নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাগু, চুচিল এবং নাস্তিক দের প্রতি আমার চরম এলারজি

বজ্জাদ সাজ্জাদ

আমি খুব রোমানটিক।

বজ্জাদ সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

এবার কোটা রক্ষার দাবিতে আন্দোলন??????(কুত্তা লীগ আর রাজাকারের পোলারা মনে হয়)

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২০

X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((

সংবিধানে আছে

২৯(১) প্রজাতন্ত্রের কর্মে বা পদ- লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে।



২৯(২) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্তের কর্মে নিয়োগ বা পদ -লাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তাঁহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না।



যার এর উলটা করতাছে



আমি সিওর এই হারামিগুলান রাজাকারের পোলা & কুত্তা লীগ।। আর নাইলে UNWANTED PRIVILEGE এর জন্য রাস্তায় নামতনা।

নিজেদের কে তারা মেধাবী দাবি করছে। আরে ব্যাটা তোরা যদি মেধাবী হবি তাইলে তোগো আবার কোটা লাগে ক্যান????????????

মুক্তিযোদ্ধারা কোটার জন্য যুদ্ধ করে নাই। কালকে অনেক মুক্তিযোদ্ধার সন্তান্দের দেখলাম যারা বিসিএস এ চান্স পায়নাই , তারপরো তারা বলতেসে যে এই হারামী কোটার দরকার নাই। তাইলে এখন বুইঝা লন কারা এই কোটার পক্ষে আন্দোলন করতাসে।X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((



বিসিএসসহ সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনের দুই দিন পর এবার কোটা রক্ষার দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এ দাবিতে আজ বেলা ১১টায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ও ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ নামে দুটি সংগঠন।

কোটা বাতিলের দাবিতে আন্দোলনকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে এ সময় সংগঠন দুটির নেতারা সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিবিরের পাতানো ফাঁদে পা দেবেন না। মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ ভাগ এই কোটা কারও করুণা নয়।

নেতারা আরও বলেন, মুক্তিযোদ্ধার সন্তানেরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মেধার পরিচয় দিচ্ছে। গত ১৯৯৬ সালে এই কোটা পদ্ধতিতে মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পেতে শুরু করে। ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় আসার পর তা কাগজে-কলমে থেকে যায়। তত্ত্বাবধায়ক সরকার আমলে একশ্রেণীর সুবিধাবাদী আমলার ইন্ধনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামে। কিন্তু পাল্টা প্রতিবাদ জানালে তারা পিছু হটে যায়।

সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির দাবি করেন, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের সবাই মুক্তিযোদ্ধার সন্তান। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘৩৪তম বিসিএসে ফল প্রকাশের পর পুনর্মূল্যায়নের দাবিতে যে আন্দোলন শুরু হয়, প্রথমে এটি সম্পর্কে আমরা বুঝতে পারিনি। কিন্তু গতকাল বৃহস্পতিবার থেকে তাদের দাবি সহিংসতায় রূপ নেয়। তাই আমরা আজ রাস্তায় নেমে এসেছি।’ তিনি বলেন, আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Click This Link

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৪

দুরন্ত-পথিক বলেছেন: হায় আল্লাহ্‌,বলেন কি? তাহলে আসেন দেখি ওদের অখানে সকল নিরাপত্তা আছে কি না আর সাথে খানা - পিনা আর লাইভ টেলিকাস্ট হয় কি না। আর কোটা বিরোধীদের জন্য রয়েছে টিয়ার শেল আর কয়েকদিন পর দেখব পিপার স্প্রে।


১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৮

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: ওদের জন্য জেড ক্লাস সিকিঊরিটি আর সাথে ফাইভ স্টার এর খাবার দাবার সাথে বিটিভি এর লাইভ কাভারেজ।

২| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৬

রোদেলা দুপুর বলেছেন: আরে ব্যাটা তোরা যদি মেধাবী হবি তাইলে তোগো আবার কোটা লাগে ক্যান????????????
B-)) B-)) B-)) B-)) B-))

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩০

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: আপু আমারো প্রশ্ন এইখানে। তোরা মেধাবী হইলে কোটা লাগে ক্যান?

