নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাগু, চুচিল এবং নাস্তিক দের প্রতি আমার চরম এলারজি

বজ্জাদ সাজ্জাদ

আমি খুব রোমানটিক।

বজ্জাদ সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

মাথা ফাটিয়ে পুলিশের অস্ত্র কেড়ে নিল শিবির (ভিডিও)।

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫



Click This Link



রাজশাহী নগরের শালবাগান এলাকায় আজ সোমবার সকালে এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে তাঁর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়েছেন ছাত্রশিবিরের কর্মীরা।

ওই পুলিশ কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম। তিনি রাজশাহী উপশহর পুলিশ ফাঁড়ির এসআই হিসেবে কর্মরত আছেন। রাস্তায় পড়ে থাকা জাহাঙ্গীরকে ঝর্ণা বেগম নামে এক নারী পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি এই হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে শিবিরের কর্মীরা রাজশাহী নগরের শালবাগান এলাকায় একটি মিছিল বের করেন। এ সময় পুলিশ রাস্তায় বাধার সৃষ্টি করে। বাধা উপেক্ষা করে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছোড়েন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি ছোড়ে।

পুলিশ সদস্যরা সংখ্যায় ১০ জনের মতো ছিলেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা পিছু হটতে থাকেন। এ সময় শিবিরের কর্মীরা এসআই জাহাঙ্গীরকে ধরে মারধর করতে থাকেন। একপর্যায়ে তাঁরা তাঁর কাছ থেকে পিস্তল ও ওয়াকিটকি কেড়ে নেন। এ ছাড়া তাঁদের হামলায় শফিকুল ইসলাম, লতিফুর হায়দার ও জাকির হোসেন নামে তিন পুলিশ সদস্য আহত হন।

জাহাঙ্গীর ও শফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। লতিফুর ও জাকিরকে রাজশাহী পুলিশ রাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সা কর্মকর্তা রুখসানা পারভীন প্রথম আলো ডটকমকে বলেন, এসআই জাহাঙ্গীর মাথা ও চোখের ওপরের দিকে আঘাত পেয়েছেন। তাঁর মাথার আঘাত গুরুতর।

তবে সার্বিক ঘটনার বিষয়ে তাত্ক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

গতকাল রোববার রাজশাহীর বাটারমোড় এলাকায় সংঘর্ষের সময় জামায়াত-শিবিরের বোমা হামলায় পুলিশের এসআই মকবুল হোসেনের (২১) ডান হাতের কবজি উড়ে যায়। প্রথমে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিত্সার জন্য তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষে পুলিশের আরও ছয় সদস্যসহ অন্তত ৩২ জন আহত হন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

আশার রাজ্যে নিরাশার মেঘ বলেছেন: জামাত-বিএনপি পশুতে পরিণত হয়েছে...

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: আসলেই ভাই

২| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

আশার রাজ্যে নিরাশার মেঘ বলেছেন: সরকার পারলে কন্ট্রোল করুক, না পারলে পদত্যাগ করুক। এমন বাংলাদেশ দেখতে চাই না।

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: সহমত

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০

আকাবাকা বলেছেন: উম্মাদ এক স্বরাষ্ট্রমন্ত্রী আর কিছু দলীয় কর্মকর্তার বাড়াবাড়ির মূল্য সারা দেশের পুলিশ সদস্যদের দিতে হচ্ছে। এখন পর্যন্ত ৩০ জনের মত মারা গেছেন, ১ হাজারের বেশি আহত হয়েছেন, কয়েকজন পুলিশ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন, গতকাল একজনের দু'হাতের কবজি উড়ে গিয়েছে। সারা দেশে বদনামের ভাগী হচ্ছেন, আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত হচ্ছেন। জাতিসংঘ শান্তি মিশনে তাদের অন্তর্ভুক্তিও প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে।

দলীয় কর্মকর্তাদের অনেককেই সরকার নিজ খরচে সপরিবারে বিদেশে পুনর্বাসন করেছে। কিন্তু যে অডাসিটির তারা দেখিয়ে গেছে, তার মূল্য দিচ্ছে সাধারণ পুলিশ সদস্যরা, যারা বাস্তবে প্রত্যেকেই নিরীহ খেটে খাওয়া পরিবারের সন্তান।

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: এই পুলিশরা সাধারন সরকারি করমচারি এদেরকে এইভাবে মারা জঘন্য

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

আহমেদ রিজভী বলেছেন: পুলিশ যখন পিটায় তখন বাহ এইত বেশ হচ্ছে । আর যখন একই মাইর পুলিশ খায় তখন. . . . .! মাইর মাত্র শুরু পুলিশ যদি দালালী বন্ধ না করে তবে এইটা চইলতে থাকবে ।

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মদন বলেছেন: একদিনে ১০০জন মারা যাওয়াতে যখন আমরা উল্লাস করেছি, তাহলে পুলিশের মাথা ফাটানোতেও উল্লাস হোক.. তবেই না সমান সমান

হায়রে আমাদের বিবেক :(

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: জামাত-বিএনপি পশুতে পরিণত হয়েছে...

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঢিলটি মারলে পাটকেলটি খেতেই হয়!!!

সরকারের আর স্বরাষ্ট্রমন্ত্রীর দায় বহন করছে পুলিশ! কেন?

কেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপকে পিটালে পুলীশকে শাস্তির বদলে পুরস্কার দেয়া হয়?

কেন পুলীশ দলীয় কর্মীর মত আচরন করে?

কেন পুলিশকে তার নিজস্বতায় চলতে দেয়া হচ্ছে না।

যারা উল্লসিত হচ্ছেন তারা যেমন অপরাধী, যারা মায়া কান্না দেখাচ্ছে তারাও সমান অপরাধী!

সরকারের প্রধানতম একটা বাহিনী, সারা দেশে আইনশৃংখলা রক্ষা যাদের দায়িত্ব- তাদের দোহাই রেজাই দেন!
আবালের মত দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েও মন্ত্রনালয়ে বসে থাকে কিভাবে? পদত্যাগ করেনা কেন?

দেশকে কি পরিকল্পিত যুদ্ধাবস্থায় নেয়ার জন্যই মন্ত্রী মহোদয়ের উস্কানি!!!!!!!

ভুগছে- আম জনতা
ভুগছে সাধারন পুলিশ!!

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

বিডি আমিনুর বলেছেন: সরকার পুলিশ এবং জনগনের মাঝে ফাইট লাগাইয়া মজা লুটতেছে , এর হিসাব একদিন আওয়ামী সরকারকে দিতে হবে।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ভাই , আপনার পোসট তো জামাত শিবির বিরোধী , তাহলে আপনি , আমার পোস্টে ঐ কমেন্ট দিলেন কেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.