নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এ হামিম

সাজজাদুল আনোয়ার

সাজজাদুল আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ঢাবিতে চান্স পাওয়া

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৭

২০০৯ সাল ।



C- unit এর Result out হল । পরীক্ষা তেমন খারাপ হয়নাই । ভাবলাম হয়ে যাবে । মেধাক্রমে দেখলাম আমার অবস্থান ১৪৪৭ ! তার মানে চান্স হল না !



ওদিকে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মত MCQ System চালু হল ! ওখানে ২ টা Unit এ পরীক্ষা দিলাম । IR এ হলাম ১৫ তম English এ হলাম ৬৫ তম !



একদিকে C- unit এ চান্স হল না অন্যদিকে বাড়ীর পাশে জাবিতে ভালভাবেই চান্স হল ! আরেক বছর পরীক্ষা দিয়ে ঢাবিতে চেষ্টা করব নাকি জাবিতেই ভর্তি হয়ে যাব ?



পরিবারের সবাই চরম চাপ দিতে থাকল জাবিতে ভর্তি হয়ে যেতে । আমি কারো কথা শুনলাম না কেন জানি ! বললাম,

'আমি ঢাবিতেই পরতে চাই এবং তা এইবছর থেকেই ! আমার confidence আছে আমি ঢাবিতে চান্স পাব ।"



তখনও D-unit এর পরীক্ষা হতে প্রায় ১ মাস বাকি । চোখে -মুখে শুধু অন্ধকার দেখতে শুরু করলাম কিন্তু মনে ছিল প্রচণ্ড ইচ্ছাশক্তি । খেয়ে না খেয়ে পড়াশুনা শুরু করলাম । দৈনিক ১৫/১৬ !



ওদিকে জাবিতে ভর্তির শেষ তারিখেও ভর্তি হলাম না ! পরিবারের সবাই প্রচণ্ড হতাশ ! শুধুই আমি ছাড়া !



D- unit এ পরীক্ষা দিলাম ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে । Result out হওয়ার সময় থরথর করে কাপছিলাম ! রেজাল্ট এ দেখা গেল ৯১ তম হলাম ! অবাক হতে পারলাম না । কি করব ভেবে অনেক্ষন চুপ করে রেজাল্ট টা দেখতে থাকলাম !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.