নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এ হামিম

সাজজাদুল আনোয়ার

সাজজাদুল আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কৃতঘ্ননা !!!

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৫

২০০৯ সাল



ছোট কালের এক বন্ধু আমাকে ফোন দিল অনেক দিন পর ।

আমাকে অনেক করে বলল ,

-----দোস্ত একটা কাজ করে দিতে হবে তোকে ?

-------- বললাম কি কাজ ?

---- দোস্ত আমি তিতুমির কলেজে পরীক্ষা দিব । তোকে একটু হেল্প করতে হবে ।

--- আমি কিভাবে হেল্প করব ? আমি তো ওখানে পরীক্ষা দিব না ? তাছাড়া আমি তো অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছি !

---- সেই জন্যই তো তোর হেল্প দরকার !

---- আচ্ছা বল কিভাবে হেল্প করতে পারি ?

----- আমি দুইটা ভর্তি ফর্ম কিনছি । একটা আমার জন্য আরেকটা তোর জন্য । মানে তুইও আমার সাথে পরীক্ষা দিবি ।

---- কেন তোর কি ভাল প্রস্তুতি নেই পরীক্ষার জন্য ?

---- থাকলে কি আর তোকে বলি ?



অনেক বলার পর রাজি হলাম । পরীক্ষার হলে সিট পড়লো সামনে পিছনে ! খূব ভালো করেই পরীক্ষা দিলাম এবং ওকে সাহায্য করলাম ।



রেজাল্ট বের হওয়ার পর দেখলাম দুজনেই চান্স পেলাম ! সে ম্যানেজমেন্ট এ ভর্তি হয়ে গেল ।



কিছুদিন পর ওদের বাসায় গেলাম । যাওয়ার পরই অ্যান্টি বলা শুরু করল,

--- কিরে তুই কোনটায় ভর্তি হলি ?

--- ঢাকা বিশ্ববিদ্যালয় এ ।

---- রনি তো তিতুমির কলেজে চান্স পাইল ! তিতুমিরে চান্স পাওয়া কিন্তু চাট্টি খানি কথা না বুঝলি ! হাজার হাজার পোলাপান এখানে ভর্তি পরীক্ষা দেয় । রনি ওদের মধ্যে চান্স পাইল । ভাবতেই খুব ভাল লাগছে !

----- অ্যান্টি ... ( তখনি আমার প্রান প্রিয় বন্ধু আমাকে ইশারা দিয়ে বোঝালো আমি যেন না বলি আসল কথাটা ! )



পরে আমাকে অনেক ভাবে বোঝালো যে আমি যেন ওর মাকে বলি ............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.