![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভার্সিটিতে ভর্তির আগে প্রায়ই খবরে দেখতাম বা শুনতাম অথবা পড়তাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক হলে মারামারি, কাটাকটি বা ছাত্রদের সংঘর্ষে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা , ছাত্রদের বিকাল ৫ টার মধ্যে এবং ছাত্রীদের আগামিকাল ৯ টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে । ঢাবিতে প্রচুর সেশন জটে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত ইত্যাদি ইত্যাদি !
কিন্তু একটা ব্যাপার আমার কাছে খুবই অবাক লাগে, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে যখন অস্থিরতা বিরাজ করে গত কয়েকবছর তখন আমাদের ঢাবি ছিল ঠিক তার বিপরীত ! মানে, গত কয়েক বছর যাবত আশ্চর্যজনকভাবে আমাদের ক্যাম্পাস এ কোন রাজনৈতিক অস্থিরতা নেই ! যার ফলে অনির্দিষ্টকালের জন্য ভার্সিটি বন্ধ ঘোষণা , এইসব শুনতে হয় নি !
আর এই অস্থিরতা না থাকার ফলে কোন সেশন জটেরও মুখোমুখি হতে হই নি আমাদের !
এক সময় হয়ত সেশন জট বা রাজনৈতিক হানাহানির কারনে অনির্দিষ্টকালের জন্য ভার্সিটি বন্ধ ঘোষণা হবে না । সেই প্রত্যাশায় .........
©somewhere in net ltd.