৩| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

সদাচারী বলেছেন: দেশের ভিক্ষুক সমিতি তাদের অব্যাহত ভিক্ষা প্রাপ্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে। আসেন আমরা তাদের একটু করুণা করি......উপুর্যপরি গদাম সহ। X( X((

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩২

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: সহমত । চলেন একটু উপুর্যপরি গদাম দেই। অইখানে না যাইতে পারলেও ভারচুয়ালি দেই

৪| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

একিউমেন০৮ বলেছেন: UNWANTED, UNJUST, INTOLERABLE PRIVILEGE X(( X(( X(( X(( X((

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: ১০০ % সহমত

৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫১

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সরকার কি শুধু মাত্র এই কোঠা এর মাদ্ধমেই মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে???
আর বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে কি তবে মুক্তিযোদ্ধার সন্তান না????
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেন
মুক্তিযোদ্ধাদের সম্মান আরও নানা ভাবে করা যায়, তাদের সন্তানদেরও আরও নানা ভাবে সিক্ষার জন্য সাহায্য করা যাবে।
প্রতিটি মুক্তিযোদ্ধা পরিবার কে একটি করে ফ্লাট বাসা দেওয়া হোক, তাদের প্রতিমাসে ১০০০০ টাকা করে দেওয়া হোক, তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা খরচ দেওয়া হোক, তাদের টিউশন ফীস মউকুফ করা হোক...
আমাদের কোন আপত্তি নেই। কিন্তু তাই বলে বিসিএস এর মতো জায়গায় কেন এতো বিশাল পরিমানে তাদের জন্য কোটা এর বাবস্থা???
এই কোটা প্রথা বাতিলের দাবী এর মানে কিন্তু এই না যে মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে না। এর মানে হচ্ছে তাদের এই অন্যায় সুবিধা প্রথা বন্ধ করতে হবে।

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এমনিতেই কিন্তু সরকার কম সুযোগ সুবিধা দেয় নাই।
ভালো ভালো স্কুল কলেজে কিন্তু তাদের জন্য আলাদা ভাবে কোটা এর ব্যাবস্থায় তাদের ভর্তি করা হয়, সেখানে তারা আলাদা সুবিধা পেল, মানলাম এটা।
এরপর যখন বিশ্ববিদ্যালয় এ ভর্তির সময় এলো, তখনও তাদের জন্য কোটা এর বাবস্থা।

মুক্তিযোদ্ধাদের সম্মান শুধু এই কোঠা দিয়েই হয় না। আশা করি বুঝতে পারেছেন।
মুক্তিযোদ্ধাদের সন্তানের এই কোঠা এমন আকার ধারন করেছে যে কিছু দিন পর হয় জাতীয় বিভিন্ন খেলা-ধুলা প্রতিযোগিতায় এমন হবে যে প্রথম স্থান রাখা হবে তাদের জন্য, আর বাকি ১ম আর ২য় স্থানের আমাদের প্রতিযোগিতা করতে হবে। :p :p





আমেরিকার কোঠা নিয়ে আব্রাহাম লিংকনের একটি ঘটনা বলি...

একবার আব্রাহাম লিংকনের কাছে এক ভদ্রলোক এসে বীরদর্পে বললেন-
-- আমার ছেলেকে রাষ্ট্রীয় উচ্চপদস্থ চাকুরি দিন...
-- আব্রাহাম লিংকন: কেন ?
-- ভদ্রলোক: আমার ছেলে চাকরি পাওয়ার যোগ্য তাই।
... -- আব্রাহাম লিংকন: কিসেরযোগ্যতা আছে আপনার ছেলের?
-- ভদ্রলোক: আমার বাবা (ছেলের দাদা) আমেরিকার জন্যস্বাধীনতা যুদ্ধ করেছেন;
আমরা আমেরিকার মুক্তিযোদ্ধা পরিবারের বংশধর-তাই দেশ সেবার সেরা
চাকরি আমাদের দেয়া উচিৎ.....!
-- আব্রাহাম লিংকন: ওকে থাঙ্কস; আপনাদের পরিবার দেশের জন্য অনেক করেছে; এবার সাধারণ মানুষকে দেশের জন্য কাজ করতে দিন।

___________________________________________________
এই লিঙ্ক থেকে বিস্তারিত পড়ে আসতে পারেন।
____________________________________________________
অথবা এই লিঙ্ক এ বিস্তারিত...
___________________________________________________

৬| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৪

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: many many thanks for this info. thanks for visiting my blog

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.