্জাদ

আমি খুব রোমানটিক।

বজ্জাদ সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

শিবিরের হাতে এ কোন অস্ত্র!

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২৭





















ছবি: রুবেল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম







ফকিরাপুল থেকে: শিবিরের হাতে এ কোন অস্ত্র? শনিবার সকালে রাজধানীর ফকিরাপুলে এক অভিনব ধরনের বিষ্ফোরক অস্ত্র ব্যবহার করতে দেখা যায় শিবির কর্মীদের।



ছোট তবে রকেট লাঞ্চারের মতো ছোঁড়া হয় এটি। ছুঁড়ে মাড়লে দুরে গিয়ে পড়ছে। সেখানে সৃষ্টি করে তীব্র ধোঁয়া। ছোঁড়ার পর প্যারাসুটের মতো বেড়িয়ে আসে একটি পলিথিন পেপার।



আজব ধরনের এই বস্তু এর আগে কখনোই দেখা যায়নি।



শনিবার সারাদেশের বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালনে শনিবার রাজধানীর ফকিরাপুলে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে মিছিলকারিরা পুলিশকে লক্ষ্য করে রকেটের মতো দেখতে বস্তুটি নিক্ষেপ করে।



পুলিশকেও দেখা যায় কৌতুহলের সঙ্গে বস্তুটি পর্যবেক্ষণ করতে।



তবে এর ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে শিবিরের একটি সূত্র বাংলানিউজকে জানায়, এটি মূলতঃ টিয়ার শেলের ধোঁয়া থেকে নিজেদের রক্ষার জন্য তৈরি। শিবিরের ওই সূত্রটি দাবি করে, এতে টিয়ারশেলের ধোঁয়া অকার্যকর হয়ে যায়। কোথাও অভিযানের সময় টিয়ারশেল নিক্ষেপ করলে নিজেদের কাছাকাছি বস্তুটির বিষ্ফোরণ ঘটিয়ে শিবির কর্মীরা সামনে এগোয় বলেও জানায় সূত্রটি।



এর আগেও দুই-একবার এটি ব্যবহার করা হয়েছে বলে জানায় শিবির কর্মীরা।





মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

তাসজিদ বলেছেন: আর কত কি দেখাবে শিবির।

২| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

মুক্তকণ্ঠ বলেছেন: মহান বিজ্ঞানী ছাগু পোলাপাইনরে নুপেল দেওয়া হোক।

৩| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: এদেরকে আলাদা করে চিনহিত করে বাংলাদেশ বোমা ফ্যাক্টরি নাম করন করে চাকরি দেয়া হোক। আমরাও আমেরিকার মত বিশ্য ব্যাপি অস্ত্র বেচব

৪| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪

ডি মুন বলেছেন: " মহান বিজ্ঞানী ছাগু পোলাপাইনরে নুপেল দেওয়া হোক। "


হা হা হা হা =p~ =p~ =p~ =p~

৫| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

শিপু ভাই বলেছেন: মুক্তকণ্ঠ বলেছেন: মহান বিজ্ঞানী ছাগু পোলাপাইনরে নুপেল দেওয়া হোক।

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: কাঠাল পাতা দেয়া হবে অদের

৬| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: এইটা অনেকটা রকেট ফ্লেয়ার এর মত। শুধু ধোয়া বেশি বের হয়

৭| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

দায়িত্ববান নাগরিক বলেছেন: মুক্তকণ্ঠ বলেছেন: মহান বিজ্ঞানী ছাগু পোলাপাইনরে নুপেল দেওয়া হোক। B-) B-)

৮| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮

টি_মৃদুল বলেছেন: মামা বাড়ির আবদারনামা - ১

আমরা পুলিশকে আক্রমন করবো, দুই চারটাকে মেরেও ফেলবো; প্রত্যুত্তরে পুলিশ আমাদের ফুলের টোকাটি পর্যন্ত দিতে পারবে না, প্রয়োজনে মেশিন চুম্বন করবে

মামা বাড়ির আবদারনামা - ২

আমরা রাস্তায় গ্রেনেড ফেলে রাখব, কক টেল ফাটায়ে রিক্সাওালা বা পথচারী মেরে ফেলবো| পাবলিক এর নিরাপত্তা আল্লাহ'র হাতে, তবে সরকারকে আমাদের জন্য তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তবে মেটাল ডিটেকটর আনার দরকার নাই। উঠতি মেশিন-ম্যানদের ভিতরে ঢুকতে অসুবিধা হতে পারে

মামা বাড়ির আবদারনামা - ৩

আমরা মন্দির মঠ এগুলা ভাঙ্গতে যাব, রেল লাইন উপড়ে ফেলবো| শাহ্বাগীদের মত আমাদের জন্য ভ্যানগাড়ি ভরে পানি নিয়ে আসতে হবে। তবে মোবাইল টয়লেট আনার দরকার নাই। নাস্তিকের বাচ্চারা শাহ্বাগে থাকতে অগুলাতে আব্বাদের নাম আকাআকি কইরা রাখছে

মামা বাড়ির আবদারনামা - ৪

আমরা মসজিদের ভিতরে ইট পাটকেল নিয়া ঢুকব, দরকার হইলে নামাজের কার্পেট পুড়ায়া দিব | 'মুসুল্লি' হিসাবে আমাদের কিছ্ছু বলা যাবে না। উল্টা শাহবাগের মত আমাদের জন্য মসজিদের ভিতর ফ্রি ওয়াইফাই ও ল্যাপটপ এর ব্যবস্থা করতে হবে, যাতে ইনস্ট্যান্ট ফটোসপ মাইরা ছবি বাশের কেল্লা বা 'আমার তলদেশ' পত্রিকার ওয়েব এ আপ করা যায়।

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: হাহাপগে

৯| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

মাথা ঠান্ডা বলেছেন: আবিস্কারককে স্বাধীনতা পদকে ভূষিত করা হউক।

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: আমিও তাই ভাবছিলাম। আমি ঘোষনা দিচ্ছি আপনি কাঠাল পাতা পুরস্কার হিসেবে দিয়েন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.