নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাগু, চুচিল এবং নাস্তিক দের প্রতি আমার চরম এলারজি

বজ্জাদ সাজ্জাদ

আমি খুব রোমানটিক।

বজ্জাদ সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

:D:D:D:D:Dনির্বাচনে সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতা চাইল বিএনপ:):):):):):):):):):)

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭



নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। আজ বুধবার বেলা ১১টার দিকে দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ তিন পাতার একটি লিখিত চিঠি ইসিতে জমা দেন। পরে তিনি চিঠির বিষয়বস্তুর ব্যাপারে সাংবাদিকদের জানান।

সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি এই চিঠিতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের দাবি জানিয়েছে। এতে আইন প্রয়োগকারীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে বলা হয়েছে। কারণ বিএনপি মনে করে, সামরিক বাহিনীকে বিচারিক ক্ষমতাসহ মোতায়েন না করলে নির্বাচন সুষ্ঠু হবে না।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে বিএনপি চিঠিতে তাদের আপত্তির কথা জানিয়েছে। বিএনপির অভিযোগ, ইসি যেভাবে সীমানা পুনর্নির্ধারণের খসড়া করেছে, সেটি সরকার-নির্দেশিত হয়েছে। এ ছাড়া পাঁচ লাখ ভোটারের হদিস নেই বলেও দলের পক্ষ থেকে চিঠিতে অভিযোগ জানানো হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠিটি পাওয়ার কথা নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুল মোবারক। তিনি বলেন, কোন কোন আসন নিয়ে আপত্তি, বিএনপির চিঠিতে তা স্পষ্ট করে বলা হয়নি। এ ছাড়া কোন কোন এলাকায় পাঁচ লাখ ভোটারের হদিস নেই, সে তথ্যও চিঠিতে স্পষ্ট করা হয়নি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০২

পরিবেশ বন্ধু বলেছেন: লেখিকা লিখলেন গল্প দিনে ঘুম আর রাতে কাজ / বাড়ে কাজ গড়ে
সমাজ ।
আমরা তো চলি সেই মতে
কোরআন হাদিস মানব কেন ?
তাই দেখি
আর দেখি দলের চাইতে ব্যক্তি বড়
রাস্টের চাইতে দল
জাত ধর্ম আইন পালায় মাটে
ভীষণ গণ্ডগোল ।

২| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: ভাই একটু হাই থট হয়ে গেল। আমার পোস্ট তো অন্য টপিক নিয়ে

৩| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

গেস্টাপো বলেছেন: ঠিক কাজ হইবে
হাম্বারা আর্মিদের অনেক ভয় পায়
হাম্বাদের চ্যালা-চামুণ্ডা নেস্টিকরা তাদের হেব্বি ডরায়
আমার এ দাবির সাথে সহমত আছে
এগিয়ে যাও বাংলাদেশ আর্মি

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: এগিয়ে যাও বাংলাদেশ আর্মি

৪| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

নিয়ামুল ইসলাম বলেছেন: পাগলের মাথা নষ্ট হইয়া গেছে আর কি =p~ =p~ =p~ =p~

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: ভাই পাগল টা কে??????

৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১

নিয়ামুল ইসলাম বলেছেন: যার চিকিৎসা এখন ভাল মত দরকার,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.